সমাজকর্মের বিভিন্ন শাখার পরিচিতি

মানবজীবনের বহুমুখী সমস্যার সর্বোত্তম পন্থায় মোকাবিলায় সমস্যাগ্রস্তদের সক্ষম করতে সমাজকর্মীরা
বিভিন্নরকম পেশাগত দায়িত্ব পালন করেন। বিভিন্ন ধরনের অনুশীলনক্ষেত্রের পরিপ্রেক্ষিতে সমাজকর্মের কতগুলো
ক্ষেত্রকেন্দ্রিক সেবা কার্যক্রম বিকাশ লাভ করেছে। সমাজকর্মের বিশেষ বিশেষ সরাসরি সেবাপ্রদানের ক্ষেত্রকেন্দ্রিক
সেবাকার্যক্রমকে সমাজকর্মের শাখা বলা হয়। অন্যভাবে বলা যায়, পেশাদার সমাজকর্মের যেসব শাখায় সেবাদানকারী বা
সমাজকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করেন তাই সমাজকর্মের শাখা। যেমনÑ চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম,
সাইকিয়াট্রিক সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণকল্যাণ সমাজকর্ম, গ্রামীণ সমাজকর্ম নামে শাখা
রয়েছে। সমাজকর্মের শাখাকে দুই দিক থেকে বিবেচনা করা যেতে পারে। যেমনÑ ক) বিশেষায়িত শাখা যেমনÑ আসক্তি
সমাজকর্ম (অফফরপঃরড়হ ঝড়পরধষ ডড়ৎশ), বিদ্যালয় সমাজকর্ম (ঝপযড়ড়ষ ঝড়পরধষ ডড়ৎশ) ইত্যাদি এবং খ) সাধারণ শাখা
যেমনÑ মানসিক স্বাস্থ্য পরিবার ও শিশুসেবা (ঋধসরষু ধহফ ঈযরষফ ঈধৎব) ইত্যাদি। ঊষারৎধ ঈৎধরম
উব ঝরষাধ বঃ. ধষ. (২০০৫) তাঁদের গ্রন্থে নিম্নোক্তভাবে সমাজকর্মের শাখাসমূহ উপস্থাপন করেছেনÑ

চিত্র ২.১.১: সমাজকর্ম শাখা
আসক্তি সমাজকর্ম
আর্মি মানসিক স্বাস্থ্য
শিশুকল্যাণ
ক্লিনিক্যাল সমাজকর্ম
বিকলাঙ্গ নীতি সমাজকর্ম
বিকলাঙ্গ কেস ম্যানেজমেন্ট
পরিবার সমাজকর্ম
প্রবীণ কল্যাণ সমাজকর্ম
চিকিৎসা সমাজকর্ম
মানসিক স্বাস্থ্য সমাজকর্ম
শান্তি এবং সামাজিক ন্যায়বিচার সমাজকর্ম
বিদ্যালয় সমাজকর্ম
জনস্বাস্থ্য সমাজকর্ম
সাইকিয়াট্রিক সমাজকর্ম
ফরেনসিক সমাজকর্ম
শিল্প সমাজকর্ম
সমাজকর্মের শাখা
সাধারণ শাখা বিশেষায়িত শাখা
পরিবার ও শিশুসেবা
স্বাস্থ্য এবং পুনর্বাসন
তথ্য প্রদান এবং প্রেরণ
বৃত্তি সম্পর্কিত সমাজকর্ম
কিশোর এবং অপরাধ সংশোধন
প্রবীণ সমস্যা সম্পর্কিত সেবা
আশ্রয়ন সেবা
সমষ্টি উন্নয়ন
আয় পরিচালনা
সমাজকর্ম একটি বহুমুখী পেশা হিসেবে এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সমস্যার
সম্পর্কযুক্ত শাখায় সামজকর্মীর জ্ঞান, দক্ষতা ও কৌশলের মাধ্যমে সামস্যা সমাধানে গতিশীল ভূমিকা পালন করেন।
সারসংক্ষেপ
পাঠোত্তর মূল্যায়ন-২.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। সমাজকর্মের বিশেষায়িত শাখা নয় কোনটি?
ক) সাইকিয়াট্রিক সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) মিলিটারী সমাজকর্ম ঘ) রোগীকল্যাণ সমাজকর্ম
২। সমাজকর্মের শাখাকে কয়টি দিকে ভাগ করা হয়?
ক) এক খ) দুই
গ) তিন ঘ) চার
ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মের বিশেষ ক্ষেত্রকেন্দ্রিক সেবাকার্যক্রমকে সমাজকর্মের শাখা বলা হয়।
যেমন- চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, মিলিটারী সমাজকর্ম ইত্যাদি। সমাজকর্মের পরিচিতি ব্যাপক ও বিস্তৃত হওয়ার ফলে সমাজকমের্র শাখাও বৃদ্ধি পাচ্ছে।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]