জাতিসংঘের মহাসচিবের ভ‚মিকা সম্পর্কেআলোচনা করুন।

মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক অফিসার। সচিবালয় পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে ন্যাস্ত। তবে
সাধারণ একজন প্রশাসনিক অফিসার হিসেবে তাঁকে গণ্য করা হলে ভুল করা হবে। তিনি মূলত জাতিসংঘের কর্মকান্ডের মূল
শক্তি। তাঁকে ঘিরেই জাতিসংঘের কর্মকান্ড আবর্তিত হয়। বিশ্বের উত্তেজনা হ্রাস ও সংকট মোচনে তিনি ব্যক্তিগতভাবে, কখনো
জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেন। নিরাপত্তা পরিষদ তাঁর নিয়োগ চ‚ড়ান্তকরে ও সাধারণ পরিষদের মাধ্যমে তিনি
নিয়োগপ্রাপ্ত হন। তিনি সাধারণত পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। তবে নিরাপত্তা
পরিষদের স্থায়ী সদস্যরা যদি এটি না চান, তাহলে কোনভাবেই পুনঃনির্বাচন সম্ভব নয়।
জাতিসংঘের মহাসচিব মূলত সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের নির্দেশেই কাজ করেন, তিনি কোন দেশ বা সরকার
প্রধানের নির্দেশে কাজ করেন না। যদিও মহাসচিব কোন একটি দেশের নাগরিক কিন্তু ঐ দেশের প্রতি আনুগত্য দেখানোর
কোন সুযোগ তাঁর নেই। মহাসচিবের কার্যাবলীর মধ্যে রয়েছে:
 তিনি সচিবালয়কে সুষ্ঠভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন;
 তিনি সচিবালয়ের অন্যান্য কর্মচারিদের নিয়োগ করবেন;
 নিরাপত্তা পরিষদের বিশেষ অনুরোধে তিনি সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন আহবান করতে পারেন;
 তিনি জাতিসংঘের বাজেট প্রস্তুত করেন। সেই সাথে সমস্তদেশগুলোর চাঁদা আদায় ও জাতিসংঘের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা তাঁর হাতে ন্যস্ত;
 তিনি প্রতিবছর সাধারণ সভার নিকট জাতিসংঘের ক্রিয়াকলাপ সম্পর্কেপ্রতিবেদন প্রেরণ করেন;
 অছি অঞ্চল সম্পর্কেযে রিপোর্ট মহাসচিবের কাছে পেশ করা হয়, সেই রিপোর্ট অনুযায়ী তিনি ওইসব অঞ্চলের স্বাধীনতার
ব্যাপারে জাতিসংঘের অঙ্গীকার পূরণের ব্যাপারে অগ্রসর হবেন;
 তিনি বিশেষ সংস্থাগুলোর সাথে সংযোগ ও যোগাযোগ রক্ষা করবেন এবং সমন্বয়কের ভ‚মিকা পালন করবেন;
 তিনি আন্তর্জাতিক শান্তিও নিরাপত্তা রক্ষা ও আন্তঃরাষ্ট্রীয় বিরোধ মীমাংসায় উদ্যোগ গ্রহণ করতে পারেন;
 আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি সকল রাষ্ট্রের কাছে মনোনয়নপত্র আহŸান করেন।
অর্থাৎ দেখা যাচ্ছে মহাসচিব শুধুমাত্র একজন প্রশাসনিক অফিসারই নন, তাঁর দায়িত্ব ও ভ‚মিকা ব্যাপক। বলা যেতে পারে
তাঁকে ঘিরেই জাতিসংঘ আবর্তিত হয়। তিনিই ঐ সংস্থার মুখ্য ব্যক্তি। আন্তর্জাতিক শান্তিও নিরাপত্তা রক্ষায় তার ভ‚মিকাকে
গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
সারকথা
জাতিসংঘের মহাসচিব এই সংস্থার মূল প্রশাসকের ভ‚মিকা অতিক্রম করে আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় একটি মধ্যস্থতাকারীর
ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন। আন্তর্জাতিক শান্তিও নিরাপত্তা রক্ষায় তার ভ‚মিকা আজ স্বীকৃত। তিনি একজন প্রশাসকই নন বরং একজন শান্তিরক্ষাকারী।
সঠিক উত্তরে টিক () চিহ্ন দিন
১. জাতিসংঘের মহাসচিব মূলত একজন -
ক. প্রশাসনিক অফিসার;
খ. রাষ্ট্র প্রতিনিধি:
গ. একটি রাষ্ট্রের সরকার প্রধান।

২. জাতিসংঘের মহাসচিবের নিয়োগ চ‚ড়ান্তকরে -
ক. সাধারণ পরিষদ;
খ. নিরাপত্তা পরিষদ;
গ. অছি পরিষদ।

৩. মহাসচিব দুই রাষ্ট্রের মধ্যে বিবাদে সমঝোতার কোন উদ্যোগ -
ক. নিতে পারেন;
খ. নিতে পারেন না;
গ. নেওয়া উচিত নয়?
উত্তরমালা : ১.ক ২.খ ৩.ক
রচনামূলক উত্তরমূলক প্রশ্ন
২. জাতিসংঘের মহাসচিবের ভ‚মিকা সম্পর্কেআলোচনা করুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]