জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র

সার্বজনীন, শাসনতন্ত্র, স্বীকৃতি, জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র
১৯৪৮জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত মানবাধিকারসমূহ নি¤েœ বর্ণনা করা হল:
১। ভ্রাতৃসুলভ আচরণ: সকল মানুষই স্বাধীন অবস্থায় এবং সমমর্যাদা ও অধিকার নিযে জন্মগ্রহণ করে। তারা সকলেই
বুদ্ধি ও বিবেকের অধিকারী। অতএব তাদের একে অন্যের প্রতি ভ্রাতৃসুলভ আচরণ করা উচিত।
২। সার্বজনীন অধিকার: জাতি, গোত্র, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতবাদ, জাতীয় বা সামাজিক উৎপত্তি,
সম্পত্তি, জন্ম বা অন্য মর্যাদা নির্বিশেষে সকলেই ঘোষণাপত্রে উল্লিখিত সকল অধিকার সমভাবে ভোগ করবে। কোন
মানুষকে রাজনৈতিক, সীমানাগত বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে পার্থক্য করা যাবে না।
৩। নিরাপত্তা লাভ: প্রত্যেকেরই জীবনধারণ, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে।
৪। দাস প্রথা ও ব্যবস্থা নিষিদ্ধ: কাউকে দাস হিসেবে কিংবা দাসত্বের বন্ধনে রাখা চলবে না। সকল প্রকার দাস-প্রথা ও
দাস-ব্যবস্থা নিষিদ্ধ থাকবে।
৫। শাস্তি সংক্রান্ত: কাউকে নির্যাতন করা যাবে না, কারো প্রতি নিষ্ঠুর, অমানুষিক বা অবমাননাকর আচরণ করা যাবে না
কিংবা কাউকে এ ধরনের বা শাস্তি ভোগ করতে বাধ্য করা চলবে না।
৬। মানুষ হিসেবে স্বীকৃতি: আইনের কাছে প্রত্যেকেরই মানুষ হিসেবে স্বীকৃতি লাভের অধিকার রয়েছে।
৭। আইনের দৃষ্টিতে সমান: আইনের কাছ সকলেই সমান এবং কোনো রকম বৈষম্য ছাড়া সকলেরই আইনের আশ্রয়ে
সমানভাবে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
৮। মৌলিক অধিকার বলবৎকরণ সংক্রান্ত: যেসব কাজের ফলে শাসনতন্ত্র বা আইনকর্তৃক প্রদত্ত মৌলিক অধিকারগুলো
লঙ্ঘন করা হয় তার জন্য উপযুক্ত বিচার লাভ বা আদালতের মারফত কার্যকর প্রতিকার লাভের অধিকার প্রত্যেকেরই আছে।
৯। গ্রেফতার ও নির্বাসন সংক্রান্ত: কাউকে খেয়াল-খুশিমতো গ্রেফতার বা আটক করা অথবা নির্বাসন দেয়া যাবে না।
১০। সুবিচার লাভের অধিকার: প্রত্যেকেরই তার নিজের বিরুদ্ধে আনা যে কোনো ফৌজদারি অভিযোগের সত্যতা প্রমাণের
জন্য সমান অধিকার নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার-আদালতে ন্যায্যভাবে ও প্রকাশ্যে শুনানি লাভের অধিকার রয়েছে।
১১। আত্মপক্ষ সমর্থন ও শাস্তি প্রদান সংক্রান্ত: কেউ কোনো দÐযোগ্য অপরাধে অভিযুক্ত হলে, তিনি এমন কোনো গণআদালতের আশ্রয় নিতে পারেন, যেখানে তিনি আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা পাবেন। এ আদালত যতক্ষণ তাকে
আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না করে ততক্ষণ পর্যন্ত তার নির্দোষ বলে বিবেচিত হওয়ার অধিকার রয়েছে। আবার
দন্ডযোগ্য অপরাধ করার সময় আইন অনুযায়ী যতটুকু শাস্তি দেয়া যেত তার চেয়ে অধিক শাস্তি প্রয়োগ করা চলবে না।
১২। গোপনীয়তা, সম্মান ও সুনাম সংক্রান্ত: কারো ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, বসতবাড়ি বা চিঠিপত্রের ব্যাপারে
খেয়াল-খুশিমতো হস্তক্ষেপ করা চলবে না। কারো সম্মান ও সুনামের উপরও ইচ্ছামতো আক্রমণ করা চলবে না।
১৩। চলাফেরার অধিকার:
ক) রাষ্ট্রের সীমানার মধ্যে চলাচল করা ও বসতি স্থাপন করার অধিকার প্রত্যেকেরই আছে।
খ) প্রত্যেকেরই নিজের দেশ বা যে কোনো দেশ ছেড়ে যাবার এবং স্বদেশে প্রত্যাবর্তন করার অধিকার রয়েছে।
১৪। আশ্রয় প্রার্থনা ও লাভের অধিকার: নির্যাতন এড়ানোর জন্য প্রত্যেকেরই অপর দেশসমূহে আশ্রয় প্রার্থনা করার এবং
আশ্রয়লাভ করার অধিকার রয়েছে।
১৫। জাতীয় অধিকার সংক্রান্ত:
ক) প্রত্যেকেরই একটি জাতীয়তার অধিকার আছে।
খ) কাউকেই যথেচ্ছভাবে তার জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না। আবার কেউ তার জাতীয়তা পরিবর্তন করতে
চাইলে তার সে অধিকার অস্বীকার করা চলবে না।
১৬। পরিবার গঠন সংক্রান্ত: পূর্ণ-বয়স্ক নারী ও পুরুষের বিবাহ করার ও পরিবার গঠন করার অধিকার রয়েছে। বিবাহের
ব্যাপারে বিবাহিত অবস্থায় এবং বিবাহ-বিচ্ছেদকালে নারী ও পুরুষের সম-অধিকার রয়েছে।
১৭। সম্পত্তির অধিকার: প্রত্যেকের সম্পত্তির মালিক হওয়ার অধিকার রয়েছে। কাউকেই তার সম্পত্তি থেকে খেয়ালখুশিমতো বঞ্চিত করা চলবে না।
১৮। চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা: প্রত্যেকেরই চিন্তা, বিবেক ও ধর্ম সংক্রান্ত স্বাধীনতা রয়েছে।
১৯। মতামত প্রকাশের অধিকার: প্রত্যেকেরই মতামত পোষণ করা ও প্রকাশ করার অধিকার রয়েছে।
২০। সম্মিলিত ও সংঘবদ্ধ সংক্রান্ত:
ক) প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার অধিকার আছে।
খ) কাউকেই কোনো সংঘভূক্ত হতে বাধ্য করা যাবে না।
২১। সরকার গঠন, চাকরি লাভ ও ভোটদান সংক্রান্ত:
ক) প্রত্যক্ষভাবে অথবা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের সরকারে অংশগ্রহণের অধিকার
প্রত্যেকেরই রয়েছে।
খ) প্রত্যেকেরই নিজ দেশের সরকারি চাকরিতে সমান সুযোগ লাভের অধিকার রয়েছে।
২২। সামাজিক নিরাপত্তার অধিকার: সমাজের সদস্য হিসেবে প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তার অধিকার আছে।
২৩। কর্মের অধিকার:
ক) প্রত্যেকেরই কাজ করার ও অবাধে চাকুরি নির্বাচনের অধিকার রয়েছে। কাজের জন্য ন্যায্য ও অনুক‚ল পারিশ্রমিক
লাভ করার এবং বেকারত্ব থেকে রক্ষা পাওয়ার অধিকারও আছে প্রত্যেকের।
খ) প্রত্যেকেরই কোনো বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকার আছে।
গ) প্রত্যেকেরই নিজ স্বার্থ রক্ষার জন্য শ্রমিক ইউনিয়ন গঠন ও এতে যোগদানের অধিকার রয়েছে।
২৪। বিশ্রাম ও অবসর বিনোদন সংক্রান্ত: প্রত্যেকেরই বিশ্রাম ও অবসর বিনোদনের অধিকার আছে। কার্য-সময়ের
যুক্তিসঙ্গত সীমা ও বেতনসহ নৈমিত্তিক ছুটি এ অধিকারের অন্তর্ভূক্ত।
২৫। মৌলিক চাহিদা পূরণের অধিকার:
ক) নিজের ও নিজ পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের জন্য উপযুক্ত জীবনযাত্রার মানের অধিকার প্রত্যেকেরই আছে।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও প্রয়োজনীয় সামাজিক সেবামূলক কাজের সুবিধালাভের অধিকারও একই সঙ্গেই
প্রত্যেকের প্রাপ্য। বেকারত্ব, পীড়া, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা অনিবার্য কারণে জীবন-যাপনে অপরাগতার
ক্ষেত্রে নিরাপত্তালাভ এ অধিকার অন্তর্ভুক্ত।
খ) মাতৃত্বকালীন ও শৈশব অবস্থায় প্রত্যেকে বিশেষ যতœ ও সহায়তা লাভের অধিকারী।
২৬। শিক্ষার অধিকার:
ক) প্রত্যেকেরই শিক্ষালাভের অধিকার রয়েছে। অন্তত:পক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ের শিক্ষা হবে অবৈতনিক।
প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যাতে সর্বসাধারণ লাভ করতে পারে সে ব্যবস্থা
করতে হবে। উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে।
খ) প্রত্যেকের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের উদ্দেশ্যে শিক্ষা পরিচালিত হবে। মানবিক অধিকার ও মৌলিক অধিকারগুলোর
প্রতি যাতে শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ দৃঢ় হয় সেদিকে জোর দেওয়াও শিক্ষাদানের উদ্দেশ্য। শিক্ষাদানের মাধ্যমে
শিক্ষার্থীদের সমঝোতা ও সহিষ্ণুতায় আস্থাশীল করে তুলতে হবে। এ শিক্ষা সকল জাতি, বর্ণ ও ধর্মীয় গোষ্ঠীর বন্ধুত্ব
উন্নয়নে এবং শান্তি রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘের কর্মতৎপরতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
গ) সন্তানের জন্য শিক্ষার ধরণ নির্ধারণের অধিকার সকল পিতা-মাতার রয়েছে।
২৭। সাংস্কৃতির অধিকার:
ক) প্রত্যেকেরই গোষ্ঠীগত সাংস্কৃতিক জীবনে অবাধে অংশগ্রহণ করা ও শিল্পকলা চর্চা করার অধিকার রয়েছে।
বৈজ্ঞানিক অগ্রগতি ও তার সুফলগুলোর অংশীদার হওয়ার অধিকারও রয়েছে।
খ) বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা-ভিত্তিক সৃজনশীল কাজ থেকে যে নৈতিক ও বৈষয়িক স্বার্থের উদ্ভব হতে পারে
তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের।
২৮। সামাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থা সংক্রান্ত: প্রত্যেকেই এমন একটি সমাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থার অধিকারী ও
যেখানে মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখিত সকল অধিকার ও স্বাধীনতা পূর্ণভাবে আদায় করা যেতে পারে।
২৯। কর্তব্য পালন সংক্রান্ত: গণতান্ত্রিক সমাজে নৈতিকতা, গণশৃঙ্খলা ও সর্বসাধারণের কল্যাণের দিকে লক্ষ রেখে এবং
আইন মান্য করেই প্রত্যেকে তার অধিকার ও স্বাধীনতা প্রয়োগ করতে পারবে। কোনোভাবেই জাতিসংঘের উদ্দেশ্য ও
মূলনীতি লঙ্ঘন করা চলবে না।
৩০। মানবাধিকারের ভুল ব্যাখ্যা সংক্রান্ত: মানবাধিকার ঘোষণায় উল্লেখিত কোনো বিষয়ের ভুল ব্যাখ্যা দেয়া চলবে না। এ
ঘোষণার অন্তর্ভূক্ত কোনো অধিকার বা স্বাধীনতা ক্ষুণœ করার উদ্দেশ্যে কোনো রাষ্ট্র, দল বা ব্যক্তি বিশেষের
আত্মনিয়োগের অধিকার আছেÑ এ রকম ধারণা করার মতো কোনো ব্যাখ্যা দেয়া চলবে না।
সার-সংক্ষেপ
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সালে প্রদত্ত ঘোষণায় মানবাধিকারের অনেকগুলো অঙ্গীকার ও বৈশিষ্ট্য নির্দেশ
করা হয়েছে। এগুলো হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সার্বজনীন অধিকার, নিরাপত্তা লাভ, দাস প্রথা নিষিদ্ধকরণ, শাস্তি প্রদানে মানবিক
দৃষ্টিভঙ্গি, মানুষ হিসেবে স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সমতা ভোগ, মৌলিক অধিকার বলবৎকরণ, গ্রেপ্তার ও নির্বাসন সংক্রান্ত
যথার্থতা, সুবিচারলাভের অধিকার, আত্মপক্ষ সমর্থন ও শাস্তি প্রদানে যথার্থতা, গোপনীয়তা, সম্মান ও সুনাম রক্ষার
অধিকার। এছাড়াও মানবাধিকার সনদে শিক্ষা ও সাংস্কৃতিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে।
পাঠোত্তর মূল্যায়ন-৫.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। মানবাধিকারÑ
র) সার্বজনীন অধিকার
রর) আইনের দৃষ্টিতে সমানাধিকার
ররর) শিক্ষা ও সংস্কৃতির অধিকার
কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
২। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারÑ
ক) নাগরিক অধিকার খ) মৌলিক অধিকার
গ) মানবাধিকার
৩। আবদুল করিম বাংলাদেশের নাগরিক। এদেশে তার জীবনের নিরাপত্তা না থাকার কথা বলে, কানাডায় রাজনৈতিক
আশ্রয় গ্রহণ করেছেন। করিম সেখানে কোন অধিকার ভোগ করছেন?
ক) নাগরিক খ) মৌলিক
গ) রাজনৈতিক ঘ) মানবাধিকার

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]