ব্র্যাক’র কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন সম্পর্কে লিখ

সমাজকর্ম হলো একটি বহুমুখী সাহায্যকারী পেশা যা ব্যক্তি দল ও সমষ্টিকে এমনভাবে সহযোগিতা করে যেন
নিজেরা সক্ষমতা অর্জন করে নিজের সমস্যার সামধান করতে পারে। সমাজকর্ম জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ নির্ভর পেশা। যা
কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে। সমাজকর্ম পদ্ধতিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড়
বেসরকারি সংস্থা হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্রাকের কার্যক্রম বিশ্লেষণ
করলে দেখা যায় কীভাবে সমাজকর্মের পদ্ধতিগুলো স্বীকৃতিহীনভাবে ব্যবহৃত হয়ে আসছে। নিচে ব্র্যাক এর কাযক্রমে
সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর অনুশীলন আলোচনা করা হলোÑ
ক. ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ: ব্রাকের কার্যক্রমগুলোতে ব্যক্তি সমাজকর্মের স্পষ্ট অনুশীলন লক্ষ্য করা যায়। ব্র্যাক গ্রামীণ
দুঃস্থ ও প্রান্তিক মহিলাদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেয়। পারিবারিক নির্যাতনের স্বীকার নারীকে ব্র্যাক তার আইনগত
সহায়তা কার্যক্রমের আওতায় আইনি সহায়তা ও কাউন্সেলিং সেবা দিয়ে থাকে যা ব্যক্তি সমাজকর্মের অন্যতম মৌলিক
দৃষ্টান্ত। এছাড়া ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অধীনে প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ছাত্রহ গভবর্তী মা ও শিশুদের বিশেষ সেবা
প্রদান করে থাকে যা ব্যক্তি সামজকর্মের অনুশীলনের পর্যায়ে পড়ে। এছাড়াও অভিবাসন কর্মসূচির আওতায় অভিবাসন
প্রত্যক্ষ ব্যক্তির ভিকটিমাইজেশন রোধে কাউন্সেলিং এবং প্রতারিত ব্যক্তিকে পুনরুদ্ধার ও পুনর্বাসন করে থাকে। এসবের
মাধ্যমে ব্র্যাক মূলত ব্যক্তির মনো-সামাজিক সমস্যাসমূহের বিশ্লেষণ ও তা দূরীভূতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যা
ব্যক্তি সমাজকর্মের অনুশীলনের উজ্জ্বল দৃষ্টান্ত।
খ. দল সমাজকর্মের প্রয়োগ: ব্রাকের বিভিন্ন কার্যক্রমে দল সমাজকর্মের অনুশীলন লক্ষ্য করা যায়। অতিদরিদ্র কর্মসূচি,
কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন কার্যক্রমে দলের সমস্যার বিশ্লেষণ এবং দলীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়।
পরিকল্পিত দল গঠন, যুবকল্যাণ, মানবসম্পদ উন্নয়ন, দলীয় গতিশীলতা, দলীয় সম্পদ প্রভৃতি ব্র্যাকের কার্যক্রমের অন্যতম
মৌলিক শক্তি হিসেবে বিবেচিত হয়। সুতরাং বলা যায় ব্রাকের বিভিন্ন কার্যক্রমে দল সমাজকর্মের উপাদান, নীতিমালা ও
প্রক্রিয়া অনুসরণ করা হয়।
গ. সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন: সাধারণত সমষ্টি সংগঠন তুলনামূলকভাবে উন্নত সমাজ ব্যবস্থা বা শহরে সমাজ ব্যবস্থার
প্রয়োগ করা হয়। অন্যদিকে গ্রামীণ এলাকায় বা তুলনামূলক কম উন্নত এলাকায় সমষ্টি উন্নয়ন পদ্ধতির অনুশীলন করা হয়।
ব্রাকের কার্যক্রম বিশ্লেষণ করলে এই দুটি পদ্ধতির অনুশীলন লক্ষণীয়। ব্র্যাকের একটি বিশেষ কার্যক্রম হচ্ছে শহর উন্নয়ন,
যেখানে শহর পরিকল্পনা, শহরের বাসিন্দাদের সেবাসমূহ সহজলভ্য ও জীবনমান অধিকার উন্নয়নে গুরুত্ব দেয়া হয়।
সুতরাং ব্রাকের কার্যক্রমে সমষ্টি সংগঠন পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়। অন্যদিকে গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন,
সচেতনতা বৃদ্ধি, সেবার প্রতুলতা, সম্পদের সর্বোত্তম ব্যবহারে ব্র্যাক সর্বদা সক্রিয়। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন
করে স্বাবলম্বী করতে ব্র্যাক বিভিন্ন সমষ্টি ভিত্তিক কার্যক্রম গ্রহণ করেছে। তাই বলা যায় ব্রাকের কার্যক্রমে যথার্থ উন্নয়নের
অনুশীলন লক্ষ্যণীয়।
ব্র্যাক’র কার্যক্রমে সহায়ক পদ্ধতির অনুশীলন: শুধু মৌলিক পদ্ধতি নয় ব্র্যাক’র কার্যক্রমে সমাজকর্মের সহায়ক পদ্ধতির অনুশীলন দেখা যায়। যথাÑ
ক. সমাজকল্যাণ প্রশাসন: ব্র্যাক সমন্বিত সেবাদান ব্যবস্থার মাধ্যমে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে
বিভিন্ন সময়ে যেসব কার্যক্রম গ্রহণ করে সেগুলো বিশ্লেষণ করলে সমাজকর্মের এ পদ্ধতির প্রয়োগ দেখা যায়। ব্রাকের
মানবাধিকার ও আইনি সহায়তা, ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ইত্যাদি কর্মসূচিতে প্রশাসনিক ব্যবস্থার আওতায় কার্যকরভাবে
সেবাদান করা হয়। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার সাথে সমাজকল্যাণ মূলক প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় সাধনের মাধ্যমে ব্র্যাক
কার্যকর ভাবে সেবা প্রদান করে। তাই বলা যায় ব্রাকের র্কাক্রমে সমাজকল্যাণ প্রশাসন পদ্ধতির অনুশীলন লক্ষ্য করা যায়।
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় সমাজকর্ম দ্বিতীয় পত্র
ইউনিট সাত পৃষ্ঠা ২১২
খ. সামাজিক কার্যক্রম: ব্র্যাক লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আত্মসচেতনতা সৃষ্টি বঞ্চিত, দুঃস্থ, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে
আত্মসচেতনতা আত্মবিশ্বাস ও উন্নয়ন চেতনা সৃষ্টি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপুষ্টি দূরীকরণ, নারী
নির্যাতন প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা, কুঠির শিল্পের উন্নয়ন প্রভৃতি কার্যক্রমে সামাজিক কার্যক্রম
পদ্ধতির অনুশীলন লক্ষ্য করা যায়।
গ. সমাজকর্ম গবেষণা: মানসম্মত নীতি প্রণয়ন, সমস্যা বিশ্লেষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সেবার জন্য ব্র্যাক সুপরিচিত।
এক্ষেত্রে কার্যকরী নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের বাস্তবতা নির্ভর রূপকল্প নীতি বাস্তবায়নে সামাজিক গবেষণার অনুশীলন লক্ষ্য করা যায়।
সারসংক্ষেপ
ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে
যাচ্ছে। আর সমাজকর্ম হলো জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধনির্ভর পেশা। ব্র্যাকের কার্যক্রম বাস্তবায়নে সমাজকর্মের
পদ্ধতিগুলো স্বীকৃতিহীনভাবে ব্যবহৃত হয়ে আসছে।
পাঠোত্তর মূল্যায়ন-৭.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে সমাজকর্মের কোন পদ্ধতির অনুশীলন দেখা যায়?
ক. ব্যক্তি সমাজকর্ম খ. দল সমাজকর্ম
গ. সমষ্টি উন্নয়ন ঘ. সমষ্টি সংগঠন
২। দল সমাজকর্মের অনুশীলন ব্র্যাকের যে কার্যক্রম লক্ষ্য করা যায় তা হচ্ছেÑ
র. পরিকল্পিত দলগঠন রর. দলীয় গতিশীলতা ররর. সমষ্টি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]