রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি ও সমস্যা

জনকল্যাণ, নির্বাচকমন্ডলী, জরুরি অবস্থা, বিচার বিভাগের প্রাধান্য, ক্ষমতা
পৃথকীকরণ নীতি।
রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি
রাষ্ট্রপতি শাসিত সরকারের কতকগুলো বিশেষ গুণ রয়েছে নি¤েœ তা আলোচনা করা হল ঃ
১। স্থায়িত্ব ঃ সরকারের স্থায়িত্ব রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সর্বাধিক উল্লেখযোগ্য গুণ হিসেবে বিবেচিত হয়।
আইনসভার আস্থা-অনাস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভরশীল নয়। নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার আগে
সরকারের পতন ঘটার আশঙ্কা থাকে না।
২। জনকল্যাণ ঃ আইনসভার সদস্যদের সন্তুষ্টি অর্জনের জন্য সময়ের অপব্যয় ঘটে না। সরকার জনকল্যাণে দীর্ঘমেয়াদি
পরিকল্পনা গ্রহণ ও বাস্তবে রূপায়িত করতে পারে। সরকারের অনুসৃত নীতি ও কার্যক্রমের মধ্যে নিরবিচ্ছিন্নতা বজায়
থাকে। এর ফলে সরকারের দৃঢ়তা বৃদ্ধি পায়।
৩। জরুরি অবস্থার উপযোগী ঃ রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা জরুরি অবস্থা মোকাবেলায় উপযোগী। শাসন-বিভাগের
চূড়ান্ত কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে বিধায়, জরুরি প্রয়োজনে তিনি দ্রæত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে
পারেন।
৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুবিধা ঃ ক্ষমতা পৃথকীকরণ নীতির প্রয়োগের ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থার সৃষ্টি
হয়। এ ধরণের শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগ পরস্পর স্বতন্ত্র থেকে নিজ-নিজ এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা
করে। এর ফলে আইন এবং শাসন বিভাগের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকে না।
৫। রাষ্ট্রপতির স্বাধীনতা ঃ এই ধরনের সরকারে সরকারি নীতি নির্ধারণ, সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং এ সমস্ত নীতি ও
সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে ভূমিকা পালন করে থাকেন। তাঁর উপর দলীয় প্রভাব বা
প্রাধান্য বিস্তার করা সহজে সম্ভব হয় না।
৬। রাষ্ট্রের উন্নয়ন সাধন ঃ রাষ্ট্রপতি শাসিত সরকারে উন্নয়ন প্রক্রিয়া দ্রæত থাকে। রাষ্ট্রপতি তাঁর কাজের জন্য আইনসভার
নিকট দায়বদ্ধ থাকেন না বিধায়, তিনি এককভাবে দ্রæত ও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন। একই সুযোগে আইন সভার
সময়ক্ষেপণ বাদ দিয়ে তিনি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও করতে পারেন।
রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রধান নির্বাহী হিসাবে রাষ্ট্রপতি দলতন্ত্রের মধ্যে আটকে না থেকেই বেশির ভাগ সময় প্রয়োজনীয়
সিদ্ধান্তগুলি নিতে পারেন। এ কারণে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রপতি শাসিত সরকারের পক্ষে মত দেন।
রাষ্ট্রপতি শাসিত সরকারের সমস্যাবলী
বিভিন্ন গুণাবলির অস্তিত্ব সত্তে¡ও রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থার বিরুদ্ধে সমালোচনার অভাব নেই। নি¤েœ তা আলোচনা করা হল ঃ
১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কুফল ঃ ক্ষমতা স্বতন্ত্রীকরণের কুফল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়।
আইন-বিভাগ এবং শাসন বিভাগ পরস্পর পৃথক থেকে নিজ-নিজ কার্য সম্পাদন করে। তাই এ দুই বিভাগের মধ্যে
সহযোগিতার অভাব ঘটে। এতে উভয় বিভাগের মধ্যে ভুল বোঝাবুঝি ও সংঘর্ষের আশংকা থাকে।
২। স্বৈরাচারমূলক ঃ এই প্রকার শাসনব্যবস্থায় শাসন বিভাগের সকল ক্ষমতা চূড়ান্তভাবে রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকে।
রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন। আবার আইনসভার কাছে তিনি দায়বদ্ধও নন। নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার
আগে তাঁকে সহজে পদচ্যুত করা যায় না। এর ফলে রাষ্ট্রপতির পক্ষে স্বেচ্ছাচারী হওয়ার পথে কোন বাধা থাকে না।
৩। অনমনীয়তা ঃ শাসনব্যবস্থার অনমনীয়তা রাষ্ট্রপতি শাসিত সরকারের অন্যতম ত্রæটি হিসেবে গণ্য হয়। রাষ্ট্রপতিই মূলত
ক্ষমতার মূল স্তম্ভ বিধায়, তাঁর ইচ্ছার বাইরে রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থায় কোন ধরনের কাম্য পরিবর্তন সহজে
সম্পাদন করা সম্ভব হয় না।
৪। জনমত প্রতিফলিত হয় না ঃ রাষ্ট্রপতি শাসিত সরকারে জনসাধারণের সঙ্গে রাষ্ট্রপতির কোন প্রত্যক্ষ সংযোগ স্থাপিত
হয় না। কারণ সে রকম কোন সুযোগ এ ধরনের সরকারে থাকে না। গণসংযোগের মাধ্যমগুলোর সাহায্যে এই
সংযোগ পরোক্ষভাবে সম্পাদিত হয়। এ কারণে রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থায় জনমতের প্রকৃত প্রতিফলন পরিলক্ষিত হয় না।
পরিশেষে বলা যায় যে, নানাবিধ সীমাবদ্ধতা থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু আছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে এই ব্যবস্থা বেশ সাফল্যের সঙ্গে বহাল আছে। মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় দল প্রথার উদ্ভব ও
বিকাশ, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতার ভিত্তি প্রস্তুত করেছে। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিশাসিত সরকার সফল হয়েছে।
সার-সংক্ষেপ
গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটি রূপ হল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। এ ধরনের শাসন ব্যবস্থায় শাসন বিভাগ
আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর
নির্বাহী কর্তৃত্বের সর্বোচ্চ প্রকাশ ঘটান। রাষ্ট্রপতির কার্যকাল সংবিধান অনুযায়ী নির্দিষ্ট থাকে। সংবিধান লংঙ্ঘন, দেশ
দ্রোহিতা, উৎকোচ গ্রহণ প্রভৃতি কারণে তাঁকে পদচ্যুত করা যায়।
পাঠোত্তর মূল্যায়ন-৭.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাতে শাসন বিভাগের প্রধান কে?
(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী
(গ) স্পীকার (ঘ) কোনটিই নয়
২। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাতে আইনসভার নিকট দায়-দায়িত্ব নেই কার?
(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি
(গ) মন্ত্রসভা (ঘ) স্পীকার
৩। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাতে সবচেয়ে ক্ষমতাবান কে?
(ক) সেনাপ্রধান (খ) রাষ্ট্রপতি
(গ) মন্ত্রিসভা (ঘ) স্পীকার

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]