বাল্যবিবাহ এদেশের নারীদের জন্য অভিশাপস্বরূপ। বাল্যবিবাহের ফলে নারী দাম্পত্য পীড়নের শিকার হচ্ছে
এবং নারীর ক্ষমতায়ন বিঘিœত হচ্ছে। বাল্যবিবাহের মাধ্যমে একজন নারীর ভবিষ্যত গঠনমূলক ক্যারিয়ার অঙ্কুরেই বিনষ্ট
হয়। বাল্যবিবাহের অন্যান্য প্রভাবসমূহ নি¤েœ উল্লেখ করা হলো:
১. বাল্যবিবাহের ক্ষেত্রে নারী শারীরিকভাবে উপযুক্ত হবার পূর্বেই তার বিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে নারীর বিভিন্ন রকম
শারীরিক জটিলতা সৃষ্টি হয়ে থাকে।
২. অল্পবয়সী নারী গর্ভধারণ করলে অপুষ্ট সন্তানের জন্ম দেয় এবং সেই সন্তানের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ
বাধাগ্রস্ত হয়।
৩. মনস্তাত্তি¡কভাবে উপযুক্ত হবার পূর্বেই কোনো মেয়েকে বিয়ে দেওয়া হলে সে বিয়ের পর নতুন পরিবেশে নিজেকে
সহজে খাপ খাওয়াতে পারে না।
৪. বাল্যবিবাহের ফলে অসম সম্পর্কের সৃষ্টি হয়। এক্ষেত্রে পরিবারে প্রতিনিয়ত কলহ, বিশৃঙ্খলা ও অসম সম্পর্ক বিরাজ
করে।
৫. বাল্যবিবাহ নারীর জন্য অভিশাপ স্বরুপ। এতে নারীর কল্যাণ চরমভাবে ব্যাহত হয় এবং নারীর ক্ষমতায়নের পথ রুদ্ধ
হয়।
৩.১২.২ বাল্যবিবাহ মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা
নারীকল্যাণ ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাল্যবিবাহ চরমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নারীর জীবনে বাল্যবিবাহ
অভিশাপস্বরূপ। সমাজকর্মী বাল্যবিবাহ প্রতিরোধে যে ভ‚মিকা রাখতে পারে তা হলো:
১. বাল্যবিবাহ প্রতিরোধে সমাজকর্মী ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি করতে পারে। এর কুফল সম্পর্কে জনমত গড়ে
তোলা;
২. যেসকল সামাজিক রেওয়াজ, প্রথা, রীতিনীতি বাল্যবিবাহকে ত্বরান্বিত করে তা নির্মূলে সমাজকর্মী সামাজিক কার্যক্রম
প্রয়োগ করা;
৩. কোনো পরিবারে নারীকে যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা না হয় এবং শিক্ষা গ্রহণে উদ্ধুদ্ধ করা হয় এ বিষয়ে
উদ্বুদ্ধ করা;
৪. নারীর অল্প বয়সে বিয়ের কথা না ভেবে তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবারকে উদ্ধুদ্ধ করা;
৫. নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দৃষ্টি আরোপ করা;
৬. কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে আইনের প্রয়োগ নিশ্চিত করতে সরকারকে চাপ প্রয়োগ করা;
৭. চরম দারিদ্র্য বাল্যবিবাহকে উৎসাহিত করে। দারিদ্র্য লাঘবে সরকারকে গঠনমূলক তৎপরতা প্রয়োগে উদ্ধুদ্ধ করা; এবং
৮. নারীবান্ধব সংস্কৃতি ও সামাজিক রেওয়াজ পুনর্গঠন করতে জনমত গড়ে তোলা ও নারী-পুরুষ সাম্য প্রতিষ্ঠায় তৎপর
হওয়া।
সারসংক্ষেপ
বাল্যবিবাহের ফলে নারী শারীরিকভাবে অনুপযুক্ত থাকে বিধায় নানাবিধ শারীরিক জটিলতা সৃষ্টি হয় এবং অপরিণত
বয়সে গর্ভধারণের ফলে যে সন্তান জন্মদান করে তার বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। বাল্যবিবাহ রোধে একজন
সমাজকর্মী সচেতনতা গড়ে তুলতে পারে ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে পারে।
পাঠোত্তর মূল্যায়ন-৩.১২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। অল্প বয়সী নারী গর্ভধারণ করলে কোন সমস্যার সৃষ্টি হয়?
ক) অপুষ্ট সন্তানের জন্ম হয় খ) সন্তান বুদ্ধিবৃত্তিকভাবে প্রখর হয়
গ) সন্তানের ওজন স্বাভাবিক ওজনের চেয়ে বেশি হয় ঘ) গর্ভধারিণী মা ভাল বোধ করে
২। বাল্যবিবাহ নারী কল্যাণের ক্ষেত্রেÑ
ক) সহায়ক খ) ক্ষমতায়ন নিশ্চিত করে
গ) অভিশাপ স্বরুপ ঘ) নারী-পুরুষ সাম্য সৃষ্টি করে
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র