নাগরিক অধিকারের শ্রেণিবিভাগ বর্ণনা কর

নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক।
অধিকারের শ্রেণিবিভাগ
অধিকারের প্রকৃতি অনুসারে নাগরিক অধিকার সমূহকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথাÑ
(১) নৈতিক অধিকার ও
(২) আইনগত অধিকার
আবার আইনগত অধিকারকে তিন ভাগে ভাগ করা যায়। যথাÑ
ক) সামাজিক অধিকার
খ) রাজনৈতিক অধিকার
গ) অর্থনৈতিক অধিকার
অধিকারের শ্রেণিবিভাগকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা যায়Ñ
১। নৈতিক অধিকার: যেসব অধিকার নাগরিকের বিবেক বা ন্যায়বোধ থেকে সৃষ্টি হয়, সেগুলোকে নৈতিক অধিকার বলা
হয়। যেমন, সন্তানের কাছে মা-বাবার শ্রদ্ধা প্রাপ্তির অধিকার কিংবা প্রতিবেশীর কাছ থেকে সদাচারণ পাবার অধিকার।
এসব অধিকার নাগরিকের বিবেক ও ন্যায়বোধ থেকে উদ্ভব হয়। নৈতিক অধিকার ভঙ্গের জন্য রাষ্ট্র শাস্তি দেয় না,
তবে এই অধিকার খর্বকারীকে সমাজ স্বাভাবিকভাবে নেয় না।
২। আইনগত অধিকার: যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। যেমনÑ
জীবন ধারণের অধিকার, ভোটদানের অধিকার, শিক্ষার অধিকার। এসব অধিকার ভঙ্গ করলে বা হরণ করলে রাষ্ট্র শাস্তি
প্রদান করে। আইনগত অধিকারকে তিন ভাগে ভাগ করা যায়। যথাÑ
(ক) সামাজিক অধিকার : সমাজে সুন্দরভাবে সুখ-শান্তিতে বসবাসের জন্য নাগরিকগণ যেসব অধিকার ভোগ করে,
সেগুলোকে সামাজিক অধিকার ভোগ বলে। যেমনÑ জীবন রক্ষা, মত প্রকাশ, চলাফেরা, বিনা বিচারে আটক না হওয়া,
সংঘবদ্ধ হওয়া, সভা-সমিতি, চুক্তি স্থাপন, সম্পত্তি ভোগ, আইনের চোখে সমতা লাভ, শিক্ষা লাভ, সংবাদপত্রের অধিকার
নৈতিক অধিকার আইনগত অধিকার
সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার
স্বাধীনতা, পরিবার গঠন, নিজ-নিজ সংস্কৃতি ও ভাষা চর্চার অধিকার। সভ্য জীবন-যাপনের জন্য এসব অধিকার
নাগরিকের জন্য অপরিহার্য।
(খ) রাজনৈতিক অধিকার: রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য নাগরিকরা যেসব অধিকার ভোগ করে, সেগুলোকে
রাজনৈতিক অধিকার বলে। যেমনÑ ভোটদান, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি চাকরি লাভ, সরকারি কাজের সমালোচনা,
আবেদন করা রাজনৈতিক অধিকার। এসব অধিকারের মাধ্যমে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন
করতে পারি।
(গ) অর্থনৈতিক অধিকার: ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য নাগরিকগণ যেসব অধিকার ভোগ
করেন, সেগুলোকে অর্থনৈতিক অধিকার বলে। যেমনÑ কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিক, অবকাশ যাপন প্রভৃতি
অর্থনৈতিক অধিকার। নাগরিকগণ এসব অধিকার ভোগ করার সুযোগ পেলে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব দূর হবে এবং
অন্যান্য অধিকার ভোগের চাহিদা সৃষ্টি হবে। এজন্য বলা হয় অর্থনৈতিক অধিকার ব্যতীত রাজনৈতিক অধিকার অর্থহীন। অর্থাৎ অর্থনৈতিক অধিকার পূরণ হলেই রাজনৈতিক ও অন্যান্য অধিকার ভোগের আকাঙ্খা তৈরি হয়।
সার-সংক্ষেপ
অধিকার প্রধানত দু’প্রকার। যথাÑ (১) নৈতিক ও (২) আইনগত অধিকার। নাগরিকের বিবেকবোধ থেকে সৃষ্ট অধিকার হল
নৈতিক অধিকার। অধিকারকে তিনভাগে ভাগ করা যায়। যথাÑ (ক) সামাজিক, (খ) রাজনৈতিক ও (গ) অর্থনৈতিক
অধিকার। পক্ষান্তরে যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলো আইনগত অধিকার। সমাজে
সুসভ্যভাবে বেঁচে থাকার জন্য মানুষ যে অধিকার ভোগ করে তা হল সামাজিক অধিকার, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ জন্য
নাগরিকের রাজনৈতিক অধিকার এবং ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ যে অধিকার ভোগ করে তা অর্থনৈতিক অধিকার হয়।
পাঠোত্তর মূল্যায়ন-৫.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। অধিকার প্রধানত কত প্রকার?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) ৪
২। রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত অধিকারÑ
ক) নৈতিক খ) চলাফেরা করার
গ)ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার
৩। নাগরিকের সামাজিক অধিকারÑ
ক) দায়মুক্তি খ) বিদেশে নিরাপত্তা লাভ
গ) সরকারি চাকুরি ঘ) সম্পত্তি ভোগ
৪। নাগরিকের রাজনৈতিক অধিকারÑ
ক) কর ফাঁকি খ) সভা-সমিতি
গ) স্থায়ীভাবে বসবাস ঘ) বিদেশে চাকুরি

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]