যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাফল্যের শর্তাবলী আলোচনা করুন।

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সফলতার জন্য কিছু শর্তপূরণ আবশ্যক, যেমন:
 যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের প্রধান ও অন্যতম শর্ত হল যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব হচ্ছে জনগণের
পারষ্পরিক সহমর্মিতা বা ঐক্যের অনুভূতি। নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রগঠন করার মনোভাব যেমন থাকতে হবে, একই
সঙ্গে নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করার ও একীভূত না হওয়ার মনোভাব থাকতে হবে। কারণ অঞ্চল বা প্রদেশগুলোর মধ্যে
যদি ঐক্যবোধ না থাকে তাহলে যুক্তরাষ্ট্রগড়ে উঠতে পারে না। এ প্রসঙ্গে অধ্যাপক কে, সি, হুয়ার বলেন যে, “যুক্তরাষ্ট্র
গঠনে ইচ্ছুক জনস¤প্রদায় বা রাষ্ট্রসমূহ পরষ্পরের সাথে মিলিত হয়ে সম্পূর্ণএক হয়ে যেতে চায় না।”
 যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের আরেকটি প্রধান শর্ত হল অক্সগগুলোর পারষ্পরিক সংলগ্নতা। অঞ্চলগুলো সংলগ্ননা হলে,
বিশেষ করে মাঝে কোন প্রতিবন্ধকতা থাকলে শাসন পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়। আর ভৌগলিক নৈকট্য অনেক সময়
একত্রভাবে থাকার মনোভাব সৃষ্টি করে। ভৌগলিক সংলগ্নতা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐক্য আনয়নে সহায়তা করে। অধ্যাপক
ডাইসি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রগঠনে ইচ্ছুক জনস¤প্রদায় বা অঙ্গরাজ্যগুলো যেমন পরষ্পরের সঙ্গে মিলিত হবার মনোভাব
পোষণ করে তেমনি তাদের স্বাতন্ত্র্যও বজায় রাখতে চায়। যেখানে জনসাধারণ একে অপরের নিকট থেকে অতিমাত্রায়
দূরত্বেঅবস্থান করে সেখানে জাতীয় ঐক্যলাভ করা কঠিন। তৎকালীন অবিভক্ত পাকিস্তান-এর উদাহরণ।
 যুক্তরাষ্ট্রগঠনের জন্য অঙ্গ রাজ্যগুলোর মধ্যে সমতা থাকা বাঞ্ছনীয়। জন ষ্টুয়ার্ট মিল উল্লেখ করেন যে, এমন কোন
অঙ্গরাজ্যের উপস্থিতি থাকা কাম্য নয় যা অন্যান্য অঙ্গরাজ্য হতে অধিকতর শক্তিসম্পন্ন। আয়তন, অর্থনৈতিক অবস্থা,
সম্পদ, রাজনেতিক ভাবধারা, জনসংখ্যা ইত্যাদির মধ্যে সামঞ্জস্য থাকলে যুক্তরাষ্ট্রগঠন সহজ হয়। অধ্যাপক কে, সি,
হুইয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সফলতার জন্য রাজনৈতিক ও সামাজিক ঐক্যের সমতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
প্রদেশ গুলোর মধ্যে বৈষম্য বিদ্যমান থাকলে ভারসাম্য নষ্ট হতে পারে।
 সংবিধানের প্রাধান্য যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্যে অত্যন্তপ্রয়োজন। সংবিধানে লিখিত আইন সুস্পষ্ট হবে এবং সংবিধান
দুষ্পরিবর্তনীয় হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান দেশের প্রধান, পবিত্র ও সর্বোচ্চ দলিল।
 যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের আরেকটি প্রধান শর্ত হল জাতীয়তাবোধ। ভাষা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য
জাতীয়তাবোধ জনগণকে উজ্জীবিত করতে পারে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনগণ সহজেই একমত হয়ে যুক্তরাষ্ট্রগঠন
করতে পারে।
 প্রাদেশিক স্বায়ত্বশাসন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সাফল্যের আরেকটি অন্যতম শর্ত। কারণ স্থানীয় বা প্রাদেশিক সরকারের
কাজে কেন্দ্রহস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় সরকার বেশী দিন টিকে থাকবে না।
 যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হতে হলে এর পরিচলনার জন্য চাই এমন যোগ্য নেতৃত্ব, যিনি সকল প্রদেশ এবং প্রদেশ
ও কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন। তা’ছাড়া এমন নেতা প্রয়োজন যার নেতৃত্বে জনগন একত্রিত হবার
মনোভাব সম্পন্নহয়ে উঠবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়।
 যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আরেকটি প্রধান শর্ত হল আইনের প্রতি শ্রদ্ধা। এ শর্ত পূরণ হলে এ ব্যবস্থা সাফল্য লাভ করবে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে কেউই নিয়মের বাইরে যাবে না এবং যুক্তরাষ্ট্রের কাজ সুষ্ঠভাবে সম্পন্নহবে। আইনের
প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ফলে বিভিন্নভাষাভাষী লোক একই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বসবাস করতে আগ্রহী হয়ে উঠে।
সারকথা
যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতা নানাবিধ শর্তের উপর নির্ভরশীল। বাস্তবিক পথে উপরিউক্ত শর্তগুলো পালন করা কঠিন ব্যাপার।
মার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রীয় সরকারের পূর্বশর্ত পালনে সাফল্য অর্জন করেছে। অধ্যাপক কে, সি হুইয়ার যথার্থই বলেছেন,
“যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কদাচিৎ দেখা যায়, কেননা এর শর্তাবলী প্রচুর।” বর্তমান বিশ্বেশক্তিশালী রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির।
সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন
১. যুক্তরাষ্ট্রগঠনে ইচ্ছুক জনস¤প্রদায় যেমন পরষ্পরের সাথে মিলিত হতে চায়, আবার তাদের স্বাতন্ত্র্যও বজায় রাখতে চায়,
কে বলেছেন?
ক. জে, এস মিল;
খ. ম্যাকিয়াভেলী;
গ. এ, ভি, উইলবী;
ঘ. কে, সি, হুইয়ার।
৪. "ঋবফবৎধষ মড়াবৎহসবহঃ রং ৎধৎব নবপধঁংব রঃং ঢ়ৎবৎবয়ঁরংরঃবং ধৎব সধহু’’. কে বলেছেন?
ক. উইলবী;
খ. কে, সি, হুইয়ার;
গ. এরিস্টটল;
ঘ. প্লেটো।
উত্তর মালা ঃ ১. ঘ; ২.খ;
রচনামূলক প্রশ্ন
প্রশ্ন-১ ঃ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাফল্যের শর্তাবলী আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]