রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মাঝে মূল পার্থক্যগুলো তুলে ধরুন।

ক্ষমতার প্রাধান্য, আইনসভার প্রাধান্য, অর্থনৈতিক বিকাশ, সুষম উন্নয়ন,
স্বায়ত্তশাসন, স্বৈরাচার, রাজনৈতিক চেতনা।
এককেন্দ্রিক সরকারের গুণাবলি
এককেন্দ্রিক সরকারের গঠন ও কার্য পরিচালনার ক্ষেত্রে কতকগুলো গুণ বিশেষভাবে পরিলক্ষিত হয়। নি¤েœ
এককেন্দ্রিক সরকারের গুণাবলি আলোচনা করা হল ঃ
১। কেন্দ্রীয় ক্ষমতার প্রাধান্য ঃ এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। কেন্দ্রীয়
সরকারের কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় অত্যন্ত সহজ এবং সুষ্ঠুভাবে তার পক্ষে কার্য-পরিচালনা করা সম্ভব। প্রশাসন
পরিচালনায় কোন জটিলতা সৃষ্টি হয় না।
২। শক্তিশালী সরকার ঃ এককেন্দ্রিক রাষ্ট্রে সরকার শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র এবং অঙ্গরাজ্যের মধ্যে
বিরোধের সম্ভাবনা থাকে, এককেন্দ্রিক সরকারের কোন সাংবিধানিক প্রতিপক্ষ থাকে না। সুতরাং তার পক্ষে একক
ইচ্ছায় সকল ক্ষমতা প্রয়োগ এবং একচ্ছত্র প্রভাব ও প্রাধান্য প্রতিষ্ঠা সম্ভব।
৩। আইন প্রণয়নের প্রাধান্য ঃ কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগের দায়িত্ব গ্রহণ করে।
প্রশাসনিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এ সরকারই একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সমগ্র দেশ একই ধরণের আইন এবং
প্রশাসনিক নীতির অন্তর্ভূক্ত হয়।
৪। আইন সভার প্রাধান্য ঃ এককেন্দ্রিক সরকারে সংবিধানের পরিবর্তে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।
এককেন্দ্রিক সরকারের চরিত্র অনুসারে সংবিধান নমনীয় বা সুপরিবর্তনীয় হয়। কেন্দ্রীয় আইনসভা সহজেই সাধারণ
আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে পারে।
৫। অর্থনৈতিক বিকাশ ঃ অর্থনৈতিক দিক থেকেও অনেকের কাছে এককেন্দ্রিক সরকার কাম্য। আধুনিক রাষ্ট্রে সরকারকে
জনকল্যাণ এবং দ্রæত অর্থনৈতিক সমস্যাসমূহের সমাধানের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং রূপায়নের দায়িত্ব গ্রহণ করতে হয়।
৬। ব্যয়ভার হ্রাস ঃ অনেকে মনে করেন যে, এককেন্দ্রিক সরকারে কেন্দ্র এবং অঙ্গরাজ্যের বিভক্তি না থাকায় প্রশাসন
পরিচালনার ব্যয়ভার হ্রাস পায় বিধায় জনসাধারণকেও কর এবং অন্যান্য খাতে অনেক কম ব্যয় ভার বহন করতে হয়।
এজন্য এই সরকার জনপ্রিয়তা অর্জন করে।
৭। ছোট রাষ্ট্রে উপযোগী ঃ ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক সরকার বিশেষ উপযোগী। যেসব দেশে জাতিগত
এবং ভাষা ও ঐতিহ্যগত বৈচিত্র্য কম সেসব দেশের শাসনকার্য পরিচালনা করা এককেন্দ্রিক সরকারের জন্য
সুবিধাজনক। যার ফলে সেসব দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
পরিশেষে বলা যায় যে, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনে এককেন্দ্রিক সরকার দ্রæত ব্যবস্থা গ্রহণ করতে
পারে। আবার শান্তির সময়েও এর অন্যথা হয় না। এসব কারণে সারা পৃথিবীর অনেক দেশে এককেন্দ্রিক ব্যবস্থা চালু আছে।
এককেন্দ্রিক সরকারের সমস্যাবলী
এককেন্দ্রিক সরকারের কতকগুলো গুণ থাকলেও এটি ক্রুটিমুক্ত কোন ব্যবস্থা নয়। নি¤েœ এককেন্দ্রিক সরকারের সমস্যাগুলি
আলোচনা করা হল ঃ
১। কেন্দ্রীয় সরকারের প্রাধান্য ঃ এককেন্দ্রিক সরকারে সর্বত্রই কেন্দ্রীয় সরকারের প্রাধান্য পরিলক্ষিত হয়। এর ফলে
আঞ্চলিক সরকারগুলোর অস্তিত্ব অর্থহীন হয়ে পড়ে। এককেন্দ্রিক ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার শক্তিশালী হওয়াও কঠিন।
২। প্রশাসনিক জটিলতা ঃ একই ধরনের আইন ও ব্যবস্থার মাধ্যমে সকল অঞ্চলের সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব নয়।
বিভিন্ন অঞ্চলের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা প্রয়োজন। আঞ্চলিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য
প্রয়োজন বৈচিত্র্যপূর্ণ পদ্ধতি ও ব্যবস্থা। এককেন্দ্রিক সরকারে তা সম্ভব নয়।
৩। আমলা নির্ভর সরকার ঃ এককেন্দ্রিক শাসনব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশের প্রতিটি অঞ্চলের এবং
সকল সমস্যার খুঁটিনাটি বিবেচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। রাজনীতিবিদগণ দ্রæত সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব
সম্পাদনের জন্য আমলাদের সাহায্য ও পরামর্শের উপর নির্ভরশীল হয়ে পড়েন।
৪। কেন্দ্রবিরোধী মনোভাব ঃ এককেন্দ্রিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের পক্ষে সর্বদা সকল রাজ্য বা অঞ্চলের দাবির প্রতি
নজর দেওয়া ও সুবিচার করা সম্ভব হয় না। এর ফলে আঞ্চলিকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতাকামী প্রবণতা বৃদ্ধি পায়।
৫। দ্রæত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ ঃ এককেন্দ্রিক সরকারে খুব দ্রæত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। এই ব্যবস্থাতে কেন্দ্রীয়
সরকারের আইন ও শাসন বিভাগের বোঝা ক্রমশই ভারী হয়ে ওঠে। একটি মাত্র সরকারকে সকল দায়িত্ব পালন
করতে হয় বিধায় বিভিন্ন অঞ্চলের প্রয়োজন অনুযায়ী দ্রæত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না।
৬। ভৌগোলিক ও মানসিক দূরত্ব ঃ বৃহদায়তন রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার সফল হতে পারে না। এককেন্দ্রিক ব্যবস্থাতে
কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন অঞ্চলের জনগণের মধ্যে ভৌগোলিক এবং মানসিক দূরত্ব বেশি থাকে।
৭। অর্থনৈতিক বৈষম্য ঃ অর্থনৈতিক দিক থেকেও এককেন্দ্রিক সরকারকে সমর্থন করা যায় না। যে-কোন রাষ্ট্রের বিভিন্ন
অঞ্চলের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা থাকে। এককেন্দ্রিক সরকারে যেহেতু কেন্দ্রীয় সরকার
এককভাবে সামগ্রিক জাতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণ করে সেজন্য প্রতিটি অঞ্চলের দিকে দৃষ্টি দেয়া সম্ভব হয় না।
৮। স্থানীয় উদ্যোগ ও উৎসাহ দমন ঃ জে ডবিøউ গার্নারের মতে, এককেন্দ্রিক সরকার স্থানীয় উদ্যোগ ও উৎসাহ দমন
করে। সরকার রাজনৈতিক বিষয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উৎসাহ সঞ্চারের পরিবর্তে নিরুৎসাহ সৃষ্টি করে।
৯। নমনীয় সরকার ঃ এককেন্দ্রিক সরকার নমনীয় বলেই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত দল নিজেদের রাজনৈতিক স্বার্থে
সংবিধান সংশোধন করতে পারে। এর ফলে একদিকে দলীয় স্বেচ্ছাচার এবং অন্যদিকে শাসনতান্ত্রিক একনায়কতন্ত্রের
পথ প্রশস্ত হয়। অতিনমনীয়তা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য ধ্বংস করতে পারে।
১০। আঞ্চলিক স্বায়ত্তশাসন ঃ যে-সব দেশে আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দাবি অত্যন্ত প্রবল সেসব দেশে
এককেন্দ্রিক সরকার সাফল্য অর্জন করতে পারে না।
পরিশেষে বলা যায় যে, ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকারের সফল হবার সম্ভাবনা বেশি থাকে। বৃহদায়তন
রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারের পক্ষে সকল অঞ্চলে সমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সমান সেবাদান সমস্যা হতে পারে। নানাবিধ
জাতি, ভাষা কিংবা সংস্কৃতিতে বিভক্ত রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক ব্যবস্থাকে সহায়ক হিসেবে বিবেচনা করা হয় না।
সার-সংক্ষেপ
এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের সরকারে কেন্দ্রীয়, প্রাদেশিক
বা আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় না। আয়তনে ছোট রাষ্ট্রগুলির ক্ষেত্রে এক কেন্দ্রিক সরকার
বেশ কার্যকর হলেও, বিশাল আয়তন ও নানা জাতি, নানা সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্রগুলেতে এককেন্দ্রিক সরকার খুব বেশি সফল হয় না।
পাঠোত্তর মূল্যায়ন-৭.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। এককেন্দ্রিক সরকারের ক্ষমতার উৎস কি?
(ক) আইনসভা (খ) মন্ত্রিসভা
(গ) সংবিধান (ঘ) জনগণ
২। সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুসারে সরকার ব্যবস্থা কয় প্রকার?
(ক) ২ (খ) ৪
(গ) ৬ (ঘ) ৮
৩। এককেন্দ্রিক সরকার কোন ধরনের রাষ্ট্রের জন্য উপযোগী?
(ক) আয়তনে বড় (খ) আয়তনে ছোট
(গ) উন্নত রাষ্ট্র (ঘ) উন্নয়নশীল রাষ্ট্র

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]