বিশ্বব্যাপী জনগণের দারিদ্র্য বিমোচন করে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইউএনডিপি বিভিন্ন দেশকে
নীতির উন্নয়ন, নেতৃত্বের দক্ষতা, প্রাতিষ্ঠানিক, সক্ষমতা রিজিলেন্স তৈরি করতে কাজ করছে। বিশ্বের ১৭০ টি
দেশে ইউএনডিপি তার কার্যক্রম পরিচালনা করছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দেশকে
সহযোগিতা করছে ইউএনডিপি। টেকসই উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি
দেশের সামর্থ গড়ে তোলাই ইউএনডিপি’র মূল উদ্দেশ্য। এছাড়াও ইউএনডিপি উন্নয়নশীল
দেশের কার্যকর উপদেশ, নির্দেশনা প্রদান, প্রশিক্ষণ এবং অনুদান সহায়তা দিয়ে থাকে।
ইউএনডিপি’র উদ্দেশ্যগুলো নিম্নরূপ:
ক) ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা;
খ) অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, অর্থনৈতিক সুযোগে সহায়তা করা বিশেষত নারীদের
অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান;
গ) কাঠামোগত অসাম্য দূর করে সুশাসন নিশ্চিত করার জন্য সামাজিক নীতি ও কর্মসূচির
উন্নয়নে সহায়তা প্রদান;
ঘ) স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন এবং পরিবেশ উন্নয়নে সহায়তা করা; এবং
ঙ) মানবাধিকার সংরক্ষণ করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা।
৮.১০.২ ইউএনডিপি’র কার্যক্রম
১৯৭২ সাল থেকে বাংলাদেশের আর্থ-সাামজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে
ইউএনডিপি একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু পবির্তনের
হুমকি মোকাবিলা, পরিবেশের উন্নয়ন, প্রতিষ্ঠানিক উন্নয়ন ইত্যাদি নানা বিষয়ে অত্যন্ত কার্যকর ভাবে কাজ করে যাচ্ছে।
ইউএনডিপি’র কার্যক্রমগুলো নিম্নরুপ:
১। দারিদ্র্য বিমোচন প্রকল্প
ক) উৎপাদনমুখী নতুন সুযোগে নারীর সক্ষমতা বৃদ্ধি : ইউএনডিপি অতি দরিদ্র নারীদের দারিদ্র্য দূর করার জন্য ‘স্বপ্ন’ নামে
কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের আওতায় অতি দরিদ্র নারীদের কারিগরি প্রশিক্ষণ, চাকুরি ও বাজারের সাথে
সংযোগ স্থাপনে নারীদের সহায়তা করে থাকে। যাতে করে নারীদের সামাজিক এবং অথনৈতিক অন্তর্ভুক্তি বাড়ে।
খ) টেকসই ও অন্তর্ভক্তিমূলক পরিকল্পনায় সহায়তা : সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করে আরো কার্যকরভাবে
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ প্রকল্প নীতি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে। এর মূল ফোকাস হলো অন্তর্ভুক্তি, দরিদ্র
বান্ধব অর্থনীতি, টেকসই উন্নয়ন এবং সমতায় ভবিষ্যত নির্ধারণ।
গ) জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণ প্রজেক্ট : এর আওতায় ইউএনডিপি মানবাধিকার রক্ষা এবং জেন্ডারভিত্তিক
সহিংসতা দূরীকরণে অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সরকারের সাথে কাজ করে যাচ্ছে।
২। সুশাসন ও গণতান্ত্রিক শাসন উন্নয়ন প্রকল্প
ক) পুলিশ সংস্কার কর্মসূচি স্তর-দুই : বাংলাদেশে মানুষের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এবং সেবামূলক পুলিশ ব্যবস্থা গঠনে
ইউএনডিপি কাজ করে যাচ্ছে।
খ) উপজেলা এবং ইউনিয়ন পরিষদ শাসন প্রকল্প : ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদকে কার্যকর করার জন্য স্থানীয়
সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ইউএনডিপি বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে।
গ) এ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প : এই সেবার মাধ্যমে সরকারি সেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দেয়ার জন্য
ইউএনডিপি বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।
ঘ) গ্রাম আদালত : দরিদ্র ও গ্রামীণ মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থায় মানুষের প্রবেশাধিকার
দ্রæত মামলা নিষ্পত্তি করার জন্য কাজ করছে ইউএনডিপি।
৩। সংকট প্রতিরোধ এবং পুনরুদ্ধার : দুর্যোগকবিলত মানুষের সংকট প্রতিরোধ এবং তাদের দক্ষতা পুনরুদ্ধার কাজ করছে
ইউএনডিপি। এর মূল উদ্দেশ্য হলো সংকটাপূর্ণ সময়ে যাতে করে দরিদ্র জনগোষ্ঠি ত্রান পায় এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন
প্রক্রিয়ার মাঝে জটিলতা কমানো যায়। এছাড়া ইউএনডিপি পার্বত্য এলাকায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং পার্বত্য
চট্রগ্রাম উন্নয়ন সংস্থায় সাথে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সংকট নিরসনে কাজ করছে।
৪। পরিবেশ ও শক্তি : দরিদ্ররা স্বভাবতই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে ও বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে
বিভিন্ন রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়। সেকারণে ইউএনডিপি উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত উন্নয়নে কাজ করে।
পরিবেশসম্মত ইটভাটা ও ইট তৈরি, বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তি ব্যবাহরে উৎসাহিত
করার জন্য সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে কাজ করে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যকর পাায়খানা নির্মাণ,
পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতা করে থাকে।
সারসংক্ষেপ
ইউএনডিপি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু
পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো দারিদ্র্য
বিমোচন, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতিক দুর্যোগের মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে।
পাঠোত্তর মূল্যায়ন-৮.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১। কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে?
(ক) ২০৩০ সাল (খ) ২০২৫ সাল
(গ) ২০২০ সাল (ঘ) ২০২১ সাল
২। কত সালে ইউএনডিপি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৪ সালে
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র