বেকার সমস্যার বিরূপ প্রভাব অত্যন্ত ব্যাপক, সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী। বেকারত্ব বাংলাদেশের অন্যতম মৌল
সমস্যা। পরিকল্পিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায় বেকারত্ব। বেকারত্ব কর্মক্ষম জীবন ও মানবতার
অবমাননা, সমাজজীবনের অভিশাপ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান অন্তরায়। বাংলাদেশে বেকারত্বের ব্যাপক ও
সুদূরপ্রসারী বিরূপ প্রভাবগুলো আলোচনা করা হলো:
১. একজন বেকার ব্যাক্তি বেকারত্বের ফলে সামঞ্জস্যহীনতার শিকার হয়ে আত্ম-মর্যাদাহীন এবং প্রতিনিয়ত হতাশা ও
ব্যর্থতার সম্মুখীন হয়।
২. বেকারত্ব ব্যক্তির পারিবারিক জীবনে বিশৃঙ্খলা বয়ে আনে। উপার্জনক্ষম সদস্য যদি বেকার হয়ে পড়ে তাহলে
পরিবারের নির্ভরশীল সদস্যরা অনিশ্চিতার সম্মুখীন হয়।
৩. বেকারত্ব সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। বেকারত্বের কারণে ব্যক্তি সমাজ নির্ধারিত জীবনমান বজায় রাখতে
না পেরে সমাজবিরোধী আচরণে জড়িয়ে পড়ে।
৪. বেকারত্বের প্রভাবে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ও জাতীয় আয় আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না।
৫. বেকারত্ব কর্মক্ষম মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়। বেকারত্বজনিত হতাশার প্রভাবে মানুষ সমাজের প্রতি
বিদ্বেষভাবাপন্ন হয়ে ওঠে, যা সামাজিক সংঘাত ও কলহ সৃষ্টি করে।
৬. বেকারত্বের শিকার বাংলাদেশের শিক্ষিত যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে নিজেদের গঠনমূলক ও সৃজনশীল কাজে নিয়োজিত
করতে পারছে না।
৭. বেকারত্বের ফলে কর্মক্ষম ব্যক্তি বৈধ উপায়ে মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অবৈধ উপায় অবলম্বন করতে
বাধ্য হয় যা সামাজিক সমস্যা উদ্রেক করে।
৮. দাম্পত্যকলহ, বিবাহবিচ্ছেদ, আত্মহত্যা প্রভৃতি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সৃষ্টির ক্ষেত্রে বেকারত্ব অনুঘটক
হিসেবে কাজ করে।
৯. বেকারত্ব নির্ভরশীলতা বৃদ্ধি করছে। কর্মক্ষম নির্ভরশীল বেকার লোক সমাজের বোঝাস্বরূপ।
১০. যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ উন্নয়নের অপরিহার্য পূর্বশর্ত। বেকারত্ব ফলে মানব সম্পদের অপচয় হয়।
৩.৬.২ বেকারত্ব মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা
বেকারত্ব একটি মৌলিক সামাজিক সমস্যা। অন্যান্য সামাজিক সমস্যার ন্যায় এ সমস্যা সমাধানের জন্য সমাজকর্মী সুষ্ঠু
পরিকল্পনার মাধ্যমে সমাজ থেকে বেকারত্ব নামক অভিশাপ দূর করার প্রচেষ্টা গ্রহণ করেন। এ ক্ষেত্রে সমাজকর্মীর ভ‚মিকা
নি¤œরূপ:
১. সমাজকর্মী গবেষণার মাধ্যমে প্রকৃত বেকারের সংখ্যা, বয়স, বেকারত্বের ধরন, কারণ, শিক্ষাগত ও কারিগরি দক্ষতা
প্রভৃতি অনুসারে বেকারত্বের শ্রেণিবিভাগ করে তাদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন;
২. বেকারত্ব প্রতিরোধে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতনতা সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভ‚মিকা রাখতে পারেন;
৩. বেকারত্ব নিরসনে সমাজকর্মী বিভিন্ন সমাজকল্যাণমূলক সংস্থা হতে সহজশর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে পারেন;
৪. সমাজকর্মী শিক্ষার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে উদ্ধুদ্ধ করতে পারেন;
৫. নারী, বিকলাঙ্গ ও সক্ষম ভিক্ষুকদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করতে পারেন;
৬. প্রচলিত সামাজিক মূল্যবোধ যা বেকারত্ব ও নির্ভরশীলতা বজায় রাখে তা দূরীকরণে সচেতনতা সৃষ্টি করতে পারেন;
৭. বেকারত্ব দূরীকরণের জন্য সামাজিক মূল্যবোধের আশ্রয় নিয়ে ব্যাপক প্রেষণামূলক প্রচারণা চালাতে পারেন; এবং
৮. রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অস্থিতিশীলতা বন্ধে সরকারের দৃষ্টি আরোপের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
সারসংক্ষেপ
বেকারত্বের ফলে একজন ব্যক্তি আত্মমর্যাদাহীন জীবনযাপন করতে বাধ্য হয়। ব্যক্তির মধ্যে হতাশা ও গøানিবোধ কাজ
করে। হতাশা ও হীনমন্যতা থেকে বেকার ব্যক্তি নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারেন যা সমাজের জন্য
ভয়াবহ। একজন সমাজকর্মী উদ্দীপণামূলক স্পৃহা জাগিয়ে ও প্রেষিত করে, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাকরণের
মাধ্যমে বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেন।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। বেকারত্ব ব্যক্তির মাঝে নিচের কোনটি পরিলক্ষিত হয়?
ক) হতাশা সৃষ্টি করে খ) প্রেষিত করে
গ) কর্মচাঞ্চল্য সৃষ্টি করে ঘ) উদ্দীপ্ত করে
২। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি-
ক) স্বকর্মসংস্থান লাভ করতে পারেন খ) বেকার হতে পারেন
গ) গøানিবোধে ভুগতে পারেন ঘ) হতাশাগ্রস্ত হতে পারেন
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র