মার্কসবাদী দর্শনকে লেনিন কিভাবে রাশিয়ার সমাজ জীবনে প্রতিষ্ঠিত করেন?

 ভøাদিমির লেনিনের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করতে পারবেন।
রাশিয়ার ভলগা নদীর তীরে, সিমবির্স্ক শহরে ইউলিয়ানভ পরিবারে ১৮৭০ সালের ১০ এপ্রিল
রাশিয়ার বিপ্লবী মতাদর্শের প্রতিভাবান উত্তরসূরী, সোভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পার্টির
প্রতিষ্ঠাতা, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নির্মাতা ভøাদিমির ইলিচ ইউলিয়ানভ লেনিন
জন্মগ্রহণ করেন।
ভøাদিমির লেনিন জীবনের প্রথম পর্বে (১৮৮৭ - ৮৮) ইউরোপীয় বিপ্লবী চিন্তাধারার সংস্পর্শে
আসেন। বিশেষত: কার্ল মার্কস রচিত পুঁজি গ্রন্থটি পাঠের পর নিজেকে তিনি একজন
মার্কসবাদী হিসেবে আবিষ্কার করেন। ১৮৯১ সালে সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি
আইনে ¯œাতক ডিগ্রী অর্জনের পর ভলগা অঞ্চলের সামারা শহরে দুবছর আইন পেশায়
নিয়োজিত ছিলেন। ১৮৯৩ সালে লেনিন সেন্ট পিটার্সবুর্গে উদীয়মান মার্কসবাদী রাজনৈতিক
চক্রে যোগদান করেন এবং ১৮৯৫ সালে সেখানকার শ্রমিক শ্রেণীর মুক্তি আন্দোলনে সম্পৃক্ত
হন। এসব আলোচনা চক্রে এবং অংশ গ্রহণের সময় লেনিন সহজবোধ্য দৃষ্টান্ত দিয়ে বুঝাতেন
কিভাবে মার্কসবাদকে প্রযোগ করা উচিত বিপ্লবীদের জীবনে, পুঁজিবাদ ও জার সরকারের
বিরুদ্ধে লড়াই করা দরকার কী পদ্ধতিতে। এই বিপ্লবী তৎপরতার অভিযোগে লেনিন তাঁর
অপর এক বিপ্লবী সহকর্মী ও পরবর্তীতেম স্ত্রী নাদেজা স্ক্রোপস্কায়ার সাথে ১৫ মাস কারাবরণ
এবং ১৯০০ সাল অব্দি সাইবেরিয়ায় নির্বাসিত জীবন কাটান। অত:পর লেনিন ইউরোপ প্রবাসে
চলে যান এবং সেখানকার বিপ্লবী চক্রে যোগদানপ র্বক ‘ইস্ক্রো’ নামে পত্রিকা প্রকাশে
মনোনিবেশ করেন। লেনিনের উদ্যোগ ও পরিচালনায় রাশিয়ায় গড়ে উঠে ইস্ক্রার সহযোগী
গ্রæপ ও পাঠক চক্র। পত্রিকাটি সোশ্যাল ডেমোক্রাটদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে
সহায়তা করে। নির্বাসনের দ্বিতীয় পর্বে ১৯০২ সালে লেনিন রচনা করেন তাঁর সাংগঠনিক
মতবাদ সম্বলিত গ্রন্থ ‘হোয়াট ইজ টু বি ডান’? এই গ্রন্থে লেনিন শ্রমিক শ্রেণীর রাজনৈতিক
সংগঠন, পেশাদার বিপ্লবী ধারণা, বিপ্লবীদের কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সব ধারণার অনেকগুলোই লেনিন উদ্ভাবন করেন মার্কস-এঙ্গেলস্-এর চিন্তাধারাকে রাশিয়ার
সমাজ জীবনে খাপ খাইয়ে নেয়ার প্রয়োজনে।
তাঁর পরিকল্পিত বিপ্লবী তৎপরতার লক্ষ্যে লেনিন সর্বহারা শ্রেণীর অগ্রণী অংশ হিসেবে
পেশাদারী বিপ্লবীদের সংগঠিত করেন যারা সুশৃঙ্খলভাবে জার সরকারের পতনের মাধ্যমে
শ্রমিক রাজ প্রতিষ্ঠায় সক্ষম হবেন। লেনিনের মতে, শ্রেণী সচেতন পেশাদার বিপ্লবীরা
গণতান্ত্রিক কেন্দ্রীকতার নীতিতে সংগঠিত হয়ে শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতনতা, শৃঙ্খলা ও
বিপ্লবী সংগঠন গড়ে তুলবে এবং মার্কসবাদী দর্শন অনুযায়ী এক একটি নির্দিষ্ট মূহুর্তে করণীয়
বিষয়াদি ব্যাখ্যা করবে। পেশাদার বিপ্লবীদের প্রতি লেনিনের অতিরিক্ত গুরুত্বারোপের বিষয়টি
মন:পুত ছিল না রুশ পেটি-বুর্জোয়া সংগঠন সোশ্যাল ডেমোক্রাটিক পার্টির অনুসারীদের
কাছে। লেনিন সমর্থকদের সাথে তাদের মতবিরোধ তীব্রতর হয়ে উঠলে ১৯০৩ সালে দলের
দ্বিতীয় কংগ্রেসে দল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এ ভাবে দলীয় কংগ্রেসে লেনিনের নেতৃত্বাধীন
বলশেভিক (যার বাংলা অর্থ সংখ্যগরিষ্ঠ) অল্প সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান বিরোধী অংশ
মেনশেভিকরা কৃষকদের (সংখ্যালঘু) পরাজিত করে। তা সত্তে¡ও পেশাদারী বিপ্লবীদের ভ‚মিকা
অস্বীকার করে মেনশেভিকরা কৃষকদের মনে করত বিপ্লবের চালিকা শক্তি এবং চেষ্টা করত
জার সরকারের বিরুদ্ধে সংগ্রামে এদেরকে অগ্রভাগে নিয়ে আসতে। দলের এই অভ্যন্তরীণ
সংকটের রাজনীতি লেনিনের পরবর্তী রাজনৈতিক কর্মকান্ডে অনেক প্রাধান্য বিস্তার করে।
১৯০৫ সালে বিপ্লবের পর রাশিয়ার টালমাটাল দিনগুলোতে লেনিন রাশিয়ায় ফিরে আসেন
এবং মাত্র দু’বছরের মধ্যে প্রবাসে পাড়ি দিতে বাধ্য হন। নির্বাসিত জীবনে ইউরোপে কঠিন
সময় অতিবাহিত করতে হয় লেনিনকে। সে সময় রাশিয়ায় বিপ্লবের ভবিষ্যৎ নিয়ে
মেনশেবিকদের সাথে মতবিনিময় সত্তে¡ও লেনিনের অনেক অনুগত মেধাবী অনুসারী তাঁকে
পরিত্যাগ করে। দলের বিপ্লবী চিন্তাধারার কর্ণধার লেনিন ১৯০৯ সারে রচনা করেন
‘মেটারিয়ালিজম এন্ড ইস্পিরিও ক্রিটিসিজম’ গ্রন্থ। এতে তিনি প্রকৃতি বিজ্ঞানের সর্বশেষ
বিকাশের পরিপ্রেক্ষিতে মার্কসবাদী দর্শন ও জ্ঞানতত্তে¡র স্বরূপ তুলে ধরেন। তারও তিন বছর
পর প্রাগে দলীয় এক কনভেনশনে মেনশেভিক-বলশেভিক ভাঙ্গন চ‚ড়ান্ত হয়ে পড়ে। ১৯১৪
সালে লেনিন প্রথম বিশ্বযুদ্ধের সূচনালগ্নে যুদ্ধকে বুর্জোয়াদের অভ্যন্তরীণ লড়াই হিসেবে চিহ্নিত
করেন এবং তাঁর কর্মীদেরকে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই-এ অবতীর্ণ হওয়ার আহবান জানান।
১৯১৭ সালের মার্চ মাসে সংগঠিত বিপ্লবে জার সরকারের পতন ঘটলে লেনিন গোপনে জার্মানী
হয়ে পেট্রোগার্ড (সেন্ট পিটার্সবুর্গের নতুন নামকরণ) পৌঁছান। জোসেফ স্ট্যালিনসহ স্থানীয়
বলশেভিক নেতৃবৃন্দ তখন লেনিনকে জানান যে অভ্যুত্থানের সোভিয়েত শ্রমিক ও সেনা সদস্যরা
বুর্জোয়া অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন যুগিয়েছে। এটি অবহিত হয়ে লেনিন তার
তাৎক্ষণিক বক্তৃতায় (ইতিহাসে যা ‘এপ্রিল থিসিস’ নামে খ্যাত) দলের সিদ্ধান্ত পরিবর্তনের
আহবান জানান। লেনিন যুক্তি প্রদর্শন করেন যে, বলশেভিক বিপ্লবের পর একমাত্র শ্রমিকদের
সমন্বয়ে গঠিত সোভিয়েতগুলো (পরিষদসমূহ) রুশ শ্রমিক ও কৃষকদের আশা - আকাঙ্খার
প্রতিফলন ঘটাতে সক্ষম। পরবর্তীতে জুলাই মাসে শ্রমিকদের একটি ব্যর্থ অভ্যুত্থানের পর
লেনিন অন্তর্বর্তীকালীন সরকার থেকে লুকিয়ে আগস্ট - সেপ্টেম্বর মাসে ফিনল্যান্ড অবস্থান
করেন। সেখানে অবস্থানকালে ‘রাষ্ট্র ও বিপ্লব’ নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এই বইতে
তিনি শ্রেণী সংগ্রাম, রাষ্ট্র ও বিপ্লবের সমস্যাবলী, সমাজতান্ত্রিক বিপ্লবে জনগণের ভ‚মিকা,
সাম্যবাদী সমাজ নির্মাণ, জনগণের সাথে পার্টি ও নেতৃত্বের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে
আলোকপাত করেন। উপরন্তু, মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত¡কে কিছুটা পরিশীলিত করে
সমাজতন্ত্র ও সাম্যবাদকে সমাজবিকাশের দু’টো পৃথক পর্যায় হিসেবে চিহ্নিত করেন লেনিন।
মার্কসীয় রাষ্ট্রতত্তে¡ লেনিনের ‘রাষ্ট্র ও বিপ্লব’ বইটি এক মৌলিক অবদান হিসেবে বিবেচিত হয়ে
থাকে।
১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পর ৭ নভেম্বর লেনিন সোভিয়েত সরকার প্রধান হিসেবে
কাউন্সিল অব পিপলস কমিশনের সভাপতি নির্বাচিত হন। দায়িত্বভার গ্রহণের পর সমাজতন্ত্র
প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘ধীরে চলো নীতি’ গ্রহণ করেন তিনি। বিপ্লবের ফসল সোভিয়েতসম হের
ক্ষমতাকে দেশের অভ্যন্তরীণ ও বাইরের শত্রæর হাত থকে রক্ষার কাজে তিনি আতœনিয়োগ
করেন। একই লক্ষ্যে তিনি জার্মানীর সাথে ব্রেষ্ট-লিটোস্ক শান্তি চুক্তিতে উপনীত হন। তাঁর এই
ধীরে চলার নীতি অবশ্য ১৯১৮-২১ সালে দেশে গৃহযুদ্ধ ডেকে আনে। লিও ট্রটস্কির সমর্থন ও
রেড আর্মির ক্ষিপ্রতায় লেনিন সোভিয়েত ইউনিয়নের গৃহযুদ্ধে বিজয়ী হন। যুদ্ধের পর লেনিন
নয়া অর্থনৈতিক নীতিমালার মাধ্যমে দেশকে বাজার অর্থনীতি ও বহুবাদী সমাজে ফিরিয়ে
আনেন এবং একইসাথে দলসমূহের মাঝে ভাঙ্গনের ধারাকে প্রতিহত করার লক্ষ্যে কমিউনিষ্ট
পার্টির একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন।
লেনিন ১৯২৪ সালের ২১ জানুয়ারী তাঁর কর্মবহুল জীবনের অবসান ঘটিয়ে মস্কোর উপকণ্ঠে
গর্কি গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মার্কস-এঙ্গেলস্ এর সাম্যবাদী মতবাদের অনুসারী লেনিন
ছিলেন রুশ ও আন্তর্জাতিক সর্বহারা আন্দোলনের অন্যতম পথিকৃত ও রুশ কমিনিষ্ট পার্টি ও
সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। মার্কসবাদী দর্শনের বিশ্লেষণে লেনিন কর্তৃক সম্পাদিত
সংযোজনসমূহের সমন্বয়ে ৪৫ খন্ডে প্রকাশিত হয় ‘লেনিন রচনা সমগ্র’। এসব রচনায় লেনিন
অর্থনীতি, রাজনীতি, সমাজ, দর্শন, সংস্কৃতি, বিপ্লবের রণকৌশল ইত্যাদি বিষয় সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেন। অধিকাংশ মার্কসবাদীদের কাছে মার্কসবাদ বলতে মার্কসবাদ-
লেনিনবাদের সমন্বিত মতবাদকেই বুঝানো হয়। নব্বই-এর দশকের শুরুতে সাবেক
সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন ও সমাজতান্ত্রিক মতাদর্শের পতনের মধ্যে দিয়ে লেনিনের রাষ্ট্র
দর্শনের ব্যাপক বিপর্যয় ঘটে।
সারকথা
কাল মার্কসের সাম্যবাদী চিন্তাধারা বলশেভিকদের ক্ষমতায় আরোহন ও তা অক্ষুন্ন রাখতে
সহায়তা করে। মার্কসবাদী দর্শনকে রাশিয়ার আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবেশ
পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে লেনিনের ভ‚মিকা ছিল অপরিসীম। মার্কসবাদ-
লেনিনবাদের সমন্বিত চিন্তাধারা পরবর্তীতে গ্রামসী, জোসেফ স্ট্যালিন, লিও ট্রটস্কি ও
মাও জেডং এর মতো বিপ্লবী নেতৃত্বের সৃষ্টি করে। অধিকাংশ বিশ্লেষকের মতে লেনিন ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতা।
সঠিক উত্তরের পার্শ্বে() টিক চিহ্ন দিন।
১। কোন গ্রন্থ পাঠের মাধ্যমে লেলিন মার্কসবাদী হয়ে উঠেন?
ক) ষ্টেট এন্ড বিভ্যুলেশন; খ) দাস কেপিটাল;
গ) ইম্পেরিয়ালিজম: দ্য হায়েষ্ট ষ্টেজ অব কেপিটালিজম;
ঘ) হোয়াট ইজ টু বি ডান।
২। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সম্পর্ক স্তর পুস্তকটির লেখক কে?
ক) ভি আই লেনিন; খ) কার্ল মার্কস;
গ) এম এন রায়; ঘ) জোসেফ স্ট্যালিন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। পেশাদার বিপ্লবী অর্থে লেনিন কি বুঝাতে চেয়েছেন?
২। বলশেভিক ও মেনশেভিকদের মতাদর্শগত পার্কক্যের কারণ কী?
৩। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে লেনিনের মূল্যায়ন কী ছিল?
রচনামূলক প্রশ্ন
১। মার্কসবাদী দর্শনকে লেনিন কিভাবে রাশিয়ার সমাজ জীবনে প্রতিষ্ঠিত করেন?
সঠিক উত্তর
১। খ, ২। ক

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]