পল্লী সমাজসেবা কর্মসূটি বর্ণনা কর পল্লী সমাজসেবার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর

বাংলাদেশ একটি কৃষিভিত্তিক গ্রাম প্রধান দেশ। মোট জনসংখ্যার ৭৬% লোক গ্রামে বসবাস করে। জাতিসংঘের
সুপারিশের ভিত্তিতে ১৯৫৫ সালে সর্বপ্রথম শহরকে›দ্রিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হলেও গ্রামের উন্নয়নে তেমন
কোনো কর্মসূচি ছিল না। তৎকালীণ পূর্বপাকিস্তানে ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতায় ঞযব ঠরষষধমব কর্মসূচি শুরু হয় যা ১৯৫৯ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭১ সালে
স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে তৎকালীণ ১৯টি জেলার ১৯টি থানায়
প্রান্তিক লক্ষভুক্ত জনগোষ্ঠীর কল্যাণে পল্লী সমাজসেবা জঝঝ) কর্মসূচি চালু করা হয় । বর্তমানে
দেশের সকল পল্লী জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পল্লী জনগোষ্ঠীর সমস্যা সমাধানে
সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া হলো পল্লী সমাজসেবা। পল্লী সমাজসেবা হলো সমষ্টি উন্নয়নকেন্দ্রিক একটি বহুমুখী ( সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। বাংলাদেশ সরকারের সমাজসেবা
অধিদফতর (২০১৩) কর্তৃক প্রকাশিত ‘-এ পল্লী সমাজসেবার সংজ্ঞায় বলা হয়েছে,“পল্লী সমাজসেবা হচ্ছে বহুমুখী ও সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া যার মাধ্যমে ভূমিহীন ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর
সংগঠন, প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ক্ষমতার বিকাশ সাধনের প্রচেষ্টা চালানো হয় যাতে সীমিত
সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সব শ্রেণির গ্রামীণ জনগণের সুষম উন্নয়ন ও কল্যাণ সাধনের সঙ্গে মানব সম্পদের
উন্নয়ন ঘটে”। সুতরাং বলা যায় পল্লী সমাজসেবা বা জঝঝ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দারিদ্র্য বিমোচন কর্মসূচি যা দেশের পল্লী
অঞ্চলে বসবাসরত দারিদ্র্য পীড়িত পশ্চাদপদ, অবহেলিত, দুঃস্থ ও অসহায় এবং সুবিধাবঞ্চিত সকল শ্রেণীর লক্ষ্যভুক্ত
জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে। পল্লী সমাজসেবা কর্মসূচিকে গ্রামীণ সমাজসেবা
কর্মসূচি হিসেবেও অভিহিত করা হয়। বর্তমানে ৬৪টি জেলার ৪৮৭টি উপজেলায় পল্লী সমাজসেবা কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
৬.৫.২ পল্লী সমাজসেবার লক্ষ্য ও উদ্দেশ্য
পল্লী সমাজসেবার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের পল্লী অঞ্চলের বসবাসরত দারিদ্র্য পীড়িত পশ্চাদপদ, অবহেলিত,
দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত সকল শ্রেণির লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। সমাজসেবা
অধিদফতর কর্তৃক ২০১০ সালে প্রকাশিত পল্লী সমাজসেবা (জঝঝ) কার্যক্রম বাস্তবায়ন নীতিমালায় ষোলটি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে তা হলোÑ
১) পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন দরিদ্র কৃষক, বেকার যুবক, যুব মহিলা, শ্রমিক, দুঃস্থ মহিলা, সকল ধরনের
প্রতিবন্ধী ও সংশোধনোত্তর/সাজামুক্ত ব্যক্তি এবং দারিদ্র্য সীমার নিচে সববাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সাধণ;
২) পল্লীর দরিদ্র জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা এবং তাদের সুসংগঠিত ও একতাবদ্ধভাবে দেশের
সকল প্রকার উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কর্মদল গঠন করা;
৩) দলীয় সদস্যদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর নিজস্ব তহবিল
গঠনপূর্বক তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা;
৪) লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য আনুষ্ঠানিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য, পুষ্টি, মা ও শিশু যতœ, স্বাস্থ্যসম্মত পায়খানা ও
বিশুদ্ধ/নিরাপদ পানি ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সামাজিক বনায়ন, সাক্ষরতা, খেলাধুলা ও চিত্তবিনোদন ইত্যাদি
কার্যক্রমে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন;
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় সমাজকর্ম দ্বিতীয় পত্র
ইউনিট ছয় পৃষ্ঠা ১৮০
৫) সুদমুক্ত ক্ষুদ্রপূঁজি প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন সাধন;
৬) বিনিয়গকৃত ঘূর্ণায়মান তহবিল হতে প্রাপ্ত সার্ভিসচার্জ দ্বারা কার্যক্রমভুক্ত গ্রামের নিজস্ব পুঁজি বা গ্রাম তহবিল গঠন;
৭) সঞ্চয়ের মাধ্যমে নিজস্ব পুঁজি দ্বারা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা;
৮) দারিদ্র্যসীমার ঊর্ধ্বে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক চেতনার বিকাশ সাধনের জন্য সকল উন্নয়ন কর্মকাÐে
তাদেরকে সম্পৃক্ত করা;
৯) কারিগরি/বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অদক্ষ জনশক্তিকে দক্ষ
জনশক্তিতে রুপান্তরিত করা;
১০)পারিকারিক ও সামাজিকবন্ধন দৃঢ়করণ, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিরুৎসাহিতকরণ, যৌতুকপ্রথা রোধকরণ এবং মহিলাদের সকল উন্নয়ন কর্মকাÐে অংশগ্রহণ এবং ক্ষমতায়নে উদ্বুদ্ধকরণ;
১১) এসিড নিক্ষেপের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা রোধকল্পে কার্যকর ব্যবস্থা করা;
১২)শিশু-কিশোরদের খেলাধূলা ও চিত্তবিনোদনের মাধ্যমে তাদের সুষ্ঠু মানসিকতার বিকাশ এবং অপরাধ প্রবণতা
রোধে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি শিশুর জন্মনিবন্ধনকরণে উদ্বুদ্ধকরণ;
১৩) নারী ও শিশুপাচার রোধে জনগোষ্ঠীকে সচেতন করে তোলা;
১৪) শিশু ও কিশোর বয়সে তাদের অনৈতিক ও অসামাজিক কাজে জড়িয়ে পড়া রোধে নৈতিক, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেনতা সৃষ্টি করা এবং সরকারি-বেসরকারি আশ্রয় কেন্দ্র হতে অব্যাহতি প্রাপ্ত
কিশোর অপরাধীদেরকে পারিবারিক পর্যায়ে সামাজিকভাবে পুনর্বাসনে সহায়তা প্রদান করা;
১৫) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে ত্রাণ তৎপরতা পরিচালনা ও
পুনর্বাসন কার্যক্রম গ্রহণ; এবং
১৬) প্রবীণ ব্যক্তিদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে পারিবারিক তথা সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা।
সুতরাং পল্লী সমাজসেবা (জঝঝ) কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাদপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা।
সারসংক্ষেপ
পল্লী সমাজসেবা মূলত গ্রামের দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাদপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের মাধ্যমে
সামাজিক উন্নয়ন নিশ্চিত করার একটি বহুমুখী সমষ্টি উন্নয়ন কার্যক্রম যা ১৯৭৪ সালে পরীক্ষামূলক যাত্রা শুরু করে।
বর্তমানে এই কর্মসূচি দেশের ৪৮৭টি উপজেলায় পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দরিদ্র, দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর, পশ্চাদপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের
মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। পল্লী সমাজসেবা কর্মসূচি কত সালে যাত্রা শুরু করে?
ক) ১৯৭৩ সালে খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৭৬ সালে
২। সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রকাশিত পল্লী সমাজসেবা (জঝঝ) কার্যক্রম বাস্তবায়ন নীতিমালায় কয়টি লক্ষ্য ও
উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে?
ক) ষোলটি খ) সতেরটি
গ) আঠারোটি ঘ) উনিশটি

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]