জেরনটোলজিক্যাল সমাজকর্মের গুরুত্ব ও জেরনটোলজিক্যাল সমাজকর্মীর ভূমিকা

মানবজীবনের একটি স¦াভাবিক পরিনতি হচ্ছে বার্ধক্য। বার্ধক্যজনিত কারণে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন
এবং জীবনমানের নেতিবাচক উপাদান মোকাবিলার মাধ্যামে সুখী, আনন্দময় এবং অধিক অর্থবহ জীবনযাপনে সাহায্য
করার ক্ষেত্রে জেরনটোলজিক্যাল সমাজকর্মের গুরুত্ব অত্যাধিক। বর্তমানে আধুনিক শিল্পসমাজে প্রবীণ সমস্যা ভয়াবহ
আকার ধারণ করেছে। মানুষের আয়ুষ্কাল তথা গড় আয়ু বৃদ্ধির ফলে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলছে। ফলে প্রবীণরা
অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিকসহ বিভিন্ন কারণে সমস্যায় জর্জরিত হয়ে জীবনের কাঙ্খিত ভূমিকা পালনে সক্ষম
হচ্ছে না। ফলে তারা নিষ্ক্রিয় ও পরনির্ভরশীল হয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে। এক্ষেত্রে প্রবীণদের মর্যাদার উন্নয়ন,
আত্মনিয়ন্ত্রণ, অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তিগত চাহিদা পরিপূরণ, জীবনমান উন্নয়ন, আত্মবিশ্বাসী, আস্থাশীল ও আত্যপ্রত্যয়ী করে
তোলে। সমস্যা সমাধানে সক্ষমতা অর্জন করতে জেরনটোলজিক্যাল সমাজকর্ম প্রয়াস চালায়। এ প্রসঙ্গে
উল্লেখ করেন, ‘‘সমাজকর্ম শিক্ষা প্রশিক্ষণ পাঠাক্রমে বিশেষায়িত প্রবীণ কল্যাণের বিকাশে ও প্রবীণদের সমস্যাসমূহ
নিরূপনে অনবদ্য ভূমিকা রয়েছে’’
জাতিসংঘের মতে, ৬০ বছরের ঊর্ধ্বে যারা তারাই প্রবীণ। আধুনিক বিশ্বে চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের ফলে মানুষের
গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির চেয়ে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। জাতিসংঘের
তথ্যানুযায়ী ১৯৭৫ সাল হতে ২০০০ সাল এই পঁচিশ বছরে প্রবীণ জনসংখ্যা ৩৬ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৬০ কোটিতে
উন্নীত হয়েছে এবং বার্ষিক বৃদ্ধির হার ২.৬৮%। বাংলাদেশে ১৯৯১ সালে প্রবীণ জনসংখ্যা ছিল ৬০ লক্ষ যা ২০১১ সালে
বৃদ্ধি পেয়ে ১ কোটি ১৩ লক্ষ হয়েছে। শিল্পায়ন ও নগররায়নের ফলে যৌথপরিবার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে যা প্রবীণ
সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। অসুস্থতা, দুর্বলতা, বার্ধক্যজনিত নিস্তেজতা, জরাগ্রস্ততা, একাকীত্ব, হীনমন্যতা ও
নির্ভরশীলতাসহ বহুমুখী সমস্যায় প্রবীণরা জর্জরিত। এছাড়া শারীরিক ও মানসিক রোগ, সামাজিক মর্যাদা ও সামাজিক
ভূমিকার অবনতি, অতীতের ব্যর্থতা ও সফলতার অনুভূতি এবং আন্তঃব্যক্তিক সম্পর্কের অবনতিসহ নানামুখী সমস্যায়
প্রবীণ জনগোষ্ঠীরা সমস্যাগ্রস্ত হয়ে থাকেন। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জীবনমানের নেতিবাচক
উপাদানগুলো মোকাবিলার মাধ্যমে সুখী, আনন্দময় এবং অধিক অর্থবহ জীবনযাপনে সক্ষম করার ক্ষেত্রে
জেরনটোলজিক্যাল সমাজকর্মের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ। সরাকারিভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়য়ের অধীনস্ত
সমাজসেবা অধিদপ্তরের তত্ত¡াবধানে ৬টি শান্তি নিবাস চালু রয়েছে যেখানে প্রবীণ জনগোষ্ঠীকে আবাসিক সেবা প্রদান করা
হয়। এছাড়া বেসরকারি উদ্যোগে কিছু বৃদ্ধ নিবাস চালু রয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর জন্য দেশে বিদ্যমান প্রাতিষ্ঠানিক
আবাসিক ও অপ্রাতিষ্ঠানিক সেবা কর্মসূচি যথাযথ বাস্তবায়নে জেরনটোলজিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২.১৪.২ জেরনটোলজিক্যাল সমাজকর্মীর ভূমিকা
প্রবীণদের শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক তথা জৈব-মনো-সামাজিক (নরড়-ঢ়ংুপযড়ংড়পরধষ) সমস্যা মোকাবিলায় জেরনটোলজিক্যাল সমাজকর্মী গতিশীল পেশাগত ভূমিকা রাখতে পারেন। সমস্যাগ্রস্ত প্রবীণ
জনগোষ্ঠী এবং তাদের পারিবারিক সমস্যা সমাধানে এবং সামর্থ্য বৃদ্ধিতে জেরনটোলজিক্যাল সমাজকর্মী সাহায্য করে
থাকেন। প্রবীণদের আত্মমর্যাদা, আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তিগত পরিপূর্ণতা জোরদার, জীবনমান উন্নয়ন, সর্বোচ্চ পর্যায়ের
কর্মক্ষমতা, প্রবীণবান্ধব পরিবেশে জীবনযাত্রা এবং সমস্যা মোকাবিলা ও সমস্যা সমাধান সামর্থ্য শক্তিশালীকরণে
প্রবীণকাল্যাণ সমাজকর্মীরা প্রত্যক্ষ হস্তক্ষেপ করে থাকেন। প্রবীণদের সামাজিক ভূমিকা পালন জোরদার করার লক্ষ্যে
প্রবীণদের সমস্যা চিহ্নিতকরণ থেকে সমস্যা সমাধান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমাজকর্মীরা বিশেষত মধ্যস্থতাকারী, পরামর্শক
তথা পরিবর্তন প্রতিনিধি হিসেবে গতিশীল ভূমিকা পালন করে থাকেন। জেরনটোলজিক্যাল সমাজকর্মীর ভূমিকা নি¤েœ
প্রবীণদের সমস্যা নির্ণয়, পরিচর্যা ব্যবস্থাপনা, পরামর্শ প্রদান, যোগাযোগ স্থাপন, এ্যাডভোকেসী এবং সম্পদের যথাযথ
ব্যবহার নিশ্চিতকরণে জেরনটোলজিক্যাল সমাজকর্মীর নানামুখী ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন। প্রবীণদের মর্যাদা সমুন্নত
রাখা, স¦নির্ভরতা বজায় রাখা, ব্যক্তিগত চাহিদা পূরণে সক্ষম করা, জীবনযাত্রার মান উন্নয়ন, নিজস্ব সম্পদ ও সামর্থের
সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং জীবনযাত্রা পদ্ধতিতে যথাসম্ভব কম নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকেন। এছাড়া প্রবীণদের পরামর্শ সেবা, দিবা-যতœসেবা, দত্তক সেবা, সংরক্ষণসেবা, হাসপাতাল ও
নার্সিং সেবা এবং নীতি প্রণয়নে জেরনটোলজিক্যাল সমাজকর্মী ভূমিকা পালন করে থাকেন। নি¤েœ একটি প্রবীণ কল্যাণ
সমাজকর্মীর পেশাগত দায়িত্ব সংক্ষেপে তুলে ধরা হলো: প্রবীণকল্যাণে সমাজকর্মীর
১) প্রবীণ জনগোষ্ঠী এবং তাদের পরিবারের সমস্যা সমাধান এবং সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য করা;
২) প্রবীণ জনগোষ্ঠী এবং তাদের পরিবারের কল্যাণে সম্পদ ও সেবাদানকারী ব্যবস্থা অধিক কার্যকর এবং মানবিক
দৃষ্টিকোন হতে পারিবারিক সমস্যা সমাধান করতে সাহায্য করা;
৩) যেসব সামাজিক ব্যবস্থা প্রবীণদের সম্পদ, সেবা এবং সুযোগ সুবিধা প্রদানে নিয়োজিত সেসব ব্যবস্থার সঙ্গে প্রবীণদের সংযোগ বা যোগাযোগ স্থাপনে সাহায্য করা;
৪) জীবনব্যাপী প্রবীণ সহায়ক উন্নয়ন, নীতি ও পরিকল্পণা
প্রণয়নে অংশগ্রহণ করা;
৫) প্রবীণ জনগোষ্ঠী এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়ন
ও সংরক্ষণে সাহায্য করা; এবং
৬) প্রবীণদের দৈহিক ও আবেগীয় কল্যাণে প্রতিবন্ধক হিসেবে
যেসব দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক,
নৃ-তাত্তি¡ক, বর্ণগত, সাংগঠনিক এবং সামাজিক উপাদান
নেতিবাচক প্রভাব বিস্তার করে সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
পরিশেষে বলা যায়, বিশ্বের সবদেশেই প্রবীণ জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ সামাজিক ভূমিকা
পালনে সক্ষম করা ও তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতকরণে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। উন্নত
বিশ্বের অনুকরণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জেরনটোলজিক্যাল সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে।
সারসংক্ষেপ
পাঠোত্তর মূল্যায়ন-২.১৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১) বাংলাদেশে প্রবীণকল্যাণে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আবাসিক সেবা কর্মসূচির নাম কী?
ক) বৃদ্ধাশ্রম খ) প্রবীণকেন্দ্র
গ) শান্তি নিবাস ঘ) বৃদ্ধনিবাস
২) জেরনটোলজিক্যাল সমাজকর্মীরা প্রবীণদের কোন ধরনের ভূমিকা পালনে সক্ষম করে তোলেন?
ক) মানসিক খ) সামাজিক
গ) শারীরিক ঘ) অর্থনৈতিক
সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা হিসেবে জেরনটোলজিক্যাল সমাজকর্ম প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং
নেতিবাচক উপাদানগুলো মোকাবিলার মাধ্যমে তাদের সুখী, আনন্দময় এবং অর্থবহ জীবনমানে সাহায্য করে থাকে। প্রবীণ
জনগোষ্ঠীর চাহিদা ও প্রয়োজন নির্ণয়, সমস্যা মোকাবিলা এবং প্রবীণসেবা সংশ্লিষ্ট নীতি, পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো
গঠনে জেরনটোলজিক্যাল সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের সমস্যা মোকাবিলায় সমাজকর্মীরা গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করেছে।
ক) বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। চিকিৎসা সমাজকর্মের অপর নাম কী?
ক) হাসপাতাল সমাজসেবা খ) মেডিক্যাল সমাজসেবা
গ) হাসপাতাল সমাজকর্ম ঘ) কিøনিক্যাল সমাজকর্ম
২। বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালুর ক্ষেত্রে কোন সংস্থার অবদান ছিল?
ক) ইউনেস্কো খ) ইউনিসেফ
গ) আন্তর্জাতিক রেডক্রস ঘ) সমাজসেবা অধিদপ্তর
৩। জাতিসংঘের মতে প্রবীণদের বয়স সীমা কত বছর?
ক) ৫৫ বছরের ঊর্ধ্বে খ) ৬০ বছরের ঊর্ধ্বে
গ) ৬৫ বছরের ঊর্ধ্বে ঘ) ৭০ বছরের ঊর্ধ্বে
৪। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমাজকর্মের কোন শাখা কাজ করে?
ক) চিকিৎসা সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) ক্লিনিক্যাল সমাজকর্ম
৫। সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
ক) মানসিকভাবে সমস্যাগ্রস্তদের সেবা প্রদান খ) অস্ত্র পাচারের পূর্বে মানসিক সান্ত¡না প্রদান
গ) শিক্ষা প্রতিষ্ঠানে সামঞ্জস্য বিধানে সহায়তা করা ঘ) মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা
৬। বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা হচ্ছেÑ
র. ইবযধাড়ঁৎধষ ংঢ়বপরধষরংঃ
রর. ঞৎঁধহঃ ড়ভভরপবৎ
ররর. ঈড়ঁহংবষড়ৎ ধহফ ঢ়ধৎবহঃ ষরধংরড়হ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৭। আবুবকর সিদ্দীকি সমস্যাগ্রস্তদের মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, বিকলঙ্গতা অথবা আবেগীয় ও মানসিক
ভারসাম্যহীনতার মতো অক্ষমতার প্রতিকার এবং প্রতিরোধে সমাজকর্মের তত্ত¡ ও পদ্ধতি অনুশীলন করেন। আবু বকর
সিদ্দীকি কোন ধরনের সমাজকর্মী?
ক) চিকিৎসা সমাজকর্মী খ) স্কুল সমাজকর্মী
গ) শিল্প সমাজকর্মী ঘ) ক্লিনিক্যাল সমাজকর্মী
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দিন:
রাহাত আহমেদ একজন পেশাদার সমাজকর্মী হিসেবে সমাজকর্মের একটি বিশেষ শাখায় কর্মরত আছেন। উনবিংশ ও
বিংশ শতাব্দীতে আমেরিকায় এ শাখাটির মূল প্রথিত হয়েছিল। ইবৎঃযধ জবুহড়ষফং শাখাটির বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখেন।
৮। উদ্দীপকের রাহাত সাহেব সমাজকর্মের কোন শাখায় কর্মরত আছেন?
ক) বিদ্যালয় সমাজকর্ম খ) চিকিৎসা সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
৯। উদ্দীপকে ইঙ্গিত করা শাখাটির বিকাশে ১৯৭০ সালে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?
ক) ঈড়ষঁসনরধহ ঝপযড়ড়ষ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ খ) ওহফঁংঃৎরধষ ঝড়পরধষ ডবষভধৎব ঈবহঃৎব
গ) অংংড়পরধঃরড়হ ড়ভ ঝপযড়ড়ষ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ ঘ) অসবৎরপধহ অংংড়পরধঃরড়হ ড়ভ চংুপযরধঃৎরপ ঝড়পরধষ ডড়ৎশ
খ) সৃজনশীল
১. নিরক্ষরতা বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের একটি অন্যতম সামাজিক সমস্যা। শিশু-কিশোরদের শিক্ষাজীবন
থেকে ঝরে পড়া নিরক্ষরতার অন্যতম কারণ গুলোর মধ্যে একটি। এ সমস্যা নিরসনে বর্তমান সরকার শিক্ষা
প্রতিষ্ঠানগুলোতে সমাজকর্মের একটি বিশেষ শাখার জ্ঞান প্রয়োগের উদ্যোগ নিয়েছে। ফলে শিশু-কিশোরদের পরামর্শ
প্রদান, মানসিক সহায়তা প্রদানসহ কর্মদক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সক্ষম করে
তোলা হচ্ছে।
ক. কত সালে আমেরিকায় চিকিৎসা সমাজকর্মী সমিতি গঠিত হয়? ১
খ. সাইকিয়াট্রিক সমাজকর্মের লক্ষ্যসমূহ বর্ণনা করুন। ২
গ. শিশু-কিশোরদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়া নিরসনে সমাজকর্মের যে শাখার জ্ঞান প্রয়োগ করা হয়েছে তার
গুরুত্ব উদ্দীপকের আলোকে উপস্থাপন করুন। ৩
ঘ. ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে শাখাটির গুরুত্ব অত্যাধিক” Ñ কথাটির তাৎপর্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ২.১ : ১। ঘ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ২.২ : ১। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ২.৩ : ১। খ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ২.৪ : ১। গ
পাঠোত্তর মূল্যায়ন- ২.৫ : ১। ক ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ২.৬ : ১। ক
পাঠোত্তর মূল্যায়ন- ২.৭ : ১। খ
পাঠোত্তর মূল্যায়ন- ২.৮ : ১। ক
পাঠোত্তর মূল্যায়ন- ২.৯ : ১। খ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ২.১০ : ১। ক
পাঠোত্তর মূল্যায়ন- ২.১১ : ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ২.১২ : ১। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ২.১৩ : ১। খ
পাঠোত্তর মূল্যায়ন- ২.১৪ : ১। গ ২। খ
চূড়ান্ত মূল্যায়ন- ২ : ১। গ ২। গ ৩। খ ৪। খ ৫। ক ৬। ঘ ৭। ঘ ৮। গ ৯। খ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]