একনায়কতন্ত্রহলো গণতন্ত্রের সম্পূর্ণবিপরীতধর্মী একটি ধারণা। এটি একটি স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র
এক ব্যক্তি ও এক দলের শাসন। রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বযখন একজন শাসকের হাতে ন্যস্তথাকে এবং ক্ষমতার উৎস জনগণ না
হয়ে শাসক নিজে হন তখন তাকে একনায়কতন্ত্রবলে। নিউম্যানের মতে, “আমরা সেই শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্রবলে
অভিহিত করতে পারি যখন এক বা কয়েক ব্যক্তি দেশের সকল শাসন ক্ষমতা করায়ত্ত করে এবং বাধাহীনভাবে তা প্রয়োগ
করে।” রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা যখন একজন ব্যক্তির হাতে ন্যস্তথাকে এবং ঐ ব্যক্তি তার ইচ্ছামত শাসন ক্ষমতা পরিচালনা
করে তাকে একনায়কতন্ত্রবলে। এ ধরনের শাসন ব্যবস্থায় সমস্তবিরোধীদলকে নির্মমভাবে দমন করা হয়। জনগণ স্বাধীনভাবে
সরকার নির্বাচন করতে পারে না। বিপ্লব, সাময়িক বা গণঅভ্যুত্থান সরকার পরিবর্তনের একমাত্র উপায় হিসেবে প্রতীয়মান হয়।
প্রথম মহাযুদ্ধের পর জার্মানী, ইতালী, স্পেন, রাশিয়া প্রভৃতি কয়েকটি দেশে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। ১৯২২ সালে
ফ্যাসিস্ট দলের নায়ক মুসোলিনীর নেতৃত্বেইতালিতে এবং ১৯৩৩ সালে নাৎসী দলের নায়ক হিটলার জার্মানীতে একনায়কতন্ত্র
কায়েম করেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য দেশে একনায়কতন্ত্রের
আবির্ভাব ঘটে। বিংশ শতাব্দীর গোড়াতেই ইউরোপে একনায়কতন্ত্রের গোড়াপত্তন হয়। প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮) ও দ্বিতীয়
বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) মধ্যবর্তী সময়ে গণতন্ত্রের বিরুদ্ধে তীব্রপ্রতিক্রিয়া দেখা দেয়।
একনায়কতান্ত্রিক রাষ্ট্রেব্যক্তি স্বাধীনতার কোন অস্তিত্বথাকে না। নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির উপর নানাবিধ নিয়ন্ত্রণ
আরোপ করা হয়। ব্যক্তি বা তার দলই একনায়কতন্ত্রের রাষ্ট্রের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বগ্রহণ করে থাকেন।
একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য:
প্রথম: একনায়কতন্ত্রহচ্ছে ব্যক্তি বা তার একদলীয় নিরঙ্কুশ শাসন ব্যবস্থা। সরকারী দল ছাড়া অন্য দলের অস্তিত্বস্বীকার
করা হয় না। বিরোধী দল বিকাশের সমস্তসুযোগ বিনষ্ট করা হয়। একনায়ক নিজেই দলের নেতা। নেতাই দলের
নীতিমালা নির্ধারণ করেন এবং জনগণ তাঁর নির্দেশ অনুসারে কাজ করে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ
দলীয় নীতি বাস্তবায়নের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে।
দ্বিতীয়ত: একনায়কতন্ত্রেনাগরিকদের সাম্য, স্বাধীনতা ও অধিকারের প্রতি হস্তক্ষেপ করা হয়। সংবিধান ও গণতান্ত্রিক
প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা বিনষ্ট
করা হয়। মানব সমাজের কোন ক্ষেত্রেই ব্যক্তি স্বাধীনতার অস্তিত্ব বিরাজ করে না।
তৃতীয়ত: একনায়কতান্ত্রিক সরকার জনগণকে স্বাধীন চিন্তাধারা প্রকাশের সুযোগ না দিয়ে একক আদর্শবাদ গ্রহণে বাধ্য
করে। এক নেতা, একজাতি, একদেশ শ্লোগান দেওয়া হয়। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি সকল
প্রচার মাধ্যমে অভিন্নআদর্শবাদ প্রচার করা হয়।
চতুর্থত: প্রচার মাধ্যমগুলোর একনায়কতান্ত্রিক সরকারের চরম নিয়ন্ত্রণে থাকে। এক নায়কের জয়গান ছাড়া সরকার বিরোধী
কোন বক্তব্য প্রচার করার সুযোগ থাকে না।
পঞ্চমত: একনায়কতান্ত্রিক সরকারের সার্বিক কর্মকান্ডই হয় দমনমূলক। জনগণের ইচ্ছা ও শক্তিকে জোরপূর্বক দমন করা
হয়। শক্তি প্রয়োগ করে প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান ও আইন প্রণয়ন করা হয়। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পুলিশ বাহিনী
ও বিশেষ বাহিনীকে কাজে লাগানো হয়।
ষষ্ঠত: যে কোন দেশে অরাজকতা, যুদ্ধবিগ্রহ, বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার ফলে অকষ্মাৎ
একনায়কতন্ত্রের আর্ভিভাবের পথ সুগম হয়।
অষ্টমত: একনায়কতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীকরণ। পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার প্রয়োগ
ইত্যাদি কাজ একটি শক্তিশালী কেন্দ্র থেকে করা হয়। সরকারের অপরিসীম ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে কেন্দ্রীভ‚ত
থাকে। আইনসভা নিষ্ক্রিয় থাকে।
অধ্যাপক ফাইনার তাঁর ‘ঞযবড়ৎু ধহফ চৎধপঃরপব ড়ভ গড়ফবৎহ এড়াবৎহসবহঃ’ গ্রন্থেচারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন:
এক দলীয় শাসন ব্যবস্থা;
ক্ষমতার ব্যাপক কেন্দ্রীকরণ;
নিয়ন্ত্রিত আইন সভা;
প্রচারণার ব্যাপক প্রয়োগ।
সারকথা
একনায়কতন্ত্রচরম অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী, সর্বাত্মকবাদী, প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা। আর এজন্যেই একনায়কতান্ত্রিক
সরকারব্যবস্থা কাম্য নয়। মনুষ্যত্বের সার্বিক বিকাশ এবং মানব সমাজের অগ্রগতির জন্য আমাদের কাম্য প্রগতিশীল গণতান্ত্রিক
শাসন ব্যবস্থা।
সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন
১. ইতালিতে একনায়কতন্ত্রকায়েম হয় কত সালে?
ক. ১৯২১; ক. ১৯২২;
গ. ১৯২০; ঘ. ১৯১৮।
২. জার্মানীতে কত সালে একনায়কতন্ত্রকায়েম হয়?
ক. ১৯২২; ক. ১৯৩০;
গ. ১৯৩৩; ঘ. ১৯৩২।
৩. ‘ঞযবড়ৎু ধহফ চৎধপঃরপব ড়ভ গড়ফবৎহ এড়াবৎহসবহঃ’ গ্রন্থের লেখক কে?
ক. ফাইনার; খ. নিউম্যান;
গ. জন লক; ঘ. রুশো।
উত্তরমালাঃ ১. খ, ২. গ, ৩. ক।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. একনায়কতন্ত্রের ব্যাখ্যা করুন।
রচনামূলক প্রশ্ন
১. একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন।
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র