যৌতুক নিরোধ আইন, ১৯৮০ এবং ধারাসমূহ বর্ণনা করতে পারব

মুসলিম পরিবারিক আইন, ১৯৬১ তে বহু বিবাহের ক্ষেত্রে একদিকে যেমন কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে,
অন্যদিকে, বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যবাধকতা সৃষ্টির মাধ্যমে স্বামী পরিত্যক্তা নারীদের দেনমোহর প্রাপ্তির নিশ্চয়তা
বিধান করা হয়। ফলে বাধ্যতামূলক দেনমোহর একটি সমস্যা হয়ে দাঁড়ায় পুরুষের জন্য। এরই প্রভাব হিসেবে যৌতুকের
প্রচলন দেখা দেয়। যৌতুক একটি সামাজিক ব্যাধি, যা সমাজের নারীকে হেয়প্রতিপন্ন করে এবং নারী উন্নয়নের ক্ষেত্রে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নারীকে যৌতুক নামক অভিশাপ থেকে মুক্ত করে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রণীত
হয় যৌতুক নিরোধ আইন, ১৯৮০। ১৯৮১ সালের ১ অক্টোবর থেকে সারা বাংলাদেশে আইনটি কার্যকর হয়। নিচে এ আইনের উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করা হলো:
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন: এ আইনটি যৌতুক নিরোধ আইন, ১৯৮০ নামে অখ্যায়িত হবে। সরকারি গেজেট
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আইনটি কার্যকর হবে।
২। যৌতুকের সংজ্ঞা: এ আইনে যৌতুক বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত যে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানতকে
বোঝায়; যা বিয়ে অনুষ্ঠানে একপক্ষ অন্য পক্ষকে প্রদান করে অথবা বিয়ের কোনো এক পক্ষের পিতামাতা বা অন্য
কোনো ব্যক্তি কর্তৃক বিয়ের যে কোনো পক্ষকে বিয়ের আসরে অথবা বিয়ের পূর্বে বা পরে, বিয়ের পণরুপে প্রদান করে
বা প্রদান করতে প্রতিশ্রæতিবদ্ধ হয়। কতটাকা যৌতুক বলে বিবেচিত হবে তা উল্লেখ করতে হবে। তবে যৌতুক বলতে
মুসলিম পরিবারিক আইন মোতাবেক ব্যবস্থিত দেনমোহর বা মোহরানা বোঝায় না।
৩। যৌতুক প্রদান ও গ্রহণের শাস্তি: এ আইন কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা
প্রদান ও গ্রহণে সহায়তা করলে পাঁচ বছর পর্যন্ত কারাদন্ড যা এক বছরের কম হবে না বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
৪। যৌতুক দাবির শাস্তি: এ আইন কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে অথবা বরের পিতামাতা
বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করলে পাঁচ বছর মেয়াদে কারাদন্ড যা এক বছরের কম হবে না অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
৫। যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল: এ আইন বলবৎ হওয়ার পর যৌতুক প্রদান বা গ্রহণের যে কোনো চুক্তি বাতিল
বলে গণ্য হবে।
৬। অপরাধসমূহের আমল: এ আইনের কোনো অপরাধ প্রথম শ্রেণির ম্যজিস্ট্রেটের নিচের কোনো আদালত বিচার করতে পাবেন না। অপরাধ সংঘটনের তারিখ থেকে এক বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হলে আদালত এ আইনের
কোনো অপরাধ আমলে নেবেন না। এছাড়াও এ আইন আমলযোগ্য অপরাধের জন্য অপরাধী ব্যক্তিকে আইনানুযায়ী
যেকোনো দন্ড প্রদানে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বৈধ ক্ষমতার অধিকারী।
৭। অপরাধসমূহ আমল-অযোগ্য, জামিন-অযোগ্য ও আপোষযোগ্য
ক. আমল-অযোগ্য অপরাধ: যেসকল অপরাধের ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত আসামিকে গ্রেপ্তার করতে পারেন না, সে সকল অপরাধ আমল-অযোগ্য। এ আইন অনুযায়ী একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
গ্রেপ্তারি পরোয়ানা ইস্যূ করলে তবেই কোনো পুলিশ কর্মকর্তা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন।
খ. জামিন-অযোগ্য অপরাধ: এ আইনে কেউ অপরাধ করলে তা জামিন-অযোগ্য। তবে, জামিন মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনাপ্রসূত ক্ষমতার ওপর নির্ভরশীল।
গ. আপোষযোগ্য: যেসকল অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে, সেসব ক্ষেত্রে অপরাধীর শাস্তি পাওয়া উচিত।
তবে ফরিয়াদি ও আসামি যদি তাদের বিবাদ মীমাংসা করে নেন তবে তা অনুমোদনযোগ্য।
এ আইনটি বাংলাদেশের প্রেক্ষিতে একটি যুগোপযোগী পদক্ষেপ। এ আইন প্রণীত হওয়ার পর থেকে এদেশের নারীরা
যৌতুক নামক অভিশাপ থেকে অনেকটা মুক্তি পেয়েছে। যৌতুকের অভিশাপে অনেক দরিদ্র পরিবার তাদের কন্যাকে বিয়ে
দিতে পারতো না এবং বিয়ে দেওয়ার পরও অত্যাচার, নির্যাতন ও তালাকের সম্মুখীন হতে হতো। এ আইন নারীদেরকে এ অবস্থা থেকে অনেকটা মুক্ত করতে সক্ষম হয়েছে।
সারসংক্ষেপ
১৯৬১ সালের মুসলিম পরিবারিক আইনে বহু বিবাহের ক্ষেত্রে একদিকে যেমন কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে,
অন্যদিকে বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যবাধকতা সৃষ্টির মাধ্যমে স্বামী পরিত্যক্তা নারীদের দেনমোহর প্রাপ্তির
নিশ্চয়তা বিধান করা হয়। ফলে বাধ্যতামূলক দেনমোহর একটি সমস্যা হয়ে দাঁড়ায় পুরুষের জন্য। এরই প্রভাব হিসেবে যৌতুকের প্রচলন দেখা দেয়। যৌতুক একটি সামাজিক ব্যাধি, যা সমাজের নারীকে হেয়প্রতিপন্ন করে এবং নারী
উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নারীকে যৌতুক নামক অভিশাপ থেকে মুক্ত করে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রণীত হয় যৌতুক নিরোধ আইন, ১৯৮০। ১৯৮১ সালের ১ অক্টোবর থেকে সারা বাংলাদশে আইনটি কার্যকর হয়। এ আইনটি বাংলাদেশের প্রেক্ষিতে একটি যুগোপযোগী পদক্ষেপ। এ আইন প্রণীত হওয়ার পর থেকে এদেশের নারীরা যৌতুক নামক অভিশাপ থেকে অনেকটা মুক্তি পেয়েছে।
পাঠোত্তর মূল্যায়ন-৫.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। যৌতুক নিরোধ আইন, ১৯৮০ সারা বাংলাদেশে কবে থেকে কার্যকরী হয়?
ক) ১৯৮১ সালের ১ সেপ্টেম্বর খ) ১৯৮১ সালের ১ অক্টোবর
গ) ১৯৮১ সালের ১ নভেম্বর ঘ) ১৯৮১ সালের ১ ডিসেম্বর
২। যৌতুক নিরোধ আইন, ১৯৮০-এর অধীন সংঘটিত অপরাধসমূহ হলোÑ
র. আমল-অযোগ্য
রর. জামিন-অযোগ্য
ররর. আপোষযোগ্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]