জেরনটোলজিক্যাল সমাজকর্মের ইতিহাস সম্পর্কে বিবরণ

সমাজকর্ম হলো সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা যা প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি,
দক্ষতা ও কৌশল প্রয়োগ করে থাকে। জেরনটোলজিক্যাল সমাজকর্মের লক্ষ্য হচ্ছে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন
এবং জীবনযাপনের নেতিবাচক উপাদানগুলো মোকাবিলার মাধ্যামে প্রবীণদের সুখী, আনন্দময় এবং অর্থবহ জীবনযাপনে
সাহায্য করা। সমাজকর্ম অভিধানের (১৯৯৫) ব্যাখ্যানুযায়ী, ‘‘জেরনটোলজিক্যাল সমাজকর্ম হলো সমাজকর্মের বিশেষ
অনুশীলন ক্ষেত্র যাতে প্রবীণ জনগোষ্ঠীর মনো-সামাজিক চিকিৎসা, প্রবীণদের প্রয়োজনীয় সমাজসেবা কার্যক্রমের উন্নয়ন ও
ব্যবস্থাপনা এবং প্রবীণ ব্যক্তিদের জন্য কর্মসূচি প্রণয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয় ” জেরনটোলজিক্যাল সমাজকর্ম প্রধানত প্রবীণদের চাহিদা ও প্রয়োজন নির্ণয়, সমস্যা মোকাবিলা এবং
প্রবীণসেবা সংশ্লিষ্ট নীতি, পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে। প্রবীণ এবং তাদের
পরিবারের জীবনমান উন্নয়ন ও পরিচালনার সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে এই শাখা পরিচালিত হয়। সুতরাং বলা যায়,
জেরনটোলজিক্যাল সমাজকর্ম হলো সে শাখা যে শাখা প্রবীণ ব্যক্তিদের অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের, শারীরিক, মনোসামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, নৃ-তাত্তি¡ক ও সম্প্রদায়ভিত্তিক, সাংগঠনিক এবং সামাজিক বিভিন্ন উপাদান সংশ্লিষ্ট বিষয়
যা বার্ধ্যক্য জীবনের শারীরিক ও আবেগীয় দিককে বাধাগ্রস্ত করে তা নিয়ে আলোচনা করে।
২.১৩.২ জেরনটোলজিক্যাল সমাজকর্মের ইতিহাস
সমাজকর্মের পেশাগত বিকাশ ১০০ বছরের অধিক সময় ধরে হলেও এখনো অনেকে স্বাস্থ্য, কল্যাণ এবং সমাস্যাগ্রস্তদের
জীবনমান উন্নয়নে সমাজকর্মীদের ভূমিকার কথা পুরোপুরিভাবে স্বীকৃতি দিতে চায় না। এক্ষেত্রে জেরনটোলজিক্যাল
সমাজকর্মী যারা প্রবীণদের নিয়ে কাজ করে তারাও ততটা স্বীকৃতি পায় না বললেই চলে। তবে বর্তমানে জনমিতিক ধারা
পরিবর্তনের ফলে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেরনটোলজিক্যাল সমাজকর্মের উপর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে
আমেরিকায় ৮৫ বছর উর্ধ্বে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি এবং তারা জরাগ্রস্ত হওয়ায় তাদেরকে সক্রিয় এবং স্বনির্ভর করার
প্রয়োজনে জেরনটোলজিক্যাল সমাজকর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়। প্রবীণদের স¦াস্থ্যসেবা চাহিদা ও আর্থিক সমস্যা
জটিল হওয়ায় তারা ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্যবিধানে ততটা সক্ষম নয়। এক্ষেত্রে সমাজকর্মীরা প্রবীণদের স্বাস্থ্য
ও কল্যাণের সাথে সম্পৃক্ত শারীরিক, সামাজিক এবং আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার জন্য পরিকল্পনা প্রণয়ন করে
থাকেন। জেরনটোলজিক্যাল সমাজকর্মের বিকাশে এর অবদান বিশেষভাবে
উল্লেখযোগ্য। সর্বপ্রথম ১৯১৯ সালে এই খাতে অর্থ বরাদ্দ করে।যা মূলত প্রবীণদের এবং তাদের পরিবারের যতœ ও কল্যাণ তথা উন্নয়ন নিশ্চিত করার জন্য দক্ষ
সমাজকর্মী সৃষ্টির লক্ষ্যে প্রয়াস চালায়। এছাড়া উদ্ভাবনীমূলক কৌশল গ্রহণ করে প্রবীণ বিষয়ক জ্ঞান ও বিশেষায়িত জ্ঞান
বিকাশে শিক্ষা ও গবেষণার প্রয়াস চালায়। আর এক্ষেত্রে ঔড়যহ অ. ঐধৎঃভড়ৎফ ঋড়ঁহফধঃরড়হ-এর সহায়তাও গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। জেরনটোলজিক্যাল সমাজকর্মের দুই ধরনের উদ্যোক্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মধ্যে
একটি হচ্ছে ঈঝডঊ এবৎড়বফ ঈবহঃৎব ঈড়সঢ়বঃবহপু এড়ধষ যা প্রবীণ ও তার পরিবার নিয়ে সমাজকর্ম অনুশীলনের জন্য
প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষা প্রদান করে থাকে। অন্যটি হচ্ছে যা উন্নত অনুশীলনের পর্যায় তৈরির জন্য কর্মকান্ড পরিচালনা করছে। ১৯৯৮ সাল থেকে এঝডও প্রবীণ বিষয়ক সমাজকর্ম শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রয়াস চালাচ্ছে। জেরনটোলজিক্যাল
সমাজকর্মের সূত্রপাত ও বিকাশ প্রথমে আমেরিকায় ঘটে। পরবর্তীতে উন্নত ও উন্নয়নশীল দেশে ধীরে ধীরে এই শাখার
বিস্তার ঘটে। আমেরিকায় উনবিংশ শতাব্দী থেকে সমাজকর্মীগণ প্রবীণ ব্যক্তিদের সেবায় সেটেলমেন্ট হাউস, প্রবীণসেবা
প্রতিষ্ঠান এবং পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সারসংক্ষেপ
পাঠোত্তর মূল্যায়ন-২.১৩
বর্তমান বিশ্বে প্রবীণ সমস্যা একটি সর্বজনীন সমস্যা। সমাজকর্ম অনুশীলনের গুরুত্বপূর্ণ শাখা হলো জেরনটোলজিক্যাল
সমাজকর্ম যা প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে থাকে। সর্বপ্রথম
আমেরিকায় জেরনটোলজিক্যাল সমাজকর্মের গোড়াপত্তন ঘটে। এই শাখার বিকাশে
গুরুত্বপূর্ণ অবদান রাখে। এঝডও ১৯৯৮ সাল থেকে প্রবীণ বিষয়ক সমাজকর্ম উন্নয়ন ও প্রসারে কর্মকাÐ পরিচালনা করছে।
আধুনিক শিল্পসমাজে প্রবীণ সমস্যা প্রকট আকার ধারণ করায় উন্নত ও উন্নয়নশীল দেশে এই শাখার গুরুত্ব ও চাহিদা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং বিকাশ ঘটছে।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]