চিকিৎসা পেশা কী?
চিকিৎসা পেশা বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক অনুশীলন ধর্মী একটি পেশা। যার লক্ষ্য হলো জাতি-ধর্ম-
বর্ণ-শ্রেণি-বয়স-নারী-পুরুষ নির্বিশেষে সকলকে জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধমে সুস্থ জীবনযাপনে সক্ষম
করে তোলা। চিকিৎসা পেশার উৎপত্তি ও বিকাশ ঘটেছে মানবসেবার দর্শনের উপর ভিত্তি করে। রোগ প্রতিরাধ ও
প্রতিকারের উপর ভিত্তি করে চিকিৎসা পেশার অগ্রযাত্রা শুরু হয়, এবং নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও অনুশীলনের মাধ্যমেই
পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। চিকিৎসা পেশায় মানুষের শারীরিক ও মানসিক দিক বিশেষ করে শারীরিক
দিককে প্রাধান্য দিয়ে রোগী সেবায় আত্মনিয়োগ করা যায়। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার
করা হয়। চিকিৎসা পেশা ল্যাবরেটরি ভিত্তিক, গবেষণা নির্ভর এবং নিজস্ব জ্ঞানে পরিচালিত হয়।
তাই বলা যায় চিকিৎসা পেশা আধুনিক যুগে শারীরিক রোগের সমাধানের পাশাপাশি রোগীর মানসিক, সামাজিক ও
পারিবারিক কারণ বিবেচনা করে চিকিৎসা প্রদান করে থাকে। আর রোগীর মনো-সামাজিক অনুধ্যান ও সমস্যা নির্ণয়ে
সরাসরি সমাজকর্ম মনো-চিকিৎসা পেশার সহায়তা নিয়ে থাকে। তাই বর্তমানে সমাজকর্মের সাথে চিকিৎসা পেশার
সম্পর্ক অত্যন্ত গভীর।
৬.৭.২ সমাজকর্ম ও চিকিৎসা পেশার সম্পর্ক
সমাজকর্ম ও চিকিৎসা পেশা উভয়ই মানবসেবামূলক পেশা। মানবসেবার দর্শনের ভিত্তিতে উভয় পেশার জন্ম হয়েছে।
উভয় পেশাতেই সমস্যা বা রোগের প্রতিকার ও প্রতিরোধের প্রতি গুরুত্ব দেওয়া হয়। উভয় পেশাতেই জনসেবার মান
উন্নয়ন এবং নতুন নতুন সমস্যার সমাধানে গবেষণার প্রতি গুরুত্ব দেয়া হয়। চিকিৎসা এবং সমাজকর্ম দুটি পেশাই
বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতানির্ভর এবং দুটি পেশাতেই ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন হয়। এ দুটি পেশার ক্ষেত্রেই
ক্ষেত্রভিত্তিক অনুশীলনের জন্য বিশেষজ্ঞদের আওতায় কাজ করতে হয়। চিকিৎসা পেশাও বর্তমানে রোগীকল্যাণের
জন্য সমাজকর্মের ন্যায় রোগীর পারিবারিক ও সামাজিক কারণ বিবেচনা করে শারীরিক চিকিৎসা প্রদান করে থাকে।
এক্ষেত্রে এক পেশা অন্য পেশাকে অনুশীলনগত পূর্ণতায় সাহায়তা করে থাকে। এখন সকল শারীরিক চিকিৎসা কেন্দ্রে
চিকিৎসা সমাজকর্মী এবং মানসিক হাসপাতালসমূহে মনোচিকিৎসা সমাজকর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে। আবার
অনেক সমাজকর্ম প্রতিষ্ঠানেই শারীরিক ও মানসিক পেশায় চিকিৎসক নিয়োগ দেওয়া হয়ে থাকে। সমাজকর্মের সাথে
চিকিৎসা পেশার সম্পর্ক তাই গভীর। চিকিৎসা পেশার অনুকরণেই ব্যক্তি সমাজকর্মের সমস্যা নিরূপণ ও সমস্যা
সমাধান প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে। আবার সমাজকর্মের ক্লিনিক্যাল সোশ্যালওয়ার্ক প্যারাডাইম ধারণাটিও
চিকিৎসা পেশাকে সহায়তার জন্য উদ্ভব হয়েছে।
সমাজকর্ম ও চিকিৎসা পেশা অনুশীলনের ক্ষেত্রে কিছু সাধারণ নীতিমালা ও মূল্যবোধ অনুসরণ করা হয়ে থাকে।
যেমনÑ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, সমান সুযোগ, গোপনীয়তা রক্ষা ইত্যাদি। এছাড়াও সমাজকর্ম পেশায় মানব
আচরণের জৈবিকভিত্তি সম্পর্কিত জ্ঞান অর্জনে চিকিৎসা পেশা নানাভাবে সহায়তা করে। ¯œায়ুতন্ত্র, গ্রন্থিতন্ত্র, পুষ্টি,
বিপাক, শিশুর গর্ভকালীন ও জন্ম পরবর্তী বিকাশ সম্পর্কিত গবেষণালব্ধ তথ্যাবলী চিকিৎসা পেশা হতেই সংগৃহীত
হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে উভয় পেশার কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা নি¤œরূপ :
১। সমাজকর্ম মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করে। চিকিৎসা পেশা শুধুমাত্র মানুষের শারীরিক ও মানসিক সমস্যার
সমাধান দেয়।
২। সমাজকর্ম ব্যবহারিক সামাজিক বিজ্ঞান আর চিকিৎসা পেশা ব্যবহারিক জীববিজ্ঞান।
৩। সমাজকর্ম পেশায় ব্যক্তির সাথে পেশাগত সম্পর্ক স্থাপনকে গুরুত্ব দেয়; কিন্তু চিকিৎসা পেশায় এরকম সম্পর্ক
স্থাপিত হয় না।
৪। সমাজকর্ম পেশা একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান। চিকিৎসাপেশা মনো-দৈহিক সুস্থতা নির্ভর একটি সমন্বিত
পেশা।
সুতরাং একথা স্পষ্টভাবে প্রতীয়মান যে, উভয় পেশাকেই নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং
সমস্যা সমাধানে উভয় পেশার গুরুত্ব অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ।
সারসংক্ষেপ
চিকিৎসা পেশা ও সমাজকর্মের মধ্যে প্রয়োগ, অনুশীলন, প্রকৃতিগত কিছু পার্থক্য থাকা সত্তে¡ও উভয় পেশাই
সামগ্রিকভাবে কল্যাণমুখী। এই দুটি পেশায় সেবাধর্মী কাজে বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন করে মানবকল্যাণ নিশ্চিত
করতে যথেষ্ট ও বদ্ধপরিকর।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। আলাউদ্দিন সাহেব তার গ্রামের সকল মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণের লক্ষ্যে একটি পেশা গ্রহণ করেন। উক্ত পেশা
নিচের যেটিকে নির্দেশ করেÑ
র. সাংবাদিকতা রর. চিকিৎসা ররর. সমাজকর্ম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২। সমাজকর্ম ও চিকিৎসা পেশা পরস্পর সম্পর্কযুক্ত এর যথার্থ কারণ হলোÑ
ক) উভয়ই সামাজিক নীতি প্রণয়নে ভূমিকা রাখে
খ) উভয়েই এককভাবে সমাজের অপ্রত্যাশিত অবস্থা দূর করে
গ) উভয়েই নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা অনুশীলন করে মানবসেবায় নিয়েজিত
ঘ) উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্গত বিজ্ঞান
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র