রাজনৈতিক আর্দশ, রাজনৈতিক ব্যবস্থা, অনুভূতি, রাষ্ট্রীয় কর্মকান্ড, রাজনীতি চর্চা।
রাজনৈতিক সংস্কৃতি
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ‘রাজনৈতিক সংস্কৃতি’ একটি বহুল ব্যবহৃত প্রত্যয়। রাজনৈতিক সংস্কৃতি বলতে বুঝায়
এমন কতগুলো বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আবেগ এবং অনুশীলন যা একজন ব্যক্তির বা একটি জনসমষ্টির রাজনৈতিক আচরণকে
গড়ে তোলে। রাজনৈতিক সংস্কৃতি একটি রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক আদর্শ এবং কর্মপদ্ধতিকেও অন্তর্ভূক্ত করে। রাজনৈতিক
সংস্কৃতির আধুনিক ধারণাটি গ্যাব্রিয়েল অ্যালমন্ড ( এবং সিডনি ভার্বা ) প্রথম
গঠনমূলকভাবে ঈরারপ ঈঁষঃঁৎব নামক গ্রন্থে বিশ্লেষণ করেছেন।
অ্যালমন্ড এর মতে রাজনৈতিক সংস্কৃতি হল রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব ও দৃষ্টিভঙ্গির
বিন্যাস।
সিডনি ভার্বা বলেন, “পরীক্ষালব্ধ বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক এবং মূল্যবোধের সমষ্টিই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি যা
রাজনৈতিক ক্রিয়াকলাপের পরিধি ব্যাখ্যা করে।”
রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য
একটি রাজনৈতিক ব্যবস্থার পরিবেশ অর্থাৎ সকল উপাদানের সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে।
রাজনৈতিক সংস্কৃতি যেমন এর জনগণের বিশ্বাস, আচার-আচরণের অনুশীলনের সমষ্টি, রাজনৈতিক সংস্কৃতি তেমনি আবার
জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রণও করে। এসব বিবেচনায় রাজনৈতিক সংস্কৃতির নি¤œলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি
একটি রাজনৈতিক ব্যবস্থার ক্রীড়নক, সংগঠক থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত সকলের বিশ্বাস অর্থাৎ অনুশীলনের
একটি ছবি ফুটে রাজনৈতিক সংস্কৃতিতে। রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি থেকেই রাজনৈতিক সংস্কৃতির মান
নির্ধারণ করা হয়। যেমন, রাজনৈতিক ব্যবস্থায় যদি সকলের অংশ থাকে, মত প্রকাশের সুযোগ-সুবিধা থাকে তবে তাকে
উন্নত বা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলে। আর এসব সুযোগ না থাকলে তা নি¤œমানের রাজনৈতিক সংস্কৃতি
হিসেবেই পরিগণিত হয়।
মনস্তাত্তি¡ক ও সামাজিক ক্রিয়াকলাপ
প্রত্যেকের আচার-আচরণ দৃষ্টিভঙ্গি মূল্যবোধের সমষ্টিগত বহি:প্রকাশ ঘটে রাজনৈতিক সংস্কৃতিতে। এসব মনস্তাত্তি¡ক বিষয়
পরিবর্তন সাপেক্ষে একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটা সম্ভব।
সমরূপতা ও ঐক্যমত
সাধারণত কোন রাজনৈতিক ব্যবস্থার সমরূপতা ও ঐক্যমত্যের বহি:প্রকাশকেও সে ব্যবস্থার রাজনৈতিক সংস্কৃতি হিসেবে
গণ্য করা হয়। অর্থাৎ একটি রাজনৈতিক ব্যবস্থার সদস্যরা সে ব্যবস্থাটি সম্পর্কে যে ধরনের মনোভাব পোষণ করে
রাজনৈতিক সংস্কৃতিও সে ধরনের হয়।
অনুভূতিমূলক দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক পরিমন্ডল সম্পর্কে মানুষের অনুভূতিই আসলে রাজনৈতিক সংস্কৃতি।
রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন-ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক সংস্কৃতিকে বিন্যাস করেছেন। গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও সিডনি
ভার্বার মতে রাজনৈতিক সংস্কৃতি মূলত তিন ধরনের- (১) নি¤œমানের (রাজনৈতিক সংস্কৃতি (২) অধীন
) রাজনৈতিক সংস্কৃতি (৩) অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি।
যে ব্যবস্থাতে নাগরিকেরা রাষ্ট্রের কর্মকান্ড সম্পর্কে তেমন কোন খবরাখবর রাখেন না; রাজনীতি সম্পর্কে আদৌ উৎসাহ
বোধ করেন না এবং রাজনীতিতে অংশগ্রহনের পরিবেশ থাকে না, সে ধরনের ব্যবস্থাকে নি¤œ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে
চিহ্নিত করা হয়।
যে ব্যবস্থায় নাগরিকেরা রাজনীতি ও রাষ্ট্রের কর্মকান্ড সম্পর্কে অবহিত থাকা সত্তে¡ও এসব বিষয়ে অংশগ্রহণের সীমিত
সুযোগ ভোগ করে, সে ধরনের ব্যবস্থাতে অধীন রাজনৈতিক সংস্কৃতি রয়েছে বলা যায়।
যে ব্যবস্থাতে নাগরিকেরা রাজনীতি ও রাষ্ট্রীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে এবং এসব বিষয়ে প্রভাব বিস্তারে সক্ষম, সে ধরনের
ব্যবস্থাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চিহ্নিত করা হয়।
অ্যারল্ড লিজপহার্টের মত পন্ডিত অবশ্য রাজনৈতিক সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: গণ রাজনৈতিক
সংস্কৃতি ও এলিট রাজনৈতিক সংস্কৃতি।
সর্বশেষে বলা যায়, রাজনৈতিক সংস্কৃতি একটি রাজনৈতিক ব্যবস্থারই সার্বিক গুণের বহিঃপ্রকাশ। কোন দেশের রাজনৈতিক
সংস্কৃতি চিরকাল এক রকম থাকে না। রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধের সঞ্চার হলে,
রাজনৈতিক সংস্কৃতির মান উন্নত হতে থাকে।
সার-সংক্ষেপ
রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনসাধারণের আচার-আচরণ, আবেগ, মূল্যবোধ, অনুশীলনের
বহি:প্রকাশ। রাজনৈতিক সংস্কৃতির উপর ভিত্তি করে একটি রােেষ্ট্রর সার্বিক অবস্থা বিচার করা যায়। রাজনৈতিক সংস্কৃতি
হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সংস্কৃতিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করেছেন।
পাঠোত্তর মূল্যায়ন-১০.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। অ্যালমন্ড ও ভার্বা এর বই কোনটি?
ক) এৎধসসধৎ ড়ভ চড়ষরঃরপং খ) ঞযব চৎরহপব
গ) উবসড়পৎধপু ভড়ৎ ঃযব ঋবি ঘ) ঞযব ঈরারপ ঈঁষঃঁৎব
২। লিজপহার্টের মতে রাজনৈতিক সংস্কৃতি প্রধানত কত প্রকার?
ক) এক খ) দুই
গ) তিন ঘ) চার
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন
সম্প্রতি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলকে সংসদের
বাহিরে একটি সভায় বসতে দেখা গেছে। সেখানে তারা আলোচনা সাপেক্ষে একত্রে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত
গ্রহণ করে।
৩। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি?
ক) আমেরিকা খ) ভারত
গ) বাংলাদেশ ঘ) শ্রীলংকা
৪। উদ্দীপকের কার্যক্রম কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতির প্রকাশ?
ক) নি¤œ খ) মধ্যম
গ) অংশগ্রহণমূলক ঘ) কর্তৃত্বপরায়ণ
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ১০.১ ঃ ১। গ ২। ঘ ৩। খ
পাঠোত্তর মূল্যায়ন- ১০.২ ঃ ১। ঘ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ১০.৩ ঃ ১। খ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ১০.৪ ঃ ১। ঘ ২। খ ৩। খ ৪। গ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র