সাংবাদিকতা কী?
সমাজকর্ম এমন এক ধরনের পেশা, যা জাতীয় ও আন্তর্জাতিক জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে মানুষের
বহুমুখী সমস্যার সমাধান করে। পক্ষান্তরে সাংবাদিকতার মাধ্যমে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় সমাজের সার্বিক
চিত্রের পরিস্ফুটন ঘটে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জটিল সমাজ ব্যবস্থায় দুটি পেশারই প্রসারতা ও গতিশীলতা বৃদ্ধি
পেয়েছে। অনুযায়ী, সংবাদপত্র, সাময়িকী, রেডিও এবং টেলিভিশনের
জন্য সংবাদ সংগ্রহ এবং লেখার কাজকে বলা হয় সাংবাদিকতা।
সুতরাং বলা যায় সাংবাদিকতা হলো সাম্প্রতিক ঘটনার উপর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে বিভিন্ন গণমাধ্যমে যেমনÑ
পত্রিকায় ও ম্যাগাজিনে লেখা অথবা রেডিও এবং টেলিভিশনে সংবাদ সম্পাদনা ও প্রকাশ করা। ব্যাপক অর্থে জনসংযোগ
কর্মী এবং গণযোগাযোগের সাথে সম্পৃক্ত পেশাজীবী ব্যক্তিদের কাজকে সাংবাদিকতা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা যায়। সমাজের
অনিয়ম, অপরাধ ও দুর্নীতির মূলোৎপাটন করে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ নির্মাণে সাংবাদিকতার গুরুত্ব অনস্বীকার্য।
৬.৯.২ সমাজকর্ম ও সাংবাদিকতার সম্পর্ক
সমাজকর্ম মূলত একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম ও সাংবাদিকতা উভয়েরই উৎপত্তি ও বিকাশ ঘটেছে মানব সেবার
দর্শনের উপর ভিত্তি করে। উভয় পেশাতে বিজ্ঞানভিত্তিক জ্ঞান, দক্ষতা ও বাস্তবমুখী অনুশীলনের প্রয়োজন হয়। এজন্য
উভয় পেশায় নিয়োজিত হতে হলে নির্দিষ্ট মেয়াদী ও সুনির্দিষ্ট সিলেবাসভিত্তিক তাত্তি¡ক জ্ঞান অর্জন করতে হয়। বর্তমানে
বহু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও সমাজকর্ম বিভাগ চালু রয়েছে। তাত্তি¡ক জ্ঞান অর্জনের পর যেমন
শিক্ষানবিস সমাজকর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়, তেমনি সাংবাদিকতা পেশায় সাংবাদিকদের
শিক্ষানবিস সাংবাদিক হিসেবে কাজ করতে হয়। উভয় পেশাতে সুনির্দিষ্ট নীতিমালা যেমনÑ ব্যক্তির মূল্য ও মর্যাদার
স্বীকৃতি, ব্যক্তি স্বাধীনতা, আত্ম-নিয়ন্ত্রণ অধিকার, গোপণীয়তা সংরক্ষণ, সবার জন্য সমান সুযোগ, সামাজিক দায়িত্ববোধ,
পেশাগত জবাবদিহিতা ইত্যাদি মেনে চলতে হয়। সমাজকর্ম পেশায় সমস্যার প্রকৃতি অনুযায়ী যেমনÑ চিকিৎসা সমাজকর্ম,
স্কুল সমাজকর্ম, সংশোধনমূলক কার্যক্রম, শিশু ও নারীকল্যাণ প্রভৃতি বিদ্যমান। তেমনি সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনা ও
তথ্যের প্রকৃতি অনুযায়ী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা, অপরাধ, রাজনীতি, অর্থনীতি খেলাধুলা প্রভৃতি বিভাগ/শাখা চালু রয়েছে।
সমাজকর্মের সহায়ক পদ্ধতি হলো সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণার প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনার একটি মাধ্যম
হতে পারে সংবাদপত্র। সাংবাদপত্র সামাজিক সমস্যাকেন্দ্রিক গবেষণার জন্য সমস্যা নির্বাচন এবং ফলাফল প্রকাশের একটি
মাধ্যম। এছাড়াও সাংবাদিকতা ও সমাজকর্মের সম্পর্কের ক্ষেত্রে সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রম এর ভূমিকা
গুরুত্বপূর্ণ। কেননা সামাজিক কার্যক্রম পরিচালনা, সামাজিক নীতি প্রণয়ন এবং পরিকল্পিত পরিবর্তন আনয়নের পরিবেশ
তৈরিতে সংবাদপত্র যুক্তিসম্মত তথ্যাদি সরবরাহ করে। সমাজে প্রচলিত ক্ষতিকর সামাজিক প্রথা ও অনাচারের বিরুদ্ধে
জনমত গঠন সামাজিক কার্যক্রমের অন্যতম লক্ষ্য আর এসব লক্ষ্যার্জনে সাংবাদিকতা কার্যকর ভূমিকা পালন করে।
পরিশেষে বলা যায়, সমাজকর্ম ও সাংবাদিকতা দুটি পেশায়ই সমাজ উন্নয়নের ক্ষেত্রে একে অপরের সহায়ক ও পরিপূরক।
সারসংক্ষেপ
সমাজকর্ম পেশা মূলত একটি সাহায্যকারী পেশা যা সর্বজন স্বীকৃত। সংবাদপত্র প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এই
পেশাকে আরও সমৃদ্ধ করেছে। সমাজকর্ম ও সাংবাদিকতার সম্পর্ক তাই অবিচ্ছেদ্য। সাংবাদিকতায় রয়েছে সাহসিকতার
সমন্বয়ে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ, যা সাধারণ জনগণের জন্য মঙ্গলজনক।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বা ঘটনার প্রকৃতি অনুসন্ধানপূর্বক সত্য উদঘাটন করা কোন পেশার কাজ?
ক) আইন পেশার খ) শিক্ষকতার
গ) সাংবাদিকতার ঘ) সমাজকর্মের
২। সাংবাদিকরা যেসব লোকের অধিকার সংরক্ষণে কাজ করেÑ
র. অসহায় রর. নির্ভরশীল ররর. পশ্চাৎপদ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র