শিশু উন্নয়ন কেন্দ্র কার্যক্রমটি কী তা লিখ শিশু উন্নয়ন কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর

শিশু উন্নয়ন কেন্দ্র হচ্ছে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কর্মসূচি
যা নিবিড় তত্ত¡বধানের মাধ্যমে আইনের সংস্পর্শে আশা (পড়হঃধপঃ রিঃয ষধ)ি এবং আইনের সাথে সংঘর্ষে (পড়হভষরপঃ রিঃয
ষধ)ি জড়িত শিশু-কিশোর অপরাধমূলক আচরণ সংশোধন ও উন্নয়নের লক্ষ্যে কিশোর হাজত, কিশোর আদালত এবং
প্রশিক্ষণ কেন্দ্র এ তিনটি অঙ্গের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে থাকে। পূর্বে শিশু উন্নয়ন কেন্দ্র কিশোর উন্নয়ন কেন্দ্র নামে পরিচিত ছিল।
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই হচ্ছে শিশু-কিশোর। বাংলাদেশের শিশু আইন,২০১৩ অনুসারে শিশুকিশোরদের বয়সসীমা হচ্ছে ১৮ বছর। বয়সসীমা ০-১৮ বছরের মধ্যে হলে শিশু এবং ৭-১৬ বছরের মধ্যে হলে কিশোর বলা হয়। আমাদের সমাজে নানাবিধ কারণে শিশু-কিশোরীরা অপরাধমূলক আচরণ করে থাকে। পারিবারিক বিশৃংঙ্খলা,
পিতামাতার কঠোর শাসন বা অত্যাধিক স্নেহ, কুসঙ্গ, ত্রæটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, দারিদ্র্য, মাদকের সহজলভ্যতা, পাশ্চাত্য
সংস্কৃতির অনুপ্রবেশসহ বিভিন্ন কারণে শিশু-কিশোররা আপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
বিচার প্রক্রিয়ায় আটকাদেশ প্রাপ্ত শিশু আইনের সংস্পর্শে আসা শিশু এবং বিচারের আওতাধীন শিশুর আবাসন, সংশোধন
ও উন্নয়নের লক্ষ্যে শিশু আইন, ১৯৭৪, জাতীয় শিশু নীতিমালা, ১৯৭৮, প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ এবং
শিশু আইন, ২০১৩ (ধারা ৫৯) অনুসারে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। আইনের সংস্পর্শে আসা এবং বিচারের
আওতাধীন এসব শিশু-কিশোরকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বপ্রথম ১৯৭৮ সালে গাজীপুরের
টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্নে এই প্রতিষ্ঠানটির নাম ছিলো জাতীয় কিশোর অপরাধী
সংশোধন প্রতিষ্ঠান। দেশে কিশোর অপরাধের মাত্রা ও সংখ্যা বৃদ্ধির ফলে ১৯৯২ সালে যশোরের পুলেরহাটে ১টি শিশু
উন্নয়ন কেন্দ্র (বালক) এবং ২০০২ সালে গাজীপুরের কোনাবাড়িতে ১টি শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে সমাজসেবা অধিদফতর পরিচালিত ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রের মোট আসন সংখ্যা ৫০০টি। সমাজসেবা অধিদফতর
কর্তৃক প্রকাশিত জতীয় সমাজসেবা দিবস ২০১৬ স্মরণিকার তথ্য মোতাবেক, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান তিনটির মোট নিবাসীর সংখ্যা ৭১৮ জন এবং পুনর্বাসিত ও সংশোধিত শিশুর সংখ্যা ২২০৬৬ জন। এছাড়া জয়পুরহাট
জেলায় ৩০০ আসনবিশিষ্ট চতুর্থ কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া চলছে। বর্তমানে যশোর ও টঙ্গীতে
অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অতিরিক্ত ৩৫০ টি আসন বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৬.৯.২ শিশু উন্নয়ন কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য
শাস্তি নয়, সংশোধনের লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছেÑ ১) শাস্তি নয়, সংশোধনের জন্য অপরাধপ্রবণ ও অপরাধী শিশু-কিশোরদের শিশু উন্নয়ন কেন্দ্রে গ্রহণ করা হয়;
২) অতি মানবতার সাথে আদালতের রায় প্রতিপালন করা;
৩) সমাজের অন্যান্য সদস্যদের ন্যায় শিশু-কিশোরদের সুযোগ-সুবিধা এবং অধিকার সুরক্ষা করা;
৪) প্রতিষ্ঠানের শিশু-কিশোরকে সমাজে প্রচলিত আইন মেনে চলা এবং উৎপাদনশীল সুনাগরিক হিসেবে গড়ে উঠার
জন্য পুনর্বাসন ও সমন্বয়ের মাধ্যমে সাহায্য করা;
৫) শিশু-কিশোর সংশোধন প্রক্রিয়ায় পরিবার ও সমাজের গুরুত্ব প্রদান করা; এবং
৬) শিশু-কিশোরদের অপরাধপ্রবণ ও অপরাধী করে গড়ে তোলে এমন প্রতিকূল পরিবেশ ও প্রভাব আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে দূর করা।
এই প্রসঙ্গে সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে,“শিশু উন্নয়ন কেন্দ্রের লক্ষ্য হচ্ছে আইনের
আশ্রয়াধীন শিশুদের সুরক্ষা, অস্তিত্ব ও উন্নয়নের সকল দিকে প্রয়োজনীয় নজরদারির মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক
পরিবেশ সৃষ্টি করা।”সুতরাং বলা যায়, কিশোর অপরাধীদের শাস্তির
পরিবর্তে সংশোধনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য।
সারসংক্ষেপ
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই হচ্ছে শিশু-কিশোর। বাংলাদেশের শিশু আইন,২০১৩ অনুসারে
শিশু-কিশোরদের বয়সসীমা হচ্ছে ১৮ বছর। বয়সসীমা ০-১৮ বছরের মধ্যে হলে শিশু এবং ৭-১৬ বছরের মধ্যে হলে
কিশোর বলা হয়। শিশু উন্নয়ন কেন্দ্র হচ্ছে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত একটি সামাজিক অবক্ষয় প্রতিরোধ কর্মসূচি যা শিশু-কিশোরদের অপরাধীদের শাস্তি নয়, সংশোধনের মাধ্যমে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৯
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। শিশু উন্নয়ন কেন্দ্রের মূল লক্ষ্য কী?
ক) শাস্তি নয়, উন্নয়ন খ) শাস্তি নয়, প্রশিক্ষণ
গ) শাস্তি নয়, সংশোধন ঘ) শাস্তি ও সংশোধন
২। বর্তমানে কতটি শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) রয়েছে?
ক) ১ টি খ) ২ টি
গ) ৩ টি ঘ) ৪ টি

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]