সামাজিক কার্যক্রমের গুরুত্ব
সামাজিক কার্যক্রম এমন একটি সম্মিলিত কর্মপ্রচেষ্টা যার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন কুপ্রথা, কুসংস্কার,
অনাচার, অসমতা, বৈষম্য, আর্থ-মনো-সামাজিক বঞ্চনাসহ বিভিন্ন অবাঞ্ছিত অবস্থা যা জনসমষ্টির উপর নেতিবাচক প্রভাব
বিস্তার করে; তার অবসান ঘটিয়ে স্বাভাবিক সামাজিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনকল্যাণমুখী কার্যকর পদক্ষেপ
গ্রহণ করা হয়। ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহের প্রয়োগ ও বাস্তবায়নে সামাজিক
কার্যক্রমের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলোচনা করা হলো :
১. সামাজিক সমস্যা দূরীকরণ : বাংলাদেশে দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি, জনসংখ্যাস্ফীতি, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা,
সুচিকিৎসার অভাব, দূর্নীতি, নিরক্ষরতা, ভিক্ষাবৃত্তি, অপরাধ ও সন্ত্রাস, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও
বহুবিবাহ, যৌতুকপ্রথা, ইভ টিজিং, জঙ্গিবাদ ও ধর্মীয় গোঁড়ামীসহ নানা সমস্যা বিরাজমান যা সামাজিক উন্নয়ন ও কল্যাণের
পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সকল সমস্যাবলীর বিরুদ্ধে জনমত গঠন, সামাজিক আন্দোলন পরিচালনা, প্রয়োজনীয়
আইন প্রণয়ন ও বাস্তবায়নে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
২. কুপ্রথা ও কুসংস্কার দূরীকরণ : সুশিক্ষার অভাবে নিরক্ষর জনগোষ্ঠীর মাঝে আজও পশ্চাৎমুখী মনোভাব, কুসংস্কার ও
অদৃষ্টবাদী চিন্তা-চেতনা ও বিশ্বাস লক্ষ্য করা যায়। এ সকল ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠন,
প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে এ সকল কুপ্রথা ও কুসংস্কার দূর করে সামাজিক উন্নয়ন ও অগ্রগতি
ত্বরান্বিত করতে সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৩. অধিকার প্রতিষ্ঠা : সমাজকর্মের সহায়ক পদ্ধতি হিসেবে সামাজিক কার্যক্রম সমাজে বসবাসরত মানুষকে, বিশেষ করে
বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকার সম্পর্কে সজাগ ও সচেতন করে আন্দোলনের প্রতি আকৃষ্ট করে
তোলে। যথোপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, বিভিন্ন প্রচার মাধ্যমে নাটক ও বিজ্ঞাপন
গণমাধ্যমে জনগণকে অধিকার সম্পর্কে সচেতন করে তোলে সামাজিক কার্যক্রম। ফলে জনগণ তাদের অধিকার আদায়ের
জন্য এবং কাঙ্খিত সামাজিক পরিবর্তন আনয়নের লক্ষ্যে জনগণ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে ।
৪. আইন ও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন : সামাজিক সমস্যার প্রেক্ষাপটেই সামাজিক কার্যক্রমের উদ্ভব হয়েছে। সামাজিক
সমস্যা সমাধানে অনেক সময় প্রয়োজনীয় নীতি ও আইন প্রণয়ন প্রয়োজন হয়ে পড়ে। চিহ্নিত বিষয় বা সমস্যা সম্পর্কে
জনমত গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তুলে যথাযথ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন
করা যেতে পারে। প্রণীত আইন ও নীতির যথাযথ বাস্তবায়নও প্রয়োজন। এক্ষেত্রে প্রণীত আইন ও নীতি সম্পর্কে জনগণের
মধ্যে সচেতনতা সৃষ্টি জনকল্যাণের লক্ষ্যে এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে
সামাজিক নীতি ও আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
থাকে।
৫. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ : দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন,
যৌন নিপীড়ন, অপহরণ, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য, কর্মক্ষেত্রে বৈষম্য ও নিপীড়ন, তাদের অনৈতিক বিভিন্ন
কাজে ব্যবহারসহ নানা কারণে তারা তাদের স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন করতে পারেনা। এক্ষেত্রে জনসচেতনতা
সৃষ্টি, জনমত গঠন ও নারী অধিকার আদায়ে নারীদের মধ্যে সচেতনতা ও সক্ষমতা সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল প্রকার
বৈষম্য দূরীকরণ ও তাদের সার্বিক উন্নয়ন সাধনে সামাজিক কার্যক্রমের ভূমিকা অনস্বীকার্য।
৬. শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন : আধুনিক, জীবনমুখী ও কারিগরি শিক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে
প্রচলিত পশ্চাদমুখী ধ্যানধারণার পরিবর্তন ঘটিয়ে জনগণকে স্বাবলম্বী ও আধুনিক চিকিৎসা গ্রহণে সচেতন করে তুলতে
সামাজিক কার্যক্রমের ভূমিকা অপরিসীম। এছাড়া বর্তমান সমাজে খাদ্যে ভেজাল, বিষক্রিয়া এবং রাসায়নিক পদার্থ
ব্যবহারের ফলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মক ঝুঁকির সম্মুখীন। ব্যবসায়ী ও ভোক্তা শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি
করে খাদ্যে ভেজাল ও রাসায়নিক পদার্থ ব্যবহারে নিবৃত্ত করা এবং এ সমস্ত খাবার পরিহারে জনগণকে সচেতন করতে
সামাজিক কার্যক্রম যথাযথ ভূমিকা রাখতে পারে।
৭. দুর্নীতি দূরীকরণ : বাংলাদেশের সমাজকাঠামোয় দুর্নীতি একটি মারাত্মক ব্যধি। দুর্নীতি দেশের সার্বিক উন্নয়নের পথে
মারাত্মক প্রতিবন্ধবকতা সৃষ্টি করছে। দুর্নীতির এ ভয়াবহতা সম্পর্কে জনগণকে অবহিত করে সম্মিলিত সামাজিক
আন্দোলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় কঠোর আইন প্রণয়ন করা যেতে পারে। এক্ষেত্রে
সামাজিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৮. দারিদ্র্য বিমোচন : দারিদ্র্য অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দারিদ্র্য একটি মারাত্মক সামাজিক সমস্যা। এ সমস্যার
মূলে রয়েছে জনসংখ্যাধিক্য জনিত বেকারত্ব ও নারীর নির্ভরশীলতা। এছাড়া আমাদের দেশের জনগণের মধ্যে
উৎপাদনশীল মনোভাবের খুবই অভাব রয়েছে। দারিদ্র্যের যথাযথ কারণ চিহ্নিত করে তা কার্যকরভাবে মোকাবিলার কৌশল
উদ্ভাবনে সামাজিক কার্যক্রম প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে।
৯. মাদকাসক্তি দূরীকরণ ও মাদকের ব্যবহার রোধ : বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দ্রæত ক্রমবর্ধমান ভয়াবহ সমস্যা
হলো মাদকাসক্তি। মাদকের সহজলভ্যতা এবং বিভিন্নরকম মনো-সামাজিক কারণে শিশু থেকে শুরু করে কম বেশি সব
বয়সী, পেশা ও শ্রেণির মানুষ মাদকে আসক্ত। বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যুবসমাজ মাদকের ছোবলে আজ
কর্মবিমুখ। ফলে সমাজে অনৈতিকতা, খুন, অপরাধসহ নানা সমাজবিরোধী কাজ বেড়ে গেছে। এ অবস্থার বিরুদ্ধে সম্মিলিত
আন্দোলন গড়ে তুলে জনগণকে সচেতন করতে এবং প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করে যথাযথ পদক্ষেপ
গ্রহণ করতে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করতে সামাজিক কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করতে পারে।
সারসংক্ষেপ
সামাজিক কার্যক্রম একটি সম্মিলিত কর্মপ্রক্রিয়া। সমাজে বিদ্যমান বিভিন্ন নেতিবাচক অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর
প্রভাব বিস্তার করে এবং সামাজিক উন্নয়ন ব্যাহত করে। এমন অবস্থার অবসান ঘাটিয়ে সমাজের স্বাভাবিক কার্যক্রম
অব্যাহত রাখাই সামাজিক কার্যক্রমের মূল উদ্দেশ্য। বাংলাদেশে বর্তমানে দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি,
জনসংখ্যাস্ফীতি, ভিক্ষাবৃত্তি, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বহুবিবাহ ও বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্য ও নিপীড়ন,
দুর্নীতি, অপরাধ, কিশোর অপরাধ, নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার, খাদ্যে ভেজাল, সুচিকিৎসার অভাব, রাজনৈতিক
অস্থিরতা, জঙ্গিবাদ, ধর্মীয় গোঁড়ামীসহ নানাবিধ সমস্যা বিরাজমান যা দেশের সামগ্রিক উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করছে।
সমাজ থেকে এসকল সমস্যা দূর করে জনসাধারণের স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরূদ্ধার এবং সামাজিক
অগ্রগতিকে ত্বরান্বিত করতে সামাজিক কার্যক্রমের ভূমিকা অপরিসীম।
পাঠোত্তর মূল্যায়ন-৯.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কিসের অভাবে মানুষের মধ্যে কুসংস্কার ও অদৃষ্টবাদী চিন্তা-চেতনা লক্ষ্য করা যায়?
ক) শিক্ষা খ) চিকিৎসা
গ) সম্পদ ঘ) চিত্তবিনোদন
২। অবুঝ শিশু থেকে শুরু করে কম বেশি সব বয়সী মানুষ কিসের সাথে জড়িত?
ক) মাদকাসক্তি খ) চাঁদাবাজি
গ) অপরাধ ঘ) দুর্নীতি
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় সমাজকর্ম প্রথম পত্র
ইউনিট নয় পৃষ্ঠা ১৬৬
৩। বাংলাদেশে দারিদ্র্যের অন্যতম কারণÑ
র. জনসংখ্যাস্ফীতি
রর. বেকারত্ব
ররর. নারীর নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। যথাযথ কর্তৃপক্ষকে সামাজিক আন্দোলনের মাধ্যমে চাপ প্রয়োগ করেÑ
র. প্রয়োজনীয় আইন প্রণয়ন করানো যায়
রর. প্রয়োজনীয় আইন সংশোধন করানো যায়
ররর. প্রয়োজনীয় নীতি প্রণয়ন করানো যায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র