জনবিজ্ঞানের ধারণা
জনবিজ্ঞানের উদ্ভব হয়েছে অতি সাম্প্রতিককালে। এটি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। জনবিজ্ঞান ইংরেজি
প্রতিশব্দ উবসড়মৎধঢ়যু । এটি গ্রিকশব্দ উবসড়ং এবং এৎধঢ়যরধ থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে জনসংখ্যা ও লিখন
বা বিবরণ। অতএব জনবিজ্ঞানের আভিধানিক অর্থ দাঁড়ায় জনসংখ্যার বিবরণ বা লিখন। সুতরাং জনবিজ্ঞান হলো
জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান।
সমাজকর্ম অভিধান অনুযায়ী, জনসংখ্যার বিভিন্ন চলক এবং বৈশিষ্ট্য সম্পর্কিত সুসংঘবদ্ধ অনুসন্ধানকে জনবিজ্ঞান বলে।
ডেভিড জেরি এবং জুলিয়া জেরি সম্পাদিত ঈড়ঁরহং উরপঃরড়হধৎু ড়ভ ঝড়পরড়ষড়মু এর সংজ্ঞানুযায়ী, জনবিজ্ঞান হলো
পরিধি ও কাঠামোর পরিপ্রেক্ষিতে জনসংখ্যার পরিসংখ্যানগত অধ্যয়ন। জনসংখ্যার লিঙ্গ, বয়স, বৈবাহিক মর্যাদা, নৃ-তাত্তি¡ক
ধারা এবং মৃত্যুহার, জন্মহার এবং স্থানান্তরের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার সুশৃঙ্খল পরিসংখ্যানগত অধ্যয়ন হলো জনবিজ্ঞান।
পরিশেষে বলা যায় যে, জনবিজ্ঞান হলো জনসংখ্যার আকার, গঠন এবং স্থানীয় বন্টনের গাণিতিক ও পরিসংখ্যানগত
বিশ্লেষণ। অর্থাৎ জনসংখ্যা ও জনসংখ্যার উপাদান নিয়েই জনবিজ্ঞানের আলোচনা।
৬.৬.২ সমাজকর্ম ও জনবিজ্ঞানের সম্পর্ক
বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি একটি অন্যতম সামাজিক সমস্যা। এই সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। আবার এ সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীদের জনসংখ্যার গতি-প্রকৃতি সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য
জনবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। বিধায় এ দুইটি বিষয় গভীর সম্পর্কে সর্ম্পকিত। নি¤েœ এই দুইয়ের সম্পর্ক
আলোচনা করা হলো :
১। জনসংখ্যা নিয়ন্ত্রণ : সমাজকর্মের অন্যতম অনুশীলন ক্ষেত্রে হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। এজন্য তারা পরিবার পরিকল্পনা
কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন। আর এই কর্মসূচিতে কাজ করতে হলে সমাজকর্মীকে জনবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে।
২। সামাজিক সমস্যা সমাধান : পেশাদার সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে কাজ করে। জনসংখ্যা আবর্তিত
সমস্যাগুলো সমাধানে সমাজকর্মীদের জনবিজ্ঞান এর জ্ঞান অত্যন্ত জরুরি।
৩। জনসংখ্যা বিষয়ক নীতি ও পরিকল্পনা প্রণয়ন : জনবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন
তত্ত¡। সমাজকর্মীরা এসব তাত্তি¡ক জ্ঞান অর্জনের মাধ্যমে জনসংখ্যা বিষয়ক বিভিন্ন নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন
করতে পারে।
৪। সমাজকল্যাণ কার্যক্রম : বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি সম্পাদনে জনবিজ্ঞান পরোক্ষভাবে সহায়তা করে।
শিশুকল্যাণ, যুবকল্যাণ, নারীকল্যাণ, প্রবীণকল্যাণ, সমষ্টি উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমাজকর্মীদের কার্যক্রম বিস্তৃত। আর এই
সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য পেতে জনবিজ্ঞানের সহায়তা দরকার হয়।
৫। সমাজকর্ম অনুশীলনে বিশেষ জ্ঞান : বর্তমান বিশ্বে সমাজকর্মীরা বিবাহপূর্ব পরামর্শ দান, গর্ভধারণে পরামর্শ দান,
গর্ভনিরোধ তথ্যব্যবস্থা এবং সেগুলোর সুবিধা-অসুবিধা ইত্যাদি ক্ষেত্রে অনুশীলন করে। জনবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এসব
ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন সম্ভব নয়।
সমাজকর্ম ও জনবিজ্ঞানের পার্থক্য
১. জনবিজ্ঞান জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট তাত্তি¡ক বিষয় নিয়ে বিশ্লেষণ করে। কিন্তু সমাজকর্ম একটি অনুশীলনধর্মী ব্যবহারিক
বিজ্ঞান। সমাজকর্মের মূল আলোচ্য বিষয় মানুষ, সমস্যা ও সমাধান।
২. জনবিজ্ঞানের তুলনায় সমাজকর্মের পরিধি ব্যাপক। জনবিজ্ঞান মানুষের গঠন, আকৃতি-প্রকৃতি প্রভৃতি নিয়ে আলোচনা
করে। অন্যদিকে সমাজকর্ম মানুষের সার্বিক দিক নিয়ে আলোচনা করে।
৩. সমাজকর্ম সমস্যা বিশ্লেষণে বহুমুখী দৃষ্টিভঙ্গি পোষণ করে। আর জনবিজ্ঞান এ ক্ষেত্রে বহুমুখী দৃষ্টিভঙ্গি পোষণ নাও
করতে পারে।
৪. সমাজকর্মের মূল আলোচ্য বিষয় মানুষ, সমস্যা ও সমাধান। আবার মানুষের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীদের
জনসংখ্যার গতি-প্রকৃতি সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য জনবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই । বিধায় এ দু’টি বিষয়
গভীর সম্পর্কে সম্পর্কিত ।
পরিশেষে বলা যায় যে, সমাজকর্ম ও জনবিজ্ঞানের মধ্যেকার সম্পর্ক গভীর। জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের জন্য এবং
সমাজের কল্যাণের কাজে ব্যবহার করার জন্যই জনবিজ্ঞানের আবির্ভাব ঘটেছে। তাই সমাজকর্মের অনুশীলনে জনবিজ্ঞানের
জ্ঞান অর্থবহ ভূমিকা পালন করে।
সারসংক্ষেপ
সমাজকর্ম ব্যক্তি, পরিবার ও সমষ্টির উন্নয়নে কাজ করে। এ ধরনের কাজ করতে গিয়ে সমাজকর্মীদের প্রত্যক্ষ ও
পরোক্ষভাবে জনবিজ্ঞানের জ্ঞানের উপর নির্ভরশীল হতে হয়। আবার এই দুইয়ের লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের সার্বিক
কল্যাণ সাধন করা। মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানকল্পে জনবিজ্ঞানের জ্ঞান
সমাজকর্ম অনুশীলনে আবশ্যক।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। জনবিজ্ঞান মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) মানুষ খ) জনসংখ্যা
গ) সমাজ ঘ) মানুষের মৃত্যু সংখ্যা
২। সমাজকর্ম ও জনবিজ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত। কারণÑ
র. উভয়ই সামাজিক বিজ্ঞান
রর. উভয়ই ব্যবহারিক বিজ্ঞান হিসেবে স্বীকৃত
ররর. উভয়ই জনসংখ্যা তত্ত¡ নিয়ে আলোচনা করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র