আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভ‚মিকা

ন্যায়বিচার, সংবিধানের প্রাধান্য, মৌলিক অধিকার, সাম্য, ব্যক্তিস্বাধীনতা, বাক্
স্বাধীনতা।
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভ‚মিকা
আইনের শাসনের অর্থ হল আইনের দৃষ্টিতে সকলেই সমান। শাসক-শাসিত, ধনী-গরিব, জাতি, ধর্ম-বর্ণ-লিঙ্গ
নির্বিশেষে প্রত্যেক মানুষ আইনের অধীনে থাকবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যেখানে আইনের শাসন নেই
সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এ ভি ডাইসি (অ.ঠ. উরবপু) মনে করেন আইনের শাসনের অর্থ হলÑ
(র) আইনের দৃষ্টিতে সকলে সমান
(রর) সকলের জন্য একই ধরনের আইন থাকবে;
(ররর) কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা যাবে না;
(রা) কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না এবং
(া) অভিযুক্তকারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে।
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভ‚মিকা অপরিসীম। নি¤েœ আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভ‚মিকা আলোচনা করা হল:
১। ন্যায়বিচার প্রতিষ্ঠা: আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হল ন্যায়বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ
বিচারিক কার্য সম্পাদন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। ন্যায়বিচার প্রতিষ্ঠা তথা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের
ভ‚মিকাই প্রধান।
২। সংবিধানের প্রাধান্য রক্ষা: বিচার বিভাগের অন্যতম কাজ হল সংবিধানের ব্যাখ্যা দেওয়া। এজন্য সংবিধানের রক্ষক ও
অভিভাবক বলা হয় বিচার বিভাগকে। সংবিধান রক্ষার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা পায়।
৩। মৌলিক অধিকার রক্ষা: মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভ‚মিকা অনস্বীকার্য। কোন ব্যক্তির যদি মৌলিক
অধিকার খর্ব হয় এবং তিনি যদি আইনের আশ্রয় নেন তাহলে বিচার বিভাগ তাঁর মৌলিক অধিকার রক্ষা করার জন্য
পদক্ষেপ নিয়ে থাকে। এভাবে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় ভ‚মিকা পালন করে।
৪। সাম্য প্রতিষ্ঠা: বিচার বিভাগ সমাজে সাম্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভ‚মিকা রাখে। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে
সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান। বিচার বিভাগ সমাজে সকলের জন্য একই বিচারের মানদন্ড নিশ্চিত করে আইনগত
সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে।
৫। ব্যক্তিস্বাধীনতা রক্ষা: ব্যক্তিস্বাধীনতা রক্ষায় বিচার বিভাগ অগ্রগণ্য ভ‚মিকা পালন করে। সমাজের প্রত্যেক ব্যক্তি যাতে
তার চিন্তা, কর্ম, চলাফেরা স্বাধীনভাবে করতে পারে বিচার বিভাগ তা নিশ্চিত করে আইনের শাসন রক্ষা করে থাকে।
৬। বাক্ স্বাধীনতা রক্ষা: বাক্ স্বাধীনতা ও চিন্তার বহিঃপ্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। বাক্ স্বাধীনতা রক্ষা বিচার
বিভাগের অন্যতম দায়িত্ব। বিচার বিভাগ নাগরিকের বাক্ স্বাধীনতা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে।
৭। অপরাধীকে শাস্তি প্রদান: বিচার বিভাগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি প্রদান এবং নিরপরাধ ব্যক্তিকে মুক্তি
দিয়ে থাকে। এর মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা পায়।
৮। স্বেচ্ছাচারিতা রোধ: আইন ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধে বিচার বিভাগ অনন্য ভ‚মিকা পালন করে। অনেক
সময় আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যক্রম, বিচার বিভাগ “তার বিচার বিভাগীয় পর্যালোচনার
ক্ষমতা ব্যবহারের” মাধ্যমে বাতিল করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে।
৯। বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রে বিরাজমান বিভিন্ন ধরনের বিরোধ বিচার বিভাগ মীমাংসা করে দেয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়
কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার বন্টন নিয়ে কখনো-কখনো বিরোধ সৃষ্টি হয়। সাংবিধানিক উপায়ে
এ ধরনের বিরোধ নিষ্পত্তি করে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা করে।
১০। সংকট নিরসনে ভ‚মিকা: সমাজে অনেক সময় বিভিন্ন ইস্যুতে সংকট সৃষ্টি হয়। এ ধরনের সংকট নিরসনে বিচার
বিভাগ এগিযে আসে। বিচার বিভাগের বৈধ-অবৈধ ঘোষণার মাধ্যমে এ সংকট দূর হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা পায়।
পরিশেষে বলা যায়, স্বাধীন, নিরপেক্ষ এবং দলীয় হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগের মাধ্যমেই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
সার-সংক্ষেপ
আইনের শাসনের অর্থ হল আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইনের শাসনকে বলা যায়
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। অধ্যাপক ডাইসির আইনের শাসনের ব্যাখ্যা অনুসারে আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ। বিচার বিভাগ প্রতিটি রাষ্ট্রে প্রচলিত রাষ্ট্রীয় আইন অনুসারে বিচার কার্যক্রম
পরিচালনা করে থাকে। বিচারকগণ আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের শাসনকে নিশ্চিত
করে। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। বিচার বিভাগ আপিল ক্ষমতা প্রয়োগের মাধ্যমেও
আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সংবিধান সমুন্নত রাখা বিচার বিভাগের অন্যতম একটি দায়িত্ব।
পাঠোত্তর মূল্যায়ন-৯.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। ‘আইনের শাসন’ মতবাদের প্রবক্তা কে?
ক) নিকোলো ম্যাকিয়াভেলি খ) টমাস হবস
গ) জন লক ঘ) এ ভি ডাইসি
২। সংবিধানের রক্ষক ও অভিভাবক বলা হয় কাকে?
ক) আইন বিভাগকে খ) বিচার বিভাগকে
গ) রাষ্ট্রপ্রধানকে ঘ) শাসন বিভাগকে
৩। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে কে?
ক) আইন বিভাগ খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ ঘ) দুর্নীতি দমন কমিশন
৪। আইনের শাসনের অর্থ হলÑ
র. আইনের দৃষ্টিতে সকলে সমান
রর. কাউকে বিনা অপরাধে আটক করা যাবে না
ররর. সকলের জন্য একই ধরনের আইন থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]