সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা

সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা
সমাজকর্ম হচ্ছে মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলার অভিপ্রায়ে প্রতিশ্রæতিশীল একটি
বহুমুখী পেশা। মানবজ্ঞানের বিভিন্ন শাখা হতে অর্জিত জ্ঞানের সমন্বয়ে গঠিত সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান,
পেশাগত মূল্যবোধ ও দক্ষতাভিত্তিক ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। সমাজের জটিল ও বহুমুখী সমস্যার প্রতিকার,
প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকাÐে সমাজকর্ম শিক্ষা ও তার প্রয়োগ বিশেষ তাৎপর্য বহন করে। বর্তমান বিশ্বের
বহুমুখী সমস্যার বৈশিষ্ট্য, প্রকৃতি, কারণ ও প্রভাব সম্পর্কে যথাযথ অনুসন্ধান করে সমস্যা সমাধানে সমাজকর্মের
বস্তুনিষ্ঠ জ্ঞানের গুরুত্ব উল্লেখযোগ্য। সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা মোকাবিলায় বাস্তবমুখী ও
যুগোপযোগী নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মের জ্ঞান বিশেষভাবে উপযোগী।
সনাতন বদ্যন্যতানির্ভর সমাজকল্যাণ ব্যবস্থায় মানুষের সমস্যার সাময়িক ও তাৎক্ষণিক সমাধানে চেষ্টা চালানো হয়।
এতে করে প্রকৃতপক্ষে মানুষের সমস্যার কোনো সমাধান হয় না বললেই চলে। অন্যদিকে আধুনিক সমাজকর্ম
টির্মওর্য়াক অ্যাপ্রোচের (ঃবধস ড়িৎশ ধঢ়ঢ়ৎড়ধপয) মাধ্যমে উপযোগী পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে মানুষের
সমস্যার দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানে প্রচেষ্টা চালায়। তাই বর্তমান সময়ের প্রেক্ষিতে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব ও
প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্য, জনসংখ্যাস্ফীতি, নিরক্ষরতা, মাদকাসক্তি, পারিবারিক বিশৃংখলা, অপরাধ,
কিশোর অপরাধ, মানব পাচার, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাসহ অন্যান্য সমস্যার কার্যকর মোকাবিলায় সমাজকর্ম
শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।
বিশ্বের উন্নত দেশসমূহে চিকিৎসা, আইন, প্রকৌশল প্রভৃতি পেশার মতো সমাজকর্ম পেশাকেও গুরুত্ব দেয়া হয়।
সেসব দেশে সমাজকর্মে ডিগ্রিধারীরা রেজিষ্ট্রেশন ও লাইসেন্সপ্রাপ্ত হয়ে সমাজকর্মের পেশাগত অনুশীলন করেন; যা
সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে এখন পর্যন্ত ইউরোপ, অস্ট্রেলিয়া,
এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে সমাজকর্মে উচ্চশিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। উন্নত
বিশ্বের দেশসমূহে মনো-সামাজিক সমস্যা যেমনÑ দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, হতাশা, মানসিক দ্ব›দ্ব, আত্মহত্যা,
মাদকাসক্তি ইত্যাদি সমাধানে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যদিকে উন্নয়নশীল ও অনুন্নত দেশে আর্থ-
সামাজিক সমস্যা যেমনÑ দারিদ্র্য, নিরক্ষরতা, অপরাধ ও কিশোর অপরাধ ইত্যাদি সমস্যা সমাধানে সমাজকর্ম শিক্ষার
প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে।
বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে অদ্যবধি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার
বিভিন্ন দেশে প্রায় দুই হাজারের অধিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে উচ্চ শিক্ষা চালু রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় হতে
প্রতি বছর পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী সমাজকর্মে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক
হাজার বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে ¯œাতক, ¯œাতকোত্তর ও পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হচ্ছে। সমাজকর্মে
উচ্চ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জাপানের টোকিওতে কলেজ অব সোশ্যাল ওয়ার্ক নামে একটি
পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। চীনে ২০০৯ সালে ১০টি বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করে এ পর্যন্ত প্রায়
৩০০টি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ খোলা হয়েছে এবং ২০১২ সাল থেকে ৩৪টি বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. ডিগ্রি
প্রোগ্রাম চালু রয়েছে; যা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরছে। বাংলাদেশেও উচ্চ মাধ্যমিক, ¯œাতক,
¯œাতকোত্তর, এম.ফিল ও পিএইচ.ডি. পর্যায়ে সমাজকর্ম শিক্ষা চালু রয়েছে। বাংলাদেশে পাঁচটি সরকারি
বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় একশতটির মতো কলেজে সমাজকর্মে ¯œাতক প্রোগ্রাম চালু
আছে। এছাড়া কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সমাজকর্ম শিক্ষা শুরু হয়েছে। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব
ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইঈঝডঊ নিয়মিত ভাবে সেমিনার, কনফারেন্স ও জার্নাল প্রকাশ করছে। সুতরাং
একথা অনস্বীকার্য যে বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে।
সারসংক্ষেপ
বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে সমাজের বহুমুখী ও জটিল সমস্যার বিজ্ঞানভিত্তিক পদ্ধতিনির্ভর দীর্ঘস্থায়ী ও স্থায়ী
সমাধানের লক্ষ্যে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে উন্নত বিশ্বের মনো-সামাজিক সমস্যা এবং
উন্নয়নশীল ও অনুন্নত দেশের আর্থ-সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ গুরুত্ব
দেয়া হচ্ছে।
পাঠোত্তর মূল্যায়ন-১.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। সমাজকর্ম শিক্ষার যাত্রার শুরু হয় কখন?
ক) উনবিংশ শতাব্দীর শেষে খ) উনবিংশ শতাব্দীর শুরুতে
গ) বিংশ শতাব্দীর শুরুতে ঘ) বিংশ শতাব্দীর শেষে
২। কলেজ অব সোশ্যাল ওয়ার্ক নামে একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায়?
ক) চীন খ) জাপান গ) কোরিয়া ঘ) বাংলাদেশ
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। বর্তমানে সমাজকর্মের বহুল প্রচলিত সংজ্ঞা কে প্রদান করেছেন?
ক) ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ খ) অ. ঞ. গড়ৎধষবং ্ ই. ড. ঝযবধভড়ৎ
গ) ঞযব উরপঃরড়হধৎু ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ ঘ) ঘঅঝড
২। কোনটি সমাজকর্মের মূল লক্ষ্য?
ক) মানব সম্পদের উন্নয়ন খ) মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করা
গ) সাম্য, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঘ) সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা
৩। নিচের কোনটি সমাজকর্মের বৈশিষ্ট্য?
র. বৈজ্ঞানিক জ্ঞান ও পদ্ধতিনির্ভর
রর. সমস্যার সাময়িক সমাধান
ররর. ব্যবহারিক সামাজিক বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। সমাজকর্মে কোন পর্যায়ে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো হয়Ñ
র. ব্যক্তিগত রর. দলগত ররর. সমষ্টিগত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৫। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে মানুষের যে সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারিÑ
র. মানুষের সমস্যার কারণ ও সমাধান
রর. সম্পদের সর্বোত্তম ব্যবহার
ররর. সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক দিক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দিন :
রাহাত সাহেব একটি বিষয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ব্যক্তিগত পর্যায়ে প্রতিষ্ঠান খুলে
সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানে সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি সকল স্তরের মানুষের সামাগ্রিক কল্যাণ আনয়নের
ভূমিকা পালন করছেন।
৬। উদ্দীপকে রাহাত সাহেবের পঠিত বিষয় কোনটি?
ক) সমাজকল্যাণ খ) সমাজকর্ম
গ) মনোবিজ্ঞান ঘ) অর্থনীতি
৭। উদ্দীপকে রাহাত সাহেব সকল স্তরের মানুষের সামগ্রিক কল্যাণ আনয়নে ভূমিকা পালনের প্রচেষ্টা থেকে তার পেশার
কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
ক) ঐঁসধহরঃধৎরধহ ঢ়ৎড়ভবংংরড়হ খ) ঐবষঢ়রহম ঢ়ৎড়ভবংংরড়হ
গ) ঊহধনষরহম ঢ়ৎড়ভবংংরড়হ ঘ) ঠধষঁব মঁরফবফ ঢ়ৎড়ভবংংরড়হ
খ. সৃজনশীল প্রশ্ন
১। নিশ্চিতপুর গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র্য কবলিত। ফলে তারা মৌলিক-মানবিক চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে
না। বেসরকারি উদ্যোগে লাইসেন্সপ্রাপ্ত একটি সংগঠন গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সংগঠিত ও
সমন্বিত কর্মসূচি পরিচালনা করছে। বর্তমানে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী সাবলম্বী হয়ে উন্নত জীবনযাপন করছে।
ক) ঘঅঝড এর পূর্ণরূপ কি? ১
খ) পেশা বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে বর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানটির লক্ষ্য-উদ্দেশ্যের সাথে কোন বিষয়ের লক্ষ্য-উদ্দেশ্যের সাদৃশ্য রয়েছে তা
ব্যাখ্যা করুন। ৩
ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি জ্ঞানের যে শাখার আলোকে কার্যক্রম পরিচালনা করছে তার পরিধি বিশ্লেষণ করুন।৪
২। জালাল সাহেব একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। তিনি তার বক্তবে বর্তমান শিল্পসমাজের
জটিল ও বহুমুখী সমস্যা যেমনÑ পারিবারিক বিশৃংখলা, সামাজিক বিছিন্নতা, অপরাধ, কিশোর আপরাধ, মাদকাসক্তি,
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সমাজকর্মের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি উন্নত, উন্নয়নশীল ও
অনুন্নত দেশে সমাজকর্ম শিক্ষা বিকাশের দিকটি বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরেন।
ক) সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান? ১
খ) শিল্পবিপ্লব বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকের আলোকে উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব তুলে ধরুন। ৩
ঘ) বর্তমান শিল্পসমাজের জটিল ও বহুমুখী সমস্যার সমাধানে সমাজকর্ম প্রতিশ্রæতিবদ্ধ”Ñ উক্তটি উদ্দীপকের আলোকে
বিশ্লেষণ করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]