গণতন্ত্রের সংজ্ঞা দিন। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রবলতে কি বুঝেন?

আধুনিককালে গণতন্ত্রবিশ্ববাসীর নিকট উৎকৃষ্ট শাসনব্যবস্থা হিসাবে সমাদৃত। অনেক পরিবর্তন ও বিবর্তনের মধ্যদিয়ে বর্তমানে
গণতন্ত্রএকটি জনপ্রিয় শাসন ব্যবস্থায় রূপ লাভ করেছে। গণতন্ত্রএকটি নিয়মতান্ত্রিক পদ্ধতি। এতে সরকারের পরিবর্তন
শাসনতন্ত্রঅনুযায়ী নিয়মতান্ত্রিক পন্থায় হয়ে থাকে। গণতন্ত্রও একনায়কতন্ত্রপরস্পর বিপরীতধর্মী আদর্শ। একনায়কতান্ত্রিক
সরকারের ভিত্তি হচ্ছে ইচছামাফিক প্রয়োগযোগ্য ক্ষমতা, আইন নয়। একনায়কতন্ত্রসাংবিধানিক রীতিনীতির তোয়াক্কা করে
না। অনেক সময় একনায়কতান্ত্রিক সরকারে লোক দেখানো জননির্বাচিত আইন পরিষদ থাকলেও তা কার্যতঃ ক্ষমতাহীন। এটি
গুরুত্বপূর্ণ কোন ভূমিকা পালন করতে পারে না।
গণতন্ত্রসরকার পরিচালনায় ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ, মানুষের স্বাধীনতা ও অধিকারের নিশ্চয়তা দেয়, রাজনৈতিক
চেতনা বৃদ্ধি করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং সরকারকে দায়িত্বশীল করে। জনসাধারণের সার্বিক বিকাশ ও কল্যাণ
গণতন্ত্রের মাধ্যমে সম্ভব। একনায়কতন্ত্রেএগুলো স্বীকৃত। একনায়কতন্ত্রেস্বাধীনতা ও অধিকার বিনষ্ট করা হয়। একনায়কতন্ত্র একটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। গণতন্ত্রের অর্থ হল জনগণের শাসন। গ্রীক উবসড়ং ও কৎধঃরধ শব্দদ্বয় হতে উবসড়পৎধপু শব্দটি উদ্ভ‚ত হয়েছে। উবসড়ং শব্দের
অর্থ জনসাধারণ এবং কৎধঃরধ শব্দের অর্থ শাসন বা ক্ষমতা। সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে গণতন্ত্রহচ্ছে জনগণ পরিচালিত
শাসনব্যবস্থা। গণতন্ত্রহচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা জনগণের হাতে ন্যস্তথাকে। চিন্তাবিদদের
দৃষ্টিভঙ্গি অনুসারে গণতন্ত্রশুধুমাত্র সরকার ব্যবস্থাই নয় বরং এক ধরনের জীবন দর্শন বা জীবনপদ্ধতি।
বিভিন্ন লেখক ও চিন্তাবিদ গণতন্ত্রশব্দটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। প্রাচীন গ্রীকরা গণতন্ত্রশব্দটিকে বহুজনের শাসন
বলে উল্লেখ করেছেন। আড়াই হাজার বছর পূর্বে গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেন,
“গণতন্ত্রহচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোন শ্রেণীর উপর ন্যস্তনা থেকে বরং সমাজের সকল
সদস্যের হাতে ন্যস্তথাকে।” প্রফেসর সিলী বলেন, “এটি এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশ আছে।”
। লর্ড ব্রাইস, নামক গ্রন্থেবলেন,
অর্থাৎ গণতন্ত্রহচ্ছে সেই ধরনের শাসন ব্যবস্থা
যাতে রাষ্ট্রশাসন আইনত কোন বিশেষ শ্রেণী বা শ্রেণীগুলোর হাতে না থেকে সমাজের নাগরিকদের হাতে থাকে।
সি. এফ. স্ট্রং সুন্দরভাবে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, ‘‘শাসিতগণের সক্রিয় সম্মতির উপর যে সরকার প্রতিষ্ঠিত
তাকে গণতন্ত্রবলে।’’
অধ্যাপক লিন্ডসে উল্লেখ করেন যে, গণতন্ত্রসরকারের ন্যায় সমাজেরও একটি তত্ত¡ বটে কার্ল জি ফ্রেডরিখ বলেন, “গণতন্ত্রহচ্ছে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন
সংঘটনের জন্য স্বীকৃত একটি প্রধান উপায়।”
১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতান্ত্রিক সরকারের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেন, ‘‘গণতন্ত্রহল জনগণের,
জনগণের জন্য এবং জনগণের দ্বারা সরকার।’’ (উবসড়পৎধপু রং ধ মড়াবৎহসবহঃ ড়ভ ঃযব ঢ়বড়ঢ়ষব, ভড়ৎ ঃযব ঢ়বড়ঢ়ষব ধহফ নু
ঃযব ঢ়বড়ঢ়ষব) জনগণের সরকার বলতে জনগণের প্রতি অনুগত সরকারকে বুঝায়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের
কল্যাণে প্রতিনিধির মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে থাকতে পারে। স্যার ক্রিপসের মতে, ‘‘গণতন্ত্রহচ্ছে সেই শাসনব্যবস্থা
যেখানে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকল বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ইচ্ছাকে
প্রভাবিত করতে পারে।’’ ম্যাকাইভারের মতে, ‘‘গণতান্ত্রিক শাসনে সরকার জনগণের এজেন্ট মাত্র এবং তারা সরকারকে
জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে।’’
প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র
গণতন্ত্রদু’রকমের হতে পারে। যথা:
১. প্রত্যক্ষ গণতন্ত্রও
২. প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র।
 নাগরিকগণ যখন সরাসরিভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করে, নীতি নির্ধারণ করে এবং আইন
প্রণয়ন করে তখন তাকে প্রত্যক্ষ গণতন্ত্রবলে। এই শাসন ব্যবস্থায় নাগরিকগণ একটি সভায় সম্মিলিত হয়ে তাদের মতামত
প্রকাশ করে থাকে। প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলোতে এই ধরনের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। আধুনিককালে
সুইজারল্যান্ডের চারটি ক্যান্টন প্রত্যক্ষ গণতন্ত্রের ভিত্তিতে শাসিত হয়। বর্তমান যুগে প্রত্যেক গণতন্ত্রকার্যকর করা প্রায়
অসম্ভব ব্যাপার। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কেবলমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে কার্যকর করা যেতে পারে। আধুনিক রাষ্ট্রবহু
জনসংখ্যা অধ্যুষিত জাতি-রাষ্ট্র। এসব রাষ্ট্রেজনসংখ্যা খুব বেশী এবং বিভিন্নসমস্যায় জর্জরিত। সেহেতু প্রত্যক্ষ গণতন্ত্রের
পরিবর্তে পরোক্ষ গণতন্ত্রচালু করা হয়েছে।
 এখন আমরা পরোক্ষ গণতন্ত্রসম্পর্কেআলোচনা করব। পরোক্ষ গণতন্ত্রহল জনগণের প্রতিনিধির শাসন। জন স্টুয়ার্ট মিল
বলেন যে, পরোক্ষ গণতন্ত্রহল সেই শাসন ব্যবস্থা যেখানে জনগণ পর্যায়ক্রমিক নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে
শাসনকার্য পরিচালনা করেন। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেজনসাধারণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে না। যেমন
কোন অঞ্চলের ৮০/৯০ হাজার ভোটার ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে ৩/৪ বছরের জন্য নির্বাচিত করে এবং ঐ
অঞ্চলের মানুষ তাঁর মাধ্যমে শাসন ক্ষমতার অংশীদার হয়। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের কল্যাণে জনগণের শাসন
কার্য পরিচালনা করেন। আধুনিক যুগ মূলত পরোক্ষ গণতন্ত্রের যুগ।
সারকথা
উপরোক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, গণতন্ত্রহচ্ছে মূলতঃ সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার।
জনমত হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সুতরাং যে শাসন ব্যবস্থা জনমতের উপর ভিত্তি করে গড়ে উঠে তাকে গণতন্ত্রবলে। সাধারণভাবে
গণতন্ত্রকে দু‘ভাগে ভাগ করা যায়-প্রত্যক্ষ গণতন্ত্রও পরোক্ষ গণতন্ত্র।
সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন
১. গণতন্ত্রের অর্থ হল
ক. জনগণের শাসন; খ. মানুষের শাসন;
গ. জনপ্রতিনিধির শাসন; ঘ. শোষিতের শাসন।
২. গ্রীক কোন্ ঐতিহাসিক গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন?
ক. এরিস্টটল; খ. প্লেটো;
গ. হেরোডোটাস; ঘ. পেরিক্লিস।
৩. ‘অ মড়াবৎহসবহঃ রহ যিরপয বাবৎুড়হব যধং ধ ংযধৎব’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ম্যাকাইভার; খ. সিলী;
গ. ব্রাইস; ঘ. গার্নার।
৪. প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কত সালে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন?
ক. ১৮৬৪; খ. ১৮৬৮;
গ. ১৮১৮; ঘ. ১৮৬৩।
৫. ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার জনগণের এজেন্ট মাত্র’ এ উক্তিটি কার?
ক. লর্ড ব্রাইস; খ. অধ্যাপক সিলি;
গ. সি.এফ. স্ট্রং; গ. ম্যাকাইভার।
৬. আধুনিক কালে ‘প্রত্যক্ষ গণতন্ত্র’ চালু আছে কোথায়?
ক. আমেরিকায়; খ. সুইজারলান্ডের ক্যান্টনে;
গ. ইংল্যান্ডে; ঘ. গ্রীসে।
উত্তর মালাঃ ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ ও ৬ খ।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. গণতন্ত্রের শব্দগত অর্থ ব্যাখ্যা করুন।
২. গণতন্ত্রের সংজ্ঞা দিন।
৩. প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রবলতে কি বুঝেন?
রচনামূলক প্রশ্ন
১. গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]