গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজকল্যাণ
মন্ত্রণালয়ের অধীনে মোট ছয়টি দপ্তর ও সংস্থা রয়েছে। দপ্তর ও সংস্থাসমূহ হচ্ছেÑ ক) সমাজসেবা অধিদফতর; খ)
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ; গ) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন; ঘ) শেখ জায়েদ বিন সুলতান আলনাহিয়ান ট্রাস্ট; ঙ) শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প); এবং চ) নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট।
৬.৩.১ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থা পরিচিতি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মোট ছয়টি দপ্তর ও সংস্থাসমূহের পরিচিতি নি¤েœ সংক্ষেপে আলোচনা করা হলো:
৬.৩.১.১ সমাজসেবা অধিদফতর: সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যতম বৃহত্তম ও
গুরুত্বপূর্ণ অধিদফতর। এক্ষেত্রে উল্লেখ্য ১৯৬১ সালে সৃষ্ট সমাজকল্যাণ
পরিদপ্তর যা ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতরে রুপান্তরিত হয়।
সমাজসেবা অধিদফতরের ভিশন বা লক্ষ্য হচ্ছে সমাজের অনগ্রসর, বঞ্চিত,
দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণসাধন, সামাজিক নিরাপত্তা প্রদান এবং
ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এ ভিশনকে সামনে
রেখেÑ ক) ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
অধিদফতরের আইসিটি কার্যক্রম গ্রহণ; খ) ২০১৫ সালের মধ্যে দেশের
শতকরা ৫০ ভাগ অসহায় ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা প্রদান; গ) সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে
২০১৫ সালের মধ্যে দেশের শতকরা ৫০ ভাগ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়ন ও
দারিদ্র্য বিমোচন; ঘ) এতিম, অবহেলিত, দুস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;
ঙ) সামাজিক অপরাধপ্রবণ ব্যক্তিদের সংশোধন, উন্নয়ন ও পুনর্বাসন; চ) অসহায়, দুঃস্থরোগীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা
প্রদান; ছ) প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন; জ) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ
সংস্থাসমূহকে নিবন্ধন প্রদান, তাদের কার্যক্রমে সহায়তা প্রদান ও তত্ত¡াবধান; ঝ) সামাজিক প্রতিবন্ধী মেয়েদের কল্যাণ,
উন্নয়ন ও পুনর্বাসন; ঞ) সামাজিক অনাচার প্রতিরোধে সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ; চ) পেশাজীবী সমাজকর্মীদের দক্ষতা
উন্নয়ন প্রশিক্ষণ প্রদান; এবং ছ) এসিডদগ্ধ মহিলাদের সহায়তা ও উন্নয়ন করার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে।
৬.৩.১.২ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের
অধীনস্ত একটি প্রতিষ্ঠান যা ১৯৫৬ সালে রেজল্যুশনের মাধ্যমে গঠিত হয়। এ পরিষদের অন্যতম কাজ হচ্ছে স্বেচ্ছাসেবী
সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহে উৎসাহ-উদ্দীপনা, আর্থিক সহায়তা প্রদান, আত্ম-কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন কর্মসূচি
বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ প্রণয়ন করা।
৬.৩.১.৩ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন: প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০০০ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠিত হয়। এ ফাউন্ডেশনের
উদ্দেশ্যসমূহ হচ্ছে:
১. বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিকগণের সমমর্যাদা, সমঅধিকার, পূর্ণ অংশগ্রহণ ও সুযোগসুবিধা নিশ্চিত করার
পদক্ষেপ গ্রহণ;
২. প্রতিবন্ধীত্বের কারণ এবং প্রতিরোধ মূলক ব্যবস্থা সম্পর্কে গবেষণা/প্রকাশনা ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির
উদ্যোগ গ্রহণ। এই লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও উৎসবসমূহ উদযাপন করা হয়;
৩. প্রতিবন্ধীদের জন্য গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরণ এবং সহযোগিতা প্রদান;
৪. প্রতিবন্ধীদের চিহ্নিত ও সনাক্তকরণপূর্বক বাস্তবসম্মত পরিকল্পনা প্রনয়ণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ; এবং
৫. প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান/সমিতি/সংগঠন/সংস্থাকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা ও
উৎসাহ প্রদান ও সংশ্লিষ্ট কাজের সমন্বয় সাধন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য অনুসৃত আইন/বিধি/নীতিমালার মধ্যে উল্লেখযোগ্য হলোÑ
প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩ (২০১৩
সনের ৩৯ নং আইন), নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট আইন, ২০১৩ (২০১৩ সনের ৫২ নং আইন),
প্রতিবন্ধীসেবা ও সাহায্য সংক্রান্ত নীতিমালা ইত্যাদি। এছাড়া রয়েছে প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্র শীর্ষক কর্মসূচি,
অটিজম, এনডিডি কর্নার স্থাপন, প্যারেন্টস কমিটি গঠন, অটিজম রিসোর্স সেন্টার, ফ্রি স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম
ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস, কর্মজীবী প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হোস্টেল, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ
শিক্ষা নীতিমালা-২০০৯, অসহায় সেরিব্রাল পালসি শিশুর লালনপালন, টেলিথেরাপি সার্ভিস প্রবর্তন, জাতীয় বিশেষ শিক্ষা
কেন্দ্র, দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ, ঋণ ও অনুদান কার্যক্রম, জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স, প্রকাশনা কার্যক্রম,
গণসচেতনতা, প্রতিবন্ধী উত্তরণ মেলা এবং নীলবাতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি।
৬.৩.১.৪ শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট, বাংলাদেশ: সংযুক্ত আরব আমিরাত সরকার ও বাংলাদেশ
সরকারের মধ্যে সমঝোতা কার্যবিবরণী স¦াক্ষরের মাধ্যমে ২২ জুন ১৯৮৪ সালে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান
ট্রাস্ট, বাংলাদেশ গঠিত হয় যা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হচ্ছে। পারিবারিক পরিবেশে মাতৃ¯েœহ,
ভালবাসা ও যতেœর সাথে লালনপালন করে অসহায় এতিম শিশুদের মধ্যে দায়িত্ব ও শৃংখলাবোধ সৃষ্টিপূর্বক উপযুক্ত শিক্ষা ও
প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা ও পুনর্বাসন করার লক্ষ্যে ট্রাস্ট টি কার্যক্রম পরিচালনা
করছে। বর্তমানে এ ট্রাস্ট পরিচালিত ০২টি এতিমখানার মাধ্যমে দেশের ৪০০ জন এতিম মেয়েদের ভরণপোষণ,
লেখাপড়া ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই ও কম্পিউটারসহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম
পরিচালিত হচ্ছে।
৬.৩.১.৫ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প): শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প) সমাজকল্যাণ
মন্ত্রণালয় এবং সুইডিস ডেভেলপমেন্ট অথরিটি (সিডা) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ১৯৮১ সালে টংগীতে প্রতিষ্ঠিত
হয়। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ প্রতিষ্ঠানটি ‘মৈত্রী শিল্প’ নামে পরিচিত লাভ করে। এই ট্রাস্ট উৎপাদন ও
বিপনণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পুনর্বসান কার্যক্রম জোরদার করার
লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠাকালীণ সময়ে ট্রাস্টটি সামজসেবা অধিদফতরের মাধ্যমে পরিচালিত হলেও
পরবর্তীতে ২০১২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরাসরি অধীনে আনা হয়।
৬.৩.১.৬ নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট: অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, বুদ্ধি প্রতিবন্ধিতা,
সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ইত্যাদি ¯œায়বিক বা নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা এ চার ধরনের নিউরো-
ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে সরকার নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা
ট্রাস্ট আইন, ২০১৩ প্রণয়ন করছে। এরই ধারাবাহিকতায় নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, ২০১৪ সালের
জুন মাস থেকে কার্যক্রম শুরু করেছে। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নিউরো-
ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিকেÑ ক) যথাসম্ভব শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সহায়তা প্রদান করা; খ) উপোযোগী
শিক্ষা ও কারিগরী জ্ঞানের ব্যবস্থা করা; এবং গ) সামাজিকভাবে ক্ষমতায়ন করা।
পরিশেষে বলা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় উন্নত জীবন এবং যতœশীল সমাজ গঠন করার ভিশন বাস্তবায়নে ছয়টি দপ্তর ও
সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
সারসংক্ষেপ
বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেব ৬টি দপ্তর ও সংস্থার মাধ্যমে উন্নত জীবন এবং
যতœশীল সমাজ গঠন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। দপ্তর ও সংস্থাগুলো হচ্ছেÑ ১৯৫৬ সালে সৃষ্ট বাংলাদেশ
জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ১৯৬১ সালে সৃষ্ট সমাজকল্যাণ পরিদপ্তর যা ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর হয়,
১৯৮৪ সালে সৃষ্ট শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট, ১৯৮৮ সালে সৃষ্ট শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট
(মৈত্রী শিল্প), ২০০০ সালে সৃষ্ট জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং ২০১৪ সালে সৃষ্ট নিউরো-ডেভেলপমেন্টাল
প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। কোন সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প) প্রতিষ্ঠিত হয়?
ক) সুইডিস ডেভেলপমেন্ট অথরিটি খ) কানাডিয়ান ডেভেলপমেন্ট অথরিটি
গ) জাপানিজ ডেভেলপমেন্ট অথরিটি ঘ) আমেরিকান ডেভেলপমেন্ট অথরিটি
২। কত সালে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন প্রণীত হয়েছিল?
ক) ২০১৩ সালে খ) ২০১৪ সালে
গ) ২০১৫ সালে ঘ) ২০১৬ সালে
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র