গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা

গঠনমূলক সমালোচনা, রাজনৈতিক সামাজিকীকরণ, জবাবদিহিতা, বিকল্প নীতি,
গণতন্ত্র, বিরোধী দল।
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা
দল প্রথার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দলই শাসনকার্য পরিচালনা
করে। নির্বাচনে পরাজিত দল বা দলগুলি আইন সভাতে বিরোধী দলের ভূমিকা নেয়। একটি আদর্শ বিরোধী দল কেবল
বিরোধীতার খাতিরেই বিরোধীতা করে না। বরং সরকারের গঠনমূলক সমালোচনা, ভুলগুলো ধরিয়ে দেয়া এবং জাতীয়
স্বার্থে প্রয়োজন মাফিক সরকারকে পরামর্শ দেয়ার দায়িত্ব পালন করে। নি¤েœ গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা
আলোচনা করা হল ঃ
১। গঠনমূলক সমালোচনা ঃ গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে নিয়ন্ত্রণে
রাখে। সরকার বিরোধী দলের সমালোচনার চাপে একক কোন সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারে না।
বিরোধী দল সুপরিকল্পিতভাবে সরকারের সমালোচনা করে সরকারের ত্রæটি-বিচ্যুতি জনসাধারণের সামনে তুলে ধরে।
২। অধিকার বাস্তবায়ন ঃ জনগণের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার
যাতে জনগণের অধিকার খর্ব করে কোন সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে বিরোধী দলকে সচেষ্ট থাকতে হয়।
৩। গণতন্ত্র রক্ষা ঃ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্র মানেই বিভিন্ন
মতামতের সংমিশ্রণ। এক্ষেত্রে বিভিন্ন দলের সহাবস্থান অবশ্যই থাকতে হয়। শক্তিশালী বিরোধী দলের অভাবে
সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে। জন স্টুয়ার্ট মিল তাই বলেন, “যেখানে বিরোধী দল নেই, সেখানে গণতন্ত্র নেই”।
৪। বিকল্প নীতি উত্থাপনঃ বিরোধী দলের অন্যতম একটি কাজ হচ্ছে সরকারি নীতিমালাগুলো ভালোভাবে যাচাই বাছাই
করা। এক্ষেত্রে যদি কোন নীতিমালা জন বান্ধব মনে না হয়, সেক্ষেত্রে বিরোধী দল দেশের স্বার্থে উন্নততর বিকল্প
নীতি প্রস্তাব করতে পারে। এর মধ্য দিয়ে বিরোধী দল জনগণের নিকট তাদের অবস্থানও স্পষ্ট করতে পারে।
৫। সমস্যা চিহ্নিত করা ঃ রাষ্ট্রে অনেক ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্যা বিদ্যমান থাকে। এ ধরনের
সমস্যাগুলো সমগ্র জনগোষ্ঠীর পক্ষে বিরোধীদল সরকারের কাছে উপস্থাপন করতে পারে।
৬। জনমত গঠন ঃ রাষ্ট্র ও সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে কোন দুর্বলতা চিহিৃত করতে পারলে, সেগুলো ব্যবহার করে
বিরোধী দল নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করতে পারে। বিরোধী দল যদি তাদের যুক্তির স্বপক্ষে শক্তিশালী
জনমত গড়ে তুলতে পারে তাহলে পরবর্তী নির্বাচনে তাদের ক্ষমতায় আসার পথ সুগম হয়।
৭। প্রার্থী মনোনয়ন ঃ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে। আর এ
ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হল সাধারণ নির্বাচন। তাই নির্বাচনের সময় বিরোধী দল নিজ-আদর্শ
সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর সমর্থনে প্রচারকার্য চালায়।
৮। পারস্পরিক সম্পর্ক ঃ গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখার জন্য বিরোধী দলকে ভূমিকা রাখতে হয়। এক্ষেত্রে সরকারি
দলের সাথে সার্বক্ষনিক বৈরিতার সম্পর্ক টিকিয়ে রাখার পরিবর্তে যুক্তিসঙ্গত সমালোচনা ও প্রয়োজন মাফিক সমর্থন
দান করাটাও বিরোধী দলের দায়িত্বের মধ্যে পড়ে।
৯। রাজনৈতিক সংযোগ সাধন ঃ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের অন্যতম কাজ হল রাজনৈতিক সংযোগ
সাধন। বিরোধী দল জনগনের বিভিন্ন দাবি-দাওয়া বা মতামতকে সরকারের নিকট পেশ করে থাকে। এভাবে বিরোধী
দলের সাথে জনগণের সংযোগ সাধন হয়ে থাকে।
১০। রাজনৈতিক সামাজিকীকরণ ঃ রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে বিরোধী দল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে
থাকে। জনগণকে রাজনীতির সাথে একত্রীকরণ, মূল্যবান ভোট সম্পর্কে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দল
কাজ করে থাকে। আর এভাবেই রাজনৈতিক সামাজিকীকরণ সৃষ্টি হয়।
১১। জবাবদিহিতা নিশ্চিত করা ঃ গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা
তাদের কার্যের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। মন্ত্রিসভার যেকোন সিদ্ধান্ত বা নীতি
সম্পর্কে বিরোধীদলের সদস্যরা জিজ্ঞাসাবাদ করতে পারেন। মন্ত্রীগণ তার জবাব দিতে বাধ্য থাকেন। যে কোন
আপত্তিকর সিদ্ধান্ত বা নীতির বিরুদ্ধে বিরোধী দলীয় সদস্যরা অভিযোগ উত্থাপন করতে পারেন।
পরিশেষে বলা যায় যে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অতি আবশ্যক। কোন রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল
না থাকে, তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার আশঙ্কা থাকে। সরকারকে সর্বদা বিরোধী দলের দাবির প্রতি
সহনশীল হতে হবে। আবার বিরোধী দল অহেতুক রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার ব্যাপারে সর্তক থাকবে।
বস্ততঃ বিরোধী দল ছাড়া রাজনৈতিক ব্যবস্থাই অচল হয়ে পড়ে। এসব কারণে, সার্বিক গুরুত্ব বিবেচনা করে, ব্রিটেনে বিরোধী দলকে মহামান্য রাজা-রাণীর বিরোধী দল বলা হয়ে থাকে।
সার-সংক্ষেপ
গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বাকি
দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অপরিহার্য। কোন রাষ্ট্রে যদি
শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার সমূহ আশঙ্কা থাকে। গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের বিকল্প নেই।
পাঠোত্তর মূল্যায়ন-৮.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বিকল্প নীতি উত্থাপন কে করতে পারে ?
(ক) সরকারি দল (খ) বিরোধী দল
(গ) সামরিক বাহিনী (ঘ) সচিবালয়
২। রাজনৈতিক দল ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কেমন ?
(ক) পরষ্পর বিরোধী (খ) ঘনিষ্ঠ
(গ) বৈরী (ঘ) কোন সম্পর্ক নেই
৩। বিরোধী দলের কাজ হল−
(র) গঠনমূলক সমালোচনা করা (রর) সরকার গঠন করা
(ররর) গণতন্ত্র রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) র ও ররর (ঘ) রর ও ররর
৪। গণতন্ত্রে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করে কেন?
(র) জনমত গঠনের জন্য
(রর) নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য
(ররর) ভয়-ভীতির কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]