প্রকৃতির রাজ্য, চুক্তি, প্রাকৃতিক আইন, সাধারণ ইচ্ছা, সকলের ইচ্ছা।
সামাজিক চুক্তি মতবাদ
রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক আলোচনাতে, সামাজিক চুক্তি মতবাদটি সম্ভবত সর্বাধিক আলোচিত । এ মতবাদের মূল
বক্তব্য হল, রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটি জনগনের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে। এ মতবাদে বলা হয়,
রাষ্ট্র সৃষ্টির পূর্বে “প্রকৃতির রাজ্যে” প্রকৃতির আইন অনুযায়ী মানুষ জীবন-যাপন করত। কেউ প্রকৃতির রাজ্যের নিয়ম ভঙ্গ
করলে তাকে শাস্তি দেয়ার কোন কর্তৃপক্ষ ছিল না। এ অবস্থা থেকে মুক্তির জন্য মানুষ পরস্পর স্বেচ্ছায় চুক্তিতে আবদ্ধ হয়ে
রাষ্ট্র সৃষ্টি করে। সামাজিক চুক্তির বিষয়টি টমাস হবস, জন লক ও জাঁ জ্যাক রুশো ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন।
টমাস হবস : হবস সপ্তদশ শতাব্দীর ইংরেজ দার্শনিক। ইংল্যান্ডের সপ্তদশ শতকের গৃহযুদ্ধের
পটভ‚মিতে ‘লেভিয়াথান’ নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি মতবাদ
ব্যাখ্যা করে।
হবসের মতে, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। কিন্তু প্রকৃতির রাজ্যে কোন আইন, সরকার ও বিচার ছিল
না। যার কারণে প্রকৃতির রাজ্যের মানুষের জীবন ছিল ভয়াবহ ও বিশৃঙ্খলাপূর্ন। সে সময়ে মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক,
অসহায় ও কলহপ্রিয় ছিল। সবল দুর্বলকে অত্যচার করত। এ অবস্থা থেকে মুক্তির লক্ষে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে
রাষ্ট্রের সৃষ্টি করে। চুক্তির ফলে সৃষ্ট রাষ্ট্রে সকল ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে সমর্পণ করা হয়। হবসের মতবাদ
অনুসারে, সার্বভৌম কর্তৃপক্ষের জনগণের নিকট দায়বদ্ধ থাকার প্রয়োজন নেই।
জন লক (ঔড়যহ খড়পশব): লক ছিলেন একজন ইংরেজ দার্শনিক এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। তিনি ‘টু ট্রিটিস
অন সিভিল গভর্নমেন্ট’ নামক গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করেন।
লকের মতে, রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্য খুব সুন্দর ছিল । সেখানে সাম্য ও স্বাধীনতা ছিল। মানুষ সুখে-শান্তিতে
বসবাস করত। প্রকৃতির রাজ্যের মানুষ ছিল যুক্তিবাদী, সৎ ও শান্তি প্রিয়। কিন্তু প্রকৃতির রাজ্যে সমস্যা ছিল তিনটি। যথাÑ
(১) প্রকৃতির আইনের কোন সুস্পষ্ট সংজ্ঞা ছিল না,
(২) প্রকৃতির আইন ব্যাখ্যা করার কোন কর্তৃপক্ষ ছিল না,
(৩) প্রকৃতির আইন ভঙ্গকারীকে শাস্তি দেয়া যেত না। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে জনগণ পরস্পরের সাথে চুক্তি
সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করে। এ চুক্তির শর্ত হল শাসক জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির রক্ষক হবে।
লকের মতে, সার্বভৌম কর্তৃপক্ষের ক্ষমতা একচ্ছত্র নয়। বরং সার্বভৌমের ক্ষমতা হচ্ছে, জনগণের সম্মতিভিত্তিক। অর্থাৎ
জনগণ সম্মতি প্রত্যাহার করলে, শাসক তার শাসনের এখতিয়ার হারাবে।
জাঁ জ্যাক রুশো রুশো ফরাসি দার্শনিক। তিনি ‘দি সোশ্যাল কন্ট্রাক্ট’ নামক গ্রন্থে রাষ্ট্রের
উৎপত্তি সম্পর্কে আলোচনায় সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করেন। রুশোর মতে, রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্য ছিল
অত্যন্ত সুন্দর, মনোরম, স্বাধীনতাপূর্ণ ও শান্তিময়। প্রকৃতির রাজ্যের মানুষ ছিল সৎ, বন্ধুত্বপরায়ণ, সুন্দর, সহজ, সরল ও
সহানুভ‚তিশীল। ফলে প্রকৃতির রাজ্যে মানুষ সুখ-শান্তিতে বসবাস করতে থাকে। কালক্রমে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং
মানুষের মধ্যে সম্পত্তির অর্জনের চেতনা জাগ্রত হয়। সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ভোগের ক্ষেত্রে বিশৃঙ্খলার সূত্রপাত হয়।
মানুষ এ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্রের সৃষ্টি করে এবং তাদের সকল ক্ষমতা সর্বজনের
কল্যাণের লক্ষ্যে সাধারণ ইচ্ছার উপর অর্পণ করে। চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির ফলে ‘সাধারণ ইচ্ছা’ সার্বভৌম ক্ষমতার
অধিকারী হয়।
সমালোচনা: বিশ্লেষকরা নানা সময়ে নানা দিক থেকে সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা করেছেন। নি¤েœ সেসব
সমালোচনার সার-সংক্ষেপ বর্ণনা করা হলÑ
১। অনৈতিহাসিক: সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র স্থাপনের নজীর মানুষের লিখিত ইতিহাসে দেখা যায় না। এজন্য অনেকে
এই মতবাদকে অনৈতিহাসিক মনে করেন।
২। অযৌক্তিক: চুক্তি হল স্বেচ্ছাধীন বিষয়, আর রাষ্ট্র হল রাজনৈতিক প্রতিষ্ঠান, যার ভিত্তি হল আইন। আইনের ধারণার
পূর্বে রাষ্ট্র সৃষ্টি হতে পারে না। সামাজিক চুক্তি মতবাদে আইনের ধারণা অস্পষ্ট। এভাবে দেখলে সামাজিক চুক্তি
মতবাদ অযৌক্তিক।
৩। অবৈজ্ঞানিক: সাধারণত চুক্তি হয় দুই পক্ষের মধ্যে; কিন্তু সামাজিক চুক্তি মতবাদে দেখা যায় জনগণ পরস্পর মিলিত
হয়ে চুক্তি সম্পাদন করে এটা বিজ্ঞান সম্মত নয়।
৪। অবিশ্বাস্য মতবাদ: রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটার তেমন প্রমাণ নেই। রাষ্ট্রপূর্ব
সমাজের মানুষের পক্ষে রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুধাবন করা অসম্ভব। এ অবস্থায় মানুষ চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করেছেÑ
একথা বিশ্বাস করা যায় না।
৫। বিপদজনক: এ মতবাদকে অনেকে বিপদজনক মনে করেন। কারণ, জনগণ যদি মনে করে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি
হয়েছে এবং চুক্তির মাধ্যমে শাসক ক্ষমতা পেয়েছে, তাহলে জনগণ সামান্য কারণে আন্দোলন করে বা চুক্তি ভঙ্গ করে
শাসককে ক্ষমতাচ্যুত করার যৌক্তিকতা পেয়ে যাবে। এর ফলে রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
৬। ভ্রান্ত: লক ও রুশোর মতে প্রকৃতির রাজ্যে সাম্য ও স্বাধীনতা ছিল কিন্তু রাষ্ট্রীয় আইন ছিল না। রাষ্ট্রীয় আইন হল সাম্য
ও স্বাধীনতার ভিত্তি। রাষ্ট্রীয় আইনের মতো সুসংবদ্ধ ভিত্তি ছাড়া সাম্য ও স্বাধীনতা থাকতে পারে না। এভাবে দেখলে
প্রকৃতির রাজ্যেও সাম্য ও স্বাধীনতা থাকার কথা নয়। তাই এ মতবাদকে অনেকে ভ্রান্ত মতবাদ বলে আখ্যায়িত
করেন।
সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব ও প্রভাব: এ মতবাদের নানা সমালোচনা থাকা সত্তে¡ও বর্তমানকালেও এর গুরুত্ব ও প্রভাব
লক্ষ্য করা যায়। নি¤েœ সেগুলো বর্ণিত হলÑ
১। গণতন্ত্রের সহায়ক: এ মতবাদের মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক ধ্যান, ধারণা ও আদর্শ সৃষ্টি হয়েছে। যেমন, জন
লকের সামাজিক চুক্তি মতবাদের ব্যাখ্যায় শাসককে তার কাজের জন্য জনগণের নিকট দায়ী করা হয়েছে। লকের এই
বক্তব্য আধুনিক গণতান্ত্রিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ।
২। রাজনৈতিক প্রত্যয়ের বিকাশ: সামাজিক চুক্তি মতবাদের বদৌলতে চিন্তার জগতে সাম্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা
রাষ্ট্রের ধারণায় অনেকগুলো নতুন উপাদান য্ক্তু হয়েছে।
৩। ব্যক্তি মানুষের গুরুত্ব: লক ও রুশোর সামাজিক চুক্তি মতবাদে, রাষ্ট্রের উৎপত্তিতে ব্যক্তি মানুষের ভূমিকার উপরে
গুরুত্বারোপ করা হয়েছে। এই দুই চিন্তাবিদ রাষ্ট্রের নিকট ব্যক্তির সকল অধিকার নিঃশর্তে দান করার বিপক্ষে মত
দিয়েছেন।
সার-সংক্ষেপ
সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হলÑ জনগণ নিজেদের চুক্তিতে আবদ্ধ হয়ে রাষ্ট্রের সৃষ্টি করেছে। এ মতবাদে বলা হয়
রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্যে প্রকৃতির আইন অনুযায়ী মানুষ জীবন-যাপন করতো। কালক্রমে প্রকৃতির রাজ্যে নানা রকম
সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা থেকে পরিত্রাণ প্রাপ্তির জন্য জনগণ চুক্তিতে আবদ্ধ হয় এবং রাষ্ট্রের সৃষ্টি করে। এ
মতবাদের প্রবক্তা হলেন টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। সামাজিক চুক্তির প্রবক্তা নয়Ñ
ক) টমাস হবস খ) জন লক
গ) জ্যাঁ জ্যাক রুশো ঘ) অধ্যাপক গার্নার
২। টমাস হবসের রচিত গ্রন্থÑ
ক) লেভিয়াথান খ) টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট
গ) সোশ্যাল কন্ট্রাক্ট ঘ) রিপাবলিক
৩। কার ব্যাখ্যায় সংসদীয় সরকারের রূপ লক্ষ্য করা যায়?
ক) গার্নার খ) জন লক
গ) রুশো ঘ) হবস
৪। প্রকৃতির রাজ্য ভয়াবহ ছিলÑ এ কথা কে বলেছেন?
ক) জন লক খ) হবস
গ) রুশো ঘ) জেংকস
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র