ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়। দারিদ্র্য বিমোচন, সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু
পবির্তনের হুমকি মোকাবিলা, পরিবেশের উন্নয়ন, প্রতিষ্ঠানিক উন্নয়ন ইত্যাদি নানা বিষয়ে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে
যাচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি’র বিভিন্ন কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির লক্ষণীয়। যেমনÑ অতি দরিদ্র নারীদের দারিদ্র্য দূর
করার জন্য স্বপ্ন নামে কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের আওতায় অতি দরিদ্র নারীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান,
চাকুরি ও বাজারের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করা হয়। এর মাধ্যমে নারীদের সামাজিক এবং অথনৈতিক অন্তর্ভুক্তি
বাড়ে। এ কার্যক্রমে ব্যক্তি সমাজকর্মের নীতিমালার ব্যবহার লক্ষণীয়। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির নিজস্ব
সম্পদ ব্যবহার করে নিজেকেই নিজের সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। ইউএনডিপি ব্যক্তি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করে
আরো কার্যকরভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকল্পে নীতি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে
কাজ করে। এর মূল ফোকাস হলো অন্তর্ভুক্তি। জেন্ডারভিত্তিক সহিংসতা দূরীকরণে ইউএনডিপি সচেতনতামূলক কর্মসুচি
গ্রহণ করে থাকে। সচেতনতামূলক কর্মসূচির আওতায় বিভিন্ন আলোচনাসভা ও সেমিনার আয়োজনের পাশাপাশি দলীয়
আলোচনা, গবেষণায় আর্থিক সহযোগিতা করে থাকে। অর্থ্যাৎ ইউএনডিপির কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ
অনস্বীকার্য। সমষ্টি উন্নয়নের জন্য দরকার সমষ্টিভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি। ইউএনডিপি তার পরিবেশ ও শক্তি
কর্মসূচির অধীনে উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত উন্নয়নে কাজ করে। কারণ মনে করা হয় দরিদ্ররা স্বভাবতই
অস্বস্থিকর পরিবেশ ও বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে বিভিন্ন রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়। সে কারণে ইউএনডিপি
পরিবেশ সম্মত ইটভাটা ও ইট তৈরি, বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যতিক বাতি ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত
করার জন্য সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে কাজ করে। বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যকর পাায়খানা নির্মাণ,
পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতা করে সংস্থাটি। এসব কর্মসূচিতে সমাজকর্মের নীতিমালা ও মূল্যবোধের প্রয়োগ
লক্ষণীয়।
ক. বহুনির্বাচনি প্রশ্ন
১। আন্তর্জাতিক সংস্থা বলতে বোঝায়Ñ
র) যে সংস্থা দুইয়ের অধিক জেলায় কাজ করে
রর) যে সংস্থার বৈশ্বিক ম্যান্ডেট থাকে
ররর) যে সংস্থা দুইয়ের অধিক দেশে সামাজিক উন্নয়নে কাজ করে
নিচের কোনটা সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রুপকল্প হলোর) প্রত্যেকটা শিশু তার জীবনে পূর্ণতা পাক
রর) আমাদের প্রত্যেকের প্রার্থনা শিশুরা যেন তা করতে পারে
ররর) প্রত্যেকটা শিশু তার জীবনে চাকুরি পাক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩। শিশুদেরকে অপুষ্টি ও এ্যানোমিয়া প্রতিরোধে ইউনিসেফ’র কোন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেÑ
র) ঠরঃধসরহ অ প্রকল্প
রর) ব্রেস্ট ফিডিং
ররর) মায়েদের সচেতনতা বৃদ্ধি প্রকল্প
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র,রর ও ররর
৪। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নরকলি প্রকল্প যে সংগঠনের যৌথ বাস্তবায়নে পরিচালিত হচ্ছের) কোরিয়া আন্তর্জাাতিক সাহায্য সংস্থা
রর) ইউএসআইডি
ররর) জাইকা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়–ন এবং ৫-৭ নং প্রশ্নের উত্তর দিন:
সাফির বাংলাদেশ রেডক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে দেখতে পায় এখানে
সংস্থাটির মূলনীতি গুলোকে কয়েকটা শব্দের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংস্থাটি দুস্থ, পীড়িত, অসহায় ও
বিপদাপন্ন জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
৫। উদ্দীপকে ইঙ্গিত করা সংস্থাটির প্রতিষ্ঠার সাল হিসেবে সমর্থন যোগ্য কোনটি?
ক) ১৮০৫ সাল খ) ১৯০৫ সাল
গ) ১৮৬৩ সাল ঘ) ১৯১৯ সাল
৬। উক্ত সংস্থার কয়টি মূলনীতি রয়েছে?
ক) ৪ টি খ) ৫টি
গ) ৬ টি ঘ) ৭টি
৭। উদ্দীপকে ইঙ্গিত করা সংস্থাটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক) সরকারের সহযোগী সংস্থা ও স্বেচ্ছাসেবী মানবিক প্রতিষ্ঠান
খ) দেশীয় সাহায্য সংস্থা
গ) অলাভজনক সংস্থা
ঘ) নিরাপত্তা মূলক সংস্থা
খ. সৃজনশীল প্রশ্ন
১। জনাব শাহীন ক্লাশে ছাত্র-ছাত্রীদের শিশু অধিকার বিষয়ে পাঠদান করছেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ -
একথা উল্লেখ করে তিনি শিশুদের সঠিক লালনপালন, বৃদ্ধি ও বিকাশের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি
শিশুর অধিকার রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সেসব প্রতিষ্ঠানে
সুনির্দিষ্ট সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের উদাহরণ দেন।
ক) টঘওঈঊঋ কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ) সেভ দ্য চিলড্রেন এর উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করুন।
গ) উদ্দীপকে উল্লেখিত শিশু অধিকার রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করে থাকে?
Ñব্যাখ্যা করুন।
ঘ) শিশুকল্যাণে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির প্রয়োগ লক্ষণীয়- উক্তিটির যথার্থতা নিরুপণ করুন।
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৮.১ : ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.২ : ১। খ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৩ : ১। ক ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৪ : ১। ক ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৫ : ১। গ ২। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৬ : ১। ঘ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৭ : ১। ঘ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৮ : ১। গ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.৯ : ১। ঘ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.১০ : ১। ক ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৮.১১ : ১। ক ২। ক
চূড়ান্ত মূল্যায়ন- ৮ : ১। গ ২। ক ৩। ঘ ৪। গ ৫। গ ৬। ঘ ৭। ক
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র