সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনামূলক আলোচনা করুন।

ভ‚মিকা:
সংসদীয় সরকার প্রধানত আইনসভা দ্বারা পরিচালিত সরকার। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। আইনসভার
সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থন মন্ত্রিসভার ক্ষমতা রক্ষা কবচ। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমতা সংসদীয় সরকারের মত অনিশ্চয়তাপূর্ণ
নয় বরং তা শাসনতন্ত্রকর্তৃক নিশ্চিত করা হয়ে থাকে। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করতে
পারেন, নাও করতে পারেন বরং মন্ত্রিসভার দায়িত্বহচ্ছে রাষ্ট্রপতির সিদ্ধান্তবাস্তবায়ন করা ।
সংসদীয় সরকারে আইন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়। এ শাসন ব্যবস্থায় মন্ত্রীগণ আইন সভার অধিবেশনে যোগদান এবং
সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে ফলে তারা আইন সভার সিদ্ধান্তগ্রহণে প্রভাব খাটাতে পারেন। রাষ্ট্রপতি শাসিত
শাসন ব্যবস্থায় মন্ত্রীগণ বিভাগীয় প্রধান তারা আইন সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন না বলে তাঁরা আইন সভার সিদ্ধান্তকে
প্রভাবিত করতে পারেন না।
সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী দলের নেতা, আইনসভার নেতা এবং মন্ত্রিপরিষদের নেতা। ফলে তিনি নীতি নির্ধারণের ক্ষেত্রে -
গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি শুধু নিজ দলের মনোনীত ব্যক্তিমাত্র। তিনি কেবলমাত্র
পরোক্ষভাবে আইনসভাকে প্রভাবিত করতে পারেন।
সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে সুষ্পষ্ট পার্থক্যগুলো নি¤œরূপ
প্রথমত : সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান থাকেন নিয়মতান্ত্রিক। যেমন, ইংল্যান্ডের রাজা বা রাণী। এ শাসন ব্যবস্থার তিনি নামমাত্র
রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। কিন্তুরাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান প্রকৃত ক্ষমতার অধিকারী।
তাঁকে ঘিরেই শাসন কার্য আবর্তিত হয়। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্রের প্রধান এবং সরকারেরও প্রধান।
দ্বিতীয়ত : সংসদীয় সরকারে মন্ত্রিপরিষদ আইনসভার সদস্য এবং তাঁরা তাঁদের কার্যাবলীর জন্যে আইনসভার কাছে দায়ী
থাকেন। কিন্তুরাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন এবং তিনি কারও কাছে দায়ী থাকেন না। সংবিধান
বা শাসনতন্ত্রতাঁর ক্ষমতার উৎস।
তৃতীয়ত : রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট মেয়াদের জন্যে ক্ষমতার অধিষ্ঠিত হন। মেয়াদ শেষ হওয়ার পূর্বে তাঁকে
সহজে অপসারণ বা পদচ্যুত করা যায় না। তাঁকে অপসারণ করতে বিচার বিভাগীয় পদ্ধতি অনুসরণ করতে হয়, যা জটিল ও
সময় সাপেক্ষ। সংসদীয় সরকারে আইন সভায় অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রিসভাকে অপসারণ করা যায়। আর রাষ্ট্রপতি নির্দিষ্ট
মেয়াদের আগেও আইনসভা ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় বা সম্ভব নয়।
চতুর্থত: সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইন সভার সংখ্যাগরিষ্ট দলের নেতা এবং অন্যান্য মন্ত্রীরাও আইনসভার সদস্য। এখানে
আইন সভা ও নির্বাহী বিভাগ মিলে মিশে কাজ করে, মন্ত্রিপরিষদ উভয় বিভাগের সদস্য হওয়াতে এই সুযোগ সৃষ্টি হয়েছে।
কিন্তুরাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি এবং তাঁর নিযুক্ত মন্ত্রিসভা নির্বাহী বিভাগের প্রধান সদস্যবর্গ, আইনসভার সদস্য নন।
এজন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়। শাসন বিভাগ ও আইন বিভাগ পরষ্পর
স্বাধীন কিন্তুমন্ত্রিপরিষদ শাসিত সরকারে বিভাগীয় ঐক্যই মূল বৈশিষ্ট্য। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি তার
মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়িত্বশীল নন।
পঞ্চমত : সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যরা আইন সভার সদস্য হওয়ায় বিভিন্নবিল উত্থাপন করতে পারেন, বাজেট
পেশ করেন এবং অন্যান্য কাজে অংশগ্রহণ করতে পারেন। কিন্তুরাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীরা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী নিযুক্ত
হন এবং পদচ্যুত হন। তারা রাষ্ট্রপতির অধীনস্থ ও আজ্ঞাবাহী কর্মচারী মাত্র। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তাঁরা তাঁদের পদে বহাল থাকেন।
সারকথা
সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার উভয়েই গণতান্ত্রিক এবং জনকল্যাণকামী। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা যেমন
স্থিতিশীলতার প্রতীক এবং দ্রæত সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নে সক্ষম, সংসদীয় সরকার ব্যবস্থাও তেমনি নমনীয়, দায়িত্বশীল ও
যুগোপযোগী। সংসদীয় সরকারে মন্ত্রীগণ আইনসভার নিকট এবং পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যগণ কেবল রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন।
সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন
১. আইনসভার আস্থা হারালে পতন ঘটে -
ক. প্রধানমন্ত্রীর; খ. রাষ্ট্রপতির;
গ. মন্ত্রীসভার; ঘ. মন্ত্রীর।
২. আইনসভায় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন কে ?
ক. স্পীকার; খ. প্রধানমন্ত্রী;
গ. রাষ্ট্রপতি; ঘ. মন্ত্রীসভা।
৩. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয় কোন ব্যবস্থায় ?
ক. রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়; খ. সংসদীয় সরকার ব্যবস্থায়;
গ. গণতান্ত্রিক ব্যবস্থায়; ঘ. এককেন্দ্রীক রাষ্ট্রীয় ব্যবস্থায়।
৪. আইন সভার নিকট দায়িত্বশীল নন কে ?
ক. রাষ্ট্রপতি; খ. প্রধানমন্ত্রি;
গ. মন্ত্রিসভা; ঘ. স্পীকার।
উত্তরমালা ঃ ১.গ; ২.খ; ৩.ক; ৪.ক
রচনামূলক প্রশ্ন
১. সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনামূলক আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]