বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ (Application of Social Work Methods in the Programmes of Bangladesh Red Crecent Society)

মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সর্বজনীনতা মূলনীতিকে আশ্রয় করে রেড ক্রিসেন্ট
সোসাইটি দুঃস্থ, পীড়িত, অসহায়, ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন জনগণের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগগ্রস্ত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। এ সংস্থার বিভিন্ন কর্মকান্ডে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। যেমনÑ
জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প, সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকিহ্রাস, সামজভিত্তিক উন্নয়ন প্রকল্প, বিপদাপন্নতা থেকে
সক্ষমতা প্রকল্প অন্যতম। এসকল প্রকল্পে আবহাওয়া পরিবর্তনশীল এলাকার মানুষের দুর্যোগ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি,
এলাকাভিত্তিক দ্রæত সর্তক ব্যবস্থা শক্তিশালীকরণ, সমাজভিত্তিক দুর্যোগ হ্রাস কৌশলের অংশ হিসেবে এলাকাবাসীর সিদ্ধান্ত
গ্রহণ প্রক্রিয়ায় অংশ্রগ্রহণের জন্য সমাজভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে শর্তহীনভাবে প্রশিক্ষণ দান করা হয়। এসব প্রকল্পের
মূল উদ্দেশ্য দুর্যোগ কবলিত অসহায় মানুষের উন্নয়ন সাধন, তার সক্ষমতা বৃদ্ধি ও পুনরুদ্ধার। এসব কর্মসূচিতে দল
সমাজকর্ম ও সমষ্টি উন্নয়ন পদ্ধতির বিশেষ প্রয়োগ অনস্বীকার্য। ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির ভিত্তিতে সমাজকর্ম বিজ্ঞান
ভিত্তিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সহায়তা করে যাতে ব্যক্তি, দল ও সমষ্টি নিজেই নিজের
সমস্যার সমাধান করতে পারে। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রাকৃতিক দুর্যোগ কবলিত গ্রাম ও শহর অঞ্চলে
স্বাস্থ্য কর্মসূচি চালু আছে। এক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ লক্ষণীয়।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ স্বাস্থ্য ও পুনর্বাসনের ক্ষেত্রে দল সমাজকর্ম এবং সমষ্টি উন্নয়ন ও সংগঠনের
পাশাপাশি সামাজিক কার্যক্রম বিশেষ জরুরি। সম্মিলিত প্রচেষ্টা, অংশ্রগ্রহণ ও স্বাবলম্বন নীতির উপর ভিত্তি করে জনগণকে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে ক্ষতিকর প্রথা ও সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। ছোট ছোট
দলীয় অভিজ্ঞতা ও সমষ্টির অংশগ্রহণ পারে একটি দেশ ও জাতিকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে। উপরিউক্ত আলোচনায় দেখা যাচ্ছে যে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম বাস্তবায়নে সমাজকর্মের গুরুত্ব অনস্বীকার্য।
সারসংক্ষেপ
রেড ক্রিসেন্ট সোসাইটি অত্যন্ত কার্যকরভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।
সোসাইটি বিভিন্ন কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ বিশেষভাবে লক্ষ্যণীয়। অসহায়, দুঃস্থ, অবহেলিত ও দুর্যোগ
কবলিত ব্যক্তির ক্ষমতার পুনরুদ্ধার করে আত্মনির্ভরশীল ও ব্যক্তির আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সমাজকর্ম পদ্ধতির
প্রয়োগ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো ফলপ্রসূ করে তুলেছে।
পাঠোত্তর মূল্যায়ন-৮.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন :
১। মনো-সামাজিক অনুধ্যান সমাজকর্মের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়?
ক) দল সমাজকর্মে খ) সমষ্টি উন্নয়নে
গ) সমষ্টি সংগঠনে ঘ) ব্যক্তি সমাজকর্মে
২। দেশ ও জাতিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেÑ
ক) নীতিমালা ও পরিকল্পনা খ) দলীয় অভিজ্ঞতা ও জনসমষ্টির অংশগ্রহণ
গ) কর্মসূচি ও কার্যক্রম ঘ) পুনর্বাসন ও পুনর্গঠন

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]