গবেষণা, সামাজিক গবেষণা ও সমাজকর্ম গবেষণা

গবেষণা কী?
গবেষণা হলো একটি পদ্ধতিগত সুশৃঙ্খল অনুসন্ধান প্রক্রিয়া। এর মাধ্যমে নির্ভরযোগ্য ও যথার্থ তথ্য
আহরণ করা যায় এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কোনো ঘটনা বা
সমস্যার প্রকৃতি, কারণ, প্রভাব প্রভৃতি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্তে উপনীত
হওয়ার জন্য গবেষণা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। গবেষণার ইংরেজি প্রতিশব্দ জবংবধৎপয যার শাব্দিক অর্থ হলো
পুনরায় (জব) অনুসন্ধান (ঝবধৎপয)। সমাজকর্ম অভিধান অনুযায়ী গবেষণা হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়া, যার
মাধ্যমে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে অনুসন্ধান করা হয়।
এনসাইক্লোপিডিয়া অব স্যোশ্যাল সাইন্সেস (১৯৩০) এর ভাষ্যমতে, গবেষণা হলো জ্ঞান সৃষ্টি, সংশোধন বা
যাচাইপূর্বক সাধারণীকরণের উদ্দেশ্যে বস্তু, প্রত্যয় বা প্রতীক নিয়ে কাজ করা, যাতে সেই জ্ঞান কোনো তত্ত¡ সৃষ্টি বা
কোনো কৌশল অনুসন্ধানে সহায়তা করতে পারে।
খুরশীদ আলম তাঁর ‘সমাজ গবেষণা পদ্ধতি’ (২০০৩) গ্রন্থে বলেন, গবেষণার কাজ হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সত্যকে
অুসন্ধান করা। অন্যকথায়, গবেষণার লক্ষ্য হচ্ছে বর্ণিত বিষয়গুলো সম্পর্ক জানাÑ ক) পুরাতন তথ্য দিয়ে নতুন তথ্য
সামান্যকীরণ করা; খ) নতুন তথ্য দিয়ে পুরাতন সত্যকে জানা; গ) পুরাতন তথ্য দিয়ে নিত্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা;
ঘ) সম্পূর্ণ নতুন তত্ত¡ বা ধারণা সৃষ্টি করা বা নতুন কোনো ক্ষেত্রে অনুসন্ধান করা; এবং ঙ) গবেষণাধীন বিষয়ে কোনো
বৈপরীত্য থাকলে তা দূর করা।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গবেষণা মূলত জ্ঞনার্জনের উদ্দেশ্যে পরিচালিত একটি সুশৃঙ্খল অনুসন্ধান
প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে বস্তুনিষ্ঠ, সার্বিক ও যথাযথ সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব।
৯.৮.২ সামাজিক গবেষণা
সামাজিক গবেষণা সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সমাজজীবনের বিভিন্ন দিকের সঠিক চিত্র তুলে
ধরে সামাজিক গবেষণা। সমস্যার কারণ, সমস্যার বিশ্লেষণ, সমাধান ব্যবস্থা এমনকি সমস্যা সম্পর্কে মানুষের
দৃষ্টিভঙ্গি, মনোভাব জানার ক্ষেত্রেও সামাজিক গবেষণা সহায়তা করে। সাধারণভাবে সামাজিক বিজ্ঞানসমূহের তত্ত¡
গঠন, কোনো ঘটনা বা বিষয় এবং সামাজিক সমস্যার প্রকৃতি উদঘাটনের জন্য যেসব গবেষণাকর্ম পরিচালিত হয়
তাই হলো সামাজিক গবেষণা।
সামাজিক গবেষণার সংজ্ঞায় কেনেথ ডি. বেইলি বলেন, “সামাজিক গবেষণা হচ্ছে তথ্য আহরণের সঙ্গে সংশ্লিষ্ট
প্রয়াস যা সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে আমাদেরকে সহায়তা করে এবং সমাজ সম্পর্কে
আমাদেরকে জ্ঞাত হতে সক্ষম করে তোলে।”
এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল রিসার্চ (ভলিউম-১,১৯৯৭) এর ভাষ্য অনুযায়ী, সামাজিক গবেষণা সামাজিক প্রপঞ্চ
নিয়ে অনুসন্ধান করে এটা সমাজের সদস্য হিসেবে মানুষের আচার-আচরণ, তাদের অনুভূতি, প্রতিক্রিয়া, দৃষ্টিভঙ্গি,
জীবনযাপন প্রণালী ইত্যাদি বিভিন্ন আঙ্গিক জানার চেষ্টা করে।
পি. ভি ইয়ং মতে, “সামাজিক গবেষণাকে একটি বৈজ্ঞানিক উপলব্ধি হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে; যৌক্তিক ও
নিয়মতান্ত্রিক কৌশল প্রয়োগের মধ্য দিয়ে যার লক্ষ্য হলোÑ ক) নতুন তথ্য উদঘাটন বা পুরাতন তথ্য যাচাই করা; খ)
উপযুক্ত তাত্তি¡ক কাঠামো অনুসরণে এদের পারস্পরিক অনুক্রম, আন্তসম্পর্ক এবং কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করা; গ)
নির্ভরযোগ্য ও যথার্থ মানব আচরণ অধ্যয়নের সুবিধার্থে নতুন বৈজ্ঞানিক হাতিয়ার, প্রত্যয় ও তত্ত¡ উন্নয়ন করা।”
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক গবেষণা এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর অনুসন্ধান প্রক্রিয়া
যার মাধ্যমে সুশৃঙ্খল ও যুক্তিসঙ্গতভাবে সমাজের নতুন কোনো তথ্য উদঘাটন, অতীত বিষয়ের সত্যতা নিরূপণ বা
যাচাই এবং এগুলোর মধ্যকার পারস্পরিক আন্তসম্পর্ক ও কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে মানুষের আচরণের
সংশ্লিষ্টতা নিরূপণ করা হয়।
৯.৮.৩ সমাজকর্ম গবেষণা
সমাজকর্ম গবেষণা নানাবিধ সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সমাধানের প্রক্রিয়া উদ্ভাবন, বাস্তবায়ন এবং
মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সমাজকর্ম গবেষণা সমাজকর্মের গুরুত্বপূর্ণ সহায়ক পদ্ধতি। সাধারণভাবে
বলা যায়, সমাজে বিরাজমান বিভিন্ন সমস্যার স্বরুপ, প্রকৃতি, কারণ নির্ণয় এবং সমাধানের জন্য সেবার মাত্রা নির্ধারণ,
প্রদত্ত সেবার যথার্থতা মূল্যায়ন এমনকি সমাজকর্মে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও কৌশলের কার্যকারিতা পরীক্ষা ও
যাচাইয়ের লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া হচ্ছে সমাজকর্ম গবেষণা।
ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার সমাজকর্ম গবেষণার সংজ্ঞায় বলেন, সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা,
প্রত্যয় এবং তত্তে¡র যাচাই, সাধারণীকরণ এবং প্রসারের লক্ষ্যে সমাজকর্ম সংগঠন, কার্যক্রম এবং পদ্ধতির যথার্থতা
নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক ও পর্যালোচনামূলক অনুসন্ধান।
এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া (ভলিউম-৩.১৯৮৭) এর ভাষ্যানুযায়ী, “সমাজকর্ম গবেষণা হচ্ছে
জ্ঞান এবং বিকল্প অনুশীলিত জ্ঞান সমৃদ্ধকরণে ব্যবহৃত বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া যা পেশাগত সমাজকর্মে
সরাসরি প্রয়োগের জন্য বিভিন্ন কৌশল উদ্ভাবন করে এবং যা সমাজকর্ম পদ্ধতিসমূহকে অনুশীলনের ক্ষেত্রে আরও
সমৃদ্ধ করে তোলে।”
আরনেস্ট গ্রিনউড এর মতে, “সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকল্যাণক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রশ্নের (সমস্যা) এমন
এক সুশৃঙ্খল অনুসন্ধান যার উদ্দেশ্য হচ্ছে সমাজকর্মের সমস্যাবলীর উত্তর (সমাধান) খুঁজে বের করা এবং
সমাজকর্মের জ্ঞান ও ধারণাসমূহের সম্প্রসারণ ও সাধারণীকরণ করা।”
উপর্যুক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে, সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান, কৌশল ও
পদ্ধতিসমূহের ধারণা সাধারণীকরণের লক্ষ্যে এদের যথার্থতা ও কার্যকারিতা নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া
যা সমাজের ব্যক্তি, দল ও সমষ্টিকেন্দ্রিক সমস্যাবলীর কারণ ও প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে সমাধান ব্যবস্থায় যথাযথভাবে
প্রয়োগ করা যেতে পারে।
সারসংক্ষেপ
সমাজকর্ম একটি পেশাগত সাহায্যদান প্রক্রিয়া। সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার স্বরূপ ও প্রকৃতি নির্ণয়ের
মাধ্যমে সমস্যার যথাযথ সমাধান প্রদান করা সমাজকর্মের উদ্দেশ্য। এক্ষেত্রে ব্যক্তি, দল ও সমষ্টির মাঝে
বিরাজমান সমস্যা চিহ্নিত করে তার স্বরূপ, প্রকৃতি, ধরন ও কারণ নির্ণয়ের মাধ্যমে সমাধান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন
কৌশল ও পদ্ধতির উদ্ভাবন, যথাযথ প্রয়োগ এবং প্রয়োগকৃত পদ্ধতি ও কৌশলের যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে যে
অনুসন্ধান প্রক্রিয়া পরিচালিত হয় তাই হলো সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা সামাজিক গবেষণার
রূপান্তরিত রূপ। অন্যদিকে সমাজের কোনো ঘটনা, বিষয় বা সমস্যা সম্পর্কিত অনুসন্ধান কার্যের মাধ্যমে নতুন
কোনো তত্ত¡ গঠন বা সিন্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হলো সামাজিক গবেষণা, যা মূলত বৈজ্ঞানিক গবেষণার ভিন্নরূপ।
আবার গবেষণা হলো একটি বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সংগৃহীত
তথ্যাবলী বিশ্লেষণের মাধ্যমে উক্ত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে কী বলা হয়?
ক) গবেষণা খ) জরিপ
গ) আদমশুমারী ঘ) সমাজকর্ম
২। সামাজিক গবেষণা কাজ করেÑ
ক) অর্থনৈতিক পাপঞ্চ নিয়ে খ) সামাজিক প্রপঞ্চ নিয়ে
গ) রাজনৈতিক প্রপঞ্চ নিয়ে ঘ) সাংস্কৃতিক প্রপঞ্চ নিয়ে
৩। সমাজকর্ম গবেষণাÑ
র. সমাজকর্ম পেশার জন্য নতুন কৌশল ও পদ্ধতি উদ্ভাবন করে
রর. সমাজকর্মে প্রয়োগকৃত পদ্ধতি ও কৌশলের যথার্থতা যাচাই করে
ররর. সমাজকর্মে ব্যবহৃত পদ্ধতিসমূহকে আরও সমৃদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]