বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ

সামাজিক পরিবর্তন, নগরায়ণ, পাশ্চাত্যকরণ ও পারিবারিক মূল্যবোধ পরিবর্তনের কারণে প্রবীণরা আজ
অনেকটা অবহেলিত, উপেক্ষিত, বিচ্ছিন্ন ও অসহায়। প্রবীণদের মূল্য ও মর্যাদার স্বীকৃতি আর্থ-সামাজিক উন্নয়নে বিগত ছয়
দশক ধরে প্রবীণহিতৈষী সংঘ অত্যন্ত কার্যকরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রবীণহিতৈষী সংঘের কার্যক্রমে সমাজকর্ম
পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়। সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সহায়তা করা যাতে নিজেরা
নিজেদের সমস্যা সমাধান এবং যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করতে পারে। প্রবীণহিতৈষী সংঘের অন্যতম মূল
উদ্দেশ্য হলো প্রবীণ ব্যক্তির সব্বোর্চ্চ কল্যাণ নিশ্চিত করা।
প্রবীণহিতৈষী সংঘ প্রবীণদের কল্যাণে চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সেবা, বিনোদনের ব্যবস্থা ও অন্যান্য সেবাকর্ম
কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংঘ প্রবীণদের আত্মমর্যাদা, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও উন্নয়নে সদা
তৎপর। এক্ষেত্রে এই সংঘ অসুস্থ প্রবীণদের চিকিৎসা সেবার ব্যবস্থা করে, সক্ষম প্রবীণ ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা
করে, এক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের নীতি ও কৌশল প্রয়োগ লক্ষণীয়। প্রবীণহিতৈষী সংঘ প্রবীণদের কল্যাণের পাশাপাশি
সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রবীণদের
অধিকার নিয়ে বিভিন্ন রকমের সভা, সেমিনার ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। এসব সমাজ সচেতনতামূলক
কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখা যায়।
প্রবীণদের চিত্তবিনোদনের জন্য দলভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সংঘের পক্ষ থেকে ইনডোর
গেমসের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া প্রতিষ্ঠানে রয়েছে উন্নত পরিবেশ। যা
প্রবীণদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি উৎপাদনমুখী কাজে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস জোগায়।
এক্ষেত্রেও সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ রয়েছে।
স্বেচ্ছামূলক বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন, গরিব অসহায় মানুষের বাসস্থান, চিকিৎসা ও পরিবেশ উন্নয়নমূলক কর্মকান্ডে সমষ্টির
অংশগ্রহণ ও ভূমিকা পালনে সমষ্টি উন্নয়ন পদ্ধতি উপযোগী। প্রবীনদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্প্রসারণে পাঠাগারে স্থাপন, যৌথ শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, প্রভৃতি ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন কার্যকর ভূমিকা পালন করছে।
সারসংক্ষেপ
প্রবীণহিতেষী সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রবীণদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংঘের বিভিন্ন কার্যক্রম যেমনÑ চিকিৎসা সেবা, কর্মসংস্থানের ব্যবস্থা, প্রবীণ নিবাস, চিত্তবিনোদ্ন, পাঠাগার স্থাপন ইত্যাদি কর্মসূচিতে সমাজকর্মের ব্যক্তি, দল এবং সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়।
পাঠোত্তর মূল্যায়ন-৭.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। উন্নয়নমূলক কর্মকান্ডে সমষ্টির অংশগ্রহণ ও ভূমিকা পালনে সমাজকর্মের কোন পদ্ধতি উপযোগী?
ক) সমষ্টি উন্নয়ন পদ্ধতি খ) ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি
গ) দল সমাজকর্ম পদ্ধতি ঘ) সমাজকর্ম প্রশাসন
২। প্রবীণহিতৈষী সংঘের নিম্নের কোন কর্মসূচিতে ব্যক্তি সামজকর্মে পদ্ধতির প্রয়োগ দেখা যায়?
ক) সক্ষম প্রবীণদের কর্মসংস্থানে খ) আন্তর্জাতিক কল্যাণে
গ) প্রবীণ পুরস্কার র্কাযক্রমে ঘ) প্রকাশনা কার্যক্রমে

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]