বর্তমান বিশে^ জলবায়ু পরিবর্তন বা পদবাচ্যটি বহুলভাবে ব্যবহৃত হয়। শিল্পবিপ্লবের পর
থেকে অতিমাত্রায় জীবাশ্ম জ¦ালানী ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ওজনস্তর ক্ষয় ও আল্ট্রাভায়োলেট রশ্মির বর্ধিত হারে ভ‚-পৃষ্ঠে
অধিগ্রহণের কারণে তাপমাত্রা বৃদ্ধি আধুনিকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মূল বিষয়বস্তু। জলবায়ু পরিবর্তন
হলো বহুকালব্যপী আবহাওয়ার বণ্টনের পরিসংখ্যানগত পরিবর্তন যা কয়েক দশক হতে অনেক লক্ষ বছর হতে পারে। এই
পরিবর্তন আবহাওয়ার গড় অবস্থা অথবা আবহাওয়ার উপাদানসমূহের বণ্টনের মধ্যে হতে পারে। অর্থাৎ গড় বৃষ্টিপাত
অথবা গড় তাপমাত্রার পরিবর্তন কিংবা সামগ্রিক আবহাওয়ার বৈশিষ্ট্যের পরিবর্তন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ
প্রদত্ত সংজ্ঞাতে বলা হয়েছে, “তুলনাযোগ্য সময়ের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের কার্যাবলী বৈশ্বিক বায়ুমন্ডলীয়
মিশ্রণে যে পরিবর্তন ঘটায় এবং যা প্রাকৃতিকভাবে জলবায়ুগত তারতম্য হিসেবে পর্যবেক্ষিত হয় তা জলবায়ুগত পরিবর্তন
নামে অভিহিত (” অর্থাৎ জলবায়ু পরিবর্তন হলো জলবায়ু পদ্ধতির পরিসংখ্যানগত বিষয়াবলীর মধ্যে
পরিবর্তন যা বহুদশক কিংবা তারও বেশি সময়ের ক্ষেত্রে বিবেচ্য এবং সুনির্দিষ্ট কারণ যেখানে অবহেলিত। পরিসংখ্যানগত
বিষয়াবলীর মধ্যে গড় তাপমাত্রা অথবা সর্বনি¤œ ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য, বৃষ্টিপাতের নিবিড়তা, আর্দ্রতা, বায়ু প্রবাহ,
বায়ুচাপ ইত্যাদিকে বুঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, বিগত কয়েক দশকে বাংলাদেশে বৃষ্টিপাতের বৈশিষ্ট্যে পরিবর্তন
এসেছে এবং ষড় ঋতুর বৈশিষ্ট্য লোপ পেয়েছে।
৩.১৭.২ জলবায়ু পরিবর্তনের কারণ
জলবায়ু গঠনের ক্ষেত্রে জলবায়ু শক্তি বা ঈষরসধঃব ঋড়ৎপরহমং নিয়ামক হিসেবে কাজ করে। জলবায়ু শক্তি বলতে বুঝায়
বিকিরণ, পৃথিবীর কক্ষপথের বিচ্যুতি, পর্বত গঠন ও মহীসঞ্চারণ এবং গ্রীনহাউজ গ্যাসের পরিবর্তন। এই অবস্থাগুলি
প্রাথমিক জলবায়ু গঠনকারী নিয়ামকগুলোর কার্যকারিতা ত্বরান্বিত অথবা হ্রাসপ্রাপ্ত করে। আধুনিক বিজ্ঞানীদের মতে জলবায়ু
পরবর্তনের কারণসমূহ আলোচনা করা হলো:
১. প্লেট টেকটনিক: লক্ষ লক্ষ বছর যাবৎ প্লেট গতির তারতম্যজনিত কারণে ভ‚-ত্বক ও মহাসাগরের বিন্যাসে পরিবর্তন
আসছে এবং নতুন ভ‚-প্রকৃতি সৃষ্টি অথবা অবলুপ্ত হচ্ছে। এই প্রক্রিয়ায় স্থানীয় এবং বৈশি^ক জলবায়ুর ধরন বদলাতে
থাকে।
২. সৌরশক্তি উৎপাদন: বিভিন্ন শতাব্দীতে সৌরতাপের কার্যকারিতার তারতম্য জলবায়ু পরিবর্তনের অন্যতম শক্তি হিসেবে
কাজ করে চলছে। সৌরজগতের স্বল্প ও দীর্ঘমেয়াদী তারতম্য বৈশি^ক জলবায়ুর ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে এবং
শীতলীকরণ প্রভাব ও বৈশি^ক উষ্ণায়নে সহায়তা করে।
৩. কক্ষপথের পরিবর্তনশীলতা: পৃথিবীর কক্ষপথের সামান্য পরিবর্তন বিভিন্ন ঋতুতে সূর্যালোকের তারতম্য নিশ্চিত করে।
স্থানিক গড় সূর্যকিরণ ও বার্ষিক গড় সূর্যকিরণের মধ্যে সামান্য পরিবর্তন থাকলেও ভৌগোলিক ও ঋতুগত বণ্টনে
ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়।
৪. ক্রমিক ঋতু ও আকস্মিক স্থানান্তর: পরিবর্তক শক্তির ক্রমাগত ক্রিয়ায় হঠাৎ জলবায়ু পরিবর্তন লক্ষ করা যায়। ১৯৯৭
সালে আমাজান বেসিন ও দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে দাবানলে সৃষ্ট ধ্বংস থেকে বায়ুমন্ডলে অতিমাত্রায়
কার্বন-ডাই-অক্সাইড সঞ্চিত হয় এবং সারাবিশে^ দ্রæত চরম আবহাওয়া অনুভ‚ত হয়। এছাড়া মহাসাগরীয় ¯্রােতচক্রের
৫. অগ্ন্যুৎপাত: অগ্ন্যুৎপাত হলো ভ‚-গর্ভ থেকে উত্তপ্ত গলিত সান্দ্র অথবা বায়বীয় পদার্থ ভ‚-পৃষ্ঠে উৎক্ষেপণ প্রক্রিয়া।
অগ্ন্যুৎপাত বায়ুমÐলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প, ধুলিকণা, ভষ্ম ইত্যাদি নিক্ষেপ করে থাকে। অগ্ন্যুৎপাতের
সময় নিক্ষিপ্ত পদার্থের প্রায় ৯০% জলীয় বাষ্প। একারণে ব্যাপক অগ্ন্যুৎপাতের সময় সন্নিহিত অঞ্চলে বৃষ্টিপাত হয়ে
থাকে। প্রতি শতাব্দীতেই অগ্ন্যুৎপাতের ফলে জলবায়ু অনেকখানি প্রভাবিত হয়।
৬. মহাসাগরের পরিবর্তনশীলতা: মহাসাগরগুলো জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক বা মৌলিক অংশ। স্বল্পমেয়াদী সামুদ্রিক
প্রবাহের তারতম্য জলবায়ুর আঞ্চলিক প্রভেদ সৃষ্টি করে কিন্তু দীর্ঘমেয়াদী তাপ জলীয়প্রবাহ এবং অক্ষাংশ থেকে
আরেক অক্ষাংশে তাপ পরিবহনের কাজ করে থাকে এবং জলবায়ু পরিবর্তনে ভ‚মিকা রাখে।
৭. প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ: মানুষের কার্যকলাপে বতর্মান বিশে^ জলবায়ু পরিবর্তন সৃষ্টি হচ্ছে। বিগত ও বর্তমান
শতাব্দীতে চলমান বৈশি^ক উষ্ণায়ন প্রকৃতির উপর মানুষের অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের ফল। জীবাশ্ম জ¦ালানির যথেচ্ছ
ব্যবহার, বায়ুমÐলে অতিমাত্রায় কার্বন-ডাই-অক্সাইড সংযোজন, সিএফসি, মিথেন ও সালফার-ডাই-অক্সাইড নিঃসরণ,
ক্রমাগত নির্বনায়ন এবং শিল্পকারখানা ও মারণাস্ত্রের ব্যাপক প্রসার পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে জলবায়ুর
নিয়ামকসমূহের উপর প্রভাব বিস্তার করছে।
সারসংক্ষেপ
জলবায়ু পরিবর্তন হলো বহুকালব্যাপী আবহাওয়ার বণ্টনের পরিসংখ্যানগত পরিবর্তন যা কয়েক বছর হতে কয়েক লক্ষ
বছর হতে পারে। সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রায় পার্থক্য, বৃষ্টিপাতের নিবিড়তা, ষড়ঋতুর বৈশিষ্ট্য পরিবর্তন প্রভৃতি
জলবায়ু পরিবর্তনের উদাহরণ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণে জলবায়ু পরিবর্তন হয়ে।
পাঠোত্তর মূল্যায়ন-৩.১৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
ক) সাময়িক আবহাওয়ার পরিবর্তন বুঝায় খ) দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়ার গড় পরিবর্তন বুঝায়
গ) জলীয় বাষ্পকে বুঝায় ঘ) বৃষ্টিপাতকে বুঝায়
২। প্লেট টেকটনিক জলবায়ু পরিবর্তনের কোন ধরনের কারণ?
ক) প্রাকৃতিক কারণ খ) মানবসৃষ্ট কারণ
গ) সামাজিক কারণ ঘ) অর্থনৈতিক কারণ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র