জনমতের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ কর

শাসন ব্যবস্থা, গণতন্ত্র, মূল্যায়ন, মানবাধিকার।
জনমতের গুরুত্ব
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জনমত উপেক্ষা
করে কোন শাসন ব্যবস্থাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। শাসন ব্যবস্থার ধরণ যেমনই হোক (উদাহরণস্বরূপ,
সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত) না কেন, জনমতকে অগ্রাহ্য করে আজকের দিনে নির্বিঘেœ ক্ষমতায় থাকা সম্ভব নয়। জনমতের
স্বাধীনতা এবং রাষ্ট্র জনমতকে কোন দৃষ্টিতে মূল্যায়ন করে তার উপর আবার গণতন্ত্রের মাত্রা নির্ভর করে। জনমতের গুরুত্ব
নি¤েœ আলোচনা করা হলসরকার গঠন
আধুনিক গণতন্ত্র হল প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। জনগণের নির্বাচিত প্রতিনিধিই সরকার গঠন করে। তাছাড়া সকল ধরনের
নির্বাচন হল জনমতের প্রতিফলন। জনগণ নির্বাচনে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে থাকে। তাই জনগণ ভোটাধিকার
প্রয়োগ না করলে জনমতও পাওয়া যাবে না। আর জনমতবিহীন সরকারের আইনীভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকে না।
শুধু সরকার গঠন নয়, সরকারের স্থায়িত্বও জনমতের উপর নির্ভর করে।
জনগণকে সচেতন করা
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনমত গড়ে উঠলে আপামর জনসাধারণ নিজেদের দায়িত্ব-কর্তব্য ও অধিকার
সম্পর্কে সচেতন হয়। যেমন, দেশের কোন প্রান্তে যদি এসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে উঠে, তবে তা সারাদেশের
জনগণকে সজাগ হতে সাহায্য করে।
সরকারের মূল্যায়ন
সরকারি সিদ্ধান্ত ও কার্যক্রমের ভালো মন্দ নির্ধারণ করে জনগণ। কোন একটি সিদ্ধান্ত সরকারের নিকট ভালো মনে হলেও
জনগণের নিকট তা গ্রহণযোগ্য নাও হতে পারে। একটি সু-সরকার জনমত বিচেনায় নিয়ে প্রয়োজনবোধে পূর্ব-গৃহীত যেকোন সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।
আইনের শাসন প্রতিষ্ঠা
আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের বড় ভূমিকা রয়েছে। কোথাও আইন লঙ্ঘিত হলে জনগণ তার প্রতিবাদ করে এবং ন্যায়
বিচার প্রতিষ্ঠার দাবি জানায়। এভাবে গঠিত জনমত আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করে।
মানবাধিকার রক্ষা
সাংবিধানিক ও আইনী অধিকারগুলো রক্ষায় জনমতের গুরুত্ব অনেক। সচেতন জনসমাজ মানবাধিকার ক্ষুন্ন হলে তার
বিরুদ্ধে জনমত গড়ে তোলে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের উপর চাপ তৈরি করে। আজকের দিনে জনমত গঠন
হচ্ছে মানবাধিকার রক্ষায় সরকার বা রাষ্ট্রকে মনযোগী করার প্রধান উপায়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ
সামাজিক প্রতিরোধ হল শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। সমাজে অন্যায়-অত্যাচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনমত
গড়ে উঠলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারের কাজ অনেক সহজ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে
তোলার মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
পরিশেষে বলা যায়, সরকার গঠন ও সরকারের টিকে থাকা জনমতের উপরই নির্ভর করে।
সার-সংক্ষেপ
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিককালে জনমতের উপর ভিত্তি করেই সরকার গঠিত হয়
এবং টিকে থাকে। জনমত হচ্ছে সরকার বা একটি রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ মাপকাঠি। জনমত উপেক্ষা
করে আজকের দিনে কোন সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।
পাঠোত্তর মূল্যায়ন-১০.৩
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ১ ও ২ নং প্রশ্নে উত্তর দিন
‘ক’ রাষ্ট্রে কয়েক বছর ধরে সামরিক শাসন বিদ্যমান। সামরিক শাসকরা এ সময় বেশ কয়েকটি জনস্বার্থ বিরোধী অধ্যাদেশ
জারি করে। এর পরিণতিতে নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও সামরিক সরকারের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে উঠে। এক পর্যায়ে
জনমতের চাপে সামরিক সরকার পদত্যাগ করে। ‘ক’ রাষ্ট্রে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই
ধারাবাহিকতায় ‘ক’ রাষ্ট্রে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়।
১। ‘ক’ রাষ্ট্রে সামরিক শাসেন বিরুদ্ধে জনমত
ক) নিশ্চুপ ছিল খ) সরব ছিল
গ) সামরিক সরকারের নিকট নতি স্বীকার করেছিল
২। ‘ক’ রাষ্ট্রে সামরিক শাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক) আমলাতন্ত্র খ) জনমত
গ) জাতিসংঘ ঘ) নির্বাচন

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]