ব্যক্তি সমাজকর্মের ধারণা
ব্যক্তি সমাজকর্ম সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন
একটি মৌলিক পদ্ধতি, যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে নিজস্ব সম্পদের সর্বোত্তম
ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে স্বাবলম্বী করে তোলে যাতে ব্যক্তি নিজেই নিজের সমস্যার কার্যকর মোকাবিলা করে
সুষ্ঠু ও যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। ব্যক্তি সমাজকর্ম মূলত ব্যক্তিকেন্দ্রিক সমস্যা মোকাবিলায়
উদ্ভব হয়েছে।
ব্যক্তি সমাজকর্মের ধারণায় এই পদ্ধতিরই উদ্ভাবক ম্যারি ই. রিচমন্ড বলেন, ব্যক্তি সমাজকর্ম হলো সেই সকল প্রক্রিয়ার
সমষ্টি, যা ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সমাজের অন্যান্য মানুষের সাথে সচেতনভাবে কার্যকর সামঞ্জস্য বিধানের
মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।
ওয়ার্নার বোহেমের মতে, ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা ব্যক্তির কার্যসম্পাদন ক্ষমতা উন্নয়নের
মাধ্যমে ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার এবং বৃদ্ধির জন্য ব্যক্তির মনো-সামাজিক ক্ষেত্রে
হস্তক্ষেপ করে। আর এই হস্তক্ষেপ তখনই ঘটে যখন ব্যক্তি বা তার দল ও সমষ্টির কোনো সদস্য মনে করে যে, ব্যক্তির
কার্য সম্পাদন ক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে বা হুমকির সম্মুখীন হয়েছে।
উপর্যুক্ত সংজ্ঞাগুলোর বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে, ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা
ব্যক্তিকে তার নিজস্ব ও সমষ্টির সম্পদের সাহায্যে মনো-সামাজিক সমস্যা সমাধানে সক্ষম করে তোলে যাতে ব্যক্তি
উন্নততর সামঞ্জস্য বিধান ও স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন করতে পারে।
সারসংক্ষেপ
আধুনিক জটিল সমাজব্যবস্থায় ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ব্যক্তিকে তার সমস্যা থেকে মুক্তি লাভের
উদ্দেশ্যে উদ্ভব হয়েছে সমাজকর্মের বাস্তবমুখী সমাধান পদ্ধতি যা ব্যক্তি সমাজকর্ম নামে পরিচিত। এ পদ্ধতিতে ব্যক্তিকে
তার সমস্যা মোকাবিলায় নিজস্ব সম্পদ ও ক্ষমতার সমন্বিত ব্যবহারে সক্ষম ও স্বাবলম্বী করে তোলা হয়। যাতে ব্যক্তি
তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। এর ফলে ব্যক্তি সমাজের সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে তার
স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন করতে পারে।
পাঠোত্তর মূল্যায়ন-৭.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের অন্যতম পদ্ধতি, এর কারণÑ
ক) ব্যক্তি ধনী হয় খ) ব্যক্তির সমস্যার সমাধান হয়
গ) ব্যক্তি সমাজে পরিচিত হয় ঘ) ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়
২। ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মেরÑ
র. মৌলিক পদ্ধতি রর. প্রাচীন পদ্ধতি ররর. নিজস্ব পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
ব্যক্তি সমাজকর্মের উপাদান
ব্যক্তি সমাজকর্ম কতগুলো অপরিহার্য বিষয় কেন্দ্রিক আবর্তিত সাহায্য প্রক্রিয়া। আর এ প্রক্রিয়ায় যে সকল
বিষয় অপরিহার্য তাই ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ চিহ্নিত করতে গিয়ে এইচ. এইচ.
পার্লম্যান বলেন- "অ চবৎংড়হ রিঃয ধ চৎড়নষবস পড়সবং ঃড় ধ চষধপব যিবৎব ধ চৎড়ভবংংরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরাব
যবষঢ়ং যরস নু ধ মরাবহ চৎড়পবংং। আর এটি বিশ্লেষণ করলে ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদান পাওয়া যায়। যেমন :
১। চবৎংড়হ (ব্যক্তি); ক্লায়েন্ট বা সাহায্যার্থী
২। চৎড়নষবস (সমস্যা); আর্থ-মনো-সামাজিক সমস্যা
৩। চষধপব (স্থান); সমাজকর্ম প্রতিষ্ঠান
৪। চৎড়ভবংংরড়হধষ জবঢ়ৎবংবধঃধঃরাব (পেশাদার প্রতিনিধি); সমাজকর্মী
৫। চৎড়পবংং (প্রক্রিয়া); সমস্যা সমাধান প্রক্রিয়া।
নিচে ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা করা হলো :
১। ব্যক্তি : ব্যক্তি সমাজকর্মের মূল উপাদান হলো ব্যক্তি। যাকে কেন্দ্র করে মূলত ব্যক্তি সমাজকর্ম পরিচালিত হয়।
পেশাগতভাবে ব্যক্তি হলো ক্লায়েণ্ট বা সাহায্যার্থী। তবে ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বা ক্লায়েন্ট বা সাহায্যার্থী বলা যাবে এমন
ব্যক্তিকে যার মধ্যে নি¤েœাক্ত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকে।
ক. সামাজিক, মনস্তাত্তি¡ক বা আর্থিক সমস্যাগ্রস্ত যে কোনো বয়সের ব্যক্তি;
খ. যখন ব্যক্তি নিজের প্রচেষ্টায় সমস্যা সমাধানে ব্যর্থ হয় এবং সমস্যা মোকাবিলায় অন্যের সাহায্যের প্রয়োজন হয়;
গ. ব্যক্তি নিজে বা তার পরিবার বা সমাজের যে কোনো সদস্য এই সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে সমাজকর্মীর
সাহায্য কামনা করে।
এ প্রসঙ্গে এইচ. এইচ. পার্লম্যান বলেন, ব্যক্তিটি হলেন একজন পুরুষ, মহিলা বা শিশু যে কেউ, যে মনে করে বা যার
সম্পর্কে মনে করা হয় যে, তার সামাজিক বা আবেগীয় ক্ষেত্রে কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন। তা হতে পারে দৃশ্যমান,
হতে পারে পরামর্শমূলক। যখন ব্যক্তি এ ধরনের সাহায্য নিতে শুরু করে তখন তাকে ক্লায়েন্ট বা সাহায্যার্থী বলা হয়।
২। সমস্যা : ব্যক্তি সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সমস্যা। সমস্যা হলো ব্যক্তির অস্বাভাবিক আর্থ-
সামাজিক ও মনো-দৈহিক অবস্থা, যা ব্যক্তিকে তার স্বাভাবিক ভূমিকা পালনে বাধা সৃষ্টি করে সামগ্রিক জীবনব্যবস্থাকে
প্রভাবিত করে। আর এ অবস্থা থেকে ব্যক্তি পরিত্রাণ পেতে চায়। ব্যক্তির এ সমস্যা দুধরনের হতে পারে। যথা :
ক. ব্যক্তির চাহিদার অপূরণজনিত সমস্যা। যেমনÑ শিক্ষা, চিকিৎসা, বিনোদন ও আর্থিক সমস্যা, যা ব্যক্তির স্বচ্ছল
জীবনযাপনে বাধা সৃষ্টি করে।
খ. বিভিন্ন চাপমূলক অবস্থার ফলে সৃষ্ট সমস্যা। যেমনÑ অর্থনৈতিক বিচ্ছিন্নতা, সামাজিক বিচ্ছিনতা ও সামঞ্জস্যহীনতা,
আন্তব্যক্তিক ও আন্তপারিবারিক দ্ব›দ্ব, ব্যক্তিত্বের প্রতিবন্ধকতা বা আচরণগত সমস্যা যা ব্যক্তির সামাজিক ভূমিকা পালন
ক্ষমতাকে অকার্যকর করে তোলে।
৩। স্থান : ব্যক্তি সমাজকর্মের সেবাদান প্রক্রিয়া একটি সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের আওতায় পরিচালিত হয়। সমাজকর্মের
পরিভাষায় একে বলা হয় স্থান বা ংড়পরধষ ড়িৎশ ধমবহপু। ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠান হলো একটি সুসংগঠিত প্রতিষ্ঠান যা
ব্যক্তির সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় বস্তুগত ও অবস্তুগতসেবা প্রদান করে থাকে। ব্যক্তি সমাজকর্মের সেবাদান
প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের হতে পারে। যেমনÑ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মুখ্য সামাজিক ও গৌণ সামাজিক
প্রতিষ্ঠান এবং বিশেষ কার্যক্রম প্রতিষ্ঠান।
৪। পেশাদার প্রতিনিধি : ব্যক্তি সমাজকর্মের সামগ্রিক কার্যক্রম, যার দ্বারা পরিচালিত হয়, তাকেই পেশাদার প্রতিনিধি বলা
হয়। পেশাদার প্রতিনিধি সমাজকর্মী হিসেবে অধিক পরিচিত। ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে নিয়োজিত পেশাদার ব্যক্তিকে
ব্যক্তি সমাজকর্মী বলা হয়। যিনি ব্যক্তি সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কলাকৌশল সম্পর্কে অধিক জ্ঞাত থাকেন। এছাড়া
তিনি ব্যক্তি সমাজকর্মী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি, কর্মসূচি, সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত থাকেন এবং ব্যক্তি
সমাজকর্মের জ্ঞান, দর্শন, দক্ষতা, কৌশল প্রয়োগে দক্ষ তিনি ব্যক্তির সমাধানে সমাজকর্মের নৈতিক মানদÐ অনুসরণ করে
থাকেন।
৫। প্রক্রিয়া : ব্যক্তি সমাজকর্মের সর্বশেষ উপাদান হলো প্রক্রিয়া, যা ব্যক্তি সমাজকর্মের সামগ্রিক সেবা কার্যক্রমকে শুরু
হতে শেষ পর্যন্ত সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালিত হতে সাহায্য করে। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হলো সাহায্যার্থীকে সমস্যা
সমাধানে সহায়তা করার জন্য কতগুলো পর্যায়ক্রমিক কার্যক্রমের সমষ্টি। আর এ কার্যক্রম পাঁচটি স্তরে সম্পন্ন হয়। যথাÑ
ক) মনো-সামাজিক অনুধ্যান, খ) সমস্যা নির্ণয়, গ) সমাধান, ঘ) মূল্যায়ন এবং ঙ) অনুসরণ। এ স্তরগুলোর মাধ্যমে ব্যক্তি
সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক সৃষ্টি হতে শুরু করে সমস্যা নির্ণয়, সমাধান ব্যবস্থায় বস্তুগত ও অবস্তুগত
সেবা সবকিছুই পর্যায়ক্রমিক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সারসংক্ষেপ
সমাজকর্ম পেশায় ব্যক্তির সমস্যা সমাধানে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি । ব্যক্তি সমাজকর্মে
সমস্যা সমাধান প্রক্রিয়া যাদেরকে বা যে বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে বলা হয় ব্যক্তি সমাজকর্মের
উপাদান। ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। যথাÑ ক) ব্যক্তি, খ) সমস্যা, গ) স্থান বা প্রতিষ্ঠান, ঘ) পেশাদার
প্রতিনিধি বা সমাজকর্মী এবং ঙ) সমস্যা সমাধান প্রক্রিয়া।
পাঠোত্তর মূল্যায়ন-৭.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
২। ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
ক) ব্যক্তি খ) সমস্যা
গ) পেশাদার প্রতিনিধি ঘ) প্রক্রিয়া
৩। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
র. মনোসামাজিক অনুধ্যান রর. পর্যবেক্ষণ ররর. সমাধান ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র