এইডস বর্তমানে শুধু স্বাস্থ্য সমস্যা নয়, বরং একটি দেশকে এইডস সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ্যের সম্মুখীন
করেছে। সামাজিক, অর্থনৈতিক ও জনমিতিক সকল ক্ষেত্রে এইচআইভি/এইডস-এর সুদূরপ্রসারী ও ভয়ঙ্কর নেতিবাচক
প্রভাব রয়েছে। এই মরণব্যাধির কারণে আক্রান্ত দেশগুলোর সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যক্তি, পরিবার,
সমাজ ও রাষ্ট্র। মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে, গড় আয়ু কমে যাচ্ছে। প্রজনন হার হ্রাস পাচ্ছে, উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে ও
স্বাস্থ্যব্যবস্থার উপর চাপ সৃষ্টি হচ্ছে। নি¤েœ ছকের মাধ্যমে এইচআইভি/এইডসের বহুমাত্রিক প্রভাব দেখানো হলোঃ
ব্যক্তি পর্যায় পারিবারিক পর্যায় সামাজিক পর্যায় জাতীয় পর্যায়
ক্স নিজেকে অসহায় ও
দোষী মনে করা
ক্স আত্মহত্যার প্রবণতা
ক্স ক্রোধ বৃদ্ধি পাওয়া
ক্স বিমর্ষ থাকা।
ক্স পরিবারের আয়ের
উৎস বন্ধ হওয়া
ক্স অর্থনৈতিক সংকট
ক্স রোগীর চিকিৎসার
ব্যয়ভার বহনে সংকট
ক্স রোগীর স্বাস্থ্য
পরিচর্যার চাপ
ক্স শিশুর এতিম হওয়া
ক্স মৃত্যুর কারণে
পরিবারের সদস্যদের
মানসিকভাবে বিপর্যস্ত
হওয়া
ক্স প্রজনন হার কমে
যাওয়া
ক্স ছিন্নমূল শিশুর সংখ্যা
বৃদ্ধি
ক্স শিশুশ্রম বৃদ্ধি
ক্স এতিম শিশুর সংখ্যা
বৃদ্ধি
ক্স সমাজে ভীতিকর
অবস্থা সৃষ্টি
ক্স মৃত্যুহার বৃদ্ধি
ক্স গড় আয়ু হ্রাস
ক্স প্রজনন হার হ্রাস
ক্স জনশক্তি হ্রাস
ক্স উৎপাদনশীলতা হ্রাস
ক্স স্বাস্থ্য ব্যবস্থার উপর
চাপ
ক্স স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি
ক্স অর্থনৈতিক চাপ
ক্স উন্নয়ন বাধাগ্রস্ত
৩.২০.২ এইচআইভি/এইডস মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা
এইডস এমন এক ঘাতক ব্যাধি যার প্রতিষেধক বা ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি। তাই এক্ষেত্রে ব্যাপক সচেতনতাই
একমাত্র প্রতিরোধ ব্যবস্থা। এই ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সমাজকর্মী যে সকল পদক্ষেপ গ্রহণ
করতে পারেন:
১. দেশের সর্বস্তরের জনগণকে নিরাপদ যৌন আচরণে উদ্বুদ্ধ করা। জনগণের মাঝে নৈতিক ও মূল্যবোধগত জাগরণের
বিকাশে সহায়তা করা।
২. নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও নিরাপদ সিরিঞ্জ ব্যবহারে জনগণকে সচেষ্ট করা। অন্যের রক্ত গ্রহণকালে রক্তের গ্রæপ
মিলিয়ে দেখার পাশাপাশি তা জীবাণুমুক্ত কিনা তা যাচাই করতে উদ্বুদ্ধ করা।
৩. আন্তঃশিরায় মাদক গ্রহণকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং এক্ষেত্রে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তা করা।
৪. এইচআইভি সংক্রমিত শরীরে গর্ভধারণ না করা কিংবা গর্ভধারণের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণে উদ্বুদ্ধ করা এবং
এইচআইভি আক্রান্ত মায়ের বুকের দুধ সন্তানকে পান করানো থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করতে করা।
৫. যৌনবাহিত রোগগুলোর দ্রæত চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা ও সচেতন জীবনযাপনে প্রেষিত করা।
৬. বিশ^স্ত যৌনসঙ্গী ও নিয়ন্ত্রিত যৌন আচরণে উদ্বুদ্ধ করা।
এইডস বিষয়ক গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালানো, গণমাধ্যমকে উৎসাহিত করা ও নিরাপদ জীবনযাপনে
জনগণকে সচেতন করা।
সারসংক্ষেপ
এইডস আক্রান্ত ব্যক্তির নিশ্চিত পরিণতি মৃত্যু। ঐওঠ পজিটিভ সনাক্ত হওয়ার পর ব্যক্তি যতদিন বেঁচে থাকে ততদিন
মানসিক, পারিবারিক এবং সামাজিকভাবে নিগৃহীত হতে থাকে। একজন সমাজকর্মী এইডস এর বিরুদ্ধে ব্যাপক
গণসচেতনতা সৃষ্টি করতে পারেন।
পাঠোত্তর মূল্যায়ন-৩.২০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। কত সালে সর্বপ্রথম অওউঝ সনাক্ত হয়?
ক) ১৯৩০ সালে খ) ১৯৪০ সালে
গ) ১৯৫০ সালে ঘ) ১৯৬০ সালে
২। একজন এইডস আক্রান্ত ব্যক্তিÑ
ক) বিমর্ষ থাকে খ) উৎফুল্ল থাকে
গ) উৎসবমুখর থাকে ঘ) জীবনীশক্তিতে পরিপূর্ণ থাকে
চূড়ান্ত মূল্যায়ন
ক. বহুনির্বাচনি প্রশ্ন
১। ঝড়পরড়ষড়মু ড়ভ ঝড়পরধষ চৎড়নষবসং গ্রন্থটির রচয়িতা কে ?
ক) চ. ই ঐড়ৎঃড়হ এবং ধহফ ঔ.জ খবংষরব খ) গধপওাবৎ ধহফ চধমব
গ) ইড়ঃঃড়সড়ৎব ঘ) ঝঃঁধৎঃ গধমরষষ
২। ১৯৫১ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কতগুন বৃদ্ধি হয়েছে?
ক) দেড়গুণের বেশি খ) দ্বিগুণের চেয়েও বেশি
গ) চারগুণের বেশি ঘ) পাঁচগুণের বেশি
৩। বর্তমানে পুরুষদের কত ভাগ বেকার?
ক) ২.৩০ ভাগ খ) ৩.৫০ ভাগ
গ) ৪.৫০ ভাগ ঘ) ৬ ভাগ
৪। আয়োডিনের অভাবে কোন রোগটি হয়?
ক) গলগন্ড খ) রাতকানা
গ) মেরাসমাস ঘ) কোয়ারশিয়র
৫। যৌতুক নিরোধ আইনে বর বা কনেকে কত টাকা পর্যন্ত উপঢৌকন প্রদান করা যায়?
ক) ৫০০ খ) ১০০০
গ) ২০০০ ঘ) ৫০০০
৬। নিচের কোনটি বাল্যবিবাহের অন্যতম কারণ?
ক) নারীর ক্ষমতায়ন খ) নারী-পুরুষ সাম্য
গ) সামাজিক রেওয়াজ ঘ) জেন্ডার উন্নয়ন
৭। নিচের কোনটি মাদক?
ক) হেরোইন খ) আখের রস
গ) ফাস্টফুড ঘ) চীনা ভেজিটেবল
৮। কোনটি অটিজম রোগের লক্ষণ?
ক) যোগাযোগ দক্ষতা খ) অল্প সময়ে কথা বলতে শেখা
গ) অদ্ভ‚ত দেহভঙ্গি ও নিজেকে ব্যথা দেয়ার চেষ্টা করা ঘ) নমনীয় চিন্তাধারার অধিকারী হওয়া
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৯ ও ১০ নং প্রেশ্নের উত্তর দিন:
এইডস হচ্ছে ভাইরাস সংক্রমিত একটি রোগ। এই ভাইরাস কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে ব্যক্তিটি
এইডস আক্রান্ত হয়। মূলত ৩টি প্রধান কারণে এই ভাইরাস বিস্তার লাভ করে।
৯। উদ্দীপকের আলোকে কোন ভাইরাস দ্বারা অওউঝ সংক্রমিত হয়?
ক) ঐওঠ খ) ঞ২ফায
গ) ম্যালেরিয়া ভাইরাস ঘ) ব্যকটেরিয়া
১০। ৩টি প্রধান কি কি কারণে এইডস ভাইরাস বিস্তার লাভ করে?
ক) স্পর্শ, একই প্লেটে খাওয়া, এক ঘরে বসবাস
খ) এইডস রোগীর সাথে যৌন সংসর্গ, রক্ত পরিসঞ্চালন ও ব্যবহৃত সিরিঞ্জ পুনঃব্যবহার
গ) একসাথে চলাফেরা, গল্প করা, ঘুমানো
ঘ) একই বাথরুম ব্যবহার, পরিধেয় বস্ত্র ব্যবহার, পানির মাধ্যমে
১১। সুমন আনুষ্ঠানিক সর্বোচ্চ শিক্ষা গ্রহণ শেষে দীর্ঘদিন যাবৎ চাকুরী সন্ধান করছে। চাকুরি লাভের আশায় সরকারি-
বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হওয়া সত্তে¡ও তীব্র প্রতিযোগিতায় নিয়োগ লাভে ব্যর্থ হয়েছে।
সুমনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) অযোগ্য ব্যক্তি খ) অক্ষম
গ) অলস ঘ) কর্মসংস্থানের স্বল্পতাজনিত বেকার
১২। একজন ব্যক্তি অত্যন্ত স্বল্প বেতনে নি¤œপদে একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনিই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম
এবং তার উপর নির্ভরশীল পরিবারের দশজন সদস্য রয়েছে। তার যে আয় তাতে তার পক্ষে পরিবারের ভরণপোষণ
ও সবার পুষ্টি চাহিদা মেটানো সম্ভব হয় না। তার পরিবারের একাধিক সদস্য অপুষ্টির মূল কারণ কী?
ক) দারিদ্য্র খ) অসচেতনতা
গ) অবহেলা ঘ) নিরক্ষরতা
খ. সৃজনশীল
১। জলবায়ু পরিবর্তন এক বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হবে
বাংলাদেশ। বাংলাদেশের নি¤œভ‚মি নিমজ্জিত হবে, পানীয় জলের ঘাটতি দেখা দেবে, জমির লবণাক্ততা বৃদ্ধি পাবে
এবং বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপকসংখ্যক মানুষ উদ্বাস্তু হতে পারে।
ক) কয়টি প্রধান কারণে ঐওঠ বা অওউঝ বিস্তার লাভ করে?
খ) বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
গ) জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করার যেতে পারে? আলোচনা করুন।
ঘ) বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার প্রভাবসমূহ কী হতে পারে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করুন।
২। রহিম মস্তিষ্কের ত্রæটিজনিত রোগে আক্রান্ত। তার জন্মের প্রথম ২ থেকে ৩ বছরের মধ্যেই রোগটির লক্ষণ প্রকাশ পেতে
থাকে। শুরুতে তার আচরণ অধিকমাত্রায় অস্বাভাবিক ছিল। তবে উপযুক্ত শিক্ষণ ও পরিণমনের সাথে সাথে এই
অস্বাভাবিকতা কিছুটা কমেছে। এক্ষেত্রে সমাজকর্মী উপযুক্ত ভ‚মিকা পালন করতে পারেন।
ক) বেকারত্ব কোন ধরনের সমস্যা?
খ) অপুষ্টি ধারণাটি ব্যাখ্যা করুন?
গ) রহিমের সমস্যাটির প্রভাবসমূহ বর্ণনা করুন।
ঘ) রহিমের সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভ‚মিকা কী হতে পারে তা বিশ্লেষণ করুন?
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.২ : ১। খ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৩ : ১। ক ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৪ : ১। গ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৫ : ১। ক ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৬ : ১। ক ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৭ : ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৮ : ১। খ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.৯ : ১। ক ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১০ : ১। ঘ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১১ : ১। খ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১২ : ১। ক ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৩ : ১। ক ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৪ : ১। ঘ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৫ : ১। খ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৬ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৭ : ১। খ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৮ : ১। গ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৩.১৯ : ১। খ ২। ক ৩। ক ৪। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৩.২০ : ১। ক ২। ক
চূড়ান্ত মূল্যায়ন- ৩ : ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। ক ৬। গ ৭। ক ৮। গ ৯। ক
১০। খ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র