বিবাহ ও পরিবার দুটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের মাধ্যমে সৃষ্ট পরিবার নামক প্রতিষ্ঠান থেকেই মানবজাতির
উন্নয়ন ও বিকাশ হয়েছে। বিবাহ ও পরিবারের সুষ্ঠু ভূমিকা পালনের ওপর নির্ভর করে সমাজের উন্নতি আর প্রগতি। বিবাহ
ও পরিবারের ভূমিকা উন্নয়নে একজন পেশাদার সমাজকর্মীর পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এবং হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ
অবদান রাখতে পারে। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নের জন্য সমাজকর্ম পেশা কর্তৃক নির্ধারিত ও স্বীকৃত জ্ঞান,
মূল্যবোধ ও কলা কৌশলের ভিত্তিতে সমাজকর্মী কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে সমাজকর্মীর হস্তক্ষেপ। বিবাহ ও
পরিবারের ভূমিকা উন্নয়নের জন্য বিবাহ ও পরিবারের ভূমিকা পালনের বর্তমান অবস্থা সম্পর্কে বাস্তবমুখী তথ্যের
প্রয়োজন। সমাজকর্মী এক্ষেত্রে সমাজকর্ম গবেষণা কৌশল প্রয়োগ করে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বাস্তবমুখী
ও কার্যকর কর্মসূচি গ্রহণে সহায়তা করে। সাধারণভাবে সমাজকর্ম পদ্ধতির আলোকে যদি সমাজকর্মীর ভূমিকাকে বিবেচনা
করা হয় তাহলে বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর তিন ধরনের ভূমিকা উল্লেখ করা যায়Ñ ক) ব্যক্তিগত
পর্যায়ের ভূমিকা, খ) দলগত পর্যায়ের ভূমিকা এবং গ) সমষ্টিগত পর্যায়ের ভূমিকা। নি¤েœ বিবাহ ও পরিবারের ভূমিকা
উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ আলোচনা করা হলো:
ক) ব্যক্তিগত পর্যায়ের ভূমিকা: ব্যক্তিগত পর্যায়ের ভূমিকার ক্ষেত্রে একজন সমাজকর্মী বিবাহিত দম্পতি ও পরিবারের যেসব
সদস্য তাদের সঠিক ভূমিকা পালনে অক্ষম হচ্ছে তাদের জন্য পৃথক পৃথক কাউন্সেলিং-এর ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে
ব্যক্তিকে শিক্ষার মাধ্যমে মানসিকতার পরিবর্তন, দক্ষতা কাজে লাগানোর ক্ষমতার উন্নয়ন এবং ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো
হয়। অনেক সময় ব্যক্তির বন্ধু, আত্মীয় এবং সহকর্মী যারা তার ভূমিকা উন্নয়নে সাহায্য করতে পারে তাদের নিয়েও কাজ
করতে হয়।
খ) দলগত পর্যায়ের ভূমিকা: দলগত পর্যায়ে সমাজকর্মী বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সাহায্য করতে পারেন।
দলগত পর্যায়ে সমাজকর্মী বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সকল সদস্যকে একসাথে নিয়ে কাউন্সেলিং-এর ব্যবস্থা
করতে পারেন, যা সাধারণত এর অংশ। এক্ষেত্রে সমাজকর্মী সমগ্র পরিবারটিকে একটি দল
হিসেবে বিবেচনা করে পরিবারের সদস্যদের যথাযথ ভূমিকা পালনে সাহায্য করার জন্য দল সমাজকর্মের কৌশলগুলো
প্রয়োগ করতে পারেন। আবার প্রয়োগ করার মাধ্যমেও সদস্যদের স্ব স্ব ভূমিকা উপলদ্ধি করতে
সাহায্য করতে পারেন, যা বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।
গ) সমষ্টিগত পর্যায়ের ভূমিকা: সমষ্টিগত পর্যায়ে বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মী সামাজিক কার্যক্রম
পরিচালনা করা। এক্ষেত্রে সমাজকর্মী বিভিন্ন সভা, সেমিনার, টেলিভিশন, রেডিও এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিবাহ ও
পরিবারের সঠিক ভূমিকা পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে পারেন।
এছাড়াও সমাজকর্মীগণ বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে তিন ধরনের সেবা প্রদান করে থাকেন। যেমনÑ ১) প্রাকবিবাহ পরামর্শ, ২) বিবাহ পরামর্শ এবং ৩) পারিবারিক পরামর্শ।
১) প্রাক-বিবাহ পরামর্শ দাম্পত্য জীবনের সূখের মুলে রয়েছে উপযুক্ত সঙ্গী নির্বাচন।
বিবাহ প্রস্তুতিকালীন সময়ে সঙ্গী/সঙ্গিনী নির্বাচন ও পরিকল্পনা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সমাজকর্মী তার পেশাগত
দক্ষতা প্রয়োগ করে ব্যক্তিকে তার সমস্যা মোকাবিলায় সহায়তা করে থাকেন।
২) বিবাহ পরামর্শ প্রতিটি মানুষের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, রুচিবোধ, পছন্দ-অপছন্দ এবং
দাম্পত্যজীবন সম্পর্কে নিজস্ব পরিকল্পনা থাকে। এ কারণে অনেক সময় দাম্পত্যজীবনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের কৌশল প্রয়োগ করে দাম্পত্য সম্পর্ক উন্নয়ন ও জোরদারকরণে পরামর্শ দিয়ে
থাকেন। বিবাহ পরামর্শ কার্যক্রমে সমাজকর্মী কখনো স্বামী-স্ত্রীকে আলাদা আলাদাভাবে, আবার কখেেনা এক সঙ্গে,
আবার কখনো পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে একত্রে পরামর্শ দিয়ে থাকেন।
৩) পারিবারিক পরামর্শ পারিবারিক সংহতি ও সম্পর্কন্নোয়ন, পরিবারের সদস্যদের ভূমিকা
উন্নয়ন ও অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক পরামর্শসেবা দেয়া হয়ে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে
মেলামেশা, যোগাযোগ, পারিবারিক সমস্যা সম্পর্কে পারস্পরিক উপলব্ধি ও আলোচনার সুযোগ বৃদ্ধি করা পারিবারিক
পরামর্শ সেবার অন্তর্গত।
এ ছাড়াও পারিবারিক শিক্ষা, সামাজিকীকরণ, পারিবারিক বাজেট, পরিবারিক সম্পর্ক বৃদ্ধি এবং বিকাশ ইত্যাদি বিষয়
সম্পর্কে সমাজকর্মী বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন যা পরিপূর্ণ পারিবারিক ভূমিকা নিশ্চিত করতে সহায়তা করে।
সারসংক্ষেপ
বিবাহ ও পরিবার দুটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের মাধ্যমে সৃষ্ট পরিবার নামক প্রতিষ্ঠান থেকেই মানবজাতির
উন্নয়ন ও বিকাশ হয়েছে। তাই বিবাহ ও পরিবারের সুষ্ঠু ভূমিকা পালনের ওপর নির্ভর করে সমাজের উন্নতি আর
প্রগতি। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে একজন পেশাদার সমাজকর্মীর পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এবং
হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নের জন্য সমাজকর্ম পেশা কর্তৃক নির্ধারিত
ও স্বীকৃত জ্ঞান, মূল্যবোধ ও কলা কৌশলের ভিত্তিতে সমাজকর্মী কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে সমাজকর্মীর
হস্তক্ষেপ। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নের জন্য বিবাহ ও পরিবারের ভূমিকা পালনের বর্তমান অবস্থা সম্পর্কে
বাস্তবমুখী তথ্যের প্রয়োজন। সমাজকর্মী এক্ষেত্রে সমাজকর্ম গবেষণা কৌশল প্রয়োগ করে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য
সংগ্রহ করে বাস্তবমুখী ও কার্যকর কর্মসূচি গ্রহণে সহায়তা করে। এ ছাড়াও পারিবারিক শিক্ষা, সামাজিকীকরণ,
পারিবারিক বাজেট, পরিবারিক সম্পর্ক বৃদ্ধি এবং বিকাশ ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজকর্মী বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে
পারেন যা পরিপূর্ণ পারিবারিক ভূমিকা নিশ্চিত করতে সহায়তা করে।
পাঠোত্তর মূল্যায়ন-৪.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। সমাজকর্মের পদ্ধতির আলোকে সমাজকর্মী বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে কয় ধরনের ভূমিকা পালন করে
থাকেন?
ক) তিন ধরনের খ) চার ধরনের
গ) পাঁচ ধরনের ঘ) ছয় ধরনের
২। বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নের জন্য সমাজকর্মী পেশাগত যেসব বিষয় প্রয়োগ করে থাকেনর. জ্ঞান ও দক্ষতা
রর. নীতি ও মূল্যবোধ
ররর. কৌশল ও পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র