রাষ্ট্র ও সরকারের সম্পর্কের ধরণ বর্ণনা কর

স্থায়িত্ব, অধিকারের উৎস, ক্ষমতা।
রাষ্ট্র ও সরকারের সম্পর্কের ধরণ
রাষ্ট্র ও সরকারের সম্পর্কের ধরণগুলো নি¤œরূপ:
১। গঠন সংক্রান্ত: জনসমষ্টি, ভ‚-খন্ড, সরকার ও সার্বভৌমত্ব নিয়ে রাষ্ট্র গঠিত হয়। অন্যদিকে, সরকার হল রাষ্ট্রের চারটি
উপাদানের মধ্যে একটি, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।
২। জনসংখ্যা: রাষ্ট্রের জনসংখ্যা সরকারের সদস্য সংখ্যার তুলনায় অনেক বেশি। রাষ্ট্র গঠিত হয় সকল জনসমষ্টি নিয়ে।
অপরদিকে, সরকার গঠিত হয় জনসংখ্যার এক ক্ষুদ্র অংশ নিয়ে, যারা আইন, শাসন ও বিচার বিভাগের সাথে জড়িত।
৩। জীবদেহ ও মস্তিষ্ক: রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অনেকটা জীবদেহ ও মস্তিষ্কের অনুরূপ। মস্তিষ্ক যেমন সমগ্র জীবদেহকে
নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি সরকার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে।
৪। স্থায়িত্ব: রাষ্ট্র স্থায়ী, আর সরকার অস্থায়ী। যেকোন সময় সরকারের পরিবর্তন হতে পারে। কিন্তু, এর ফলে রাষ্ট্রের
স্থায়িত্বের কোন পরিবর্তন হয় না। যেমন: ১৯৯১ সালে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে,
সংসদীয় শাসন ব্যবস্থা পুনরায় চালু হয়। এতে বাংলাদেশ নামক রাষ্ট্রের কোন পরিবর্তন ঘটেনি।
৫। ভৌগোলিক সীমানা: রাষ্ট্র গঠনের জন্য ভৌগোলিক সীমানা প্রয়োজন। কিন্তু সরকারের সাথে ভৌগোলিক সীমানার
সম্পর্ক নেই।
৬। বৈশিষ্ট্য: বিশ্বের সকল রাষ্ট্রের বৈশিষ্ট এক ও অভিন্ন। সকল রাষ্ট্র ৪টি উপাদান নিয়ে গঠিত। অন্যদিকে সরকারের রূপ,
প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন হতে পারে। যেমনÑ বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি
শাসিত সরকার ব্যবস্থা চালু আছে।
৭। বিমূর্ত ও বাস্তব ধারণা: রাষ্ট্র বিমুর্ত। কারণ রাষ্ট্রকে দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুধাবন করা যায়। অন্যদিকে সরকার
বাস্তব ধারণা।
৮। আইন ও অধিকারের উৎস: রাষ্ট্র সকল প্রকার আইন ও অধিকারের উৎস। আর সরকার হল সকল আইন ও অধিকারের
রক্ষক। তাই নাগরিক অধিকারে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ঘটলে রাষ্ট্রের বিরুদ্ধে কোন অভিযোগ আনা যায় না। সরকার নাগরিক
অধিকার খর্ব করলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা যায়।
৯। ক্ষমতার দিক থেকে: রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ ক্ষমতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। সরকারের সার্বভৌম
ক্ষমতা নেই, সরকার রাষ্ট্রের হয়ে সার্বভৌম ক্ষমতা চর্চা করতে পারে।
পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন হলেও এটি স্বয়ংক্রিয় নয়। বরং সরকারের মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রটি পরিচালিত হয়।
সার-সংক্ষেপ
রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সরকার। বস্তুত: সরকার ছাড়া কোন রাষ্ট্রই পরিচালিত হতে পারবে না। রাষ্ট্র
বৈশিষ্ট্যগত দিক থেকে অনড় প্রকৃতির হলেও, সময় ও স্থানভেদে সরকার ব্যবস্থার রূপ পরিবর্তিত হতে পারে। সরকারের
মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। অনেকে সেজন্য সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক হিসেবে মনে করেন।
পাঠোত্তর মূল্যায়ন-৬.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। রাষ্ট্র ও সরকার সম্পর্কে প্রযোজ্য হলÑ
র) সরকার রাষ্ট্রের উপাদান
রর) রাষ্ট্রের সকল জনসমষ্টি হল সরকার
ররর) রাষ্ট্র জীবদেহ আর সরকার মস্তিষ্ক
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২। রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্যÑ
র) রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান
রর) বিশ্বের সকল রাষ্ট্রের বৈশিষ্ট্য অভিন্ন
ররর) রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী
কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]