পুঁজি, মুনাফা, অবাধ প্রতিযোগিতা, দক্ষতা, মালিকানা, উৎপাদন ব্যবস্থাপনা, ভোগ,
শ্রেণি বৈষম্য।
পুঁজিবাদের ধারণা
পুঁজিবাদ এক বিশেষ ধরনের অর্থ ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা দ্বারা অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। এ ব্যবস্থায়
ব্যক্তি সম্পত্তির পূর্ণ স্বীকৃতি রয়েছে। পুঁজিবাদে নতুন নতুন বিনিয়োগ বেসরকারি উদ্যোগে গৃহীত হয় এবং তা অবাধ
প্রতিযোগিতা ও সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। পুঁজিবাদে চাহিদা-যোগান এবং উৎপাদনের প্রতিযোগিতার
মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এ ব্যবস্থায় উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রনের জন্য কোন কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে
না। সুতরাং বলা যায়, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন থাকে তাকে পুঁজিবাদ বা ধনতন্ত্র
বলে।
পুঁজিবাদের বৈশিষ্ট্য
পুঁজিবাদের ধারণা বিশ্লেষণ করলে এর কতগুলো বেশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো নি¤েœ আলোচনা করা হল:
১। মালিকানা: উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে। এ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনভাবে ভূমি ক্রয়, শ্রমিক
নিয়োগ ও পুঁজি গঠন করতে পারে। অর্থাৎ উৎপাদনে ব্যক্তি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
২। অবাধ প্রতিযোগিতা: পুঁজিবাদে বহু সংখ্যক উৎপাদক থাকে। তাঁদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। এজন্য বিভিন্ন
প্রতিষ্ঠানের দ্রব্যসমূহ অধিক যতেœর সাথে উৎপাদন করা হয়। এর ফলে উৎপাদিত দ্রব্যসমূহের মান ক্রমাগত উন্নত হয়।
৩। ভোগের স্বাধীনতা: পুঁজিবাদে কোন দ্রব্য কি পরিমাণ ভোগ বা ক্রয় করবে সে সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ
করে। এ ব্যবস্থায় ভোগ বা ক্রয়ের উপরে রাষ্ট্রের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থাকে না।
৪। সর্বাধিক মুনাফা অর্জন: পুঁজিবাদের প্রধান লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন। এ ব্যবস্থায় পুঁজিপতিরা সর্বাধিক মুনাফা
অর্জনের জন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অন্যভাবে বলা যায়, এ ব্যবস্থায় যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন অধিক
লাভজনক, উৎপাদনকারীরা সেসব দ্রব্যসমূহ বেশি-বেশি উৎপাদন করে।
৫। শ্রেণি বৈষম্য: পুঁজিবাদে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য পুঁজিপতিরা অল্প ব্যয়ে উৎপাদন করতে চায়। তাই তাঁরা
শ্রমিকদের অল্প পারিশ্রমিক প্রদান করে। এর ফলে মালিক শ্রেণি দিন-দিন ধনিক শ্রেণিতে পরিণত হয়। আর শ্রমিক শ্রেণি
কালক্রমে গরীব হতে থাকে। এর ফলে সমাজে শ্রেণি বৈষম্য সৃষ্টি হয়।
৬। দক্ষতা বৃদ্ধি: পুঁজিবাদের অবাধ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ-নিজ দক্ষতা বৃদ্ধির
চেষ্টা করে। এর ফলে এ ব্যবস্থায় মানব সম্পদের ক্রমশ উন্নয়নের সম্ভাবনা থাকে।
৭। অপচয় বৃদ্ধি: পুঁজিবাদে অবাধ প্রতিযোগিতা ও যেকোন উপায়ে ভোক্তাকে আকর্ষনের জন্য বিজ্ঞাপন প্রচার ও বিক্রয়
কর্মী নিয়োগ করতে হয়। এতে প্রচুর অর্থ ব্যয় হয়।
পুঁজিবাদের অন্যতম বৈশিষ্ট্য অসাম্য সৃষ্টি। এই অসাম্য থেকে তৈরি হয় সামাজিক-রাজনৈতিক অস্থিরতা। উন্নত পুঁজিবাদী
দেশগুলো কল্যাণমূলক ব্যবস্থা প্রচলনের মাধ্যমে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সার-সংক্ষেপ
যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে তাকে পুঁজিবাদ বলে। পুঁজিবাদের উল্লেখযোগ্য
বৈশিষ্ট্য হলঃ (১) ব্যক্তি মালিকানাধীন উৎপাদনের উপাদান (২) অবাধ প্রতিযোগিতা (৩) ভোগের স্বাধীনতা (৪) সর্বাধিক
মুনাফা অর্জন (৫) শ্রেণি বৈষম্য (৬) দক্ষতা বৃদ্ধি (৭) অপচয়।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৮
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। কোন অর্থ ব্যবস্থায় মুনাফা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
ক) পুঁজিবাদ খ) সমাজতন্ত্র
গ) কতিপয়তন্ত্র ঘ) সাম্যবাদ
২। পুঁজিবাদের উল্লেখযোগ্য বা প্রধান বৈশিষ্ট্যÑ
র) সম্পদের ব্যক্তি মালিকানা রর) অবাধ প্রতিযোগিতা ররর) অপচয়
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র