বেকারত্বের সংজ্ঞা লিখ, বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ ব্যাখ্যা কর বাংলাদেশে বেকারত্ব সমস্যার পরিস্থিতি বর্ণনা কর

বিশ^ব্যাপী এক সাধারণ সমস্যা বেকারত্ব। শিল্পোন্নত বা অনুন্নত সবদেশেই কম-বেশি বেকারত্ব বিরাজমান।
বেকারত্ব বিশ^ব্যাপী এক মানবিক, আর্থিক ও সামাজিক সমস্যা যার প্রভাবে সমাজে দেখা দেয় বহুমুখী সমস্যা।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো বেকারত্ব। বাংলাদেশে জনসংখ্যা
বৃদ্ধির সঙ্গে-সঙ্গে বেকারত্ব ক্রমান্বয়ে প্রসার লাভ করছে।
বেকারত্ব বলতে সাধারণভাবে মানুষের কর্মহীনতাকে বোঝানো হয়। কোনো ব্যক্তি যদি আয়-উপার্জনমূলক কোনো কর্মের
সাথে সংশ্লিষ্ট না থাকে তবে ব্যক্তির ঐ অবস্থাকেই সাধারণ দৃষ্টিতে বেকারত্ব হিসেবে অভিহিত করা হয়। কিন্তু অনেক সময়
ইচ্ছাকৃতভাবেও অনেকে কর্মহীন থাকতে পারে। ইচ্ছাকৃত বেকারত্বকে অর্থনীতিতে বেকারত্ব ধরা হয় না। আবার শারীরিক বা মানসিকভাবে কাজ করতে অক্ষমদের যেমনÑ শিশু, বৃদ্ধ, বিকলাঙ্গদের বেকার বলা যায় না। বেকার বলতে এমন একটি
পরিস্থিতিকে বোঝায়, যাতে কর্মক্ষম শ্রমিক বর্তমান মজুরিতে কর্মে ইচ্ছুক থাকা সত্তে¡ও কর্মে নিয়োগ লাভে সক্ষম হয় না।
কর্মক্ষম শ্রমিকের অনিচ্ছাকৃত কর্মহীনতাকে বেকারত্ব বলা হয়।
সমাজকর্ম অভিধানের (১৯৯৫) সংজ্ঞানুযায়ী, “বেকারত্ব হলো এমন
কর্মহীন অবস্থা, যে অবস্থায় কর্মক্ষম ব্যক্তি কর্মহীনতার প্রভাবে নিজের
প্রয়োজনীয় অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম হয়”।
প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক পিগুর (অ. ঈ. চরমঁ) মতে, “যখন
কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে, প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ
করতে চায় অথচ কাজ না পাওয়ায়, তখন যে অবস্থার উদ্ভব হয়, সে
অবস্থাকে বেকারত্ব বলা হয়।”
অর্থাৎ কর্ম লাভের স্পৃহা এবং কর্ম লাভের চেষ্টা চালিয়েও কর্মের
সুযোগ লাভে ব্যর্থ হওয়ার ফলে সৃষ্ট সক্ষম ব্যক্তির কর্মহীন অবস্থাই বেকারত্ব।
৩.৫.২ বেকারত্বের কারণ
বাংলাদেশের বেকার সমস্যার পেছনে আর্থ-সামাজিক বহুবিধ বিষয়ের সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়। নি¤েœ বাংলাদেশের বেকার
সমস্যার পেছনে দায়ী বিভিন্ন কারণসমূহের উপর আলোকপাত করা হলো:
১. অধিক জনসংখ্যা: বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ছ্ট্টো এই দেশটির
বর্তমান জনসংখ্যা ১৪,২৩,১৯,০০০ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ শতাংশ। এই বিপুল জনসংখ্যাই এদেশের
অন্যান্য সামাজিক সমস্যার মত বেকারত্বের পেছনে দায়ী মূল কারণ। জনসংখ্যা অনুপাতে কর্মের সুযোগ সীমিত।
জনসংখ্যা বৃদ্ধি হারের সাথে সামঞ্জস্য রেখে কর্মের সুযোগ সম্প্রসারিত হচ্ছে না।
২. কর্মের সীমিত সুযোগ: অধিক জনসংখ্যা এবং এর ফলে কর্মের স্বল্পতা এই দুই উপাদান বেকারত্বকে চরম পর্যায়ে
উপনীত করছে। কর্মের সুযোগ সীমিত হওয়ার কারণে লক্ষ লক্ষ জনগোষ্ঠী কর্মহীন বেকার জীবন যাপন করছে।
৩. কৃষিভিত্তিক অর্থনীতি: এদেশের অর্থনীতি কৃষিভিত্তিক। বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর ব্যাপকভাবে নির্ভরশীল।
আবহাওয়া বা ঋতু পরিবর্তনের সাথে কৃষি কাজের বিষয়টি সম্পর্কিত। ঋতু পরিবর্তনের সাথে সাথে কৃষকের কর্মে
নিযুক্ত হবার বিষয়টি সম্পৃক্ত থাকে। কোনো কোনো ক্ষেত্রে এক জমিতে বছরে একবার ফসল হয়। সেক্ষেত্রে বাকী
সময় কৃষকদের কর্মহীন থাকতে দেখা যায।
৪. শিল্পের বিকাশ না হওয়া: এদেশের কৃষি ভিত্তিক অর্থনৈতিক কাঠামোতে শিল্পের বিকাশ পরিপূর্ণভাবে লাভ করে নি।
মোট শ্রমশক্তির মাঝে শিল্প শ্রমিকের সংখ্যা খুবই নগণ্য। শিল্পে অনগ্রসরতার জন্য সাধারণ মানুষের নতুন নতুন
কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না।
৫. ত্রæটিপূর্ণ শিক্ষাব্যবস্থা: এদেশের শিক্ষা ব্যবস্থাও বেকার সমস্যা তৈরির জন্য বহুলাংশে দায়ী। প্রচলিত শিক্ষা ব্যবস্থা
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারছে না। প্রচলিত সাধারণ শিক্ষা সম্পূর্ণই শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান। কারিগরি,
কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ স্বল্প। বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে বড় পরিসরে স্বকর্মসংস্থান সৃষ্টিও সম্ভব হচ্ছে না।
৬. রাজনৈতিক অস্থিরতা: এদেশের রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা নিত্যসঙ্গী। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বড় বড় বিদেশি বিনিয়োগ প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাপক সংখ্যক মানুষ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে।
৭. প্রাকৃতিক দুর্যোগ: বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, খরা, নদীভাঙন
প্রভৃতি বাংলাদেশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছরই বিপুল সংখ্যক মানুষ কর্মচ্যূত হয়ে
বেকার হয়ে পড়ছে।
৮. নিরক্ষরতা: বাংলাদেশের মোট জনসংখ্যার বিপুলসংখ্যক মানুষ নিরক্ষর ও অজ্ঞ। এসব মানুষ জীবন সম্পর্কে সচেতন
নয় এবং অনেক কাজের জন্য তাদের প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতাও তাদের নেই।
৯. মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি: এদেশের প্রচলিত মূল্যবোধ বেকারত্বের জন্য দায়ী। এদেশের মোট জনসংখ্যার অধিকাংশ নারী
কিন্তু সামাজিক মূল্যবোধে এখনো বিশ^াস করা হয় নারী কেবল ঘরের কাজ করবে এবং বাইরের কাজে সংশ্লিষ্ট হতে পারবে না। এতে বেকার তথা নির্ভরশীল জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাচ্ছে।
১০. দারিদ্র্য: বেকারত্ব দারিদ্র্য সৃষ্টি করে আবার দারিদ্র্যের কারণেও বেকারত্ব সৃষ্টি হয়। দারিদ্র্যের কারণে অনেকেই শিক্ষা
ও বিভিন্ন সুযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এবং নিজেকে কার্মের উপযোগী দক্ষ ও যোগ্য করে তুলতে পারে না।
৩.৫.২ বাংলাদেশে বেকারত্ব পরিস্থিতি
বাংলাদেশে শ্রমশক্তি বৃদ্ধির সঙ্গে বেকারের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০০৯
সালের তথ্যানুযায়ী এদেশে মোট শ্রমশক্তি ৫ কোটি ৩৭ লাখ। এর মধ্যে ৫ কোটি ১০ লাখ কাজে নিয়োজিত এবং ২৭ লাখ
বেকার। নিচের সারণিতে বাংলাদেশে বেকারত্বের হার তুলে ধরা হলোÑ
সারণি ৩.৫.১ : ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে বেকারত্বের হার
জরিপের সন ১৯৯৫-৯৬ ১৯৯৯-২০০০ ২০০২-২০০৩ ২০০৫-০৬ ২০১০
উভয়লিঙ্গ ৩.৫ ৪.৩ ৪.৩ ৪.৩ ৪.৫
পুরুষ ২.৮ ৩.৪ ৪.২ ৩.৪ ৪.১
মহিলা ৭.৮ ৭.৮ ৪.৯ ৭.০ ৫.৭
(উৎস: পরিসংখ্যান পকেট বুক ২০০৪ এবং ২০১১, শ্রমশক্তি জরিপ, ২০১০)
বাংলাদেশ পরিসংখ্যান প্যকেট বুক, ২০১০ এর তথ্যানুযায়ী শতকরা ৪.৫০ ভাগ পুরুষ এবং ৭.৭০ ভাগ মহিলা বেকার।
শ্রমশক্তি জরিপ ২০১০ এর তথ্যানুযায়ী বেকারত্বের হার ৪.৫ শতাংশ; যা ২০০৫-০৬ সালে ছিল ৪.৩ শতাংশ। মোট
বেকারের সংখ্যা ২০০৫-৬ সালের ২১ লাখ চার হাজার থেকে বৃদ্ধি পেয়ে ২০১০ সালে ২৫ লাখ ৬৮ হাজারে পৌঁছে।
২০১০ সালে পুরুষ শ্রমশক্তির শতকরা ৪.১ ভাগ এবং নারীর ৫.৭ ভাগ বেকার ছিল।
সারসংক্ষেপ
কাজ করার সামর্থ্য ও ইচ্ছা থাকা সত্তে¡ও কাজ করার চেষ্টা চালিয়ে কর্মলাভে ব্যর্থ হওয়ার ফলে সক্ষম ব্যক্তির কর্মহীন
অবস্থাই হলো বেকারত্ব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদেশে কর্মের সুযোগ বৃদ্ধি প্রাপ্ত না হওয়ার ফলে বেকারত্ব ক্রমশ
বেড়ে চলেছে। বেকারত্ব দারিদ্র্য সৃষ্টি করে এবং ক্রমাগতভাবে বেকার ব্যক্তিকে সুবিধা বঞ্চিত করে তোলে। পাঠোত্তর মূল্যায়ন-৩.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। বেকারত্ব বলতে কী বোঝায়?
ক) সামর্থ্য ও ইচ্ছা থাকা সত্তে¡ও কাজের সুযোগ না পাওয়া খ) কাজ করতে অনীহা
গ) শারীরিক অক্ষমতা ঘ) অলসতা
২। বর্তমানে এদেশে বেকারত্বের সংখ্যা কত?
ক) ২০ লাখ খ) ২৭ লাখ
গ) ৩০ লাখ ঘ) ৩৫ লাখ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]