সমাজকর্মে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সমন্বিত প্রায়োগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন।
পেশাদার সমাজকর্ম এক ধরনের ব্যবহারিক সামাজিক বিজ্ঞান যা সমাজ সম্পর্কিত পূর্ণজ্ঞান অর্জনের পর
সামাজিক সমস্যার সমাধান (ব্যক্তি, দল ও সমষ্টি) ও সামাজিক উন্নয়ন সাধনের কাজ করে থাকে। সমাজ
সম্পর্কিত পূর্ণজ্ঞান অর্জনের ক্ষেত্রে সমাজকর্মকে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের যেমনÑ সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি,
পৌরনীতি ও সুশাসন এবং নৃ-বিজ্ঞানের জ্ঞানের প্রতি নির্ভরশীল হতে হয়। এ প্রসঙ্গে চার্লস ডি. গারভিন বলেন, বিশেষ
করে সাম্প্রতিককালে সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের ব্যক্তি উন্নয়ন তত্ত¡, দলীয় তত্ত¡, পারিবারিক তত্ত¡, সাংগঠনিক তত্ত¡,
রাষ্ট্রীয় কার্যতত্ত¡ এবং সমাজ সম্পর্কিত তত্ত¡নির্ভর হয়ে পড়েছে। ম্যাকাইভার ও পেজ সমাজবিজ্ঞান সম্পর্কে বলেন,
সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে। সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি,
ক্রমবিকাশ, সামাজিক গতিশীলতা, সামাজিক নিয়ন্ত্রণ, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। এই সমস্ত
বিষয়ে জ্ঞান অর্জনে সমাজকর্ম সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। সমাজকর্ম সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ,
সামাজিক শ্রেণিবিন্যাস ও সামাজিক সমস্যা সম্পর্কিত তাত্তি¡ক জ্ঞান অর্জনে সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। আবার
সমাজবিজ্ঞানের সংগৃহীত তাত্তি¡ক জ্ঞানকে সমাজকর্ম নিজস্ব পদ্ধতি ও কলাকৌশলের দ্বারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে
সমাজের কল্যাণে কার্যকরী করে তোলে।
সমাজকর্ম এমন এক ব্যবহারিক বিজ্ঞান যা মানুষের সামাজিক, মানসিক ও স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি অর্থনৈতিক
সমস্যারও সমাধান করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মকে অর্থনীতির ওপর নির্ভর করতে হয়। সমাজকর্মে বিভিন্ন কর্মসূচির
মাধ্যমে সুপরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধনের প্রচেষ্টা চালানো হয়, যা সমষ্টি উন্নয়ন বা সমষ্টি সংগঠন পদ্ধতির
সহায়তায় সম্পাদন হয়। মানবকল্যাণ ও মানবসেবার বিষয়ে যেমন অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন প্রাধান্য পায়, তেমনি
সমাজকর্ম যখন কর্মসূচির বাস্তবায়নে বা অন্যকোনো উপায়ে মানবকল্যাণ করতে চায় তখন সমাজকর্মীকে অবশ্যই
অর্থনৈতিক উন্নয়নের কলাকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। বর্তমানে উন্নত বিশ্বে অর্থনীতিবিদ ও সমাজকর্মীগণ
একে অন্যের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে। কল্যাণমুখী অর্থনীতির ধারণা সমাজকর্মের সাথে অর্থনীতিকে আরো বেশি
আবদ্ধ করে রেখেছে যার মাধ্যমে কল্যাণরাষ্ট্র জনকল্যাণে ভূমিকা রেখে যাচ্ছে।
ক্লিনিক্যাল সেবা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে মনোবিজ্ঞানী ও সমাজকর্মীগণ একই পেশাগত দলের সদস্য হিসেবে কাজ করে। ব্যক্তির
ব্যক্তিত্ব জানার জন্য, আচরণ নিয়ন্ত্রণের জন্য সমাজকর্মীগণ মনোবিজ্ঞানের সহায়তা নেন এবং কর্মপদ্ধতির দ্বারা তার
সামাজিক ভূমিকার উন্নয়নে হস্তক্ষেপ করেন।
মূলত একজন দক্ষ সমাজকর্মী যখন ব্যক্তি, দল ও সমষ্টির কল্যাণে কাজ করেন তখন তাকে ব্যক্তি বা দলের শারীরিক
বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ এবং বিকাশগত জটিলতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়।
মানুষের আচরণের জৈবিক ভিত্তি হিসেবে ¯œায়ুতন্ত্র, গ্রন্থীতন্ত্র ও নিউরন সম্পর্কিত জ্ঞানও সমাজকর্মে বিশেষ প্রয়োজনীয়।
মানবীয় বিকাশ ও আচরণে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কেও একজন সমাজকর্মীকে জ্ঞানার্জন করতে হয়।
এক্ষেত্রেও মনোবিজ্ঞান সমাজকর্মীকে বিশেষভাবে সহায়তা করে।
পৌরনীতি ও সুশাসনের পরিধিতে সরাসরি নগররাষ্ট্র ও নাগরিক সম্পর্কিত আলোচনা হলেও রাষ্ট্রীয় বিভিন্ন নীতিনির্ধারণ,
সামাজিক আইন প্রণয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক আদর্শ বিশেষ করে বর্তমান সময়ে কল্যাণরাষ্ট্রের দর্শন সমাজকর্ম
দর্শনের সাথে সংশ্লিষ্ট। যেকোনো রাষ্ট্রের সমাজকর্ম কার্যাবলী রাষ্ট্রীয় নীতি, পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণের মাধ্যমেই পরিচালিত
হয়ে থাকে। তাই পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য সমাজকর্মের লক্ষ্যের সাথে একটি সমান্তরালের ধারা।
এছাড়াও সমাজকর্ম শিক্ষা, চিকিৎসা, আইন, সাংবাদিকতাসহ বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্কযুক্ত। এসব পেশার জ্ঞান
সমাজকর্ম পেশার জ্ঞানকে সমৃদ্ধ করেছে। যা সমাজকর্ম তার নিজস্ব প্রয়োজনে যথাযথ অনুশীলনের মাধ্যমে প্রয়োজনীয়
কর্মকৌশল উদ্ভাবনের সাহায্যে সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে।
সারসংক্ষেপ
সামাজিক বিজ্ঞানগুলোর কোনো একটি বিশেষ শাখা সামাজিক সমস্যা সমূহের ফলপ্রসূ সমাধান দিতে পারে না।
বর্তমানে উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের ফলে সমস্যার সমাধান হচ্ছে না, বরং সুষম বন্টনের অভাবে অন্যান্য
সমস্যার জন্ম হচ্ছে। সামাজিক সমস্যার সমাধান করতে হলে প্রথমেই সমস্যার প্রকৃতি, প্রভাব, কারণ, স্থিতি, গভীরতা,
সমস্যার সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যা ও তার প্রভাব নির্ণয় করতে হবে। সমাজকর্ম অন্যান্য বিজ্ঞানের জ্ঞান অর্জন
করে সমস্যার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের মাধ্যমে সামাধানের প্রচেষ্টা চালায়। অন্যান্য বিজ্ঞানের নীতি ও তত্ত¡ সরাসরি এতে
প্রয়োগ করা হয় না। সমাজকর্ম নিজস্ব পদ্ধতি ও কৌশলের মাধ্যমে অন্যান্য বিজ্ঞানের জ্ঞানকে সমস্যার সমাধানে প্রয়োগ করে
> থাকে।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম অন্যান্য জ্ঞানের এবং পেশার সমন্বিত রূপ কথাটির তাৎপর্য হলোÑ
র. সমাজকর্ম সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে
রর. বিভিন্ন পেশাগত শাখা থেকে জ্ঞান আহরণ করে
ররর. বিভিন্ন শাখা থেকে জ্ঞান আহরণ করে সমন্বয়ের মাধ্যমে নিজস্ব বিজ্ঞান গড়ে তুলেছে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২। জ্ঞানের কোন শাখা মানুষের বাহ্যিক আচরণের অভ্যন্তরীণ শক্তি অনুসন্ধান করে?
ক) সমাজবিজ্ঞান খ) মনোবিজ্ঞান
গ) পৌরনীতি ঘ) অর্থনীতি
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনী প্রশ্ন
১। সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ট জ্ঞানদান করে কোন বিজ্ঞান?
ক) নৃবিজ্ঞান খ) পৌরনীতি ও সুশাসন গ) মনোবিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান
২। মনোবিজ্ঞানের শাখা হলোÑ
র. শিশু মনোবিজ্ঞান
রর. অস্বাভাবিক মনোবিজ্ঞান
ররর. শিল্প মনোবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩। সুশাসনের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণÑ
র. রাজনৈতিক জবাবদিহিতা
রর. স্বচ্ছতা
ররর. আইনের শাসন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। সীমিত সম্পদের বহুমুখী বিকল্প ব্যবহার দ্বারা মানুষের অসীম অভাব পূরণের উপায় নিয়ে আলোচনা করে কোনটি?
ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান গ) নৃবিজ্ঞান ঘ) অর্থনীতি
৫। জনবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলোÑ
র. জন্মহার
রর. মৃত্যুহার
ররর. জনসংখ্যা বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৬। কোন পেশার মাধ্যমে মানুষের আইনগত অধিকার ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়?
ক) আইন খ) ব্যবসা গ) শিক্ষকতা ঘ) ডাক্তারী পেশা
৭। পেশাগত সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেÑ
র. সমাজের উন্নয়নমূলক নীতি গ্রহণে
রর. পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে
ররর. সিদ্ধান্ত বাস্তবায়নে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
খ. সৃজনশীল প্রশ্ন
১। মৌসুমী বিশ্বাস একজন পেশাদার সমাজকর্মী। সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে তিনি সমস্যার উৎস, কারণ ইত্যাদি
অনুসন্ধান করতে চান। এজন্য তিনি একটি বিজ্ঞানের সহায়তা নেন। এই বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষার
মাধ্যমে সমস্যাটির কারণ বিশ্লেষণ করে সমাধানের পথ বের করেন।
ক) পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? ১
খ) অর্থনীতি বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে মৌসুমী বিশ্বাসের কোন বিজ্ঞানের সহায়তা নিতে হয়? ব্যাখ্যা করুন। ৩
ঘ) সমাজকর্মের সাথে উক্ত বিজ্ঞানের গভীর সম্পর্ক বিদ্যমানÑ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করুন। ৪
২। তপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অধ্যায়ন করে যেটি মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি,
পরিবার, রাষ্ট্র, ধর্ম ইত্যাদির উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। অন্যদিকে তপুর বন্ধু দিপুও একই
বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করে যেটি ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের
মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়।
ক) আইন পেশা কী? ১
খ) মনোবিজ্ঞান বলতে কী বোঝায়? ২
গ) তপুর অধ্যায়নকৃত বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা করুন। ৩
ঘ) তপু ও দিপুর অধ্যয়নকৃত বিষয় দুইটির সম্পর্ক বিশ্লেষণ করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র