দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রচলিত আইনের প্রয়োগ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের ব্যাপারে
দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়। সমাজকর্মী হলেন পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত,
দক্ষ, আভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, যিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টিকে অভীষ্ট লক্ষ্য
অর্জনে সহায়তা করেন। এ ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী, সমন্বয়কারী, সহায়তাকারী, পরিচালক প্রভৃতি।
আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রদানে সমাজকর্মীর ভূমিকা নিচে আলোচনা করা হলো :
সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দানে প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এজেন্সির সঙ্গে একটি লিখিত চুক্তিতে
আবদ্ধ হবেন। পর্যাপ্ত তথ্য অনুসন্ধান করবেন। এ স্তরে সমাজকর্মীকে আইন প্রয়োগকারী সংস্থার প্রকৃতি, বৈশিষ্ট্য, সম্পদ,
সমস্যা, উদ্দেশ্য, আদর্শ, শক্তি-সামর্থ্য, পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, কর্মপরিবেশ প্রভৃতি সম্পর্কে জরিপের মাধ্যমে পর্যাপ্ত
তথ্য অনুসন্ধান করতে হয়।
জরিপের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার ব্যাপারে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থার
যথাযথ ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধান বাধাগুলো চিহ্নিত করবেন। যেমনÑস্বাধীনতার অভাবে ক্ষমতায় থাকা দলের স্বার্থ
সংরক্ষণ করে আইন প্রয়োগ, আত্মরক্ষা ও আইনবিরোধী কাজ প্রতিরোধের জন্য পর্যাপ্ত সম্পদের অভাব, পর্যাপ্ত ভৌত
অবকাঠামো যেমনÑ যানবাহন, অস্ত্র, গোলাবারুদ ও প্রযুক্তির অভাব, অপরাধী ও সন্ত্রাসীদের সাথে সখ্য, পরিবারিক,
অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা, সামাজিক মর্যাদা, পদোন্নতি, চাকরির নিশ্চয়তা প্রভৃতির ব্যাপারে রাজনৈতিক বিবেচনা,
ভালো কাজের জন্য পর্যাপ্ত প্রণোদনার অভাব, অযোগ্য প্রশাসনিক ব্যাবস্থা, বিভিন্ন সামাজিক আইন সম্পর্কে অজ্ঞতা,
পেশাদারি মনোভাবের অভাব প্রভৃতি।
উপরোক্ত সমস্যাগুলো সমাধান করে আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ ভূমিকা পালনে সহায়তা করার জন্য সমাজকর্মী
সমস্যার ব্যাপকতা ও প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে জনমত সৃষ্টি করতে পারেন। এক্ষেত্রে
যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন কৌশল ও মাধ্যমের যেমনÑ সভা, সেমিনার, বক্তৃতা, রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা,
পোস্টার, মুক্ত আলোচনা প্রভৃতির আশ্রয় গ্রহণ করতে পারেন।
আইন প্রয়োগকারী সংস্থার সাহায়তাদান কর্মসূচি সফল বাস্তবায়নে সমাজকর্মীকে সামজে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি,
দল, প্রতিষ্ঠান ও সংস্থার সমর্থন অর্জন অত্যাবশ্যক। এক্ষেত্রে আইনবিদ, শিক্ষক, আইন প্রয়োগকারী দল, সুশীলসমাজ,
আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থা প্রভৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমাজকর্মী অগ্রসর হবেন।
আইন প্রয়োগকারী সংস্থা যাতে স্বাধীনতা, পর্যাপ্ত সম্পদের প্রাপ্যতা, অনুপ্রেরণা ও যোগ্য প্রশাসন ব্যবস্থাপনা ও অনুকূল
পরিবেশ প্রভৃতি প্রাপ্তির নিশ্চয়তা লাভ করে সঠিক ভূমিকা পালন করতে পারে সেজন্য সমাজকর্মী নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সাথে যুক্তিপূর্ণ আলোচনা করে সমস্যা সমাধানের ব্যাপারে আগ্রহী করে তুলবেন। আইন প্রয়োগকারী সংস্থার
সদস্যদের দেশপ্রেম, কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা সৃষ্টিতে সমাজকর্মী ভূমিকা পালন করতে পারেন।
সারসংক্ষেপ
দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রচলিত আইনের প্রয়োগ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের ব্যাপারে
দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়। সমাজকর্মী হলেন পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত,
দক্ষ, আভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, যিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টিকে অভীষ্ট লক্ষ্য
অর্জনে সহায়তা করেন। এ ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী, সমন্বয়কারী, সহায়তাকারী, পরিচালক প্রভৃতি।
আইন প্রয়োগকারী সংস্থার সাহায়তাদান কর্মসূচি সফল বাস্তবায়নে সমাজকর্মীকে সামজে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ
ব্যক্তি, দল, প্রতিষ্ঠান ও সংস্থার সমর্থন অর্জন অত্যাবশ্যক। এক্ষেত্রে আইনবিদ, শিক্ষক, আইন প্রয়োগকারী দল, সুশীল
সমাজ, আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থা প্রভৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমাজকর্মী
অগ্রসর হবেন।
পাঠোত্তর মূল্যায়ন-৪.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে বলা হয়Ñ
ক) সমাজকর্মী খ) সমাজবিজ্ঞানী
গ) রাষ্ট্রবিজ্ঞানী ঘ) অর্থনীতিবিদ
২। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সাধারণত যেসকল প্রতিকূলতা রয়েছেÑ
র. স্বাধীনতার অভাবে ক্ষমতাসীন দলের স্বার্থ সংরক্ষণ
রর. আইনবিরোধী কাজ প্রতিরোধের জন্য পর্যাপ্ত সম্পদের অভাব
ররর. পর্যাপ্ত ভৌত অবকাঠামো যেমনÑ যানবাহন, অস্ত্র, গোলাবারুদ ও প্রযুক্তির অভাব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
ক. বহুনির্বাচনি প্রশ্ন
১। আধুনিক সমাজজীবনের অবিচ্ছেদ্য অংশ কোনটি?
ক) সামাজিক প্রতিষ্ঠান খ) সামাজিক সংস্থা
গ) সামাজিক পরিবেশ ঘ) রাজনৈতিক সংগঠন
২। বিবাহ কী?
ক) একটি দলিল খ) সামাজিক চুক্তি
গ) সামজিক সংস্থা ঘ) সামাজিক প্রথা
৩। বাংলাদেশের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা কোনটি?
ক) বাংলাদেশ সেনাবাহিনী খ) র্যাব
গ) বাংলাদেশ পুলিশ ঘ) বাংলাদেশ নৌবাহিনী
৪। বাল্যবিবাহের ফলে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যেসকল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়র. স্বামী-স্ত্রীর বয়সের মধ্যে সামঞ্জস্যহীনতা
রর. অপরিপক্ক মাতৃত্ব ও পিতৃত্ব
ররর. দাম্পত্যজীবন সম্পর্কে জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৫। অপরাধ প্রবণতার অন্যতম কারণÑ
র. অধিক জনসংখ্যা
রর. মনোদৈহিক সমস্যা
ররর. পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৬। মানব জীবনের শাশ্বত বিদ্যাপীঠ কোনটি?
ক) পরিবার খ) বিদ্যালয়
গ) সমাজ ঘ) মক্তব
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দিন:
রিফাত বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থার একজন অফিসার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
আওতাভূক্ত সংস্থাটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
৭। উদ্দীপকে রিফাতের কর্মরত সংস্থাটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক) বাংলাদেশ নৌবাহিনী খ) বাংলাদেশ কোস্টগার্ড
গ) বাংলাদেশ আনসার ঘ) বর্ডার গার্ড বাংলাদেশ
৮। উদ্দীপকে রিফাতের কর্মপরিধি নির্দেশ করেÑ
র. বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেদের অনুপ্রবেশ ঠেকানো
রর. সমুদ্রপথে চোরাচালান রোধ করা
ররর. বাংলাদেশের সমুদ্রসম্পদ রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৯। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বর্তমানে দুর্যোগের আগাম খবর প্রচারের মাধ্যমে গণমাধ্যম যে ধরনের ভূমিকা পালন
করেÑ
র. সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার সুষ্ঠু বাস্তবায়ন
রর. দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি রোধ
ররর. দুর্যোগের ঝুঁকি হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১০। নিচের কোনটির মাধ্যমে তথ্যপ্রবাহে নবযুগের সূচনা ঘটেছে?
ক) রেডিও খ) টেলিভিশন
গ) ইন্টারটে ঘ) ফেসবুক
খ. সৃজনশীল প্রশ্ন
১। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর কর্তৃক নির্যাতিত রহিমা গ্রামের মাতব্বরদের কাছে ধরনা দিয়েও কোনো বিচার না
পেয়ে অবশেষে একটি দৈনিক পত্রিকার স্থানীয় রিপোর্টারের কাছে নিজের অসহায়ত্বের কথা খুলে বলে। দৈনিক
পত্রিকাটি উক্ত খবর প্রকাশ করার পর আইন-শৃঙ্খলা বাহিনী গ্রামের মাতব্বরসহ অপরাধীদের গ্রেফতার করে।
ক) বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কবে? ১
খ) ধর্ম বলতে কী বোঝেন? ২
গ) উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? আলোচনা করুন। ৩
ঘ) উদ্দীপকে উল্লেখিত দুটি সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতামূলক ভূমিকা অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে
পারেÑ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করুন। ৪
২। নিচের চিত্রসমূহ দেখুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন।
ক) বাংলাদেশে সর্বপ্রথম কবে টেলিভিশন চালু হয়? ১
খ) বিবাহ বলতে কী বোঝেন? ২
গ) উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের ধারণা চিত্রিত হয়েছে? ব্যাখ্যা করুন। ৩
ঘ) বাংলাদেশের সামাজিক সমস্যা সমাধানে উদ্দীপকে চিত্রিত সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীমÑ উক্তিটির
যথার্থতা বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৪.১ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.২ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৩ : ১। খ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৪ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৫ : ১। গ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৬ : ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৭ : ১। ক ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৮ : ১। খ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.৯ : ১। খ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৪.১০ : ১। খ ২। ঘ
চূড়ান্ত মূল্যায়ন- ৪ : ১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। ক ৭। ক
৮। ঘ ৯। ঘ ১০। গ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র