১। মৌলিক মানবিক চাহিদা মূরত কয় ধরনের চাহিদার সমন্বয়ে গঠিত হয়?
ক. দুই খ. তিন
গ. পাঁচ ঘ. ছয়
২। কোন মৌলিক চাহিদাটি মানব সভ্যতার ধারক ও বাহক?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. চিত্তবিনোদন
৩। নিচের কোনটি জৈবিক চাহিদা?
ক. খাদ্য খ. বাসস্থান
গ. চিকিৎসা ঘ. বস্ত্র
৪। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষিখাত থেকে আসে?
ক. ২০ ভাগ খ. ৩০ ভাগ
গ. ৪০ ভাগ ঘ. ৫০ ভাগ
৫। বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অন্তর্ভুক্ত হচ্ছেÑ
র. াঁষহবৎধনষব মৎড়ঁঢ় ভববফরহম
রর. াঁষহবৎধনষব মৎড়ঁঢ় ফবাবষড়ঢ়সবহঃ
ররর. ংপযড়ড়ষ ভববফরহম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬। কত সালে বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের নামকরণ করা হয় হাসপাতাল সমাজসেবা?
ক. ১৯৮২ সালে খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৮৫ সালে
৭। "ডযধঃ রং ঝড়পরধষ ঈধংব ডড়ৎশ" Ñগ্রন্থটির রচয়িতা কে?
ক. উইলিয়াম বিভারিজ খ. ম্যারী অ্যালেন রিচমন্ড
গ. ডবিøউ. এ. ফ্রিডল্যান্ডার ঘ. জ্যান এ্যাডামস
৮। সমাজবিজ্ঞানী এফ.ই. মেরিল এর মতে সামাজিক সমস্যার উপাদান হচ্ছেÑ
র. পরিমাপযোগ্য অবস্থা
রর. মূল্যবোধের প্রতি হুমকি স্বরুপ
ররর. দলীয় কার্যক্রমের প্রয়োজন অনুভ‚ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯। খাদ্যো উপাদান কয়টি?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি
১০। প্রিয়াংকার বিয়েতে তার বাবা পাত্রপক্ষকে স্বার্ণালংকার, নগদ টাকা ও উপঢৌকন দিলেন। তার বন্ধুরা তাকে কিছু বই
দিল। তার মা পাত্রকে বিদেশে পড়াশোনার খরচ দেয়ার সম্মতি জ্ঞাপন করলেন।
ক. স্বর্ণালংকার ও বই খ. স্বর্ণালংকার ও বিদেশে পড়ার খরচ
গ. বিদেশ পড়ার খরচ ও বই ঘ. স্বর্ণালংকার, নগদ টাকা, উপঢৌকন ও বিদেশে পড়ার খরচ
১১। পরিবেশ বিজ্ঞানীগণ জলবায়ু পরিবর্তনের কারণকে মূলত কয় ভাগে ভাগ করেছেন?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১২। ঐওঠ এর পূর্ণরূপ কোনটি?
ক. ঐঁসধহ ওসসঁব উবভরপরবহপু ঠরৎঁং খ. ঐঁসধহং ওসসঁহড় উবভরপরবহপু ারপঁং
গ. ঐঁসধহ ওসসঁহড় উবভরপরবহপু ারৎঁং ঘ. ঐঁসধহ ওসসঁহড় ঠরৎঁং
১৩। সামাজিক ব্যাধি হচ্ছেÑ
র. জনসংখ্যাস্ফীতি
রর. মাসদকাসক্তি
ররর. যৌন হয়রানি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ১৫ ও ১৫নং প্রশ্নের উত্তর দিন:
তনুশ্রীর পরিবার কোনো একটি সামাজিক সমস্যায় জর্জরিত যা স্থান-কাল-সমাজভেদে আপেক্ষিক হিসেবে পরিগনিত
হয়। সমস্যাটিতে মূলত জর্জরিত তার বাবা ও ভাই। তনুশ্রীর ধারণা হতাশা, ব্যর্থতা ও সঙ্গদোষের কারণে তার বাবা
ও ভাই সমস্যায় জর্জরিত হয়েছে। সে তার বাবা ও ভাইকে সমাজকর্মীর নিকট নিয়ে যায়। সমাজকর্মী এ সমস্যা
নিরসনে বিভিন্ন ধরনের থেরাপী দিচ্ছেন।
১৪। উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে?
ক. দারিদ্র্য খ. বেকারত্ব
গ. মাদকাসক্তি ঘ. অপুষ্টি
১৫। উদ্দীপকের ইঙ্গিত করা সমস্যার কারণ হচ্ছেÑ
র. দারিদ্র্য
রর. হতাশা
ররর. সুষ্ঠু সামাজিকীকরণের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৬। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে থেকে পালিত হচ্ছে?
ক. ২০০৮ সাল খ. ২০০৯ সাল
গ. ২০১০ সাল ঘ. ২০১১ সাল
১৭। শিশু আইন, ১৯৭৪ অনুযায়ী শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করলেÑ
র. ১ বছরের কারাদন্ড বা তিনশত টাকা অর্থদন্ড
রর. ১ বছরের কারাদন্ড বা পাঁচশত টাকা অর্থদন্ড
ররর. ১ বছরের কারাদন্ড বা তিনশত টাকা অর্থদন্ড বা উভয়দন্ড
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় সমাজকর্ম দ্বিতীয় পত্র
নমুনা প্রশ্ন পৃষ্ঠা ২৭২
১৮। কিশোর অপরাধীদের আচরণ সংশোধনে কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম হচ্ছেÑ
র. কিশোর আদালত
রর. কিশোর আবাস
ররর. সংশোধনী কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৯। ঈড়সঢ়ৎবযবহংরাব উরংধংঃবৎ গধহধমবসবহঃ চৎড়মৎধসসব-ঈউগচ চালু হয় কবে?
ক. ২০০৪ সালে খ. ২০০৫ সালে
গ. ২০০৯ সালে ঘ. ২০১০ সালে
২০। গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু হয় কত সালে?
ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে
২১। ঝধাব ঃযব ঈযরষফৎবহ -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. ইগলেনটাইন জেব খ. জ্যান অ্যাডামস
গ. কুইন্সি রাইট ঘ. আখতার হামিদ খান
২২। টঘওঈঊঋ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৬ সালের ১ ডিসেম্বর খ. ১৯৫৮ ১১ ডিসেম্বর
গ. ১৯৫৬ সালের ১১ ডিসেম্বর ঘ. ১৯৫৮ সালের ১ ডিসেম্বর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দিন:
নারী ও শিশুর প্রতি নির্যাতন, বৈষম্য ও সহিংসতা রোধে ১৯৮৩ ও ১৯৮৫ সালে পৃথক দু’টি আইন প্রণয়ন হলেও তা
কার্যকর ভ‚মিকা রাখতে ব্যর্থ হয়। পরবর্তীতে ২০০০ সালে নতুন রুপে আইনটি প্রকাশ পায় এবং এর কয়েক বছর
পর আইনটি সংশোধিত আকারে প্রণীত হয়।
২৩। উদ্দীপকটিতে যে আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটির শিরোনাম কী?
ক. নারী ও শিশু নির্যাতন আইন, ২০০৩ খ. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আনি, ২০০৩
গ. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩ ঘ. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩
২৪। উদ্দীপকটিতে যে আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটিতে যৌন নিপীড়নের জন্য কী ধরনের শাস্তির ব্যবস্থা উল্লেখ
করা হয়েছে?
ক. ন্যূনতম ৩ থেকে ৫ বছর কারাদন্ড খ. ন্যূনতম ৩ থেকে ৭ বছর কারাদন্ড
গ. ন্যূনতম ৩ থেকে ৮ বছর কারাদন্ড ঘ. ন্যূনতম ৩ তেকে ১০ বছর কারাদন্ড
২৫। হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন কবে প্রণীত হয়?
ক. ২৪ সেপ্টেম্বর, ২০১২ খ. ২৪ অক্টোবর, ২০১২
গ. ২৪ সেপ্টেম্বর, ২০১০ ঘ. ২৪ অক্টোবর, ২০১০
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ২৬ ও ২৮ নং প্রশ্নের উত্তর দিন:
বাংলাদেশের একটি সংস্থা মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়ন তথা
সার্বিক কল্যাণে কর্মকান্ড পরিচালনা করছে। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত একটি মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে।
২৬। উদ্দীপকটিতে কোন মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়েছে?
ক. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খ. শিক্ষা মন্ত্রণালয়
গ. সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘ. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
২৭। উদ্দীপকটিতে যে সংস্থাটির লক্ষ্য-উদ্দেশ্যের বর্ণনা রয়েছে সেটির নাম কী?
ক. সমাজকল্যাণ পরিদপ্তর খ. সমাজসেবা অধিদফতর
গ. প্রতিবন্ধী কল্যাণ পরিষদ ঘ. সমাজসেবা পরিদপ্তর
২৮। মন্ত্রণালয়টির আওতাধীন অন্য সংস্থা হচ্ছেÑ
র. জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
রর. শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট
ররর. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২৯। সামাজিক আইনের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছেÑ
র. সামাজিক অনাচার ও বৈষম্য দূর করা
রর. সুবিধা বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা করা
ররর. সামাজিক সমস্যা প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩০। “পরিবার হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তি” Ñউক্তিটি কার?
ক. গধপওাবৎ খ. ঘরসশড়ভভ
গ. গড়ষরহড়ংিশর ঘ. ঝঁসসবৎ
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দিন:
জনাব জামিল আহমেদ একটি বেসরকারি সংস্থার সিইও। যুদ্ধ, বন্যা, জলোচ্ছ¡াস, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগময়
মুহুর্তে সংস্থাটি তৎপর ভ‚মিকা রাখে। মানবতা, একতা ও সাম্য হচ্ছে সংস্থারি কার্যক্রম পরিচালনার ভিত্তি।
৩১। জনাব জামিল আহমেদের সংস্থাটির সাথে কোন আন্তর্জাতিক সংস্থার সাদৃশ্য রয়েছে?
ক. ওয়ার্ল্ড ভিশন খ. রেড ক্রিসেন্ট
গ. ইউনিসেফ ঘ. সেভ দ্যা চিলড্রেন
৩২। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্থাটি কে, কবে প্রতিষ্ঠা করেন?
ক. হেনরি ডুনান্ট, ১৮৬৩ সালে খ. হেনরি ডুরান্ট, ১৮৬৩ সালে
গ. ইগলেনটাইন, ১৮৬৬ সালে ঘ. ইগলেনটাইস, ১৮৬৬ সালে
৩৩। জমিলা প্রায়ই অহেতুক ভীতি, বিষণœতা ও হতাশায় ভোগে। তার মধ্যে ভ্রান্ত বিশ্বাস এবং অলীক প্রত্যক্ষণ সমস্যাও
রয়েছে। তার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করতে হবে?
ক. সাইকিয়াট্রিক সমাজকর্ম খ. শিল্প সমাজকর্ম
গ. মিলিটারী সমাজকর্ম ঘ. চিকিৎসা সমাজকর্ম
৩৪। বাংলাদেশের মোট জনশক্তির কত ভাগ বেকার?
ক. ১০% খ. ২০%
গ. ৩০% ঘ. ৪০%
৩৫। টঘউচ এর সদরদপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক খ. প্যারিস
গ. জেদ্দা ঘ. কায়রো
৩৬। বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম হচ্ছেÑ
র. স্বাস্থ্য মান উন্নয়ন
রর. দারিদ্র্য বিমোচন
ররর. খাদ্য নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দিন:
বাচ্চু মিয়া একজন সহজ সরল লোক। তিনি এক খুনের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে পাঁচ বছরের
কারাদন্ড প্রাপ্ত হন। তিনি দীর্ঘ তিন বছর যাবত কারাগারে আছেন। কারা কর্তৃপক্ষ তাকে দুই বছরের সাজা মওকুফ
করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩৭। বাচ্চু মিয়ার মুক্তি কোন ধরনের সংশোধনমূলক সেবার আওতায় হবে?
ক. প্রবেশন খ. প্যারোল
গ. আফটার কেয়ার ঘ. হাফ ওয়ে
৩৮। বাচ্চু মিয়াকে যে সংশোধনমূলক সেবার আওতায় মুক্তি দেয়া হবে তা প্রযোজ্য হয়Ñ
র. গুরু অপরাধীর ক্ষেত্রে
রর. বয়স্ক অপরাধীর ক্ষেত্রে
ররর. সংশোধিত অপরাধীর ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩৯। সাহায্যার্থীর সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকেন কে?
ক. সমাজকর্মী খ. পরিবার
গ. সাহায্যার্থী ঘ. বন্ধু-বান্ধব
৪০। গ্রæপ ম্যানেজমেন্ট প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
ক. অনুধ্যান খ. সমস্যা নির্ণয়
গ. সমাধান ঘ. মূল্যায়ন
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র