গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবসম্পদ উন্নয়নে সম্পৃক্ত মন্ত্রণালয়সমূহের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়
অন্যতম। এ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদফতর দেশের দুঃস্থ, দরিদ্র, এতিম, বয়স্ক, বিধবা, বিপন্নশিশু, প্রতিবন্ধী ও
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কল্যাণ, অধিকার সুরক্ষা ও সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি
বাস্তবায়ন করে আসছে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে আগত মাহজেরদের কারণে সৃষ্ট আর্থ-সামাজিক
সমস্যা মোকাবিলায় সর্বপ্রথম ১৯৫৫ সালে ঢাকার কায়েতটুলিতে
চালু হয়। দেশ স্বাধীনের পর সমাজসেবা কার্যক্রমের ব্যাপক বিকাশ, ব্যাপ্তি ও বিবিধ সামাজিক সমস্যা মোকাবিলার জন্য
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে সমাজকল্যাণ বিভাগের আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৪
সালে সমাজকল্যাণ বিভাগের নাম পরিবর্তন হয়ে পূর্ণাঙ্গ অধিদফতর যা সমাজসেবা অধিদফতর হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সময়ের প্রয়োজনে ভবঘুরেকল্যাণ কেন্দ্র, সরকারি এতিমখানা এবং হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার নিমিত্তে
১৯৬১ সালে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিদপ্তর সৃষ্টি হয়। স্বাধীন বাংলাদেশে মন্ত্রণালয়টি,
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৮৯ সালের নভেম্বর মাসে মহিলা ও শিশু
বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় নামে পৃথক দুটি মন্ত্রণালয় সৃষ্টি হয়। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়
মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, সমাজের অনগ্রসর ও দুর্বল অংশের কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়ন; সামাজিক সমস্যা
মোকাবিলা এবং মানুষের আর্থ-সামাজিক ও মানবীয় বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে ৬টি সংস্থার মাধ্যমে কার্যক্রম
পরিচালনা করছে।
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং তথ্য প্রযুক্তিনির্ভর মধ্যম-আয়ের দেশ হিসেবে উন্নত
করা এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ-আয়ের উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সমাজসেবা অধিদফতর
পরিচালিত কার্যক্রমসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সাথে নিবন্ধিত সংস্থার উন্নয়মূলক কর্মকান্ড বাস্তবায়নে সহায়ক
ভূমিকা পালন করছে। সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণ সাধন, সামাজিক নিরাপত্তা প্রদান
এবং ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধীদের সুরক্ষা,
সামাজিক অবক্ষয় প্রতিরোধ, শিশু অধিকার সুরক্ষা, নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, সেচ্ছাসেবী
সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও পরিচালনা, রাজস্ব বাজেটে পরিচালিত নতুন কর্মসূচি, প্রতিবন্ধীতার সহায়ক সমাগ্রী উৎপাদন
কেন্দ্র, শিশু উন্নয়ন এবং সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এছাড়া উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ,
আইন ও নীতিমালা প্রণয়নে কর্মকাÐ পরিচালনা করে। সমাজসেবা অধিদফতর (২০১৭) হতে প্রাপ্ত তথ্যানুযায়ী নি¤েœ
কর্মসূচিসমূহের বিবরণ তুলে ধরা হলো:
৬.৪.১.১ দারিদ্র্য বিমোচন কর্মসূচি
কর্মসূচির নাম কর্মসূচি শুরুর সময় কার্য এলাকা/ইউনিট সুফলভোগীর সংখ্যা
পল্লী সমাজসেবা (জঝঝ) ১৯৭৪ সাল ৪৮৭ উপজেলা ২৪ লক্ষ ৪০ হাজার পরিবার
শহর সমাজসেবা (টঈউ) ১৯৫৫ সাল ৬৪ জেলা শহরে ৮০ ইউনিট ১ লক্ষ ৩০ হাজার পরিবার
পল্লী মাতৃকেন্দ্র (জগঈ) ১৯৭৫ সাল ৩১৮ উপজেলা ৮ লক্ষ ৬৮ হাজার ৫১৬ পরিবার
দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম ২০০০ সাল সকল উপজেলা ও ৮০টি শহর ১ লক্ষ ৬২ হাজার ৩১৬ পরিবার
আশ্রয়ণ প্রকল্প ২০০১ সাল ৫৭ টি জেলার ১৮১টি উপজেলা ৪৬ হাজার ২৫৮ পরিবার
৬.৪.১.২ সামাজিক নিরাপত্তা কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় কার্য এলাকা ভাতাভোগীর সংখ্যা (জন)
বয়স্ক ভাতা ১৯৯৭-৯৮ অর্থ বছর দেশব্যাপী ৩১ লক্ষ ৫০ হাজার
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা ১৯৯৮-৯৯ অর্থ বছর দেশব্যাপী ১১ লক্ষ ৫০ হাজার
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ২০০৫-০৬ অর্থ বছর দেশব্যাপী ৭ লক্ষ
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ২০০৭-০৮ অর্থ বছর দেশব্যাপী ৭০ হাজার
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ২০১০ সাল দেশব্যাপী ২ হাজার
৬.৪.১.৩ প্রতিবন্ধী বিষয়ক কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় ইউনিট সংখ্যা সুফলভোগীর সংখ্যা (জন)
সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম (সকল জেলা) ১৯৭৪ সাল ৬৪ টি ১,১৬৮
সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় ১৯৬২ সাল ৫ টি ৪২৮
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ১৯৬৪ সাল ৭ টি ১,৫৭১
মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান (রাউফাবাদ, চট্টগ্রাম) ২০০০ সাল ১ টি ১১২
জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (টংগী, গাজীপুর) ১৯৭৮ সাল ১ টি ৭৩৫
শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (টংগি, গাজীপুর) ১৯৭৮ সাল ১ টি ১,৮৯৪
প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রামীণ পুনর্বাসন কেন্দ্র (ফকিরহাট, বাগেরহাট) ১৯৭৮ সাল ১ টি ৩৩৯
৬.৪.১.৪ সামাজিক অবক্ষয় প্রতিরোধ কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় ইউনিট সংখ্যা পুনর্বাসন সংখ্যা
শিশু (বালক-বালিকা) উন্নয়ন কেন্দ্র (টংগী ও
কোনাবাড়ী, গাজীপুর এবং পুলেরহাট, যশোর)
১৯৭৮ সাল ৩ টি (২টি বালক ও ১টি বালিকা) ২৩,৮৭৯ জন
সমাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন
কেন্দ্র
২০০২-০৩ অর্থ বছর ৬ টি ১,০৫৯ জন
সরকারি আশ্রয় কেন্দ্র ১৯৪৭ সাল ৬টি ৫১,৮৬৩ জন
মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ
আবাসন (সেফ হোম)
২০০২ সাল ৬টি ৮,৫৬৩ জন
প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসেস ১৯৬০ সাল ৭২টি প্রবেশন ১৩,৩৭৭ জন ও আফটার কেয়ার ৮১,৬৬০
জন
৬.৪.১.৫ শিশু অধিকার সুরক্ষামূলক কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় ইউনিট সংখ্যা পুনর্বাসন সংখ্যা (জন)
সরকারি শিশু পরিবার/শিশু সদন ১৯৪৩ সাল ৮৫টি (ছেলে ৪৩টি, মেয়ে ৪১টি এবং মিশ্র ১টি) ৫৭,৫৪৯ জন
ছোটমণি নিবাস (০ থেকে ৭ বছর) ১৯৬২ সাল ৬টি ১,২০৬ জন
দিবাকালীণ শিশু যতœ কেন্দ্র (ঢাকায় আজিমপুরে) ১৯৬২ সাল ১ টি ৮,২৮২ জন
দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বসন কেন্দ্র ১৯৮১ সাল ৩ টি ৪,৪৩৭ জন
ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা - ৩,৫২০ টি ৬৭,০৬৬ জন
প্রাকবৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম - ৫ টি ২,৭৯৮ জন
মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রম ১৯৭৩ সাল ২ টি ১৬,৭৬২ জন
দুস্থ মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র (টংগী,
গাজীপুর)
১৯৭৮ সাল - ১ টি ৬২৩ জন
এতিম ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র - ৪ টি (২টি ছেলে ও ২টি মেয়েদের) কার্যক্রম চলমান
৬.৪.১.৬ মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় ইউনিট সংখ্যা পুনর্বাসন সংখ্যা
মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র ১৯৭৩ সাল ২ টি ১৬,৭৬২ জন
দুস্থ মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র (টংগী,
গাজীপুর)
১৯৭৮ সাল ১ টি ৬২৩ জন
৬.৪.১.৭ রাজস্ব বাজেটে পরিচালিত নতুন কর্মসূচি
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় কার্যএলাকা সুফলভোগীর সংখ্যা
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ২০১২-১৩ অর্থ বছর ২১ জেলা উপবৃত্তি ও ভাতা ৩,৬৫৬ ও প্রশিক্ষণ
১,৫০০ জন
দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের
জীবনমান উন্নয়ন
২০১২-১৩ অর্থ বছর ২১ জেলা শিক্ষা উপবৃত্তি ও ভাতা ২৭,৮৮৫ ও
প্রশিক্ষণ ১,০৫০ জন
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় কার্যএলাকা সুফলভোগীর সংখ্যা
কিডনি, লিভার সিরোসিস, ক্যান্সার,
স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত
হৃদরোগীর আর্থিক সহায়তা
২০১৩-১৪ অর্থ বছর দেশব্যাপী ৮,৭৩৩ জন
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ২০১৩-১৪ অর্থ বছর মৌলভীবাজার সদর ও
রাজনগর উপজেলা
৬৯,৩৪৭ জন
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প
কর্মসংস্থান
২০০৯-১০ অর্থবছর ঢাকা মহানগরীর ৬টি
ভিআইপি জোন ৩৮টি
জেলা
২৪৪ জনকে পুনর্বাসন ও ঢাকা মহানগরীর
৬টি জোনকে ভিক্ষমুক্ত করার কাজ চলমান
প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ২০১২ সাল দেশব্যাপী কার্যক্রম চলমান (এ যাবত জরিপভূক্ত
১৮,০৩,৪৫৬ জন ও সনাক্তকৃত
১৫,০০,৬৯৭জন)
৬.৪.১.৮ প্রতিবন্ধিতার সহায়ক সমাগ্রী উৎপাদন কেন্দ্র
কেন্দ্রের নাম কর্মসূচি শুরুর সময় ইউনিট
প্লাস্টিক সামগ্রী উৎপাদন কেন্দ্র (টংগী, গাজীপুর) ১৯৯৫ সাল ১ টি
মিনারের/ডিংকিং ওয়াটার প্লান্ট (টংগী, গাজীপুর) ১৯৯৫ সাল ১ টি
কৃত্রিম অংগ উৎপাদন কেন্দ্র (টংগী, গাজীপুর) ১৯৯৫ সাল ১ টি
ব্রেইল প্রেস (টংগী, গাজীপুর) ১৯৯৫ সাল ১ টি
৬.৪.১.৯ শিশু সুরক্ষা প্রকল্প
প্রকল্পের নাম কর্মসূচি শুরুর সময় ইউনিট সেবা ও পুনর্বাসন
২০১২ সাল ১ টি ২০,৫৮৪ জন
সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (ঝঈঅজ) ২০০৯ সাল ১ টি ৬২৪৫ জন
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ - ৩৭ টি ৯ টি সম্পন্ন ও অবশিষ্ট চলমান
সরকারি শিশু পরিবার হোস্টেল নির্মাণ - ৮ টি চলমান
৬.৪.১.১০ সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম
কর্মসূচি কর্মসূচি শুরুর সময় ইউনিট
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল) ১৯৫৮ সাল ৯৯ টি
রোগীকল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতাল সামাজসেবা কার্যক্রম (উপজেলা হেলোথ কমপ্লেক্স) ২০১৮-১৫ অর্থবছর ৪১৯ টি
স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন কার্যক্রম ১৯৬২ সাল ৬২,৪৫৭ টি
৬.৪.১.১১ কর্মকর্তা ও কর্মচারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম
কেন্দ্রের নাম কর্মসূচি শুরুর সময় ইউনিট
জাতীয় সমাজসেবা একাডেমি (আগারগাঁও, ঢাকা) ১৯৬৭ সাল ১ টি
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট) ১৯৮১-৮২ অর্থবছর ৬ টি
৬.৪.১.১২ উন্নয়নমূলক প্রকল্প এবং প্রণয়নকৃত আইন ও নীতিমালা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রণয়নকৃত আইন ও নীতিমালাসমূহ হচ্ছেÑ ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন,
২০১৩’; ‘নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন,২০১৩’; ‘শিশু আইন, ২০১৩’; ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি
(পুনর্বাসন) আইন, ২০১১’; ‘পিতামাতা ভরণপোষণ আইন, ২০১৩’; ‘সমাজসেবা অধিদফতর গেজেটেড কর্মকর্তা এবং
নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৩’; ‘পল্লী সমাজসেবা কার্যক্রম (জঝঝ) বাস্তবায়ন নীতিমালা, ২০১১’;
‘বয়স্কভাতা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০১৩’; ‘বিধবা ও দুঃস্থ মহিলাভাতা কার্যক্রম বাস্তবায়ন নীতিমলা, ২০১৩’;
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা, ২০১৩’; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ২০১৩’; ‘এসিডদগ্ধ ও
প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা ২০১৩’; ‘এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়ন নীতিমালা, ২০১৩’; ‘বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বণ্টন
নীতিমালা, ২০০৯’; শহর সমজসেবা কার্যক্রম (টঈউ) বাস্তবায়ন নীতিমালা, ২০০৫’; ‘ছোটমণি নিবাস ব্যবস্থাপনা
নীতিমালা, ২০০৩’; ‘জাতীয় সমাজকল্যাণ নীতি ২০০৫’; ‘সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র
বাস্তবায়ন নীতিমালা, ২০০২’; এবং ‘সরকারি শিশুসদন/শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা, ২০০২’।
সমাজকল্যাণ মন্ত্রণালায় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় যেমনÑ খ্যাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ বিষয়ক
কর্মকান্ড এবং আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
সারসংক্ষেপ
মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, সমাজের অনগ্রসর ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়ন, সামাজিক
সমস্যা মোকাবিলা এবং ব্যক্তির সর্বোচ্চ বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে ৬টি সংস্থার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়
কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, তথ্য প্রযুক্তিনির্ভর মধ্যম
আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সমাজসেবা অধিদফতর পরিচালিত কার্যক্রম
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সর্বোপরি সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণ সাধন, সামাজিক
নিরাপত্তা প্রদান এবং ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের
অধীনে সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি কোনটি?
ক) পল্লী মাতৃকেন্দ্র খ) বয়স্ক ভাতা
গ) ছোটমণি নিবাস ঘ) হাসপাতাল সমাজসেবা
২। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর পরিচালিত সামাজিক অবক্ষয় প্রতিরোধ কর্মসূচি কোনটি?
ক) শিশু উন্নয়ন কেন্দ্র খ) সরকারি শিশু পরিবার
গ) দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ঘ) বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র