জাতি ও জাতীয়তার পার্থক্য

মানসিক অনুভূতি, রাজনৈতিক সংগঠন, ভৌগোলিক ঐক্য।
জাতি ও জাতীয়তার পার্থক্য
জাতি ও জাতীয়তা প্রত্যয় দুটিকে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে তাদের মাঝে কোন পার্থক্য নেই।
কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীগণ এদের মাঝে পার্থক্য নিরূপণ করেছেন। জাতি হল একটি ঐক্যবদ্ধ মানবগোষ্ঠী যাদের মাঝে ঐক্য সৃষ্টি
হবার মতো সমরূপ বা প্রায় সমরূপ দৈহিক গঠন, ভৌগোলিক ঐক্য, ভাষা, চিন্তার ধারা, সাহিত্যের মিল, সর্বোপরি
ঐক্যবদ্ধ থাকার চেতনা রয়েছে। তবে আধুনিককালে জাতি গঠনের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম ভূখন্ড অপরিহার্য। এ
রকম একটি পরিস্থিতিতে মানবগোষ্ঠী সর্বদা একতার অনুভূতি অনুভব করে, যাকে জাতীয়তা হিসেবে চিহ্নিত করা হয়।
নিচে জাতি ও জাতীয়তার মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করা হল। তবে এই পার্থক্যগুলোকে কোনভাবেই সর্বজন স্বীকৃত বলা যাবে না।
জাতি ও জাতীয়তার পার্থক্য নি¤œরূপজাতি জাতীয়তা
১। জাতি একটি বৃহৎ গ্রæপ বা দল। এর মধ্যে বিভিন্ন
জাতীয়তার মানুষ থাকতে পারে।
১। জাতীয়তা জাতি অপেক্ষা অপেক্ষাকৃত কম জনগোষ্ঠী নিয়ে গঠিত।
২। ঐক্য এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বদৌলতে একটি
জাতীয়তা জাতিতে পরিণত হয়।
২। জাতীয়তার জন্য সার্বভৌমত্ব কোন শর্ত নয়।
৩। একটি জাতীয়তা যখন একটি রাষ্ট্র তৈরি করে
ফেলে তখনই একটি জাতির জন্ম হয়।
৩। জাতীয়তার মধ্যে স্বাধীনতার চেতনার স্ফুরণ দেখা দিলেই,
একটি জাতীয়তা একটি জাতিতে পরিণত হয় বলে অনেকে মনে করেন।
একটি জনগোষ্ঠীর মাঝে যখন জাতীয়তার সৃষ্টি হয় তখন তা জাতি গঠনের দিকে এগিয়ে যায়। জাতীয়তা গঠনে
অনেকগুলো উপাদান এর মধ্যে ঐক্য থাকা দরকার। তবে অনেকগুলো উপাদানের মাঝে মিল থাকলেই জাতি গঠন হয় না।
একত্রে বা ঐক্যবদ্ধ থাকার অনুভূতিটাও জরুরি।
সার-সংক্ষেপ
একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা হচ্ছে একটি মানসিক ঐক্যের অনুভূতি। এই ঐক্যের অনুভূতি নানা উপাদানে
তৈরি। জাতি হচ্ছে এই ঐক্যের একটি রাজনৈতিক প্রকাশ, যা একটি স্বাধীন নির্দিষ্ট ভূ-খন্ডের মাধ্যমে বাস্তব রূপ লাভ করে। তাই জাতীয়তা ছাড়া জাতি গঠন ভাবা যায় না।
পাঠোত্তর মূল্যায়ন-১২.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। জাতীয়তা হচ্ছে-
(ক) একটি ঐক্য বোধ (খ) একটি বিচ্ছিন্নতা বোধ
(গ) আন্তর্জাতিকতা বোধ (ঘ) ধর্মীয় চেতনা
২। ‘ক’ রাষ্ট্রটি অনেক বড়। এর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি চেহারাগত অমিল রয়েছে। রাষ্ট্রটির
নাগরিকদের ক্ষেত্রে কোনটি সঠিক-
ক. জাতি এক খ. জাতীয়তা এক
গ. এটি কোন রাষ্ট্র নয় ঘ. উপরের কোনটি নয়
৩। আরব রাষ্ট্রসমূহ একই আরবী ভাষা প্রচলিত হলেও সেখানে বহু বিদ্যমান। শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
(ক) জাতি (খ) জাতীয়তা
(গ) গোষ্ঠী (ঘ) ধর্মীয় সম্প্রদায়

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]