এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার

স্থানীয় সরকার, অঙ্গরাজ্য, আইনের বৈধতা, আইন সভার প্রাধান্য।
এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য
এককেন্দ্রিক সরকার হল এমন সরকার, যেখানে শাসন বিষয়ক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত
থাকে। যুক্তরাজ্য, ফ্রান্স এককেন্দ্রিক সরকারের যথার্থ দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্র এবং
অঙ্গরাজ্যের সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়। এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য আছে। নি¤েœ পার্থক্যসমূহ আলোচনা করা হল ঃ
১। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঃ এককেন্দ্রিক সরকারে রাষ্ট্র পরিচালনার একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। তার
ইচ্ছা এবং সিদ্ধান্তই চূড়ান্ত। যুক্তরাষ্ট্রীয় সরকার ভিন্ন ধরণের। কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্যের সরকারসমূহ নিয়ে
এই সরকার গঠিত হয়। এই সরকারে অঙ্গরাজ্যের সরকারসমূহের অস্তিত্ব কেন্দ্রীয় সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল
নয়। তারা সংবিধান কর্তৃক গঠিত। এ কারণেই তাদের স্বতন্ত্র সাংবিধানিক মর্যাদা আছে। সংবিধানের কাছেই তারা দায়বদ্ধ থাকে।
২। সংবিধানের ধরণ ঃ এককেন্দ্রিক সংবিধান ব্রিটেনের মতো অলিখিত এবং ফ্রান্সের মতো লিখিত হতে পারে। কিন্তু
যুক্তরাষ্ট্রীয় সংবিধান অবশ্যই লিখিত হবে। এর প্রধান কারণ হল এককেন্দ্রিক রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে সকল
ক্ষমতা ন্যস্ত থাকে। সেই কারণে সংবিধান অলিখিত হলেও কোন অসুবিধা নেই। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারে
কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য উভয়েরই সরকার থাকে। সংবিধানে প্রত্যেকের নিজ নিজ এখতিয়ার এবং ক্ষমতা নির্দিষ্ট না
থাকলে উভয় পক্ষের মধ্যে বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
৩। সংবিধান সংশোধনের ক্ষেত্রে ঃ এককেন্দ্রিক সরকার নিজের প্রয়োজন অনুসারে অপেক্ষাকৃত সহজে আইন ও ক্ষমতার
পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধান সংশোধনের পদ্ধতি সুপরিবর্তনীয় হলে এবং ঐ ক্ষমতা
এককভাবে কেন্দ্রের হাতে ন্যস্ত থাকলে, কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের ক্ষমতা সংকুচিত করতে পারে। এ কারণেই
যুক্তরাষ্ট্রীয় সংবিধানের সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় হতে বাধ্য।
৪। আনুগত্য প্রকাশের ক্ষেত্রে ঃ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় নাগরিকদের কেবল কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য
প্রকাশ করে থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় নাগরিকদের বাস্তবে নিজ-নিজ রাজ্যের সরকার এবং
কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য ধারণ করতে হয়।
৫। আইন সভার প্রাধান্যের ক্ষেত্রে ঃ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার সার্বভৌমত্ব স্বীকার করা হয়।
অর্থাৎ এখানে আইনসভার প্রাধান্য পরিলক্ষিত হয়। এখানে আইন সভা কর্তৃক প্রণীত আইনকে অমান্য করা কঠিন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাতে আইন সভার পরিবর্তে সংবিধানের সার্বভৌমত্ব অধিক গুরুত্ব পেয়ে থাকে।
৬। নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঃ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় অঙ্গরাজ্যের সরকারসমূহ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। পক্ষান্তরে,
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অঙ্গরাজ্যের সরকারসমূহ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে সরকার পরিচালনা করে।
৭। স্থানীয় সরকার ঃ এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন স্থানীয় সরকার গঠন হতে পারে। তবে
এসব স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের অধীন এবং তার প্রতিনিধি হিসেবে কাজ করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় শাসন
ব্যবস্থায় আঞ্চলিক বা স্থানীয় সরকারসমূহ সংবিধান দ্বারা গঠিত এবং ক্ষমতা প্রাপ্ত হয়।
পরিশেষে বলা যায় যে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা দু’টি পৃথক ও বিপরীতধর্মী সরকার
ব্যবস্থা। কোন রাষ্ট্র কোন ধরনের সরকার গ্রহণ করবে তা সংশ্লিষ্ট রাষ্ট্রের আয়তন, নাগরিকের মনোভাব সর্বোপরি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে।
সার-সংক্ষেপ
এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করতে গেলে তাদের মধ্যে স্বাভাবিক কতকগুলো পার্থক্য
পরিলক্ষিত হয়। এককেন্দ্রিক সরকারে যেখানে ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে, সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারে ক্ষমতা সংবিধান অনুসারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।
পাঠোত্তর মূল্যায়ন-৭.১২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান?
(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য
(গ) ভারত (ঘ) কানাডা
২। সংবিধান সংশোধন কোন ব্যবস্থাতে সহজ?
(ক) এক কেন্দ্রিক খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) নির্দলীয় (ঘ) কোনটি নয়
৩। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মূল ক্ষমতা কার হাতে?
(ক) কেন্দ্র (খ) রাজ্য
(গ) আমলাতন্ত্র (ঘ) সেনাবাহিনী
চূড়ান্ত মূল্যায়ন
বহুপদী নির্বাচনী প্রশ্ন
১। সরকারের প্রধান লক্ষ্য−
(র) কঠোর অনুশাসন (রর) জনকল্যাণ নিশ্চিত (ররর) বিদ্রোহ দমন
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর
(গ) র ও রর (ঘ) রর ও ররর
২। কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়?
(র) ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে;
(রর) ক্ষমতা কেন্দ্রীকরণের মাধ্যমে;
(ররর) সচেতনতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩নং ও ৪নং প্রশ্নের উত্তর দিন ঃ
সৈকত বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তথাপি এদেশে এখনও দুর্নীতি বিদ্যমান। অনিয়মও
রয়েছে যথেষ্ট। উক্ত সমস্যাসমূহ থেকে মুক্তির জন্য সৈকত মনে করে এদেশে আইনের শাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা
নিশ্চিত করতে হবে।
৩। অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে জিনিসটি খুবই দরকার−
(ক) স্বৈরতন্ত্র (খ) রাজতন্ত্র
(গ) সুনাগরিক (ঘ) বুদ্ধিজীবী
৪। দুর্নীতি ও অনিয়ম বাংলাদেশের কোন ধরনের সমস্যা?
(ক) স্থানীয় সমস্যা (খ) আঞ্চলিক সমস্যা
(গ) জাতীয় সমস্যা (ঘ) আন্তর্জাতিক সমস্যা
নিচের ছকটি দেখে ৫নং প্রশ্নের উত্তর দিন ঃ
৫। (?) চিহ্নিত স্থানটি কোনটি নির্দেশ করে?
(ক) আইন বিভাগ (খ) সামরিক বাহিনী
(গ) আমলাতন্ত্র (ঘ) এলিট
নিচের উদ্দীপকটি পড়ে ৬নং ও ৭নং প্রশ্নের উত্তর দিন ঃ
‘ক’ নামক রাষ্ট্রে আইনের অনুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, শক্তিশালী নির্বাচন কমিশন
বিদ্যমান। অপরদিকে ‘খ’ নামক রাষ্ট্রের জনগণ এসব প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সেখানে গণতন্ত্র চালু হলেও আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা নেই।
৬। ‘ক’ নামক রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
(ক) এককেন্দ্রিক (খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) সংসদীয় (ঘ) রাষ্ট্রপতি শাসিত
৭। উদ্দীপকে বর্ণিত ‘খ’ নামক রাষ্ট্রে সরকারের যে বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তা হল−
(ক) আইন (খ) শাসন
(গ) বিচার (ঘ) নির্বাচক মন্ডলী
সরকার
শাসন
বিভাগ ?
বিচার
বিভাগ
সৃজনশীল প্রশ্ন
১। নিচের ছকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
অ সরকার ব্যবস্থা ই সরকার ব্যবস্থা
# প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ তাঁদের কাজে জন্য
সংসদের নিকট দায়ী।
# প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ তাঁদের কাজে জন্য
সংসদের নিকট দায়ী নয়।
# শাসন বিভাগের সদস্যগণ আইন সভারও
সদস্য হয়ে থাকেন।
# শাসন, আইন ও বিচার বিভাগের পৃথকীকরণ করা
হয়ে থাকে।
# জনমত দ্বারা পরিচালিত হয়। # জাতীয় সংকটকালে দ্রæত সিদ্ধান্ত নিতে পারে।
(ক) গণতন্ত্রের সংজ্ঞা দিন।
(খ) গণতন্ত্রের শ্রেণিবিভাগ করুন।
(গ) অ দ্বারা কোন ধরনের সরকার ব্যবস্থাকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করুন।
(ঘ) আপনি কি মনে করেন ই অপেক্ষাকৃত উত্তম সরকার ব্যবস্থা? বিশ্লেষণ করুন।
২। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দিন।
মি. রাহুল ‘ক’ রাষ্ট্রের একজন মন্ত্রী। তাঁর কার্যক্রমের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে ও তাঁর মন্ত্রিসভা দেশের জাতীয়
সংসদের নিকট জবাবদিহি করতে হয়। তাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কার্যক্রম
পরিচালনা করেন। তাদের দেশের আইন অনুযায়ী অনাস্থা দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে তাদের পদত্যাগ
করতে হয়।
(ক) আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা দিন।
(খ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কীরূপ?
(গ) মি. রাহুল এর দেশের সরকার ব্যবস্থা কোন ধরনের সরকার ব্যবস্থা? ব্যাখ্যা করুন।
(ঘ) “উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থাই উত্তম সরকার ব্যবস্থা।”− বিশ্লেষণ করুন।
৩। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দিন।
রায়হান ‘ক’ রাষ্ট্রের এবং রাহাত ‘খ’ রাষ্ট্রের নাগরিক। রায়হানের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হন। উক্ত
রাষ্ট্রের সরকার প্রধান ও মন্ত্রিসভা আইনসভার নিকট জবাবদিহি করেন না। অন্যদিকে রাহাতের রাষ্ট্রের সরকার
জনগণের ভোটে নির্বাচিত হন এবং সরকার প্রধান ও মন্ত্রিসভা আইনসভার নিকট জবাবদিহি করে থাকে। যার ফলে
রাষ্ট্রের উন্নয়ন দ্রæতগতিতে বৃদ্ধি পায়।
(ক) সরকার কী?
(খ) এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝেন?
(গ) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য নিরূপন করুন।
(ঘ) রায়হান ও রাহাতের দেশের দুটি সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশের জন্য আপনি কোন ধরনের সরকার
ব্যবস্থাকে উত্তম বলে মনে করবেন। ব্যাখ্যা দিন।
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৭.১ ঃ ১। গ ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। ক ৭। খ ৮। গ ১০। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৭.২ ঃ ১। ক ২। খ ৩। খ ৪। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৩ ঃ ১। খ ২। ঘ ৩। ঘ ৪। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৪ ঃ ১। খ ২। গ ৩। ক ৪। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৫ ঃ ১। খ ২। ক ৩। খ ৪। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৬ ঃ ১। খ ২। ঘ ৩। ক ৪। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৭ ঃ ১। ক ২। খ ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৮ ঃ ১। গ ২। খ ৩। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৭.৯ ঃ ১। খ ২। ক ৩। গ ৪। ক
পাঠোত্তর মূল্যায়ন- ৭.১০ ঃ ১। গ ২। ক ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.১১ ঃ ১। ক ২। খ ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৭.১২ ঃ ১। খ ২। ক ৩। ক
চ‚ড়ান্ত মূল্যায়ন ঃ ১। খ ২। গ ৩। গ ৪। গ ৫। ক ৬। গ ৭। খ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]