সমাজকর্ম একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান। মানুষের বিভিন্নমুখী সমস্যার সমাধানকল্পে সমাজকর্ম অন্যান্য সামাজিক
বিজ্ঞান থেকে তার অধিকাংশ জ্ঞান আহরণ করেছে। আর সামাজিক বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা সামাজিক জীব
হিসেবে মানুষের সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে অর্থাৎ তাদের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, পারস্পরিক
সম্পর্ক, কৃষি, সংস্কৃতি তথা গোটা সমাজকে নিয়ে আলোচনা করে এবং তথ্য উদঘাটন ও তত্ত¡ প্রতিষ্ঠা করে। বর্তমান
বিশ্বে সমাজকর্ম পেশাগত সেবার মর্যাদায় পরিগণিত আর সমাজকর্মের চলার পথকে সুগম করেছে সামাজিক
বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান। সুতরাং জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সাথে সমাজকর্মের গভীর সম্পর্ক ও যোগাযোগ
রয়েছে। এই ইউনিটে সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
সমাজবিজ্ঞান কী?
সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, যা সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা ও
গবেষণা করে। এর মধ্যে সমাজকাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের উদ্ভব ও বিকাশ, আচার-অনুষ্ঠান, সমাজিক
পরিবর্তনের ধারা এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও প্রতিক্রিয়া অন্যতম। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের
বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ডুর্খেইমের মতে, সমাজবিজ্ঞান হলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞান।
এরহংনবৎম এর মতে, সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তঃসম্পর্কের শর্ত ও ফলাফল সম্পর্কিত
অধ্যয়ন। গধী ডবনবৎ এর মতে, সমাজবিজ্ঞান হলো ঐ বিজ্ঞান যা সামাজিক মানুষকে বিশদভাবে জানার চেষ্টা করে।
অন্যদিকে, সমাজকর্ম মূলত মানুষকে সাহায্য করার একটি পেশা। এটি ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য
করে যাতে তারা নিজস্ব সামর্থ্য ও সম্পদের ব্যবহারের মাধমে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে।
এখানে উল্লেখ্য যে, সমাজকর্মের অস্তিত্ব এবং সমাজকর্মের কর্মকাÐ এক সামাজিক ব্যবস্থার ভিতর থেকেই পরিচালিত
হয়। মূলত এ জন্যই সমাজকর্ম ও সমাজবিজ্ঞান পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং সমাজবিজ্ঞানের জ্ঞান
সমাজকর্মীকে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করে যাতে করে তারা সাহায্যার্থীর কল্যাণে কার্যকরভাবে
ভূমিকা রাখতে পারে।
সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক
সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যে কিছু সম্পর্ক ও সাদৃশ্য বিদ্যমান। নি¤েœ এগুলো আলোচনা করা হলো :
প্রথমত : উদ্দেশ্যগত দিক েেথকে সমাজবিজ্ঞান ও সমাজকর্মের মধ্যকার সম্পর্ক রয়েছে। কেননা উভয়েরই উদ্দেশ্য
হচ্ছে প্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করা। এক্ষেত্রে সমাজবিজ্ঞানে সমাজ ও মানুষের সম্পর্ক বিষয়ক জ্ঞান আহরণ করা
হয়। অন্যদিকে সমাজকর্ম সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্কের জ্ঞানকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানের মাধ্যমে
সমাজের কল্যাণ অর্জনে প্রয়াসী হয়।
দ্বিতীয়ত : বিষয়বস্তুগত দিক থেকেও সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞান সমাজের কাঠামো ও
প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমাজকর্ম সামাজিক কাঠামোর সকল স্তরে অবস্থিত মানুষকে তাদের
উপযুক্ত ভূমিকা পালনে সহায়তা করে।
তৃতীয়ত : সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো সামাজিক সমস্যার সমাধান। আর সামাজিক সমস্যা সমাজস্থ মানুষের
উপর অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রভাব বিস্তার করে, যা মানুষের স্বাভাবিক ভূমিকা পালনের পথে বাধা দেয়। আর এই
সামাজিক সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মের জন্য সহায়ক ভূমিকা পালন করে।
চতুর্থত : সমাজকর্ম বেশ কিছু মৌলিক ও সহায়ক পদ্ধতির মাধ্যমে লক্ষ্যে পৌঁছায় এবং তার সেবাদান প্রক্রিয়া সম্পন্ন
করে। এই পদ্ধতির মধ্যে অন্যতম মৌলিক পদ্ধতি হলো দল সমাজকর্ম। দল সমাজকর্ম ছোট ছোট দল গঠন করে
কিছু কৌশল অবলম্বন করে দলীয় সদস্যদের সমস্যার সমাধান দেয়। সেক্ষেত্রে দল সমাজকর্মীকে সামাজিক দল,
দলের বৈশিষ্ট্য, দলীয় দ্ব›দ্ব, দলীয় গতিশীলতা, দলীয় আন্তঃক্রিয়া, প্রতিক্রিয়া প্রভৃতি সম্পর্কে ধারণা বা সম্যক জ্ঞান
অর্জন করতে হয়। আর দলের সকল বিষয় কেবলমাত্র সমাজবিজ্ঞানেই বিস্তারিত আলোচনা করা যায়।
পঞ্চমত : সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সাথে সম্পর্কের আর একটি দিক হলো সমাজ সম্পর্কে উভয়েরই সামগ্রিক
দৃষ্টিভঙ্গি। অন্যান্য সামাজিক বিজ্ঞান কোনো একটি বিশেষ দিকে আলোচনা করে। যেমনÑ মনোবিজ্ঞানে কেবল
মানুষের আচরণ নিয়ে আলোচনা হয়। কিন্তু সমাজকর্ম ও সমাজবিজ্ঞান সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে।
ষষ্ঠত : সমাজবিজ্ঞানে দার্শনিক ও ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। আবার
সমাজকর্মও একটি প্রতিষ্ঠিত ব্যবহারিক বিজ্ঞান। গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ এটিকে আরো সমৃদ্ধ করছে।
সপ্তমত : উৎপত্তিগত দিক থেকেও সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক গভীর। উভয়েরই উৎপত্তি ও বিকাশ শুরু
হয়েছে শিল্পবিপ্লবের অব্যবহিত পর।
উপর্যুক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক শুধু ঘনিষ্টই নয় বরং পারস্পারিক
নির্ভরশীলও বটে। উভয়ের মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্তে¡ও কিছু কিছু মৌলিক পার্থক্যও বিদ্যমান। আর তা হলো :
১। সমাজবিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান। অন্যদিকে সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে জ্ঞান আহরণ
করে গড়ে উঠেছে। অর্থাৎ সমাজকর্ম হলো একটি সমন্বিত বিজ্ঞান।
২। পরিধিগত দিকেও পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক, কিন্তু সমাজকর্মের পরিধি অপেক্ষাকৃত কম।
৩। সমাজবিজ্ঞান একটি তাত্তি¡ক বিজ্ঞান; পক্ষান্তরে সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান।
৪। সমাজবিজ্ঞান তাত্তি¡ক বিজ্ঞান হওয়ার কারণে এটি নিজস্ব গবেষণা পদ্ধতির মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে।
অন্যদিকে, সমাজকর্ম নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে কল্যাণ সাধনে নিয়োজিত হয়।
৫। সমাজকর্মীদের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য; কিন্তু সমাজবিজ্ঞানীদের জন্য সমাজকর্মের জ্ঞান প্রয়োজন
হলেও অপরিহার্য নয়।
৬। সমাজকর্ম দর্শন ও সমাজবিজ্ঞান দর্শন কল্যাণমুখী চিন্তাধারায় এক নয়।
পরিশেষে বলা যায় যে, উভয়ের সাথে মৌলিক পার্থক্য থাকা সত্তে¡ও একে অপরের পরিপূরক। একটি জ্ঞান আহরণ
করে অপরটি মানবকল্যাণে তা প্রয়োগ করে।
সারসংক্ষেপ
সমাজকর্মের জ্ঞানগত ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের অন্যতম শাখা সমাজবিজ্ঞানের উপর ব্যাপক
নির্ভরশীলতা রয়েছে। উভয়রেই লক্ষ্য মানবীয় মঙ্গল সাধন হওয়ায় দুইয়ের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক থাকা
স্বাভাবিক। অর্থাৎ সমাজকর্ম সমাজস্থ মানুষের সমস্যার সমাধান কল্পে ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে এবং এক্ষেত্রে
সমাজবিজ্ঞান থেকে সমাজ সম্পর্কিত জ্ঞান আহরণ এবং ব্যবহার করে থাকে।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। “সমাজবিজ্ঞান হলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞান”Ñ উক্তিটি কার?
ক) কোভালোভস্কি খ) ডুর্খেইম
গ) পেজ ঘ) ম্যাকাইভার
২। সমাজবিজ্ঞান সমাজকর্মের উপর নির্ভরশীল কেন?
ক) জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগের জন্য খ) অর্জিত জ্ঞানকে তাত্তি¡ক রূপদানের জন্য
গ) সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য ঘ) জটিল সমস্যা সমাধানের জন্য
৩। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক হওয়ার কারণ হলোÑ
র. ব্যক্তির পূর্ণাঙ্গ চিত্র স্থান পেয়েছে
রর. সমাজ জীবনের পূর্ণাঙ্গ চিত্র স্থান পেয়েছে
ররর. সামাজিক প্রতিষ্ঠানসমূহের চিত্র ফুটে উঠেছে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র