জনসংখ্যা সমস্যার প্রভাব ও জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা

জনসংখ্যা বিস্ফোরণ যে কোনো দেশের জন্য একটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কোনো কোনো দিক
বিবেচনায় এটি যুদ্ধের চেয়েও ভয়াবহ। বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যা সমস্যা এদেশের সার্বিক উন্নয়নে বিরূপ প্রতিক্রিয়া
সৃষ্টি করে চলছে। নি¤েœ বিভিন্ন ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব তুলে ধরা হলো:
১. মানুষের জীবনধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ন্যূনতম মৌলিক চাহিদাসমূহ পূরণ করা
আবশ্যক। কিন্তু এই চাহিদা পূরণে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে জনসংখ্যা স্ফীতি।
২. অধিক জনসংখ্যার কারণে মৌলিক চাহিদা পূরণে অপূর্ণতা সৃষ্টি হয় যা থেকে জন্ম নেয় হতাশা, ব্যর্থতা এবং অসন্তুষ্টি।
এর ফলে পারিবারিক জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বিবাহবিচ্ছেদ এবং পারিবারিক ভাঙন ঘটে থাকে।
৩. জনসংখ্যার আধিক্য সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে। ব্যক্তি জীবনে হতাশা, ব্যর্থতা, অশান্তি, খুন, ধর্ষণ, পতিতাবৃত্তির
নেপথ্যে জনসংখ্যার আধিক্যজনিত প্রভাব রয়েছে।
৪. অধিক জনসংখ্যা দেশের অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। আবাদি জমির উপর অধিক চাপ,
সঞ্চয় ও মূলধনের সংকোচন ও শিল্পোন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করে। যার ফলে দারিদ্র্য ও বেকারত্ব সৃষ্টি হয়।
৫. অধিক জনসংখ্যা সার্বিক বাস্তুসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জনসংখ্যাজনিত অধিক চাপ পয়ঃূনিষ্কাশন
ব্যবস্থাকে কলুষিত করে, স্বাস্থ্যখাতকে বিপর্যস্ত করে এবং পরিবেশকে ভারসাম্যহীন করে।
৬. অধিক জনসংখ্যার যথাযথ ব্যবস্থাপনা সম্ভব হয় না। নৈতিকতার অবক্ষয় ঘটে ও অপরাধমূলক কর্মকাÐের বিস্তৃতি
ঘটে। জীবকার প্রয়োজনে অনেকেই অপরাধকে বেছে নেয়।
৩.৪.২ জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা
জনসংখ্যা সমস্যার ব্যাপকতা ও বিস্তৃতি অধিক। দেশের সার্বিক অবস্থার উন্নয়নে এর আশু সমাধান আবশ্যক। এক্ষেত্রে একজন সমাজকর্মী যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেনÑ
১. দেশের সর্বস্তরের জনগণের মধ্যে অধিক জনসংখ্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। সরকারি ও বেসরকারি পর্যায়ে
সচেতনতামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে উদ্বুদ্ধ করা। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জনপ্রিয় ও পর্যাপ্ত করে তোলা।
২. বিভিন্ন স্তরের পাঠ্যক্রমে জনসংখ্যা বৃদ্ধির ফল ও ভয়াবহতাকে তুলে ধরতে সরকারকে পৃষ্ঠপোষকতা প্রদান করা ও উদ্বুদ্ধ করা।
৩. সামাজিক কার্যক্রম প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ও
আইনানুগ ব্যবস্থাকে বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য করে তুলতে সরকারকে চাপ প্রয়োগ করা।
৪. পর্যাপ্ত আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচিতে বেকারদের উদ্বুদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা।
৫. অজ্ঞ ও অশিক্ষিত জনগোষ্ঠীর মাঝে জনসংখ্যার আধিক্য বিষয়ক সচেতনতা গড়ে তোলা।
৬. পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য প্রভৃতি বিষয়ে পরামর্শ প্রদানের ব্যবস্থা করা।
৭. রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকার ও জনগণকে উদ্বুদ্ধ করা।
৮. জনগণের প্রথাগত মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে উন্নয়নমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ করা।
সারসংক্ষেপ
জনসংখ্যা সমস্যা মানুষের মৌলিক চাহিদা পূরণে অপূর্ণতা সৃষ্টি করে এবং এ থেকে মানুষের মাঝে নেমে আসে হতাশা,
ব্যর্থতা অসন্তুষ্টি। হতাশা ও ব্যর্থতা থেকে মানুষ অপরাধমূলক কাজে জড়িয়ে পরে। জনসংখ্যা সমস্যা নিরসনে একজন সমাজকর্মী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। জনসংখ্যা সমস্যার নেতিবাচক প্রভাব কোনটি?
ক) ব্যক্তির জীবনকে সহজতর করে খ) জীবনযাত্রার মান উন্নত করে
গ) ব্যক্তির জীবনকে সমস্যাগ্রস্ত করে তোলে ঘ) জীবনকে আরামপ্রদ করে
২। জনবিস্ফোরণ হলোÑ
ক) জনসংখ্যাস্ফীতির বৃহত্তর রূপ খ) জনসংখ্যা বৃদ্ধি
গ) খাদ্য ঘাটতি ঘ) জনাধিক্য

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]